ভবভূতি থেকে MCQ প্রশ্ন ও উত্তর দ্বাদশ শ্রেণীর SEMESTER – 3 পাঠ্য হিসেবে নির্দিষ্ট। ভাস, কালিদাস ও ভবভূতির সাহিত্যকৃতির সংক্ষিপ্ত পরিচয় পাঠ্যে অন্তর্ভুক্ত। এখানে আমরা ভবভূতি রচিত কাব্যগ্রন্থগুলি থেকে প্রশ্নোত্তর আলোচনা করব। এখান থেকে তিনটি বহুবিকল্প (MCQ) ভিত্তিক প্রশ্ন থাকবে ( 1 X 3 = 3 )।
ভূমিকা :- সংস্কৃত নাট্যসাহিত্যে কবি কালিদাসের পরেই ‘শ্রীকণ্ঠ-পদ-লাঞ্ছন’ ভবভূতির স্থান। দেহরূপের অন্তরালে মানুষের মনোরাজ্যে শোক ও দুঃখের যে প্রচ্ছন্ন অবস্থা, তাকে অনুভূতির উষ্ণতায় দ্রবীভূত করে নাট্যধারায় উৎসাহিত করার ক্ষেত্রে ভবভূতি অদ্বিতীয়।
কবি পরিচিতি :- দক্ষিণাপথে বিদর্ভ অঞ্চলে পদ্মপুর নগর ভবভূতির পুরুষানুক্রমে বাসস্থান। কৃষ্ণযজুর্বেদের তৈত্তিরীয় শাখা তাঁদের বংশানুক্রমিক চর্চার বিষয়। কাশ্যপ গোত্রের এই পণ্ডিত বংশের উপাধি নাম ছিল উদুম্বর। ভবভূতির ঊর্ধ্বতন পঞ্চম পুরুষ মহাকবি, পিতামহ ভট্টগোপাল, পিতা নীলকণ্ঠ, মাতা জাতুকর্ণী।
কাল :- ভবভূতি নিজের কথা তাঁর রচনায় কিছু কিছু বলেছেন। কিন্তু নিজের কালের কোনো তথ্য আমাদের দিয়ে যাননি। রাজশেখর সর্ব প্রথম তাঁর বালরামায়ণে ভবভূতির উল্লেখ করেছেন। ভবভূতির রচনাংশ সর্ব প্রথম উদ্ধৃত হয়েছে বামনের কাব্যালঙ্কারে। ভবভূতির উপর কালিদাসের প্রভাব নিঃসংশয়ে পড়েছে। প্রেমকাতর মাধব যখন মালতীর অনুসন্ধানে রত, কিংবা মেঘকে দৌত্যে নিযুক্ত করে মালতীর নিকট প্রেরণ করতে উদ্যত তখন তাতে কালিদাসের পুরুরবা ও যক্ষের প্রভাবই দেখা যায়। কলহণের মতে কনৌজেশ্বর যশোবর্মন, ভবভূতির পৃষ্ঠপোষক ছিলেন এবং ভবভূতি ও বাক্পতি উভয়েই তাঁহার সভাকবি ছিলেন। কাশ্মীররাজ ললিতাদিত্য কর্তৃক (৬৯৯-৭৩৫ খৃঃ অঃ) যশোবর্মন পরাভূত হন। বাক্পতিরাজ তাঁর গৌড়বহে যশোবর্মনের প্রশংসা করেছেন এবং ভবভূতির নিকট নিজের ঋণ স্বীকার করেছেন। গৌড়বহের রচনাকাল ধরা হয় ৭৩৬ খৃস্টাব্দ। তখনও ললিতাদিত্যের নিকট যশোবর্মনের পরাজয় ঘটেনি। কাজেই খ্রিস্টীয় সপ্তম শতকের শেষভাগ বা অষ্টম শতাব্দীর প্রথম ভাগ ভবভূতির কাল হিসেবে অধিকাংশ পণ্ডিত স্বীকার করেন।
নাট্যকার | ভবভূতি |
পিতা | নীলকন্ঠ |
মাতা | জাতুকর্ণী |
পিতামহ | ভট্টগোপাল |
নাটক | মালতীমাধব, মহাবীরচরিত এবং উত্তররামচারিত |
সময়কাল | 695 থেকে 750 খ্রিস্টাব্দ |
MCQ প্রশ্নোত্তর
ভবভূতি থেকে MCQ প্রশ্ন ও উত্তর গুলি নিচে দেওয়া হল। প্রশ্নের উত্তরগুলি সরাসরি না দিয়ে শিক্ষার্থীদের সুবিধার্থে উত্তরটি লুক্কায়িত আছে। পরীক্ষার্থীদের চেষ্টা করার সুযোগ আছে। উত্তরে Click👈 করলেই উত্তরটি দেখা যাবে।
1. কালিদাসোত্তর যুগের সর্বশ্রেষ্ঠ নাট্যকার—
(A) ভবভূতি
(B) শূদ্রক
(C) ভট্টনারায়ণ
(D) কোনটিই নয়
উত্তর👈
(A) ভবভূতি
2. ভবভূতির কোথায় জন্মগ্রহণ করেন—
(A) পদ্মপুর
(B) সুজাপর
(C) হস্তিনাপুর
(D) কোনটিই নয়
উত্তর👈
(A) পদ্মপুর
3. ভবভূতির প্রকৃত নাম কি—
(A) নীলকন্ঠ
(B) শ্রীকণ্ঠভট্ট
(C) হৃদয়কণ্ঠ
(D) কোনটিই নয়
উত্তর👈
(B) শ্রীকণ্ঠভট্ট
4. ভবভূতি কোন্ দেবতার উপাসক ছিলেন—
(A) বিষ্ণুর
(B) ব্রহ্মার
(C) শিবের
(D) কোনটিই নয়
উত্তর👈
(C) শিবের
5. ভবভূতি কোন্ ধর্মাবলম্বী ছিলেন—
(A) শৈব
(B) বৈষ্ণব
(C) বৌদ্ধ
(D) শাক্ত
উত্তর👈
(A) শৈব
6. ভবভূতি কোন্ গোত্রের পন্ডিত ছিলেন—
(A) কশ্যপ
(B) ভরদ্বাজ
(C) ক্ষত্রিয়
(D) কোনটিই নয়
উত্তর👈
(A) কশ্যপ
7. ভবভূতি কোন্ সময়ের কবি ছিলেন—
(A) পঞ্চম-ষষ্ঠ শতকের
(B) সপ্তম-অষ্টম শতকের
(C) নবম-দশম শতকের
(D) কোনটিই নয়
উত্তর👈
(B) সপ্তম-অষ্টম শতকের
8. মহাভারত অবলম্বনে নাটক রচনা করেননি—
(A) ভবভূতি
(B) ভাস
(C) রাজশেখর
(D) কোনটিই নয়
উত্তর👈
(A) ভবভূতি
9. রাজশেখর ভবভুতিকে কোন্ অভিধায় অভিহিত করেছেন —
(A) ব্যাসদেবের অবতার
(B) বাল্মীকির অবতার
(C) ব্যাসদেবের শিষ্য
(D) বাল্মীকির শিষ্য
উত্তর👈
(B) বাল্মীকির অবতার
10. বিদূষক রহিত নাটক রচনা করেন—
(A) ভবভূতি
(B) কালিদাস
(C) ভাস
(D) কোনটিই নয়
উত্তর👈
(A) ভবভূতি
11. ভবভূতি কয়টি নাটক রচনা করেন—
(A) 2 টি
(B) 3 টি
(C) 4 টি
(D) 5 টি
উত্তর👈
(B) 3 টি
12. ভবভূতির তিনটি নাটক হল—
(A) বিক্রমোর্বশীয়ম্, মহাবীরচরিত ও উত্তররামচরিত
(B) মালতীমাধব, মৃচ্ছকটিক ও উত্তররামচরিত
(C) মালতীমাধব, মহাবীরচরিত ও অভিজ্ঞানশকুন্তলম্
(D) মালতীমাধব, মহাবীরচরিত ও উত্তররামচরিত
উত্তর👈
(D) মালতীমাধব, মহাবীরচরিত ও উত্তররামচরিত
13. ভবভূতির প্রথম রচনা কোনটি—
(A) উত্তররামচরিত
(B) মহাবীরচরিত
(C) মালতীমাধব
(D) কোনটিই নয়
উত্তর👈
(C) মালতীমাধব
14. ভবভূতির পরিণত বয়সের রচনা কোনটি—
(A) উত্তররামচরিত
(B) মহাবীরচরিত
(C) মালতীমাধব
(D) কোনটিই নয়
উত্তর👈
(A) উত্তররামচরিত
15. মালতীমাধব নাটকের অঙ্ক সংখ্যা—
(A) 6 টি
(B) 7 টি
(C) 10 টি
(D) কোনটিই নয়
উত্তর👈
(C) 10 টি
16. মালতীমাধব নাটকের মূল রস কি—
(A) শৃঙ্গার
(B) বীর
(C) করুণ
(D) কোনটিই নয়
উত্তর👈
(A) শৃঙ্গার
17. ‘মালতীমাধব’ নাটকের নায়ক হলেন—
(A) উদয়ন
(B) রাম
(C) মাধব
(D) কোনটিই নয়
উত্তর👈
(C) মাধব
18. ‘মালতীমাধব’ নাটকের নায়িকা হলেন—
(A) মালবিকা
(B) মালতী
(C) সীতা
(D) কোনটিই নয়
উত্তর👈
(B) মালতী
19. ‘মহাবীরচরিত’ নাটকের অঙ্ক সংখ্যা—
(A) 6 টি
(B) 7 টি
(C) 10 টি
(D) কোনটিই নয়
উত্তর👈
(B) 7 টি
20. ‘মহাবীরচরিত’ নাটকের মূল রস কি—
(A) শৃঙ্গার
(B) বীর
(C) করুণ
(D) কোনটিই নয়
উত্তর👈
(B) বীর
21. ‘মহাবীরচরিত’ নাটকের নায়ক হলেন—
(A) উদয়ন
(B) রাম
(C) মাধব
(D) কোনটিই নয়
উত্তর👈
(B) রাম
22. ‘মহাবীরচরিত’ নাটকের নায়িকা হলেন—
(A) মালবিকা
(B) মালতী
(C) সীতা
(D) কোনটিই নয়
উত্তর👈
(C) সীতা
23. ‘উত্তররামচরিত’ নাটকের অঙ্ক সংখ্যা—
(A) 6 টি
(B) 7 টি
(C) 10 টি
(D) কোনটিই নয়
উত্তর👈
(B) 7 টি
24. ‘উত্তররামচরিত’ নাটকের মূল রস কি—
(A) শৃঙ্গার
(B) বীর
(C) করুণ
(D) কোনটিই নয়
উত্তর👈
(C) করুণ
25. উত্তররামচরিত নাটকের উপজীব্য কাহিনী—
(A) রামায়ণের উত্তরকান্ড
(B) মহাভারতের আদিপর্ব
(C) বৃহৎকথা
(D) কোনটিই নয়
উত্তর👈
(A) রামায়ণের উত্তরকান্ড
26. ‘উত্তররামচরিত’ নাটকের নায়ক হলেন—
(A) উদয়ন
(B) রাম
(C) মাধব
(D) কোনটিই নয়
উত্তর👈
(B) রাম
27. ‘উত্তররামচরিত’ নাটকের নায়িকা হলেন—
(A) মালবিকা
(B) মালতী
(C) সীতা
(D) কোনটিই নয়
উত্তর👈
(C) সীতা
28. কোন্ নাটকে ছায়াদৃশ্যের অবতারণা করা হয়েছে—
(A) উত্তররামচরিত
(B) মহাবীরচরিত
(C) মালতীমাধব
(D) কোনটিই নয়
উত্তর👈
(A) উত্তররামচরিত
29. ‘গর্ভনাটক’ কোন্ নাটকে দেখা যায়—
(A) উত্তররামচরিত
(B) মহাবীরচরিত
(C) মালতীমাধব
(D) কোনটিই নয়
উত্তর👈
(A) উত্তররামচরিত
30. ভবভূতির একটি করুণ রসাত্মক নাটক—
(A) অভিজ্ঞানশকুন্তলম্
(B) মালবিকাগ্নিমিত্রম্
(C) মালতীমাধব
(D) উত্তররামচরিত
উত্তর👈
(D) উত্তররামচরিত
অনুরূপ পাঠ
কালিদাস থেকে MCQ প্রশ্ন ও উত্তর তথা SEMESTER – 3 এর অনুরূপ পাঠগুলি জানতে নিম্নের Link এ Click করো—