আর্যভট্ট ও ব্রহ্মগুপ্ত থেকে MCQ প্রশ্ন ও উত্তর

আর্যভট্ট ও ব্রহ্মগুপ্ত থেকে MCQ প্রশ্ন ও উত্তর দ্বাদশ শ্রেণীর SEMESTER – 3 পাঠ্য হিসেবে নির্দিষ্ট। আর্যভট্ট ও ব্রাহ্মগুপ্তর সাহিত্যকৃতির সংক্ষিপ্ত পরিচয় পাঠ্যে অন্তর্ভুক্ত। এখানে আমরা আর্যভট্ট ও ব্রাহ্মগুপ্ত রচিত কাব্যগ্রন্থগুলি থেকে প্রশ্নোত্তর আলোচনা করব। এখান থেকে তিনটি বহুবিকল্প (MCQ) ভিত্তিক প্রশ্ন থাকবে ( 1 X 3 = 3 )।

ভারতীয় জ্যোতির্বিজ্ঞান এবং গণিত শাস্ত্রে আর্যভট্ট এক অবিস্মরণীয় নাম পৃথিবী সূর্যের চারিদিকে আবর্তন করে এই সত্য তিনিই প্রথম আবিষ্কার করেন। তিনি খ্রীষ্টিয় পঞ্চম শতকে জন্মগ্রহণ করেন। তাঁর রচিত দুটি গ্রন্থের কথা জানা যায়। প্রথমটি হল আর্যভট্টীয় এবং দ্বিতীয় গ্রন্থটি হল আর্য-সিদ্ধান্ত। দ্বিতীয় গ্রন্থটির নাম পাওয়া গেলও মূল গ্রন্থটি পাওয়া যায়নি।

আর্যভট্টীয়

আর্যভট্টীয় গ্রন্থটি 121 টি শ্লোক ও চারটি পাদ বা অধ্যায় নিয়ে গঠিত –
I) গীতিকাপাদ :- এই অধ্যায়ে 13 টি শ্লোকে কল্প, যুগ, বৃত্তীয় একক, দৈর্ঘ্যের এককের সংজ্ঞা, পৃথিবীর ঘূর্ণন ও অন্যান্য গ্রহের আবর্তন নিয়ে আলোচনা আছে।

II) গণিতপাদ :- এই অধ্যায়ে 33 টি শ্লোকে জ্যামিতিক চিত্র ও তার ধর্ম, সুদকষা, সরল সমীকরণ, সহ সমীকরণ, দ্বিঘাত সমীকরণ, পাটিগণিতের পদ্ধতিতে বর্গমূল, ঘনমূল ইত্যাদি আলোচিত হয়েছে।

III) কালকক্রিয়াপাদ :- এই অধ্যায়ে 25 টি শ্লোকে সময়ের বিভিন্ন একক, যেমন বছর, মাস, দিন প্রভৃতির আলোচনা রয়েছে।

IV) গোলপাদ :- এই অধ্যায় 50 টি শ্লোকে সূর্য, চন্দ্র ও অন্যান্য গ্রহের গতি নিয়ে আলোচনা করা হয়েছে। গোলীয় ত্রিকোণমিতির বিভিন্ন সূত্রও এই অধ্যায়ে পাওয়া যায়।

MCQ প্রশ্নোত্তর

আর্যভট্ট ও ব্রহ্মগুপ্ত থেকে MCQ প্রশ্ন ও উত্তর গুলি নিচে দেওয়া হল। প্রশ্নের উত্তরগুলি সরাসরি না দিয়ে শিক্ষার্থীদের সুবিধার্থে উত্তরটি লুক্কায়িত আছে। পরীক্ষার্থীদের চেষ্টা করার সুযোগ আছে। উত্তরে Click👈 করলেই উত্তরটি দেখা যাবে।

1. গুপ্তযুগের নিউটন বলা হয়— 

(A) নাগার্জুনকে

(B) বরহামিহিরকে

(C) আর্যভট্টকে

(D) কোনটিই নয়

2. প্রাচীন ভারতীয় জ্যোতির্বিদ ও গণিতবিদ আর্যভট্ট কত সালে জন্মগ্রহণ করেন— 

(A) 476 খ্রিস্টাব্দে

(B) 576 খ্রিস্টাব্দে

(C) 676 খ্রিস্টাব্দে

(D) কোনটিই নয়

3. আর্যভট্ট ছিলেন— 

(A) বৈজ্ঞানিক

(B) জ্যোতির্বিদ

(C) চিকিৎসাবিদ

(D) কোনটিই নয়

4 আর্যভট্টের জন্মস্থান— 

(A) কুরুক্ষেত্রের নিকট

(B) উজ্জয়িনী

(C) পাটলিপুত্রের নিকট কুসুমপুর

(D) কোনটিই নয়

5. আর্যভট্টের গ্রন্থটির নাম হল— 

(A) আর্যভট্টীয়ম্

(B) বৃহৎসংহিতা

(C) পঞ্চসিদ্ধান্তিকা

(D) কোনটিই নয়

6. ‘আর্যভট্টীয়ম্’ গ্রন্থটির বিষয়বস্তু হল— 

(A) চিকিৎসা

(B) সঙ্গীত

(C) ব্যাকরণ

(D) জ্যোতির্বিজ্ঞান ও গণিত

7. ‘গণিত’ শব্দটির অর্থ— 

(A) জ্যামিতি

(B) হিসেবনিকেশ

(C) গবেষণা

(D) সংখ্যা

8. ‘আর্যভট্টীয়ম্’ গ্রন্থে শ্লোক আছে— 

(A) 119 টি

(B) 120 টি

(C) 121 টি

(D) 122 টি

9. ‘আর্যভট্টীয়ম্’ গ্রন্থটি— 

(A) গদ্যে রচিত

(B) শ্লোকে রচিত

(C) সূত্রাকরে রচিত

(D) গদ্যে-পদ্যে রচিত

10. ‘আর্যভট্টীয়ম্’ গ্রন্থটি কয়টি অধ্যায়ে রচিত— 

(A) 4 টি

(B) 5 টি

(C) 6 টি

(D) 7 টি

11. গীতিকাপাদে শ্লোক আছে— 

(A) 13 টি

(B) 33 টি

(C) 25 টি

(D) 50 টি

12. গণিতপাদে শ্লোক আছে— 

(A) 13 টি

(B) 33 টি

(C) 25 টি

(D) 50 টি

13. কালকক্রিয়াপাদে শ্লোক আছে— 

(A) 13 টি

(B) 33 টি

(C) 25 টি

(D) 50 টি

14. গোলপাদে শ্লোক আছে— 

(A) 13 টি

(B) 33 টি

(C) 25 টি

(D) 50 টি

15. আর্যভট্ট গণিতে কোন্ ধারণাটি প্রবর্তন করেছিলেন— 

(A) পাই এর মান

(B) শূন্যের ধারণা

(C) ক্যালকুলেশন

(D) ত্রিকোনমিতির ফাংশন

16. আর্যভট্ট প্রথমবার কোন্ সংখ্যা ধারণার ব্যাখ্যা করেন— 

(A) শূন্য

(B) এক

(C) দুই

(D) কোনটিই নয়

17. প্রাচীন ভারতে গণিতে ‘সাইন’ ধারণাটি প্রবর্তন করেছিলেন— 

(A) আর্যভট্ট

(B) বরাহমিহির

(C) ব্রহ্মগুপ্ত

(D) কোনটিই নয়

18. সৌর বছরের দৈর্ঘ্য সঠিকভাবে গণনা করেছিলেন — 

(A) আর্যভট্ট

(B) বরাহমিহির

(C) ব্রহ্মগুপ্ত

(D) কোনটিই নয়

19. আর্যভট্ট কোন্ গুরুত্বপূর্ণ জ্যোতির্বিদ্যার ধারণাটি প্রবর্তন করেন — 

(A) সূর্যগ্রহণ

(B) পার্শ্বীয় বছর

(C) সূর্যকেন্দ্রিক তত্ত্ব

(D) কোনটিই নয়

20. আর্যভট্ট কোন্ তত্ত্ব প্রথম বলেন— 

(A) পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে

(B) সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে

(C) পৃথিবীর কোনো গতি নেই

(D) কোনটিই নয়

21. ভারতীয় গাণিতিক গ্রন্থ ‘ব্রহ্মস্ফুটসিদ্ধান্ত’ কোন্ গণিতবিদ রচনা করেছিলেন— 

(A) ব্রহ্মগুপ্ত

(B) আর্যভট্ট

(C) বরাহমিহির

(D) কোনটিই নয়

22. ব্রহ্মগুপ্ত কত সালে জন্মগ্রহণ করেন— 

(A) 498 খ্রিস্টাব্দে

(B) 598 খ্রিস্টাব্দে

(C) 698 খ্রিস্টাব্দে

(D) কোনটিই নয়

23. ব্রহ্মগুপ্তের জন্মস্থান— 

(A) কুরুক্ষেত্রের নিকট

(B) রাজস্থানের ভিল্লমল বর্তমানে ভিনমল

(C) পাটলিপুত্রের নিকট কুসুমপুর

(D) কোনটিই নয়

24. ব্রহ্মগুপ্তের পিতার নাম কি— 

(A) জিষ্ণুগুপ্ত

(B) সমুদ্রগুপ্ত

(C) ভাস্করগুপ্ত

(D) কোনটিই নয়

25. ‘ব্রহ্মস্ফুটসিদ্ধান্ত’ গ্রন্থটি কয়টি অধ্যায়ে রচিত— 

(A) 14 টি

(B) 24 টি

(C) 34 টি

(D) 44 টি

26. ‘ব্রহ্মস্ফুটসিদ্ধান্ত’ ছাড়া ব্রহ্মগুপ্তের অন্য একটি গ্রন্থের নাম— 

(A) খন্ডখাদ্যক

(B) আর্যভট্টীয়ম্

(C) চরকসংহিতা

(D) কোনটিই নয়

27. ‘খন্ডখাদ্যক’ গ্রন্থটির কয়টি অংশ— 

(A) 5 টি

(B) 4 টি

(C) 3 টি

(D) 2 টি

28. ‘খন্ডখাদ্যক’ গ্রন্থের দুটি অংশের নাম— 

(A) পূর্বখন্ডখাদ্যক ও উত্তরখন্ডখাদ্যক

(B) অগ্রখন্ডখাদ্যক ও পশ্চাৎখন্ডখাদ্যক

(C) মূলখন্ডখাদ্যক ও উত্তরখন্ডখাদ্যক

(D) কোনটিই নয়

29. বৈদিক সাহিত্যের কোন্ অংশে প্রাচীন গাণিতিক পদ্ধতির উল্লেখ রয়েছে— 

(A) শুল্বসুত্রে

(B) গৃহ্যসুত্রে

(C) ধর্মসুত্রে

(D) কোনটিই নয়

অনুরূপ পাঠ

আর্যভট্ট ও ব্রহ্মগুপ্ত থেকে MCQ প্রশ্ন ও উত্তর তথা SEMESTER – 3 এর অনুরূপ পাঠগুলি জানতে নিম্নের Link এ Click করো

Leave a Comment