এই অধ্যায়ে আমরা শিখব সংস্কৃত সন্ধি নিষেধ । সপ্তম, অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের এক অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। একাদশ, দ্বাদশ শ্রেণী , স্নাতক , স্নাতকোত্তর শিক্ষার্থী ছাড়াও WBSSC এর SLST পরীক্ষার্থীদের সন্ধি নিষেধ অনুশীলন করতে হবে ।
আমরা জানব সন্ধি নিষেধ কাকে বলে, সন্ধি নিষেধের বিভিন্ন নিয়ম ও সূত্র। এখানে আপনাদের সাহায্যার্থে সন্ধি নিষেধের পুরো বিষয়টিকে খুব সহজভাবে তুলে ধরতে চাইছি, যাতে খুব সহজে আপনাদের বোধগম্য হয়। সংস্কৃত সন্ধি নিষেধ
সন্ধি নিষেধ কাকে বলে
সন্ধি নিষেধের অপর নাম প্রকৃতি ভাব। প্রকৃতি ভাব অর্থাৎ স্ব-রূপে অবস্থান, কোনো প্রকার বিকার বা পরিবর্তন না হওয়া। সংস্কৃত সন্ধি নিষেধ
সন্ধি নিষেধের নিয়ম
সন্ধিনিষেধের নিয়মগুলি সূত্র সহ আলোচনা করব। কিন্ত অল্পবয়সী শিক্ষার্থীদের শুধুমাত্র সূত্রে বুঝতে অসুবিধা হবে। তাই সূত্রের অর্থকে ভেঙে ভেঙে আলোচনা করা হলো।
ঈদূদেদ্-দ্বিবচনং প্রগৃহ্যম্
ঈ-কারান্ত, ঊ-কারান্ত এবং এ-কারান্ত দ্বিবচনান্ত পদ প্রগৃহ্য অর্থাৎ শব্দরূপ ও ধাতুরূপ উভয়ক্ষেত্রেই দ্বিবচন নিষ্পন্ন ঈ-কারান্ত, ঊ-কারান্ত এবং এ-কারান্ত পদের সঙ্গে পরবর্তী স্বরবর্ণের সন্ধি হয় না। যথা —
- হরী + এতৌ = হরী এতৌ
- বিষ্ণূ + ইমৌ = বিষ্ণূ ইমৌ
- লতে + এতে = লতে এতে
- পচেতে + ইমৌ = পচেতে ইমৌ
অদসো মাৎ
অদস্ শব্দের ম্ এর পরস্থিত ঈ-কার ও ঊ-কার প্রগৃহ্য অর্থাৎ পুংলিঙ্গ অদস্ শব্দ নিষ্পন্ন ঈ-কারান্ত ও ঊ-কারান্ত পদের সঙ্গে পরবর্তী স্বরবর্ণের সন্ধি হয় না। যথা —
- অমী + ঈশাঃ = অমী ঈশাঃ
- অমী + অশ্বাঃ = অমী অশ্বাঃ
- অমূ + আসাতে = অমূ আসাতে
- অমূ + অর্ভকৌ = অমূ অর্ভকৌ
ওৎ
ও-কারান্ত অব্যয় প্রগৃহ্য অর্থাৎ ও-কারান্ত অব্যয়ের পরস্থিত স্বরবর্ণের সন্ধি হয় না। যথা –
- অহো + এহি = অহো এহি
- অহো + ঈশান = অহো ঈশান
- নো + ইহ = নো ইহ
- নো + ইতরানি = নো ইতরানি
নিপাত একাজনাঙ্
আঙ্ ভিন্ন একস্বর অব্যয় প্রগৃহ্য অর্থাৎ আ ভিন্ন একস্বর বিশিষ্ঠ অব্যয়ের সঙ্গে পরবর্তী স্বরবর্ণের সন্ধি হয় না। যথা —
- ই + ইন্দ্রঃ = ই ইন্দ্রঃ
- উ + উমেশঃ = উ উমেশঃ
- ঐ + ইহাগচ্ছ = ঐ ইহাগচ্ছ
ঋত্যকঃ
ঋ-কার পরে থাকিলে পদান্ত অ, ই, উ, এবং ৯কারের বিকল্পে সন্ধি হয় না এবং হ্রস্ব হয়। যথা—
- জন্ম + ঋতুঃ = জন্ম ঋতুঃ, জন্মর্তুঃ
- ব্রহ্মা + ঋষিঃ = ব্রহ্ম ঋষিঃ, রহ্মর্ষিঃ
- সপ্ত + ঋষীণাম্ = সপ্ত ঋষীণাম্, সপ্তর্ষীণাম্
- খট্টা + ঋষিঃ = খট্ট ঋষিঃ, খট্টর্ষিঃ
ইকোঽসবর্ণে শাকল্যস্য হ্রস্বশ্চ
অসবর্ণ স্বর পরে থাকিলে পদান্ত ই, উ, ঋ এবং ৯কারের বিকল্পে সন্ধি হয় না এবং হ্রস্ব হয়। যথা—
- চক্রী + অত্র = চক্রি অত্র, চক্র্যত্র
অনুরূপ পাঠ
নিম্নলিখিত বিষয়গুলি জানতে Link এ Click করুন।
- সংস্কৃত সন্ধি প্রকরণ👈
- সংস্কৃত স্বরসন্ধি👈
- সংস্কৃত ব্যঞ্জনসন্ধি👈
- সংস্কৃত বিসর্গসন্ধি👈
- সংস্কৃত সন্ধি নিষেধ
- সংস্কৃত নিপাতন সন্ধি👈
সন্ধি নিষেধ থেকে জিজ্ঞাস্য
প্রকৃতি ভাব।
অমী।
মুনী।
ধন্যবাদ
আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈
আমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে CLICK HERE