বর্তমান পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পাঁচটি Semester নির্দিষ্ট হয়েছে। তারমধ্যে একাদশ শ্রেণীর জন্য দুটি এবং দ্বাদশ শ্রেণীর জন্য দুটি। এই page এ SEMESTER – 2 নিয়ে আলোচিত।
SEMESTER – 2 এর পাঠ্যসূচি
Semirter-2 এ 40 নম্বর থাকবে। সমস্ত প্রশ্ন SAQ ধরণের হবে।
সংস্কৃত সাহিত্য (Sanskrit Literature)
Part I
- গদ্য (Prose):– প্রতিজ্ঞাসাধনম্👈 (পণ্ডিত অম্বিকাদত্ত ব্যাস রচিত ‘শিবরাজবিজয়ম্’ এর অংশ বিশেষ)।
- পদ্য (Poetry/Verse) :– ঋতুচর্যা👈 (‘চরকসংহিতা’র নির্বাচিত অংশ)।
- দৃশ্য কাব্য (Drama):– দানবীরঃ কর্ণঃ👈 (মহাকবি-ভাস-রচিত ‘কর্ণভারম্’ রূপকের অংশ)।
Part II
সংস্কৃত ব্যাকরণ ও সংস্কৃত সাহিত্যের ইতিহাস
- সন্ধি :- স্বরসন্ধি ( যণ, অয়াদি ), ব্যঞ্জনসন্ধি ( অনুস্বার, পরসবর্ণ) এবং বিসর্গসন্ধি (উত্ব, রুত্ব, লোপ, বিসর্গস্থানে স্, শ্, ষ্) ।
- শব্দরূপ :- 1) অজন্ত শব্দ – শিশু, ধেনু, মধু, মাতৃ, পিতৃ এবং এই শব্দগুলির সমতুল অন্যান্য শব্দ। 2) হলন্ত শব্দ – রাজন্ , ভবৎ, কর্মন্, পথিন্ , গুণিন্, দিশ্, আত্মন্ এবং এই শব্দগুলির সমতুল অন্যান্য শব্দ। 3) সাংখ্যবাচক শব্দ – ত্রি, চতুঃ (তিন লিঙ্গে)। 3) সর্বনাম শব্দ – সর্ব, তদ্, ইদম্, কিম্ (তিন লিঙ্গে) ।
- ধাতুরূপ :- লট্, লঙ্ ও ল্ট- এই তিন লকারে পরস্মৈপদী ধাতু – দা, স্থা, শ্রু, দৃশ্ ।
- প্রত্যয় :- তুমুন্, শতৃ, শানচ্, কৃত্য প্রত্যয়।
- বৈদিক, জাতীয় মহাকাব্য ও লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস :- 1) বৈদিক সাহিত্য (সংক্ষিপ্ত পরিচয়) – যজুর্বেদ, অথর্ববেদ ও বেদাঙ্গ। বৈদিক সাহিত্যের SAQ প্রশ্নোত্তর👈 2) বৈয়াসিক-মহাভারত (রচয়িতা ও বিষয়বস্তুর সংক্ষিপ্ত পরিচয়)। 3) সংস্কৃত গীতিকাব্য (রচয়িতা ও বিষয়বস্তুর সংক্ষিপ্ত পরিচয়) – গীতগোবিন্দ ও মেঘদূত।
প্রকল্প
পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষাসংসদ প্রবর্তিত সংস্কৃত বিষয়ের পাঠ্যসূচি অনুযায়ী একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অভ্যন্তরীণ মূল্যায়নের অঙ্গ হিসেবে একটি প্রকল্প করতে হবে। নিজ নিজ বিদ্যালয়ের সংস্কৃত বিষয়ের শিক্ষক-শিক্ষিকার তত্ত্বাবধানে নির্বাচিত প্রকল্পের কাজ করে প্রতিবেদন লিখতে হবে। শিক্ষার্থীরা তার নিজের পছন্দমতো বিষয় গ্রহণ করতে পারে। এখানে সে নিজে প্রকল্প বিষয়ক বিভিন্ন তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ করে সেটি শিক্ষক-শিক্ষিকার কাছে উপস্থাপন করবে।
এই অধ্যায়ের আলোচ্য বিষয় একাদশ শ্রেণীর সংস্কৃত প্রকল্প👈 । একাদশ শ্রেণীর জন্য কয়েকটি প্রকল্প দেওয়া হল। Class xi Sanskrit Project , Sanskrit Project Class 11 । ছবি ও তথ্যসহ সংস্কৃত ভাষায় দেবনাগরী হরফে যে কোনো দুটি বিষয় অবলম্বনে প্রকল্প কর্ম করতে হবে। প্রাচীন ভারতের জনপদ, পাহাড়, নদনদী থেকে একটি বিষয়। প্রথম ও দ্বিতীয় সেমেস্টারের পাঠ্যভুক্ত বিষয়সমূহ (সাহিত্য ও সাহিত্যের ইতিহাস) থেকে একটি বিষয় এবং অনুচ্ছেদ রচনা ( প্রকৃতি বিষয়ক, জীবনী বিষয়ক, নিতিশিক্ষা) থেকে একটি।