বর্তমান পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পাঁচটি Semester নির্দিষ্ট হয়েছে। তারমধ্যে একাদশ শ্রেণীর জন্য দুটি এবং দ্বাদশ শ্রেণীর জন্য দুটি। এই page এ SEMESTER – 1 নিয়ে আলোচিত।
SEMESTER – 1 এর পাঠ্যসূচি
Semirter-1 এ 40 নম্বর থাকবে। সমস্ত প্রশ্ন MCQ ধরণের হবে।
সংস্কৃত সাহিত্য (Sanskrit Literature)
Part I
- গদ্য (Prose):– উপমন্যুকথা👈 ( বৈয়াসকি-মহাভারেতর আদিপর্বের নির্বাচিত অংশ অবলম্বনে) উপমন্যুকথা MCQ👈।
- পদ্য (Poetry/Verse) :– বর্ষাবর্ণনম্ ( বাল্মীকি রামায়ণের কিষ্কিন্ধ্যা কান্ডের অংশ বিশেষ )।
- দৃশ্য কাব্য (Drama):– কৃপণঃ কপালী (শ্রীজীব ন্যায়তীর্থ কৃত “চিপিটকচর্বনম্” -এর নির্বাচিত অংশ )।
Part II
সংস্কৃত ব্যাকরণ ও সংস্কৃত সাহিত্যের ইতিহাস
- সন্ধি :- স্বরসন্ধি👈 ( সবর্ণদীর্ঘ , গুণ ও বৃদ্ধি। স্বরসন্ধির MCQ প্রশ্নোত্তর👈) এবং ব্যঞ্জনসন্ধি ( শ্চুত্ব, ষ্টুত্ব ও জশ্ ত্ব) ব্যঞ্জনসন্ধির MCQ প্রশ্নোত্তর👈।
- শব্দরূপ :- 1) অজন্ত শব্দ – বালক, লতা, ফল, কবি, মতি, বারি, নদী এবং এই শব্দগুলির সমতুল অন্যান্য শব্দ। 2) সাংখ্যবাচক শব্দ – এক, দ্বি ( তিন লিঙ্গে)। 3) সর্বনাম শব্দ – অস্মদ ও যুষ্মদ্ ।
- ধাতুরুপ :- লট্, লঙ্ ও লৃট্ এই তিন লকারে পরস্মৈপদী ধাতু – ভূ, গম্, কৃ, পূজ্। সংস্কৃত ধাতুরূপ থেকে MCQ প্রশ্নোত্তর👈।
- প্রত্যয় :- ক্ত, ক্তবতু, ক্ত্বা, ল্যপ্, ক্তিন্ প্রত্যয়।
- সংস্কৃত সাহিত্যের ইতিহাস :- 1) বৈদিক সাহিত্য (সংক্ষিপ্ত পরিচয়) – ঋগ্বেদ, সমবেদ 2) বাল্মীকি রামায়ণ (রচয়িতা ও বিষয়বস্তুর সংক্ষিপ্ত পরিচয়) 3) গল্পসাহিত্য (রচয়িতা ও বিষয়বস্তুর সংক্ষিপ্ত পরিচয়) – পঞ্চতন্ত্র , হিতোপদেশ , কথাসরিতসাগর।