কালিদাস পূর্ব নাট্যকারদের মধ্যে অন্যতম সর্বশ্রষ্ঠ মহাকবি ভাসের অভিষেক নাটক। এই নাটক সম্পর্কে টীকা লেখা হল। অভিষেক (টীকা)
ভাসের অভিষেক নাটক সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা কর বা টীকা লেখ। Abhishek in Bengali কালিদাস পূর্ব নাট্যকারদের মধ্যে ভাস অন্যতম। কালিদাস তার মালবিকাগ্নিমিত্র নাটকে প্রথিতযশা ভাসের নাম করেছেন। বানভট্টও ভাস নাটকচক্রের খ্যাতির কথা বলেছেন। মহাকবি ভাস নিজের কবিত্বের পরিচয় যত শ্রদ্ধাস্পদ নিজের ব্যক্তিত্ব নিয়ে ততই বিবাদাস্পদ। যাইহোক, ভাসের অভিষেক উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষার্থীদের জন্য একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়া WBSSC এর SLST পরীক্ষার্থীদের ক্ষেত্রেও অতীব গুরুত্বপূর্ণ বিষয়।
অভিষেক | মহাকবি ভাস |
অঙ্ক সংখ্যা | 6 টি |
উৎস | রামায়ণ |
শ্রেণি | নাটক |
নায়ক | রাম |
নায়িকা | সীতা |
অভিষেক নাটক সম্পর্কে আলোচনা কর
ভূমিকা – কালিদাস পূর্বযুগের শ্রেষ্ঠ নাট্যকার মহাকবি ভাস। তিনি সম্ভবতঃ খ্রিস্টীয় দ্বিতীয় বা তৃতীয় শতকে আবির্ভূত হয়েছিলেন বলে ধরা হয়। মহর্ষি বাল্মীকি রচিত রামায়ণ অবলম্বনে সাত অঙ্কে রচিত নাটক “অভিষেক “।
উৎস :- মহাকবি ভাস রামায়ণের কাহিনী অবলম্বনে অভিষেক নাটক রচনা করেন। রামায়ণের কিষ্কিন্ধ্যাকান্ড থেকে লঙ্কাকান্ড বা যুদ্ধকান্ড পর্যন্ত ঘটনাই এই নাটকের বিষয়বস্তু।
বিষয়বস্তু :- রামায়ণের কিষ্কিন্ধ্যাকান্ড, সুন্দরকান্ড ও লঙ্কাকান্ডের কাহিনী অবলম্বনে ছয় অঙ্কের নাটক হল অভিষেক। এই নাটকে সুগ্রীব, বিভীষণ ও রামচন্দ্রের অভিষেকের কাহিনী বর্ণিত। সীতা হরণের পর সুগ্রীবের সাথে রামের বন্ধুত্ব, বালীবধ, সুগ্রীবের অভিষেক দিয়ে নাটকের সূত্রপাত। পরে হনুমানের লঙ্কায় অশোকবন ভঙ্গ, রামের সঙ্গে বিভীষণের যোগদান, রাবণ বধ, সীতার অগ্নিপরীক্ষা এবং রামের অভিষেকে নাটকের পরিসমাপ্তি। এই নাটকটি প্রতিমা নাটকের পরিপূরক। এখানে সুগ্রীবের অভিষেক, বিভীষণের লঙ্কারাজ্যে অভিষেক এবং রামের রাজ্যভিষেকের কথা উপস্থাপিত।
মূল্যায়ণ :- এমন সহজ সরল নাটকীয় সংলাপ অন্যত্র পাওয়া যায় না। অবান্তর ঘটনা বাহুল্যে নাটকটি কোথাও ভারাক্রান্ত হয়নি। বর্ণনায় তিনি অসম্ভব রকমের সংযমের পরিচয় দিয়েছেন। এমন মঞ্চোপযোগী নাটক সংস্কৃত সাহিত্যে আর দেখা যায় না। এক কথায় নাটকীয় ঘটনা বিন্যাসে, চরিত্র চিত্রনে নাট্য পরিবেশনে এবং মনস্তাত্ত্বিক বিশ্লেষণে নাটকটি সত্যিই শ্রেষ্ঠত্বের দাবি রাখে।
অনুরূপ পাঠ
ভাসের অভিষেক নাটক এর মত একইধরণের বিষয় জানতে নিম্নের LINK এ CLICK করুন ।
- প্রতিজ্ঞাযৌগন্ধরায়ণ 👈
- স্বপ্নবাসবদত্তা 👈
- অবিমারক 👈
- মধ্যমব্যায়োগ 👈
- ঊরুভঙ্গ 👈
- পঞ্চরাত্র 👈
- বালচরিত 👈
- গীতগোবিন্দম্ 👈
- মেঘদূত 👈
- বিক্রমোর্বশীয়ম্ 👈
- মালবিকাগ্নিমিত্রম্ 👈
- অভিজ্ঞানশকুন্তলম্ 👈
- মৃচ্ছকটিক 👈
- মুদ্রারাক্ষস 👈
- মহাবীরচরিত 👈
- মালতীমাধব 👈
- উত্তররামচরিত 👈
- পঞ্চতন্ত্র 👈
- হিতোপদেশ 👈
- হর্ষচরিত 👈
- কাদম্বরী 👈
- দশকুমারচরিত 👈
- শ্রীমদ্ভগবদ্গীতা 👈
- সুশ্রুতসংহিতা 👈
অভিষেক নাটক সম্পর্কে জিজ্ঞাস্য
মহাকবি ভাসের।
ছয়টি।
রাম ।
ধন্যবাদ
আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ🙏। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈
আমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে CLICK HERE 👈