সমাস থেকে MCQ প্রশ্ন ও উত্তর

সমাস থেকে MCQ প্রশ্ন ও উত্তর দ্বাদশ শ্রেণীর SEMESTER – 3 পাঠ্য হিসেবে নির্দিষ্ট। সমাসের সংক্ষিপ্ত পরিচয় জানতে হবে। অব্যয়ীভাব ও তৎপুরুষ সমাস পাঠ্যে অন্তর্ভুক্ত। এখান থেকে তিনটি বহুবিকল্প (MCQ) ভিত্তিক প্রশ্ন থাকবে ( 1 X 3 = 3 )।

আমরা জানব সংস্কৃত ভাষায় সমাস কাকে বলে ও সমাস কতরকমের ও কী কী অর্থাৎ সমাসের শ্রেণীবিভাগ, সমাস নির্ণয়ের বিভিন্ন নিয়ম ও সূত্র। এখানে তোমাদের সাহায্যার্থে সমাসের পুরো বিষয়টিকে খুব সহজভাবে তুলে ধরতে চাইছি, যাতে খুব সহজে তোমাদের বোধগম্য হয়। তৃতীয় সেমিস্টারে অব্যয়ীভাব👈 ও তৎপুরুষ👈 সমাস অনুশীলন করলেই হবে। এই দুটি সমাস থেকেই প্রশ্নোত্তর আছে। সমাসদুটি সম্পর্কে বিস্তারিত জানতে উপরের link এ click করে জেনে নয়।

সমাস কাকে বলে

সম্ পূর্বক দিবাদিগণীয় অস্ ধাতুর ঘঞ্ প্রত্যয় করে সমাস শব্দটি নিষ্পন্ন। সমাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ সংক্ষেপ। অর্থাৎ একাধিক পদ মিলে একটি পদে পরিণত হাওয়াকে সমাস বলে। সংস্কৃতে সমাসের লক্ষণ হল – একপদীভাবঃ সমাসঃ । সমর্থঃ পদবিধিঃ। সমর্থ অর্থাৎ বিগ্রহবাক্যের অর্থ প্রকাশ করার শক্তিযুক্ত। সমাসের ক্ষেত্রে পদবিধি বলতে দুই বা ততোধিক পদসংক্রান্ত বিধিকেই বুঝতে হবে।

সমাসের কয়েকটি পারিভাষিক শব্দ

সমাসবদ্ধ পদ :- সমস্যমান পদগুলোর মিলিত একপদকে সমাসবদ্ধ পদ বলে। ‘রাজপুরুষঃ’ হল সমাসবদ্ধ পদ।

ব্যাসবাক্য:- সমাসবদ্ধ পদের অর্থটি বোঝাবার জন্য যে পদগুলো প্রয়োগ করা হয়, সেই পদগুলোকে ‘ব্যাসবাক্য’ বা ‘বিগ্রহবাক্য’ বলে। রাজ্ঞঃ পুরুষঃ হল ব্যাসবাক্য।

সমস্যমান পদ :- ব্যাসবাক্য বা বিগ্রহবাক্যের প্রত্যেকটি পদকে সমস্যমান পদ বলে। ‘রাজ্ঞঃ’ ও ‘পুরুষঃ’ পদ দুটি হল সমস্যমান পদ।

পূর্ব পদ :- ব্যাসবাক্যের মধ্যে যে দুটি পদ নিয়ে সমাস হয়, সমস্ত পদে যে ক্রমে বসে সেই ক্রম অনুসারে বসে, তাদের প্রথমটিকে পূর্ব পদ বলে।

উত্তর পদ বা পরপদ :- ব্যাসবাক্যের মধ্যে যে দুটি পদ নিয়ে সমাস হয়, সমস্ত পদে যে ক্রমে বসে সেই ক্রম অনুসারে বসে, তাদের পরেরটিকে উত্তর পদ বা পরপদ বলে।

MCQ প্রশ্নোত্তর

সমাস থেকে MCQ প্রশ্ন ও উত্তর গুলি নিচে দেওয়া হল। প্রশ্নের উত্তরগুলি সরাসরি না দিয়ে শিক্ষার্থীদের সুবিধার্থে উত্তরটি লুক্কায়িত আছে। পরীক্ষার্থীদের চেষ্টা করার সুযোগ আছে। উত্তরে Click👈 করলেই উত্তরটি দেখা যাবে।

1. সমাস শব্দের ব্যুৎপত্তি হল— 

(A) সম্ – অস্ + ঘঞ্

(B) সম্ – অশ্ + ঘঞ্

(C) সম্ – অস্ + অপ্

(D) সম্ – অশ্ + অচ্

2. সমাস শব্দের অর্থ হল— 

(A) সংক্ষেপ

(B) মিলন

(C) বিভাজন

(D) কোনোটিই নয়

3. দুই বা ততোধিক পদের মিলিত রূপকে কি বলে— 

(A) সমস্যমান পদ

(B) সমস্তপদ

(C) ব্যাসবাক্য

(D) কোনোটিই নয়

4. ব্যাসবাক্যের প্রত্যেক পদকে কি বলে— 

(A) সমস্যমান পদ

(B) সমস্তপদ

(C) ব্যাসবাক্য

(D) কোনোটিই নয়

5. “সমর্থঃ পদবিধিঃ” সূত্রটি কী বিধায়ক সুত্র— 

(A) প্রত্যয়

(B) কারক

(C) সংহিতা

(D) সমাস

6. “সমর্থঃ পদবিধিঃ” সূত্রটি কোন্ শ্রেণির — 

(A) পরিভাষাসুত্র

(B) সংজ্ঞাসুত্র

(C) বিধিসূত্র

(D) অধিকারসূত্র

7. সমাসের ক্ষেত্রে কোনটি ঠিক নয়— 

(A) সুবন্তের সঙ্গে সুবন্তের সমাস হয়

(B) সুবন্তের সঙ্গে নামের সমাস হয়

(C) সুবন্তের সঙ্গে ধাতুর সমাস হয়

(D) নামের সঙ্গে ধাতুর সমাস হয়

8. পাণিনি মতে সমাস কয় প্রকার— 

(A) 4 প্রকার

(B) 5 প্রকার

(C) 6 প্রকার

(D) কোনোটিই নয়

9. ‘পূর্ব পদের অর্থ প্রধান’ কোন্ সমাসে— 

(A) অব্যয়ীভাব

(B) তৎপুরুষ

(C) দ্বন্দ্ব

(D) কোনোটিই নয়

10. ‘ভিক্ষায়াঃ অভাবঃ’ এর সমাসবদ্ধ পদটি— 

(A) অব্যয়ীভাব সমাস

(B) তৎপুরুষ সমাস

(C) দ্বন্দ্ব সমাস

(D) কোনোটিই নয়

11. অব্যয়ীভাব সমাস সাধারনত কোন্ লিঙ্গ হয় — 

(A) পুংলিঙ্গ

(B) স্ত্রীলিঙ্গ

(C) ক্লীবলিঙ্গ

(D) উভয়লিঙ্গ

12. অব্যয়ীভাব সমাসে ‘যথা’ শব্দটি প্রযুক্ত হয় কোন্ অর্থে — 

(A) পশ্চাৎ

(B) সামীপ্য

(C) সাদৃশ্য

(D) অনতিক্রম্য

13. অব্যয়ীভাব সমাসে ‘বীপ্সার্থে’ প্রযুক্ত উপসর্গ — 

(A) অভি

(B) উপ

(C) প্রতি

(D) অধি

14. অব্যয়ীভাব সমাসে ‘অনু’ উপসর্গ প্রযুক্ত হয় কোন্ অর্থে — 

(A) পশ্চাৎ অর্থে

(B) যোগ্য অর্থে

(C) উত্তরাধিকার অর্থে

(D) সবকটিই

15. ‘যোগ্যার্থে’ হয়— 

(A) অব্যয়ীভাব সমাস

(B) তৎপুরুষ সমাস

(C) দ্বন্দ্ব সমাস

(D) কোনোটিই নয়

16. ‘নির্মক্ষিকম্’ কোন্ সমাস— 

(A) অব্যয়ীভাব সমাস

(B) তৎপুরুষ সমাস

(C) দ্বন্দ্ব সমাস

(D) কর্মধারয় সমাস

17. ‘শক্তিম্ অনতিক্রম্য’ এর সমাসবদ্ধ পদটি— 

(A) অব্যয়ীভাব সমাস

(B) তৎপুরুষ সমাস

(C) দ্বন্দ্ব সমাস

(D) কোনোটিই নয়

18. ‘পর পদের অর্থ প্রধান’ কোন্ সমাসে— 

(A) অব্যয়ীভাব

(B) তৎপুরুষ

(C) দ্বন্দ্ব

(D) কোনোটিই নয়

19. ‘বিভক্তি তৎপুরুষ’ সমাস— 

(A) চারপ্রকার

(B) পাঁচপ্রকার

(C) ছয়প্রকার

(D) সাতপ্রকার

20. তৎপুরুষ সমাসের একটি ভাগ— 

(A) অব্যয়ীভাব সমাস

(B) কর্মধারয় সমাস

(C) দ্বন্দ্ব সমাস

(D) কোনোটিই নয়

21. ‘রামস্য অনুজঃ’ এর সমাসবদ্ধ পদটি— 

(A) অব্যয়ীভাব সমাস

(B) তৎপুরুষ সমাস

(C) দ্বন্দ্ব সমাস

(D) কোনোটিই নয়

22. ‘অসুখম্’ পদটি কোন্ সমাস— 

(A) অব্যয়ীভাব সমাস

(B) নঞ্ তৎপুরুষ সমাস

(C) দ্বন্দ্ব সমাস

(D) কোনোটিই নয়

23. ‘কিংসখা’ কোন্ সমাস— 

(A) অব্যয়ীভাব সমাস

(B) কু-তৎপুরুষ সমাস

(C) দ্বন্দ্ব সমাস

(D) কর্মধারয় সমাস

24. ‘রাজর্ষিঃ’ কোন্ সমাস— 

(A) অব্যয়ীভাব সমাস

(B) কু-তৎপুরুষ সমাস

(C) দ্বন্দ্ব সমাস

(D) কর্মধারয় সমাস

25. ‘দুগ্ধপানম্’ কোন্ সমাস— 

(A) অব্যয়ীভাব সমাস

(B) তৎপুরুষ সমাস

(C) দ্বন্দ্ব সমাস

(D) কর্মধারয় সমাস

অনুরূপ পাঠ

SEMESTER – 3 এর অনুরূপ পাঠগুলি জানতে নিম্নের Link এ Click করো

Leave a Comment