সকলকে আমার sanskritruprekha.com এ স্বাগত। আপনার সংস্কৃত জানার আগ্রহকে সমর্থন করে, প্রবল প্রয়াস করব সংস্কৃতের অনু – পরমাণু যোগান দিয়ে। এখানে বিদ্যালয়-মহাবিদ্যালয়ের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার সমাধান সুত্র পাবেন। About Us
লক্ষ্য
About Us
প্রবল অনিচ্ছা সত্ত্বেও প্রায়শই শুনতে হয়, সংস্কৃত মৃত ভাষা। কিন্তু ভেবে দেখুন, ভাষা কী কখনও মৃত হতে পারে? অনেক মনোকষ্টে স্বীকার করতেও হয়, সংস্কৃত ভাষা ব্যবহারের অভাবে, প্রচার-প্রসারের অভাবে, সরকার বাহাদুরের মনোযোগের অভাবে–এই ভাষা-ভাষী মানুষের সংখ্যা কমে এসেছে। সংস্কৃত শিক্ষার্থীদের যে অংশ দেশ দুনিয়ার সংস্কৃত সাহিত্যের প্রবাহ ও পরম্পরা বিষয়ে অবহিত হতে চান তারা আমার এই ওয়েবসাইটে সেই ইতিবৃত্ত আয়ত্তের মধ্যে পেয়ে যাবেন। এমনই হচ্ছে আমার লক্ষ্য। সেই সঙ্গে ওয়েবসাইটটি সাহিত্যের বিশেষীকৃত সংস্কৃত বিদ্যার্থী ও গবেষকদের কাছে প্রামাণ্য ও আকর হিসাবে বিবেচিত হবে – এমন লক্ষ্য থেকেও আমরা বিচ্যুত হতে চাইনি।
এখানে সংস্কৃত শিক্ষার্থীকে ব্যাকরণ তথা সাহিত্যের তথ্য দিয়ে সহায়তা করাই উদেশ্য।
কৃতজ্ঞতা
এই www.sanskritruprekha.com সমৃদ্ধ করার জন্য, বিভিন্ন সনামধন্য লেখক ও প্রকাশনীর প্রশংসিত পুস্তকের সাহায্য নিয়ে চলেছি। যদিও লিখিত অনুমতি নেওয়া সম্ভব হয়নি। সর্বান্তঃকরণে ওনাদের কৃতজ্ঞতা জানাই।
About Myself
UTTAM KUMAR DUTTA
Assistant Teacher, Diasi High School (H.S.) [ P.O.- Diasi, Dist.- Jhargram)
আমার Facebook Profile:- UTTAM DUTTA
আমাদের YouTube Channel:-
https://youtube.com/@sanskritruprekha
EDUCATIONAL QUALIFICATION
B.A. (SANSKRIT HONS) KHATRA ADIBASI MAHAVIDYALAYA, 2006
M.A. Regular (SANSKRIT), BURDWAN UNIVERSITY. 2008
B.Ed BINITA MAHANTA COLLEGE OF EDUCATION, 2013
EX. Assistant Teacher, NEPURA-KUMARARA S.B. HIGH SCHOOL(H.S.), (11/10/2007-15/12/2010)
EX. Assistant Teacher, DARIALA BHIM CHARAN HIGH SCHOOL(H.S.), (16/12/2010-16/01/2017)
Present Assistant Teacher, DIASI HIGH SCHOOL(H.S.), Since 17/01/2017
Website Developer
Mr. SUBRATA PANDA
Website www.modernsanskrit.com
Type Master- SURAJIT DUTTA
Centre- Suravi Studio