এই অধ্যায়ে আমরা শিখব সংস্কৃত স্বরসন্ধি । সপ্তম, অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের এক অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। একাদশ, দ্বাদশ শ্রেণী , স্নাতক , স্নাতকোত্তর শিক্ষার্থী ছাড়াও WBSSC এর SLST পরীক্ষার্থীদের স্বরসন্ধি অনুশীলন করতে হবে ।
আমরা জানব স্বরসন্ধি কাকে বলে, স্বরসন্ধির বিভিন্ন নিয়ম ও সূত্র। এখানে আপনাদের সাহায্যার্থে স্বরসন্ধির পুরো বিষয়টিকে খুব সহজভাবে তুলে ধরতে চাইছি, যাতে খুব সহজে আপনাদের বোধগম্য হয়।
স্বরসন্ধি কাকে বলে
সংস্কৃত স্বরসন্ধি বিষয়ে আলোচনা। স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনে যে সন্ধি হয়, তাকে স্বরসন্ধি বলে। যথা—
- হিম + অচলঃ = হিমাচলঃ
- বিদ্যা + আলয়ঃ = বিদ্যালয়ঃ
- কদা + অপি = কদাপি
- রবি + ইন্দ্রঃ = রবীন্দ্রঃ
স্বরসন্ধির নিয়ম
স্বরসন্ধির নিয়মগুলি সূত্র সহ আলোচনা করব। কিন্ত অল্পবয়সী শিক্ষার্থীদের শুধুমাত্র সূত্রে বুঝতে অসুবিধা হবে। তাই সূত্রের অর্থকে ভেঙে ভেঙে আলোচনা করা হলো।
অকঃ সবর্ণে দীর্ঘঃ
অ, ই, উ, ঋ, ৯র সঙ্গে অ, ই, উ, ঋ, এবং ৯র সন্ধিতে উভয়ে মিলে একটি দীর্ঘ স্বর হয়। অর্থাৎ
1) অ-কার কিম্বা আ-কারের পর অ-কার কিম্বা আ-কার থাকলে উভয়ের মিলনে আ-কার হয়। ঐ আ-কার পূর্ববর্ণে যুক্ত হয়। যথা —
- দেব + আলয়ঃ = দেবালয়ঃ
- বিদ্যা + আলয়ঃ = বিদ্যালয়ঃ
- তথা + অস্তু = তথাস্তু
- যথা + অর্থঃ = যথার্থঃ
- নর + অধমঃ = নরাধমঃ
- রত্ন + আকরঃ = রত্নাকরঃ
- তত্র + আসীৎ = তত্রাসীৎ
- শশ + অঙ্কঃ = শশাঙ্কঃ
- অদ্য + অবধিঃ = অদ্যাবধিঃ
2) ই-কার কিম্বা ঈ-কারের পর ই-কার কিম্বা ঈ-কার থাকলে উভয়ের মিলনে ঈ-কার হয়। ঐ ঈ-কার পূর্ববর্ণে যুক্ত হয়। যথা —
- গিরি + ইন্দ্রঃ = গিরীন্দ্রঃ
- শচী + ইন্দ্রঃ = শচীন্দ্রঃ
- সতী + ঈশঃ = সতীশঃ
- লক্ষ্মী + ঈশঃ = লক্ষ্মীশঃ
- অতি + ইবঃ = অতীবঃ
- অধি + ঈশ্বরঃ = অধীশ্বরঃ
3) উ-কার কিম্বা ঊ-কারের পর উ-কার কিম্বা ঊ-কার থাকলে উভয়ের মিলনে ঊ-কার হয়। ঐ ঊ-কার পূর্ববর্ণে যুক্ত হয়। যথা—
- বিধু + উদয়ঃ = বিধূদয়ঃ
- লঘু + ঊর্মিঃ = লঘূর্মিঃ
- বধূ + উৎসবঃ = বধূৎসবঃ
- ভূ + ঊর্ধ্বম্ = ভূর্ধ্বম্
4) হ্রস্ব ঋ-কারের পর হ্রস্ব ঋ-কার থাকলে উভয়ের মিলনে ডবলঋ-কার হয়। যথা —
ইকো যণ্ অচি
অসবর্ণ স্বর পরে থাকলে ই, উ, ঋ এবং ৯স্থানে যথাক্রমে য্, ব্, র্ এবং ল্ হয়। অর্থাৎ
1) ই-কার কিম্বা ঈ-কার ভিন্ন অন্য স্বরবর্ণ পরে থাকলে ই-কার কিম্বা ঈ-কার স্থানে য্ হয়। ঐ য্, য-ফলা হয়ে পূর্ববর্ণে যুক্ত হয় এবং পরের স্বরবর্ণ য-কারে যুক্ত হয়। যথা —
- যদি + অপিঃ = যদ্যপিঃ
- প্রতি + অহম্ = প্রত্যহম্
- মুনি + ঋষভঃ = মন্যৃষভঃ
- অতি + ঔদার্যম্ = অত্যৌদার্যম্
- নদী + অম্বু = নদ্যম্বু
- দেবী + আগতা = দেব্যগতা
2) উ-কার কিম্বা ঊ-কার ভিন্ন অন্য স্বরবর্ণ পরে থাকলে উ-কার কিম্বা ঊ-কার স্থানে ব্ হয়। ঐ ব্ পূর্ববর্ণে যুক্ত হয় এবং পরের স্বরবর্ণ ব-কারে যুক্ত হয়। যথা —
- অনু + ইতঃ = অন্বিতঃ
- সু + আগতম্ = স্বাগতম্
- মধু + ঋতে = মধ্বৃতে
- বধূ + আলয়ঃ = বধ্বালয়ঃ
- বধূ + আদিঃ = বধ্বাদিঃ
- বধূ + ঔদার্যম্ = বধ্বৌদার্যম্
3) ঋ-কার ভিন্ন অন্য স্বরবর্ণ পরে থাকলে ঋ-কার স্থানে র্ হয়। র্ পূর্ববর্ণে যুক্ত হয় এবং পরের স্বরবর্ণ র-এ যুক্ত হয়। যথা —
- মাতৃ + অনুমতি = মাত্রনুমতি
- মাতৃ + ইচ্ছা = মাত্রিচ্ছা
- পিতৃ + এষণা = পিত্রেষণা
আদ্ গুণঃ
অবর্ণের পরে ই, উ, ঋ এবং ৯ থাকলে উভয়ের মিলনে গুণ হয়। অর্থাৎ অবর্ণ ও ইবর্ণের মিলনে এ-কার, অবর্ণ ও উবর্ণের মিলনে ও-কার, অবর্ণ ও ঋবর্ণের মিলনে অর্ এবং অবর্ণ ও ৯বর্ণের মিলনে অল্ হয়।
1) অ-কার কিম্বা আ-কারের পর ই-কার কিম্বা ঈ-কার থাকলে উভয়ের মিলনে এ-কার হয়। এ-কার পূর্ব বর্ণে যুক্ত হয়। যথা —
- মহা + ইন্দ্রঃ = মহেন্দ্রঃ
- মহা + ঈশঃ = মহেশঃ
- পূর্ণ + ইন্দুঃ = পূর্ণেন্দুঃ
- ভব + ঈশঃ = ভবেশঃ
- যথা + ইষ্টম্ = যথেষ্টম্
- বা + ইতি = বেতি
2) অ-কার কিম্বা আ-কারের পর উ-কার কিম্বা ঊ-কার থাকলে উভয়ের মিলনে ও-কার হয়। ও-কার পূর্ব বর্ণে যুক্ত হয়। যথা —
- নীল + উৎপলম্ = নীলোৎপলম্
- মহা + উদয়ঃ = মহোদয়ঃ
- নর + উত্তমঃ = নরোত্তমঃ
- যথা + উক্তম্ = যথোক্তম্
- গঙ্গা + ঊর্মিঃ = গঙ্গোর্মিঃ
3) অ-কার কিম্বা আ-কারের পর ঋ-কার থাকলে উভয়ের মিলনে অর্ হয়। অর্ -এর অ-কার পূর্ব বর্ণে যুক্ত হয় এবং র্ রেফ হয়ে পরবর্ণের মস্তকে যায়। যথা —
- দেব + ঋষিঃ = দেবর্ষিঃ
- রাজা + ঋষিঃ = রাজর্ষিঃ
- মহা + ঋষিঃ = মহর্ষিঃ
- সপ্ত + ঋষিঃ = সপ্তর্ষিঃ
- বর্ষা + ঋতুঃ = বর্ষর্তুঃ
- ভরত + ঋষভঃ = ভরতর্ষভঃ
ঋতে চ তৃতীয়া সমাসে
তৃতীয়া তৎপুরুষ সমাসে অ-কার কিম্বা আ-কারের পর ঋত শব্দের ঋ-কার পরে থাকলে পূর্ববর্তী অ-কার কিম্বা আ-কার এবং পরবর্তী ঋ-কার মিলে আর্ হয়। যথা—
- ক্ষুধা + ঋতঃ = ক্ষুধার্তঃ
- শীত + ঋতঃ = শীতার্তঃ
- দুঃখ + ঋতঃ = দুঃখার্তঃ
তৃতীয়া তৎপুরুষ সমাস না হলে আর্ হবে না। তখন সাধারণ সূত্রানুযায়ী অর্ ই হবে। যথা —
পরম + ঋতঃ = পরমর্তঃ
প্র-বৎসর-কম্বল-বসনার্ণ-দশানামৃণে
প্র, বৎসতর, কম্বল, বসন, ঋণ ও দশ শব্দের পর ঋণ শব্দ থাকলে অ-কার ও ঋ-কার মিলিত হয়ে আর্ হয়। যথা—
- প্র + ঋণম্ = প্রার্ণম্
- বৎসতর + ঋণম্ = বৎসতরার্ণম্
- কম্বল + ঋণম্ = কম্বলার্ণম্
- ঋণ + ঋণম্ = ঋণার্ণম্
- বসন + ঋণম্ = বসনার্ণম্
- দশ + ঋণঃ = দশার্ণঃ
বৃদ্ধিরেচি
অবর্ণের পরে এ, ও, ঐ এবং ঔ থাকলে উভয়ের মিলনে বৃদ্ধি হয়। অর্থাৎ অবর্ণ ও এ-কার বা ঐ-কারের মিলনে ঐ-কার এবং অবর্ণ ও ও-কার বা ঔ-কারের মিলনে ঔ-কার হয়।
1) অ-কার কিংবা আ-কারের পর এ-কার কিংবা ঐ-কার থাকলে উভয়ে মিলে ঐ-কার হয়। ঐ-কার পূর্ববর্ণে যুক্ত হয়। যথা—
- অদ্য+ এব = অদ্যৈব
- মত + ঐক্যম = মতৈক্যম্
- সদা + এব = সদৈব
- তথা + এব = তথৈব।
- মহা+ ঐরাবত = মহৈরাবতঃ ।
2) অ-কার কিংবা আ-কারের পর ও-কার কিংবা ঔ-কার থাকলে উভয়ে মিলে ঔ-কার হয়। ঔ-কার পূর্ববর্ণে যুক্ত হয়। যথা—
- বন + ওষধিঃ = বনৌষধিঃ
- গঙ্গা + এঘঃ = গঙ্গৌষঃ
- গত + ঔৎসুকাম্ = গতৌৎসুক্যম্
- মহা + ঔষধম্ = মহৌষধম্।
এচোহয়্-অব্-আয়্-আবঃ
এ-কার, ঐ-কার, ও-কার এবং ঔ-কারের পর স্বরবর্ণ থাকলে এ-কার স্থানে অয়্, ঐ-কার স্থানে আয়্, ও-কার স্থানে অব্ এবং ঔ-কার স্থানে আব্ হয়। ঐ অ-কার বা আ-কার পূর্ববর্ণে যুক্ত হয় এবং পরের স্বরবর্ণ য্-কারে বা ব্-কারে যুক্ত হয়। যথা—
- নে + অনম্ = নয়নম্
- শে +এ = শয়ে
- শে + ঐ = শয়ৈ
- শে + অনম্ = শয়নম্
- শে + আতে = শয়াতে
- নৈ + অকঃ = নায়কঃ
- গৈ + অকঃ = গায়কঃ
- পো + অনঃ = পবনঃ
- ভো + অনম্ = ভবনম্
- রবৌ + অস্তমিতে = রবাবস্তমিতে
- রবৌ + উদিতে = রবাবুদিতে
- ভৌ + উকঃ = ভাবুকঃ
- স্তৌ + অকঃ = স্তাবকঃ
YouTube দেখতে
ইন্দ্রে চ নিত্যম্
অক্ষ ও ইন্দ্র শব্দ পরে থাকলে গো শব্দের ও-কার স্থানে অব হয় এবং পরবর্তী স্বরবর্ণের সঙ্গে ব-কারাস্থ অ-কারের সন্ধি হয়। যথা—
- গো + অক্ষঃ = গবাক্ষঃ
- গো + ইন্দ্রঃ = গবেন্দ্রঃ
(অসম্পূর্ণ)
YouTube এ video দেখতে
অনুরূপ পাঠ
নিম্নলিখিত বিষয়গুলি জানতে Link এ Click করুন।
- সংস্কৃত সন্ধি প্রকরণ 👈
- সংস্কৃত স্বরসন্ধি
- সংস্কৃত ব্যঞ্জনসন্ধি 👈
- সংস্কৃত বিসর্গসন্ধি 👈
- সংস্কৃত সন্ধি নিষেধ 👈
- সংস্কৃত নিপাতন সন্ধি 👈
সংস্কৃত স্বরসন্ধি থেকে জিজ্ঞাস্য(FAQ)
স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকে স্বরসন্ধি বলে।
আব্ হয় ।
প্রত্যহম্।
অন্বয়
ধন্যবাদ
আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈
আমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে CLICK HERE👈