এখানে আমরা সংস্কৃত তুমুন্ প্রত্যয় নিয়ে আলোচনা করবো। সংস্কৃত ভাষা অধ্যয়ন ও শিক্ষা তথা অনুবাদ শিক্ষার জন্য সংস্কৃত তুমুন্ প্রত্যয়ের জ্ঞান থাকা বাঞ্ছনীয়। সংস্কৃত তুমুন্ প্রত্যয়ের যথাযথ ধারণা না থাকলে, সংস্কৃত ভাষায় অনুবাদ করা সম্ভব নয়।
সংস্কৃত তুমুন্ প্রত্যয়
সংস্কৃত ভাষায় যে ক্রিয়াটির জন্য অন্য ক্রিয়া অনুষ্ঠিত হচ্ছে, সেই নিমিত্তবোধক ক্রিয়াটি বলার জন্য ধাতুর পর তুমুন্ প্রত্যয় যুক্ত করতে হয়। সংস্কৃত তুমুন্ প্রত্যয় এক ক্রিয়ার জন্য অনুষ্ঠিত অন্য ক্রিয়া নিকটে থাকলে, নিমিত্তবোধক ক্রিয়ার ধাতুর পর তুমুন্ প্রত্যয় হয়।
তুমুন্ প্রত্যয় ব্যবহারের কিছু নিয়ম
তুমুনণ্বুলৌ ক্রিয়ায়াং ক্রিয়ার্থায়াম্ :— ক্রিয়ার্থ ক্রিয়া উপপদ অর্থাৎ এক ক্রিয়ার জন্য অনুষ্ঠিত অন্য ক্রিয়া নিকটে থাকলে, নিমিত্তবোধক ক্রিয়ার ধাতুর পর তুমুন্ প্রত্যয় হয়। তুমুন্ -এর তুম্ থাকে। ন্ ইৎ হয়। তুমুন্ প্রত্যয়ান্ত পদ অসমাপিকা ক্রিয়া এবং অব্যয়। যেমন – দ্রষ্টুং যাতি। পঠিতুং গচ্ছতি। এখানে গমনক্রিয়া দর্শন ও পাঠ ক্রিয়ার জন্য।
ইংরেজিতে যেখানে ‘to go’, ‘to see,’ to read’ প্রভৃতি infinitive ব্যবহার করা হয়। বাংলায় যেস্থলে ‘দেখতে’ , ‘যেতে,’ ‘পড়তে’ প্রভৃতি নিমিত্তবোধক অসমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়, সংস্কৃতে নিমিত্তার্থ থাকলে সেই সকল স্থলে তুমুন্ প্রত্যয় হয়। এইজন্য তুমুন্ -এর স্থলে নিমিত্তার্থে চতুর্থী বিভক্তিরও ব্যবহার হতে পারে। যেমন—
- বিপ্রো যাগায় যাতি (যষ্টুম্)।
- বালকঃ ভোজনায় আগচ্ছতি (ভোক্তুম্)।
- ব্রাহ্মণঃ পাকায় গচ্ছতি (পক্তুম্)।
সমানকর্তৃকেষু তুমুন্ :— ইচ্ছার্থক ধাতুর সঙ্গে একই কর্তৃপদ বিশিষ্ট ধাতুর পরে তুমুন্ হয়। যেমন—
- মুমুর্ষঃ জীবিতুং বাঞ্ছতি।
- ক্ষুধার্তঃ ভোক্তুং কাময়তে।
- রামঃ গন্তুম্ ইচ্ছতি।
- বালকঃ আপ্তুম্ অভিলষতি।
কালসময়বেলাসু তুমুন্ :— কাল, সময় ও বেলা শব্দের যোগে ধাতুর উত্তর তুমুন্ প্রত্যয় হয়। এতে নিমিত্তার্থের প্রয়োজন হয় না। যেমন—
- কালোহয়ং বিদ্যালয়ং গন্তুম্।
- ইয়ং যষ্টুং বেলা।
- অয়ং খলু স্নাতুং সময়ঃ।
- অবসরোহয়ম্ আত্মানং প্রকাশয়িতুম্।
শকধৃষজ্ঞাগ্লাঘটরভলভক্রমসহার্থাস্ত্যর্থেষু তুমুন্ :— শক্, ধৃষ্, জ্ঞা, গ্লৈ, ঘট্, রভ্, লভ্, ক্রম্, সহ্, অর্হ্ ও অস্ ধাতুর যোগে নিমিত্তার্থ ছাড়া পূর্ববর্তী ধাতুর উত্তর তুমুন্ হয়। যেমন—
- ঈশ্বরস্য মহিমানং কঃ জ্ঞাতুং শক্নোতি।
- বালিকা গাতুং জানাতি।
- বালকঃ কার্যং কর্তুম্ আরভতে।
- নারী বক্তুং প্রকমতে।
- কঃ এতদ্ দুঃখম্ অবলোকয়িতুং সহতে।
- ভোজনং বিদ্যতে অত্র গ্রহীতুম্।
পর্যাপ্তিবচনেষ্বলমর্থেষু :— পূর্ণতা অর্থে সমর্থার্থক শব্দের যোগে ধাতুর পরে তুমুন্ প্রত্যয় হয়। যেমন—
লিখিতমিহ ললাটে পোজ্ঝিতুং কঃ সমর্থঃ।
তুমুন্ প্রত্যয়ান্ত কয়েকটি শব্দ
ধাতু | ধাতুর অর্থ | ব্যুৎপত্তি | প্রত্যয়ান্ত শব্দ |
অদ্ | খাওয়া | অদ্ + তুমুন্ | অত্তুম্ |
অস্ | হওয়া | অস্ + তুমুন্ | ভবিতুম্ |
ইষ্ | ইচ্ছা করা | ইষ্ + তুমুন্ | এষ্টুম্, এষিতুম্ |
অধি-ই | পড়া | অধি-ই + তুমুন্ | অধ্যেতুম্ |
পচ্ | রান্না করা | পচ্ + তুমুন্ | পক্তুম্ |
পঠ্ | পড়া | পঠ্ + তুমুন্ | পঠিতুম্ |
প্রচ্ছ্ | প্রশ্ন করা | প্রচ্ছ্ + তুমুন্ | প্রষ্টুম্ |
অদ্ | খাওয়া | অদ্ + তুমুন্ | অত্তুম্ |
অশ্ | খাওয়া | অশ্ + তুমুন্ | অশিতুম্ |
ক্রম্ | যাওয়া | ক্রম্ + তুমুন্ | ক্রান্তুম্ |
রচ্ | রচনা করা | রচ্ + তুমুন্ | রচয়িতুম্ |
কৃ | করা | কৃ + তুমুন্ | কর্তুম্ |
ক্রী | ক্রয় করা | ক্রী + তুমুন্ | ক্রেতুম্ |
ক্রীড়্ | খেলা করা | ক্রীড়্ + তুমুন্ | ক্রীড়িতুম্ |
কুপ্ | রাগা | কুপ্ + তুমুন্ | কোপিতুম্ |
কৃ | করা | কৃ + তুমুন্ | কর্তুম্ |
ক্লিশ্ | ব্যথিত হওয়া | ক্লিশ্ + তুমুন্ | ক্লিশিতুম্ |
ক্ষম্ | ক্ষমা করা | ক্ষম্ + তুমুন্ | ক্ষমিতুম্ |
গ্ৰন্থ্ | গ্রথিত করা | গ্ৰন্থ্ + তুমুন্ | গ্রন্থিতুম্, গ্রথিতুম্ |
মন্থ্ | মন্থন করা | মন্থ্ + তুমুন্ | মন্থিতুম্ |
পা | পান করা | পা + তুমুন্ | পাতুম্ |
দা | দান করা | দা + তুমুন্ | দাতুম্ |
হা | ত্যাগ করা | হা + তুমুন্ | হাতুম্ |
ধা | ধারণ করা | ধা + তুমুন্ | ধাতুম্ |
স্থা | থাকা | স্থা + তুমুন্ | স্থাতুম্ |
দৃশ্ | দেখা | দৃশ্ + তুমুন্ | দ্রষ্টুম্ |
চি | চয়ন করা | চি + তুমুন্ | চেতুম্ |
জি | জয় করা | জি + তুমুন্ | জেতুম্ |
খন্ | খনন করা | খন্ + তুমুন্ | খনিতুম্ |
খাদ্ | খাওয়া | খাদ্ + তুমুন্ | খাদিতুম্ |
ক্ষিপ্ | ছুঁড়ে ফেলা | ক্ষিপ্ + তুমুন্ | ক্ষেপ্তুম্ |
গম্ | যাওয়া | গম্ + তুমুন্ | গন্তুম্ |
গৈ | গাওয়া | গৈ + তুমুন্ | গাতুম্ |
গ্রহ্ | গ্রহণ করা | গ্রহ্ + তুমুন্ | গ্রহীতুম্ |
গর্জ্ | গর্জন করা | গর্জ + তুমুন্ | গর্জিতুম্ |
বিদ্ | জানা | বিদ্ + তুমুন্ | বেদিতুম্ |
বস্ | বাস করা | বস্ + তুমুন্ | বস্তুম্ |
বস্ | পরিধান করা | বস্ + তুমুন্ | বসিতুম্ |
ব্রূ বা বচ্ | বলা | ব্রূ বা বচ্ + তুমুন্ | বক্তুম্ |
বদ্ | বলা | বদ্ + তুমুন্ | বদিতুম্ |
বহ্ | বহন করা | বহ্ + তুমুন্ | বোঢ়ুম্ |
শম্ | উপসম | শম্ + তুমুন্ | শমিতুম্ |
শাস্ | নিয়ন্ত্রন করা | শাস্ + তুমুন্ | শাসিতুম্ |
শ্রু | শোনা | শ্রু + তুমুন্ | শ্রোতুম্ |
শী | ঘুমানো | শী + তুমুন্ | শয়িতুম্ |
ভী | ভয় পাওয়া | ভী + তুমুন্ | ভেতুম্ |
ভক্ষ্ | খাওয়া | ভক্ষ্ + তুমুন্ | ভক্ষয়িতুম্ |
ভুজ্ | খাওয়া | ভুজ্ + তুমুন্ | ভোক্তুম্ |
মুচ্ | মুক্ত করা | মুচ্ + তুমুন্ | মোক্তুম্ |
ছিদ্ | ছেঁড়া | ছিদ্ + তুমুন্ | ছিত্তুম্ |
ভূ | হওয়া | ভূ + তুমুন্ | ভবিতুম্ |
হ্বে | ডাকা | হ্বে + তুমুন্ | হ্বাতুম্ |
সেব্ | সেবা করা | সেব্ + তুমুন্ | সেবিতুম্ |
সহ্ | সহ্য করা | সহ্ + তুমুন্ | সহিতুম্ সোঢ়ুম্ |
লভ্ | লাভ করা | লভ্ + তুমুন্ | লব্ধুম্ |
হন্ | হত্যা করা | হন্ + তুমুন্ | হন্তুম্ |
মৃ | মরে যাওয়া | মৃ + তুমুন্ | মর্তুম্ |
অনুরূপ পাঠ
একইধরণের বিষয় জানতে নিম্নের LINK এ CLICK করুন ।
সংস্কৃত তুমুন্ প্রত্যয় থকে জিজ্ঞাস্য
1) তুমুন্ প্রত্যয়ান্ত ক্রিয়াপদ কী জাতীয় ক্রিয়াপদ ?
2) তুমুন্ প্রত্যয়ান্ত পদ কী জাতীয় পদ?
3) হ্বে + তুমুন্ = ?
ধন্যবাদ
আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈
আমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে CLICK HERE 👈