কালিদাস থেকে MCQ প্রশ্ন ও উত্তর দ্বাদশ শ্রেণীর SEMESTER – 3 পাঠ্য হিসেবে নির্দিষ্ট। ভাস, কালিদাস ও ভবভূতির সাহিত্যকৃতির সংক্ষিপ্ত পরিচয় পাঠ্যে অন্তর্ভুক্ত। এখানে আমরা কালিদাস রচিত কাব্যগ্রন্থগুলি থেকে প্রশ্নোত্তর আলোচনা করব। এখান থেকে তিনটি বহুবিকল্প (MCQ) ভিত্তিক প্রশ্ন থাকবে ( 1 X 3 = 3 )।
ভূমিকা :- সংস্কৃত কাব্য সাহিত্য দরবারে মহাকবি কালিদাস রাজপুত্র রূপে সম্মানের অধিকারী। যেরূপ ইংরেজি সাহিত্যের সঙ্গে শেক্সপিয়ারের নাম জড়িত, বাংলা সাহিত্যের সঙ্গে রবীন্দ্রনাথের নাম সম্পৃক্ত, সংস্কৃত সাহিত্যের সঙ্গে কালিদাসের নাম চিরগ্রথিত।
কাল :- কালিদাসের আবির্ভাবকাল ও ব্যক্তি জীবন ঘন অন্ধকারের অবগুন্ঠনে অবগুণ্ঠিত কালিদাস নিঃসন্দেহে অশ্বঘোষ ও ভাসের পরবর্তীকালের কবি। সকল দিক বিবেচনা করলে বলা যায় যে খ্রিস্টীয় চতুর্থ শতকের শেষ অথবা খ্রিস্টীয় পঞ্চম শতকের প্রথম ভাগে তিনি বর্তমান ছিলেন।
কালিদাসের কাব্যশিল্প স্বচ্ছ, সুন্দর ও রমণীয়। বৈদর্ভী রীতি, অলংকারের সুষুমা, ছন্দের ঝংকার, ভাব ও ভাষার সমন্বিত তাৎপর্য – কালিদাসের তিনটি নাটকেই বিশিষ্টতার পরিচয় দেয়। তিনি মানবতাবাদী কবি মানব মহত্বকেই প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন বলেই কালিদাস পরবর্তী মানবসমাজে এতখানি গ্রহণীয় হতে পেরেছেন। ভারতীয় পন্ডিতরা কালিদাসের অদ্বিতীয়ত্ব স্বীকার করে বলেছেন, “পুরা কবীনাং গণনাপ্রসঙ্গে কনিষ্ঠিকাধিষ্ঠিতকালিদাসঃ”।
কাব্যকৃতি
কবিকুল চূড়ামণি কালিদাসের কবিপ্রতভা নাট্যকাব্যে থেমে থাকেননি। তিনি খ্যাতি অর্জন করেছেন গীতিকাব্য ও মহাকাব্য রচনায়।
কালিদাস | রচনাবলী |
সময়কাল | খ্রিস্টীয় চতুর্থ শতক থেকে খ্রিস্টীয় পঞ্চম শতক |
নাটক | মালবিকাগ্নিমিত্রম্ বিক্রমোর্বশীয়ম্ অভিজ্ঞানশকুন্তলম্ |
মহাকাব্য | রঘুবংশম্ কুমারসম্ভবম্ |
গীতিকাব্য | ঋতুসংহার মেঘদূত |
MCQ প্রশ্নোত্তর
কালিদাস থেকে MCQ প্রশ্ন ও উত্তর গুলি নিচে দেওয়া হল। প্রশ্নের উত্তরগুলি সরাসরি না দিয়ে শিক্ষার্থীদের সুবিধার্থে উত্তরটি লুক্কায়িত আছে। পরীক্ষার্থীদের চেষ্টা করার সুযোগ আছে। উত্তরে Click👈 করলেই উত্তরটি দেখা যাবে।
1. কালিদাস কোন্ সময়ের কবি—
(A) খ্রিস্টীয় চতুর্থ শতক থেকে খ্রিস্টীয় পঞ্চম শতক
(B) খ্রিস্টীয় দ্বিতীয় শতক থেকে খ্রিস্টীয় চতুর্থ শতক
(C) খ্রিস্টীয় প্রথম শতক থেকে খ্রিস্টীয় তৃতীয় শতক
(D) কোনটিই নয়
উত্তর👈
(A) খ্রিস্টীয় চতুর্থ শতক থেকে খ্রিস্টীয় পঞ্চম শতক
2. কালিদাস কোন্ রাজার সভাকবি ছিলেন—
(A) সম্রাট অশোক
(B) সমুদ্রগুপ্ত
(C) বিক্রমাদিত্য
(D) কোনটিই নয়
উত্তর👈
(C) বিক্রমাদিত্য
3. কালিদাস কয়টি নাটক রচনা করেন—
(A) 2 টি
(B) 3 টি
(C) 4 টি
(D) কোনটিই নয়
উত্তর👈
(B) 3 টি
4. কালিদাস প্রণীত সর্বশ্রেষ্ঠ নাটকের নাম কি—
(A) মালবিকাগ্নিমিত্রম্
(B) বিক্রমোর্বশীয়ম্
(C) অভিজ্ঞানশকুন্তলম্
(D) কোনটিই নয়
উত্তর👈
(C) অভিজ্ঞানশকুন্তলম্
5. ‘অভিজ্ঞানশকুন্তলম্’ কয় অঙ্কের নাটক—
(A) 4 অঙ্কের
(B) 5 অঙ্কের
(C) 6 অঙ্কের
(D) 7 অঙ্কের
উত্তর👈
(D) 7 অঙ্কের
6. ‘অভিজ্ঞানশকুন্তলম্’ নাটকের রস—
(A) শৃঙ্গার ও বীর
(B) শৃঙ্গার ও করুণ
(C) করুণ ও অদ্ভূত
(D) শৃঙ্গার ও বিভৎস
উত্তর👈
(B) শৃঙ্গার ও করুণ
7. ‘অভিজ্ঞানশকুন্তলম্’ নাটকের নায়কের নাম—
(A) অগ্নিমিত্র
(B) পুরূরবা
(C) উদয়ন
(D) দুষ্যন্ত
উত্তর👈
(D) দুষ্যন্ত
8. ‘অভিজ্ঞানশকুন্তলম্’ নাটকের নায়িকার নাম—
(A) মালবিকা
(B) ঊর্বশী
(C) শকুন্তলা
(D) বাসবদত্তা
উত্তর👈
(C) শকুন্তলা
9. ‘অভিজ্ঞানশকুন্তলম্’ নাটকের বিদূষকের নাম—
(A) গোপাল
(B) মাধব্য
(C) ভূপাল
(D) কোনটিই নয়
উত্তর👈
(B) মাধব্য
10. কালিদাস প্রণীত ‘ত্রোটক’ জাতীয় রূপকের উদাহরণ—
(A) মালবিকাগ্নিমিত্রম্
(B) বিক্রমোর্বশীয়ম্
(C) অভিজ্ঞানশকুন্তলম্
(D) কোনটিই নয়
উত্তর👈
(B) বিক্রমোর্বশীয়ম্
11. ‘বিক্রমোর্বশীয়ম্’ কয় অঙ্কের নাটক—
(A) 4 অঙ্কের
(B) 5 অঙ্কের
(C) 6 অঙ্কের
(D) 7 অঙ্কের
উত্তর👈
(B) 5 অঙ্কের
12. ‘বিক্রমোর্বশীয়ম্’ নাটকের রস—
(A) বীর
(B) করুণ
(C) অদ্ভূত
(D) শৃঙ্গার
উত্তর👈
(D) শৃঙ্গার
13. ‘বিক্রমোর্বশীয়ম্’ নাটকের নায়কের নাম—
(A) অগ্নিমিত্র
(B) পুরূরবা
(C) উদয়ন
(D) দুষ্যন্ত
উত্তর👈
(B) পুরূরবা
14. ‘বিক্রমোর্বশীয়ম্’ নাটকের নায়িকার নাম—
(A) মালবিকা
(B) ঊর্বশী
(C) শকুন্তলা
(D) বাসবদত্তা
উত্তর👈
(B) ঊর্বশী
15. কালিদাস রচিত প্রথম নাটক কোনটি—
(A) মালবিকাগ্নিমিত্রম্
(B) বিক্রমোর্বশীয়ম্
(C) অভিজ্ঞানশকুন্তলম্
(D) কোনটিই নয়
উত্তর👈
(A) মালবিকাগ্নিমিত্রম্
16. ‘মালবিকাগ্নিমিত্রম্’ কয় অঙ্কের নাটক—
(A) 4 অঙ্কের
(B) 5 অঙ্কের
(C) 6 অঙ্কের
(D) 7 অঙ্কের
উত্তর👈
(B) 5 অঙ্কের
17. ‘মালবিকাগ্নিমিত্রম্’ নাটকের রস—
(A) বীর
(B) করুণ
(C) অদ্ভূত
(D) শৃঙ্গার
উত্তর👈
(D) শৃঙ্গার
18. ‘মালবিকাগ্নিমিত্রম্’ নাটকের নায়কের নাম—
(A) অগ্নিমিত্র
(B) পুরূরবা
(C) উদয়ন
(D) দুষ্যন্ত
উত্তর👈
(অগ্নিমিত্র
19. ‘মালবিকাগ্নিমিত্রম্’ নাটকের নায়িকার নাম—
(A) মালবিকা
(B) ঊর্বশী
(C) শকুন্তলা
(D) বাসবদত্তা
উত্তর👈
(A) মালবিকা
20. কালিদাস কয়টি মহাকাব্য রচনা করেন—
(A) 2 টি
(B) 3 টি
(C) 4 টি
(D) কোনটিই নয়
উত্তর👈
(A) 2 টি
21. রামায়ণের কাহিনী অবলম্বন করে মহাকবি কালিদাস কোন্ মহাকাব্য রচনা করেন—
(A) কুমারসম্ভবম্
(B) রঘুবংশম্
(C) মেঘদূত
(D) কোনটিই নয়
উত্তর👈
(B) রঘুবংশম্
22. ‘রঘুবংশম্’ মহাকাব্যে কয়টি স্বর্গ আছে —
(A) 17 টি
(B) 18 টি
(C) 19 টি
(D) কোনটিই নয়
উত্তর👈
(C) 19 টি
23. ‘রঘুবংশম্’ মহাকাব্যে কয়টি শ্লোক আছে —
(A) 1469 টি
(B) 1569 টি
(C) 1669 টি
(D) কোনটিই নয়
উত্তর👈
(B) 1569 টি
24. ‘রঘুবংশম্’ মহাকাব্যে কতজন রাজার কথা আছে —
(A) 28 টি
(B) 29 টি
(C) 30 টি
(D) কোনটিই নয়
উত্তর👈
(A) 28 টি
25. কুমার কার্তিকের জন্মের সূচনা অবলম্বন করে মহাকবি কালিদাস কোন্ মহাকাব্য রচনা করেন—
(A) কুমারসম্ভবম্
(B) রঘুবংশম্
(C) মেঘদূত
(D) কোনটিই নয়
উত্তর👈
(A) কুমারসম্ভবম্
26. ‘কুমারসম্ভবম্’ মহাকাব্যে কয়টি স্বর্গ আছে —
(A) 17 টি
(B) 18 টি
(C) 19 টি
(D) কোনটিই নয়
উত্তর👈
(A) 17 টি
27. সর্বশ্রেষ্ঠ গীতিকাব্যটির নাম কি —
(A) ঋতুসংহার
(B) মেঘদূত
(C) অমরুশতক
(D) কোনটিই নয়
উত্তর👈
(B) মেঘদূত
28. মেঘদূত কোন্ ছন্দে রচিত—
(A) বসন্ততিলক
(B) ইন্দ্রবজ্রা
(C) মন্দাক্রান্তা
(D) উপেন্দ্রবজ্রা
উত্তর👈
(C) মন্দাক্রান্তা
29. মেঘদূত কাব্যটি কয়ভাগে রচিত—
(A) 2 টি
(B) 3 টি
(C) 4 টি
(D) 5 টি
উত্তর👈
(A) 2 টি
30. মেঘদূত কাব্যের দুটি ভাগের নাম হল—
(A) উত্তরমেঘ ও দক্ষিণমেঘ
(B) পশ্চিমমেঘ ও উত্তরমেঘ
(C) পূর্বমেঘ ও দক্ষিণমেঘ
(D) পূর্বমেঘ ও উত্তরমেঘ
উত্তর👈
(D) পূর্বমেঘ ও উত্তরমেঘ
31. মেঘদূত কাব্যে শ্লোক আছে—
(A) 117 টি
(B) 217 টি
(C) 317 টি
(D) 417 টি
উত্তর👈
(A) 117 টি
অনুরূপ পাঠ
কালিদাস থেকে MCQ প্রশ্ন ও উত্তর তথা SEMESTER – 3 এর অনুরূপ পাঠগুলি জানতে নিম্নের Link এ Click করো—