এই অধ্যায়ের আলোচ্য বিষয় চরকসংহিতা । এখানে কবিপরিচয়, রচনাকাল ও গ্রন্থের বিষয়বস্তু আলোচিত হয়েছে। এই চিকিৎসা বিষয়ক গ্রন্থটি দ্বাদশশ্রেণীর পাঠ্যসূচীতে গৃহীত হয়েছে। তাই দ্বাদশশ্রেণীর পরীক্ষার্থীদের এই অধ্যায় গুরুত্বপূর্ণ। উচ্চমাধ্যমিক 2025 পরীক্ষার্থীদের Suggestive প্রশ্নগুলির মধ্যে এটি গুরুত্বপূর্ণ।
প্রাচীনকাল থেকেই ভারতবর্ষে আয়ুর্বেদ চর্চা প্রচলিত হয়েছিল। আয়ুর্বেদশাস্ত্র পাঠ করলে আয়ু সম্পর্কে জানা যায়। আয়ুর্বেদশাস্ত্রের গুরুত্বপূর্ণ গ্রন্থগুলির মধ্যে অন্যতম হল চরকসংহিতা। চরকসংহিতা গদ্য ও পদ্যে রচিত চিকিৎসা বিষয়ক গ্রন্থ। এই গ্রন্থে বিভিন্ন রোগের বর্ণনা ও চিকিৎসা চিকিৎসাবিজ্ঞানের অন্য ধারা বহন করে , সেটি হল শল্যচিকিৎসার ধারা। এখানে চরকসংহিতার বিষয়বস্তু সংক্ষেপে বর্ণনা করো, বিষয়ে আলোচনা করব। Charaksamhita in Bengali
চরকসংহিতা টীকা
চরকসংহিতা আয়ুর্বেদশাস্ত্রের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ গ্রন্থ।
গ্রন্থ | চরকসংহিতা |
রচয়িতা | মূল গ্রন্থ – আত্রেয় পরবর্তী – চরক |
স্থান | আটটি |
অধ্যায় | 120 টি |
টীকাকার | ভট্টারহরিচন্দ্র, চক্রপাণি দত্ত, আষাঢ়বর্মা |
ভূমিকা
চরক সংহিতা চিকিৎসা সম্পর্কে এখনও পর্যন্ত বিদ্যমান সর্বাপেক্ষা প্রসিদ্ধ গ্রন্থ হলো চরকসংহিতা। চরকের নাম অনুসারে ‘চরকসংহিতা’ এরূপ নামকরণ হয়েছে বলে বোধ হয়। পন্ডিতেরা অনুমান করেন যে, উপলভ্যমান ‘চরকসংহিতা’ কোনো এক ব্যক্তির রচনা নয়।যাই হোক, স্বতন্ত্রভাবে আয়ুর্বেদের প্রথম যে গ্রন্থটি পাওয়া গেছে সেটা হল চরকসংহিতা। বলা হয়, মহর্ষি আত্রেয়ের শিষ্য অগ্নিবেশ প্রথম আয়ুর্বেদ শাস্ত্র বিস্তৃতভাবে রচনা করেন। কিন্তু দীর্ঘকাল চর্চার অভাবে সেই গ্রন্থ বহুলাংশে নষ্ট হয়ে যায়। তারপর চরক সেই লুপ্তপ্রায় অগ্নিবেশের শাস্ত্রের সংস্কার সাধন করেন। এটিই চরকসংহিতা নামে আমাদের কাছে উপলব্ধ।
কবি পরিচয়
চরক ছিলেন একজন প্রাচীন ভারতের চিকিৎসক। অধ্যাপক লেভির মতে চরক ছিলেন রাজা কণিস্কের সমসাময়িক। তিনি ছিলেন রাজা কানিষ্কের বিশ্বস্ত চিকিৎসক।
রচনাকাল
চরকসংহিতার প্রকৃত রচনাকাল নির্ণয় করা সহজ নয়। এই গ্রন্থের রচনাকাল গুপ্ত যুগ বা 300র থেকে 500 খ্রীষ্টাব্দের বলে মনে করা হয় এবং সেদিক থেকে দেখতে গেলে এটি সুশ্রুত সংহিতার প্রায় সমসাময়িক বা তার কিছু বছর পরে রচিত। যাই হোক, চরকসংহিতার বর্তমান উপলব্ধ সংস্করণটি 100 খ্রীষ্টপূর্ব থেকে 100 খ্রীষ্টাব্দের মধ্যে রচিত।
গ্রন্থ বিন্যাস
চরকসংহিতায় আটটি স্থান আছে এবং অধ্যায় সংখ্যা হল 120 টি। স্থান শব্দের অর্থ হলো বিভাগ।
গ্রন্থের বিষয়বস্তু
চরকসংহিতার আটটি স্থান হল-
- 1) সূত্রস্থান :— এতে আয়ুর্বেদের লক্ষণ ও প্রয়োজন, শারীরিক ও মানসিক দোষগুলির বিবরণ, খনিজ ও উদ্ভিজ্জ দ্রব্যগুলির রোগ নিরাময়ের জন্য প্রয়োগ প্রভৃতি বর্ণনা করা হয়েছে।
- 2) নিদানস্থান :— এখানে বিভিন্ন ব্যাধির ভেদ, পর্যায় ও বিভিন্ন রোগের লক্ষণ আলোচিত হয়েছে।
- 3) বিমানস্থান :— এখানে কটু, অম্লাদি রসের কার্যকারিতা এবং বিভিন্ন রোগের মূলে তাদের ভূমিকার কথা আলোচিত হয়েছে।
- 4) শারীরস্থান :— শারীরস্থানে ধাতুভেদে পুরুষের ভেদ, শরীরের গঠনানুসারে যোগের ভেদ নির্ণয় বর্ণিত হয়েছে।
- 5) ইন্দ্রিয়স্থান :— ব্যাধির উদ্ভবে বিভিন্ন ইন্দ্রিয়ের ভূমিকার বিশদ আলোচনা।
- 6) চিকিৎসাস্থান :— বিভিন্ন রোগের কারণ ও তার প্রতিকারের উপায় আলোচিত হয়েছে। এখানে রাজযক্ষা, কর্কট প্রভৃতি দুরারোগ্য ব্যাধির চিকিৎসাপদ্ধতি নির্দিষ্ট হয়েছে।
- 7) কল্পস্থান :— এখানে দ্রব্যগুণ বিচার ও বিভিন্ন গাছগাছড়া থেকে ঔষধ প্রস্তুতের বিবরণ পাওয়া যায়।
- 8) সিদ্ধিস্থান :— বিভিন্ন কফ, দাহ প্রভৃতি ব্যাধি থেকে সত্বর আরোগ্য লাভের উপায়, ঔষধের সেব্যাসেব্য প্রভৃতি সিদ্ধস্থান নামক অংশে বর্ণন করা হয়েছে।
ব্যাধি সমূহের উৎপত্তির আলোচনা প্রসঙ্গে চরকসংহিতায় বলা হয়েছে যে, মানুষের সর্ববিধ রোগের মূলে আছে বায়ু, পিত্ত ও কফের প্রভাব—’বায়ুঃ পিত্তং কফশ্চোক্তঃ শারীরো দোষসংগ্রহঃ’।
মূল্যায়ন
চরকসংহিতা শুধু চিকিৎসাগ্রন্থ হিসাবে নয়, মানুষের সার্বিক মানসিক উন্নতির জন্য যা কিছু জ্ঞানের প্রয়োজন তৎসমুদয় লিপিবদ্ধ রয়েছে চরকসংহিতায়। এই গ্রন্থটি গ্রন্থটি গদ্য ও পদ্যে মিশ্রিতভাবে রচিত। বিভিন্ন রোগের নিরাময়ে মানুষের জীবনযাত্রার পবিত্রতাও যে প্রয়োজনীয়, সে কথা চরকসংহিতা দৃঢ়ভাবেই বলেছে। তাই এখানে জীবনধারণের পদ্ধতি নিয়েও আলোচনা দেখা যায়। এইভাবে চরকসংহিতা চিকিৎসাবিদ্যার এক অসাধারণ তথ্যভাণ্ডার রূপে পরিগণিত হয়।
চরকসংহিতা গ্রন্থের উপর রচিত টীকাগ্রন্থ
চরকসংহিতার উপর অসংখ্য টীকা রচিত হয়েছিল। এদের মধ্যে ভট্টারহরিচন্দ্রকৃত চরকটীকা (খ্রিঃ ষষ্ঠ শতক), আষাঢ়বর্মাকৃত পরিহারবার্তিকা (খ্রিঃ অষ্টম শতক), চক্রপাণি দত্ত কৃত টীকা (খ্রিঃ একাদশ শতক) বিশেষ উল্লেখযোগ্য।
অনুরূপ পাঠ
চরকসংহিতা এর মত একইধরণের বিষয় জানতে নিম্নের LINK এ CLICK করুন ।
চরকসংহিতা থেকে জিজ্ঞাস্য
1) চরকসংহিতায় কটি অধ্যায় আছে?
2) চরকসংহিতার মূল গ্রন্থের রচয়িতা কে?
3) সুশ্রুতসংহিতায় কটি স্থান আছে?
ধন্যবাদ
আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈
আমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে CLICK HERE 👈
চরকসংহিতার আরো ছোট প্রশ্ন ও উত্তর চাই