এই অধ্যায়ে আমরা শিখব সংস্কৃত নিপাতন সন্ধি । সপ্তম, অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের এক অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। একাদশ, দ্বাদশ শ্রেণী , স্নাতক , স্নাতকোত্তর শিক্ষার্থী ছাড়াও WBSSC এর SLST পরীক্ষার্থীদের নিপাতন সন্ধি অনুশীলন করতে হবে ।
আমরা জানব নিপাতন সন্ধি কাকে বলে, নিপাতন সন্ধির বিভিন্ন নিয়ম ও সূত্র। এখানে আপনাদের সাহায্যার্থে নিপাতনে সিদ্ধ সন্ধির পুরো বিষয়টিকে খুব সহজভাবে তুলে ধরতে চাইছি, যাতে খুব সহজে আপনাদের বোধগম্য হয়। সংস্কৃত নিপাতন সন্ধি।
নিপাতনে সিদ্ধ সন্ধি কাকে বলে
নিপাতন শব্দের অর্থ নিয়ম বহির্ভূত। যে সমস্ত শব্দ প্রচলিত সন্ধি নিয়মে সন্ধিবদ্ধ নয়, অথচ সন্ধিবদ্ধ পদ হিসাবে ভাষায় ব্যবহৃত হয় তাদের নিপাতন সন্ধি বলে। সংস্কৃত নিপাতন সন্ধি
এই সন্ধিগুলির একটু অন্যরকম বৈশিষ্ট্য আছে। কোনো শব্দের শেষ স্বরবর্ণটিকে নিয়ে যে অন্তিম ভাগ, তাকে ‘টি’ বলা হয়। যেমন— ‘পতৎ’—এই শব্দটির শেষ স্বরবর্ণ ‘অ’, তাকে নিয়ে ব্দটির অন্তিম ভাগ হল ‘অৎ’। এই ‘অৎ’-কে ‘টি’ বলা হয়। কিছু এমন সন্ধি আছে যেখানে ‘টি’-এর স্থানে পরবর্তী স্বরবর্ণটি হয়। এই সমস্ত সন্ধিকে সাধারণত নিপাতনে সিদ্ধ সন্ধি বলা হয়।
নিপাতন সন্ধি কয় প্রকার ও কী কী
নিপাতন সন্ধি দুই প্রকার। যথা —
- 1) নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি এবং
- 2) নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি
নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি কাকে বলে
প্রচলিত স্বরসন্ধির নিয়মগুলিকে না মেনে যে সন্ধি হয়, তাকে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি বলে।
নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি কাকে বলে
এমন কিছু ব্যঞ্জনসন্ধি আছে যেগুলির কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে। পাণিনি সেগুলির নিয়ম করলেও সেগুলির ক্ষেত্রে সাধারণ নিয়ম খাটে না। তাই সেগুলিকে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি বলা যেতে পারে।
নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি ও ব্যঞ্জনসন্ধির কিছু উদাহরণ
নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি | নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি |
শক + অন্ধুঃ = শকন্ধুঃ | ষট্ + দশঃ = ষোড়শঃ |
কূল + অটা = কুলটা | সীমন্ + অন্তঃ = সীমন্তঃ |
হল + ঈষা = হলীষা | দিব্ + মণিঃ = দ্যুমণিঃ |
সার + অঙ্গ = সারঙ্গঃ | দিব্ + লোকঃ = দ্যুলোকঃ |
কর্ক + অন্ধুঃ = কর্কন্ধুঃ | প্রায় + চিত্তম্ = প্রায়শ্চিত্তম্ |
অট + অবী = অটবী | মনস্ + ঈষা = মনীষা |
পর + অক্ষঃ = পরোক্ষঃ | পুমস্ + লিঙ্গঃ = পুংলিঙ্গঃ |
আ + চর্যঃ = আশ্চর্যঃ | তৎ + করঃ = তস্করঃ |
পর + অক্ষঃ = পরোক্ষঃ | পতৎ + অঞ্জলিঃ = পতঞ্জলিঃ |
সম + অর্থঃ = সমর্থঃ | পৃষৎ + উদরঃ = পৃষোদরঃ |
বিশ্ব + মিত্রঃ = বিশ্বামিত্রঃ | এক+দশঃ=একাদশঃ |
শুদ্ধ + ওদনঃ = শুদ্ধোদনঃ | বন + পতিঃ = বনস্পতিঃ |
মার্ত + অণ্ডঃ = মার্তণ্ডঃ | হরি + চন্দ্রঃ = হরিশ্চন্দ্রঃ |
অনুরূপ পাঠ
নিম্নলিখিত বিষয়গুলি জানতে Link এ Click করুন।
- সংস্কৃত সন্ধি প্রকরণ👈
- সংস্কৃত স্বরসন্ধি👈
- সংস্কৃত ব্যঞ্জনসন্ধি👈
- সংস্কৃত বিসর্গসন্ধি👈
- সংস্কৃত সন্ধি নিষেধ 👈
- সংস্কৃত নিপাতন সন্ধি
নিপাতন সন্ধি
যে সমস্ত শব্দ প্রচলিত সন্ধি নিয়মে সন্ধিবদ্ধ নয়, অথচ সন্ধিবদ্ধ পদ হিসাবে ভাষায় ব্যবহৃত হয় তাদের নিপাতন সন্ধি বলে।
দুই প্রকার।
শকন্ধুঃ।
ধন্যবাদ
আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈
আমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে CLICK HERE👈