প্রত্যয় থেকে MCQ প্রশ্ন ও উত্তর দ্বাদশ শ্রেণীর SEMESTER – 3 পাঠ্য হিসেবে নির্দিষ্ট। তদ্ধিত ও নাম ধাতু প্রত্যয় পাঠ্যে অন্তর্ভুক্ত। তদ্ধিত প্রত্যয় থেকে অণ্, মতুপ্, তরপ্, তমপ্, ঈয়সূন্ ও ইষ্ঠন্ এবং নাম ধাতু প্রত্যয় থেকে ক্যচ্, কাম্যচ্ ও ক্যঙ্ অনুশীলন করতে হবে। এখান থেকে তিনটি বহুবিকল্প (MCQ) ভিত্তিক প্রশ্ন থাকবে ( 1 X 3 = 3 )।
তদ্ধিত প্রত্যয়:— শব্দের উত্তর বিভিন্ন অর্থে যে সকল প্রত্যয় প্রযুক্ত হয়, তাদেরকে তদ্ধিত প্রত্যয় বলে। শিষ্টপ্রয়োগ অতিক্রম করে এগুলি প্রযুক্ত হয় না। যেমন- দশরথ + ইঞ্ = দাশরথি, শিব + অণ্ = শৈব । প্রত্যয়ের সকল বর্ণ যুক্ত হয় না। কিছু বর্ণ যুক্ত হয়, আবার কিছু বর্ণ বাদ যায়।
নাম ধাতু প্রত্যয়:— নাম এর অর্থ সুবন্ত পদ। সুবন্ত শব্দের সঙ্গে ক্যচ্, কাম্যচ্, ক্যঙ্ যুক্ত হয়ে শব্দকে ধাতুতে পরিবর্তন করে। সেই সকল ধাতুকে নামধাতু বলে। নামধাতুও সনন্ত ও যঙন্তাদির মতো প্রত্যয়ান্ত ধাতুর অন্তর্গত।
ক্যচ্ প্রত্যয়
“সুপ্ আত্মনঃ ক্যচ্:“অর্থাৎ আত্মসংক্রান্ত ইচ্ছা বোঝালে ইষ্ ধাতুর কর্মকারকের উত্তর বিকল্পে ক্যচ্ হয়। যেমন— আত্মনঃ পুত্রমিচ্ছতি – পুত্রীয়তি
কাম্যচ্ প্রত্যয়
“কাম্যচ্চ” অর্থাৎ আত্মসংক্রান্ত ইচ্ছা বোঝালে ইষ্ ধাতুর কর্মকারকের উত্তর বিকল্পে কাম্যচ্ প্রত্যয় হয়। কাম্যচ্ প্রত্যয়ান্ত ধাতুর রূপ ভ্বাদিগণীয় পরস্মৈপদী ধাতুর মতো হয়। যেমন— আত্মনঃ পুত্রমিচ্ছতি – পুত্রকাম্যতি
ক্যঙ্ প্রত্যয়
“কর্তুঃ ক্যঙ্ সলোপশ্চ” অর্থাৎ আচরণ অর্থে কর্তৃবাচক উপমান শব্দের উত্তর বিকল্পে ক্যঙ্ হয়। ক্যঙ্ প্রত্যয়ান্ত ধাতুর রূপ ভ্বাদিগণীয় আত্মনেপদী ধাতুর মতো হয়। যেমন— পুত্রঃ ইব আচরতি – পুত্রায়তে
MCQ প্রশ্নোত্তর
প্রত্যয় থেকে MCQ প্রশ্ন ও উত্তর গুলি নিচে দেওয়া হল। প্রশ্নের উত্তরগুলি সরাসরি না দিয়ে শিক্ষার্থীদের সুবিধার্থে উত্তরটি লুক্কায়িত আছে। পরীক্ষার্থীদের চেষ্টা করার সুযোগ আছে। উত্তরে Click👈 করলেই উত্তরটি দেখা যাবে।
1. প্রত্যয় যুক্ত হয়—
(A) ধাতু বা শব্দের সঙ্গে
(B) অব্যয়ের সঙ্গে
(C) ক্রিয়াপদের সঙ্গে
(D) কোনটিই নয়
উত্তর👈
(A) ধাতু বা শব্দের সঙ্গে
2. প্রত্যয় কয়প্রকার—
(A) এক
(B) দুই
(C) তিন
(D) চার
উত্তর👈
(B) দুই
3. ধাতুর সঙ্গে কোন্ প্রত্যয় যুক্ত হয়—
(A) তদ্ধিত প্রত্যয়
(B) কৃৎ প্রত্যয়
(C) ‘A’ ও ‘B’
(D) কোনটিই নয়
উত্তর👈
(B) কৃৎ প্রত্যয়
4. শব্দের সঙ্গে কোন্ প্রত্যয় যুক্ত হয়—
(A) তদ্ধিত প্রত্যয়
(B) কৃৎ প্রত্যয়
(C) ‘A’ ও ‘B’
(D) কোনটিই নয়
উত্তর👈
(A) তদ্ধিত প্রত্যয়
5. শিব + অণ্ =
(A) শেব
(B) শৌব
(C) শৈব
(D) শীব
উত্তর👈
(C) শৈব
6. পশুপতি + অণ্ =
(A) পৌশুপত্য
(B) পশুপত্য
(C) পশুপাত
(D) পাশুপত
উত্তর👈
(D) পাশুপত
7. দীর্ঘ + ঈয়সূন্ =
(A) দ্রাঘীয়স্
(B) দীর্ঘীয়স্
(C) দ্রাঘিয়স্
(D) দীর্ঘিয়স্
উত্তর👈
(A) দ্রাঘীয়স্
8. বহু + ঈয়সূন্ =
(A) বংহিয়স্
(B) বংহীয়স্
(C) ভূয়স্
(D) ভূংয়স্
উত্তর👈
(C) ভূয়স্
8. বহুল + ঈয়সূন্ =
(A) বংহিয়স্
(B) বংহীয়স্
(C) ভূয়স্
(D) ভূংয়স্
উত্তর👈
(B) বংহীয়স্
9. বিপুল + ঈয়সূন্ =
(A) বংহিয়স্
(B) বংহীয়স্
(C) জ্যায়স্
(D) জ্যয়স্
উত্তর👈
(C) জ্যায়স্
10. প্রশস্য + ঈয়সূন্ =
(A) বংহিয়স্
(B) বংহীয়স্
(C) জ্যায়স্
(D) জ্যয়স্
উত্তর👈
(C) জ্যায়স্
11. প্রশস্য + ঈয়সূন্ =
(A) শ্রিয়স্
(B) শ্রুয়স্
(C) শ্রীয়স্
(D) শ্রেয়স্
উত্তর👈
(D) শ্রেয়স্
12. প্রশস্য + ইষ্ঠন্ =
(A) জ্যেষ্ঠ
(B) জ্যাষ্ঠ
(C) জ্যিষ্ঠ
(D) জ্যুষ্ঠ
উত্তর👈
(A) জ্যেষ্ঠ
13. প্রশস্য + ইষ্ঠন্ =
(A) শ্রিষ্ঠ
(B) শ্রেষ্ঠ
(C) শ্রীষ্ঠ
(D) শ্রুষ্ঠ
উত্তর👈
(B) শ্রেষ্ঠ
14. লঘু + ইষ্ঠন্ =
(A) লাঘিষ্ঠ
(B) লঘীষ্ঠ
(C) লাঘীষ্ঠ
(D) লঘিষ্ঠ
উত্তর👈
(D) লঘিষ্ঠ
15. উরু + ইষ্ঠন্ =
(A) বরীষ্ঠ
(B) বরিষ্ঠ
(C) বারীষ্ঠ
(D) বারিষ্ঠ
উত্তর👈
(B) বরিষ্ঠ
16. লক্ষ্মী + মতুপ্ =
(A) লক্ষ্মীমৎ
(B) লক্ষ্মিমৎ
(C) লক্ষ্মীবৎ
(D) লক্ষ্মিবৎ
উত্তর👈
(C) লক্ষ্মীবৎ
17. “ভূমনিন্দাপ্রশংসাসু” কোন্ প্রত্যয় হয়—
(A) ঈয়সূন্
(B) ইষ্ঠন্
(C) মতুপ্
(D) ইমনিচ্
উত্তর👈
() হনুমান্
18. নিন্দার্থে মতুপ্ প্রত্যয়ের উদাহরণ—
(A) অস্তিমান্
(B) হনুমান্
(C) রূপবান্
(D) যবমান্
উত্তর👈
(B) হনুমান্
19. হনুমান্ শব্দে মতুপ্ প্রত্যয়ের অর্থ—
(A) নিন্দা
(B) প্রশংসা
(C) ভূমা
(D) অস্ত্যর্থ
উত্তর👈
(A) নিন্দা
20. অনেকের মধ্যে একের উৎকর্ষ বোঝালে হয়—
(A) মতুপ্
(B) তমপ্
(C) ঈয়সূন্
(D) ইমনিচ্
উত্তর👈
(B) তমপ্
21. দুইয়ের মধ্যে একের উৎকর্ষ বোঝালে হয়—
(A) ঈয়সূন্
(B) ইষ্ঠন্
(C) তমপ্
(D) ইমনিচ্
উত্তর👈
(A) ঈয়সূন্
22. লবণ + মতুপ্ =
(A) লবনমান্
(B) লবণ্বান্
(C) রুমণ্বান্
(D) রুমনান্
উত্তর👈
(C) রুমণ্বান্
অনুরূপ পাঠ
প্রত্যয় থেকে MCQ প্রশ্ন ও উত্তর তথা SEMESTER – 3 এর অনুরূপ পাঠগুলি জানতে নিম্নের Link এ Click করো—