ভাস থেকে MCQ প্রশ্ন ও উত্তর

ভাস থেকে MCQ প্রশ্ন ও উত্তর দ্বাদশ শ্রেণীর SEMESTER – 3 পাঠ্য হিসেবে নির্দিষ্ট। ভাস, কালিদাস ও ভবভূতির সাহিত্যকৃতির সংক্ষিপ্ত পরিচয় পাঠ্যে অন্তর্ভুক্ত। এখানে আমরা ভাসের নাটকচক্র অর্থাৎ তাঁর রচিত তেরোটি নাটক থেকে প্রশ্নোত্তর আলোচনা করব। এখান থেকে তিনটি বহুবিকল্প (MCQ) ভিত্তিক প্রশ্ন থাকবে ( 1 X 3 = 3 )।

ভূমিকা :— সংস্কৃত নাট্য সাহিত্যে মহাকবি ভাস মহাকবি কালিদাসের ও পূর্ববর্তী। মহাকবি কালিদাস স্বয়ং উল্লেখ করেছেন তাঁর মালবিকাগ্নিমিত্র নাটকে, “প্রথিতযশাং ভাসসৌমিল্লকবিপুত্রাদীনাম্” ইত্যাদি। পানিনির ব্যাকরণের নিয়ম অনুসৃত হয়নি বলে তাঁকে পানিরও পূর্ববর্তী বলে ধরা হয়।

নাটক আবিষ্কার :— পন্ডিত টি. গণপতি শাস্ত্রী ১৯০৯ হতে ১৯১১ খ্রিস্টাব্দে দক্ষিণ ভারতের কেরল অঞ্চলের পদ্মনাভপুরম্ এর নিকট মনলিক্করনাথম্ থেকে ১৩ টি নাট্যগ্রন্থ পান। এই আবিষ্কার সংস্কৃত সাহিত্যের ইতিহাসে এক অদ্ভুত ঘটনা। তিনি এই নাট্য গ্রন্থ গুলি প্রকাশ করেন এবং নানা যুক্তি ও প্রমাণের সাহায্যে স্থির করেন, এগুলি সব লুপ্ত ভাস নাট্যচক্রের গৌরবময় নিদর্শন।

রচনাবলী :— বিষয়বস্তুর উৎস অনুসারে ভাসের নাটকগুলিকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। যেমন

  • রামায়ণের কাহিনী অবলম্বনে রচিত (1)প্রতিমা ও (2) অভিষেক।
  • মহাভারতের কাহিনী অবলম্বনে রচিত (3) দূতবাক্য, (4) দূতঘটোৎকচ, (5) কর্ণভার, (6) মধ্যমব্যয়োগ, (7) ঊরুভঙ্গ, (8) পঞ্চরাত্র, (9) বালচরিত (মহাভারতের হরিবংশ বা কৃষ্ণ উপাখ্যান অবলম্বনে)
  • বৃহৎ কথার কাহিনী অবলম্ব রচিত (10) স্বপ্নবাসবদত্তা, (11) প্রতিজ্ঞাযৌগন্ধরায়ণ,
  • লোক কথা অবলম্বনে রচিত (12) অভিমারক, (13)চারুদত্ত।

MCQ প্রশ্নোত্তর

ভাস থেকে MCQ প্রশ্ন ও উত্তর গুলি নিচে দেওয়া হল। প্রশ্নের উত্তরগুলি সরাসরি না দিয়ে শিক্ষার্থীদের সুবিধার্থে উত্তরটি লুক্কায়িত আছে। পরীক্ষার্থীদের চেষ্টা করার সুযোগ আছে। উত্তরে Click👈 করলেই উত্তরটি দেখা যাবে।

1. ভাসের নাটকগুলি আবিষ্কার করেন— 

(A) টি. জি. শাস্ত্রী

(B) বি. জি. শাস্ত্রী

(C) সি. জি. শাস্ত্রী

(D) কোনটিই নয়

2. টি. জি. শাস্ত্রীর (T. G. Sastri) পুরো নাম কি— 

(A) তিরুবালা গণপতি শাস্ত্রী

(B) তিরুবাগ্রহারম্ গণপতি শাস্ত্রী

(C) তিরুপতি গণপতি শাস্ত্রী

(D) কোনটিই নয়

3. ভাসের নাটকগুলি আবিষ্কৃত হয়— 

(A) 1909-1915 সালে

(B) 1909-1913 সালে

(C) 1909-1911 সালে

(D) কোনটিই নয়

4. ভাস অন্য কি নামে পরিচিত— 

(A) জ্বলনমিত্র

(B) মদনমিত্র

(C) চারুমিত্র

(D) কোনটিই নয়

5. ভাসকে জ্বলনমিত্র কে বলেছেন— 

(A) বাক্পতিরাজ

(B) অশ্বঘোষ

(C) কালিদাস

(D) কোনটিই নয়

6. টি. গণপতি শাস্ত্রী ভাসের কতগুলি নাটক আবিষ্কার করেন— 

(A) 12 টি

(B) 13 টি

(C) 14 টি

(D) 15 টি

7. ভাসের নাটকগুলি আবিষ্কৃত হয়— 

(A) মহারাষ্ট্র থেকে

(B) কর্ণাটক থেকে

(C) কেরল থেকে

(D) তেলেঙ্গানা থেকে

8. ভাসের নাটকগুলি কেরলের কোথা থেকে আবিষ্কৃত হয়— 

(A) মালাপ্পুরম্ থেকে

(B) এর্নাকুলাম্ থেকে

(C) তিরুবনন্তপুরম্ থেকে

(D) পদ্মনাভপুরম্ এর নিকট মনলিক্করনাথম্ থেকে

9. ভাসের আবিষ্কৃত নাটকগুলির পাণ্ডুলিপি কোন্ হরফে রচিত— 

(A) সংস্কৃত হরফে

(B) কেরলী হরফে

(C) মালায়ালম্ হরফে

(D) কন্নড় হরফে

10. ভাসের শ্রেষ্ঠ নাটক কোনটি— 

(A) অভিষেক

(B) স্বপ্নবাসবদত্তম্

(C) মধ্যমব্যয়োগ

(D) চারুদত্ত

11. ভাসের ভাগবতপুরাণ আশ্রিত নাটক কোনটি— 

(A) অভিষেক

(B) স্বপ্নবাসবদত্তম্

(C) মধ্যমব্যয়োগ

(D) বালচরিত

12. ভাসের অসম্পূর্ণ নাটক কোনটি— 

(A) অভিষেক

(B) চারুদত্ত

(C) মধ্যমব্যয়োগ

(D) বালচরিত

13. ‘চারুদত্ত’ নাটকে চারুদত্ত কে ছিলেন— 

(A) রাজকুমার

(B) ধনী বণিক

(C) দরিদ্র ব্রাহ্মণ

(D) বালচরিত

14. ভাসের কোন্ নাটকের উৎস বৃহৎকথ— 

(A) অভিষেক

(B) স্বপ্নবাসবদত্তম্

(C) চারুদত্ত

(D) বালচরিত

15. ভাসের প্রকরণ শ্রেণির রূপক কোনটি— 

(A) অভিষেক

(B) স্বপ্নবাসবদত্তম্

(C) প্রতিজ্ঞাযৌগন্ধরায়ণ

(D) বালচরিত

16. ‘মৃচছকাটিক’ কোন্ নাটকের অনুকরণ— 

(A) অভিষেক

(B) স্বপ্নবাসবদত্তম্

(C) চারুদত্ত

(D) বালচরিত

17. ভাসের কোন্ নাটকে যুদ্ধদৃশ্য দেখানো হয়েছে— 

(A) অভিষেক

(B) ঊরুভঙ্গ

(C) চারুদত্ত

(D) বালচরিত

18. ভাসের কোন্ নাটকে মৃত্যুদৃশ্য দেখানো হয়েছে— 

(A) অভিষেক

(B) ঊরুভঙ্গ

(C) চারুদত্ত

(D) বালচরিত

19. মহাকবি ভাসের কোন্ নাটকে ভরতবাক্য নেই— 

(A) অভিষেক

(B) ঊরুভঙ্গ

(C) চারুদত্ত

(D) দূতঘটোৎকচ

20. ‘প্রতিমা’ নাটকের অঙ্ক সংখ্যা— 

(A) 4 টি

(B) 5 টি

(C) 6 টি

(D) 7 টি

21. ‘অভিষেক’ নাটকের অঙ্ক সংখ্যা— 

(A) 4 টি

(B) 5 টি

(C) 6 টি

(D) 7 টি

22. ‘পঞ্চরাত্র’ নাটকের অঙ্ক সংখ্যা— 

(A) 3 টি

(B) 5 টি

(C) 6 টি

(D) 7 টি

23. ‘বালচারিত’ নাটকের অঙ্ক সংখ্যা— 

(A) 4 টি

(B) 5 টি

(C) 6 টি

(D) 7 টি

24. ‘প্রতিজ্ঞাযৌগন্ধরায়ণ’ নাটকের অঙ্ক সংখ্যা— 

(A) 4 টি

(B) 5 টি

(C) 6 টি

(D) 7 টি

25. ‘স্বপ্নবাসবদত্তম্’ নাটকের অঙ্ক সংখ্যা— 

(A) 4 টি

(B) 5 টি

(C) 6 টি

(D) 7 টি

26. ‘অবিমারক’ নাটকের অঙ্ক সংখ্যা— 

(A) 4 টি

(B) 5 টি

(C) 6 টি

(D) 7 টি

27. ‘অবিমারক’ নাটকে অবিমারক হলেন— 

(A) বিষ্ণুসেন

(B) মহাসেন

(C) বল্লালসেন

(D) অশোকসেন

28. ‘ভাসঃ হাসঃ’ বলেছেন — 

(A) মহাকবি কালিদাস

(B) রাজশেখর

(C) কবি জয়দেব

(D) মুরারি

29. মহাকবি ভাসের একটি রাজনৈতিক নাটক হল — 

(A) অবিমারক

(B) চারুদত্ত

(C) অভিষেক

(D) প্রতিজ্ঞাযৌগন্ধরায়ণ

30. বৃহৎ কথার কাহিনী অবলম্ব রচিত নাটকের সংখ্যা— 

(A) 2 টি

(B) 3 টি

(C) 4 টি

(D) 5 টি

31. রামায়ণ অবলম্ব রচিত নাটকের সংখ্যা— 

(A) 2 টি

(B) 3 টি

(C) 4 টি

(D) 5 টি

অনুরূপ পাঠ

ভাস থেকে MCQ প্রশ্ন ও উত্তর তথা SEMESTER – 3 এর অনুরূপ পাঠগুলি জানতে নিম্নের Link এ Click করো

Leave a Comment