সংস্কৃত ব্যঞ্জনসন্ধির MCQ প্রশ্নোত্তর

সংস্কৃত ব্যঞ্জনসন্ধির MCQ প্রশ্নোত্তর একাদশ শ্রেণীর SEMESTER – 1 পাঠ্য হিসেবে নির্দিষ্ট। বিশেষতঃ শ্চুত্ব, ষ্টুত্ব ও জশত্ব নামক নিয়ম ও প্রয়োগ পাঠ্যে অন্তর্ভুক্ত। ব্যঞ্জনসন্ধির প্রতিটি MCQ প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হল। প্রশ্নের উত্তরগুলি সরাসরি না দিয়ে শিক্ষার্থীদের সুবিধার্থে উত্তরটি লুক্কায়িত আছে। পরীক্ষার্থীদের চেষ্টা করার সুযোগ আছে। উত্তরে Click করলেই উত্তরটি দেখা যাবে। ব্যঞ্জনসন্ধি থেকে তিনটি MCQ (1 X 3 = 3) করতে হবে। সংস্কৃত ব্যঞ্জনসন্ধির MCQ প্রশ্নোত্তর ।

ব্যঞ্জনসন্ধির MCQ প্রশ্নোত্তর আলোচনা করতে হলে প্রথমেই সন্ধি সম্পর্কে কিছু কথা সংক্ষেপে জানা দরকার। “পরঃ সন্নিকর্ষঃ সংহিতা” অর্থাৎ অতিশয় দ্রুত উচ্চারণজনিত দুটি বর্ণের পারস্পরিক ধ্বনিগত মিলনকে সন্ধি বলে। সন্ধির অপর নাম সংহিতা। ‘সন্ধি’ শব্দের অর্থ মিলন। দ্রুত উচ্চারণ, উচ্চারণের কর্কশতা নিবারণ এবং ভাষাকে শ্রুতিমধুর করার জন্য সন্ধির প্রয়োজন।যেমন – ‘বিদ্যা’ আর ‘আলয়’ দুটি শব্দ অতিশয় দ্রুত উচ্চারণ করলে হবে ‘বিদ্যালয়’। অর্থাৎ দুটি ‘আ’ মিলে একটি ‘আ’ তে পরিণত হল। এইভাবে ধ্বনির সন্নিকৃষ্ট হওয়াকেই সন্ধি বলে।সন্ধি তিন প্রকার। যথা—

স্বরসন্ধিঃ— স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনে যে সন্ধি হয়, তাকে স্বরসন্ধি বলে। যথা—

  • হিম + অচলঃ = হিমাচলঃ
  • বিদ্যা + আলয়ঃ = বিদ্যালয়ঃ
  • রত্ন + আকরঃ = রত্নাকরঃ
  • সু + আগতম্ = স্বাগতম্
  • নৈ + অকঃ = নায়কঃ

ব্যঞ্জনসন্ধিঃ— ব্যঞ্জনবর্ণের সঙ্গে স্বরবর্ণের কিংবা ব্যঞ্জনবর্ণের সঙ্গে বাঞ্জনবর্ণের মিলনে যে সন্ধি হয়ে থাকে, তাকে ব্যঞ্জনসন্ধি বলে। যথা—

সন্ধি বিচ্ছেদ পদসন্ধিবদ্ধ প
দিক্ + অন্তঃদিগন্তঃ
মহৎ + চক্রম্মহচ্চক্রম্
রাজ্ + নীরাজ্ঞী
প্রাক্ + এবপ্রাগেব
হসন্ + আগতঃহসন্নাগতঃ

বিসর্গসন্ধিঃ— বিসর্গের সঙ্গে স্বরবর্ণের কিংবা বিসর্গের সঙ্গে ব্যঞ্জনবর্ণের মিলনে যে সন্ধি হয়, তাকে বিসর্গসন্ধি বলে। যথা—

  • পুনঃ + অপি = পুনরপি
  • বালকঃ + অয়ম্ = বালকোহয়ম্
  • পুনঃ + চ = পুনশ্চ

MCQ প্রশ্নোত্তর

ব্যঞ্জনসন্ধির MCQ প্রশ্নোত্তর গুলি নিম্নে দেওয়া হল। প্রশ্নের উত্তরগুলি সরাসরি না দিয়ে শিক্ষার্থীদের সুবিধার্থে উত্তরটি লুক্কায়িত আছে। পরীক্ষার্থীদের চেষ্টা করার সুযোগ আছে। উত্তরে Click👈 করলেই উত্তরটি দেখা যাবে। উত্তরটি সঠিক হলে শিক্ষার্থী অধিক উৎসাহিত হবে।

1. সন্ধি শব্দের অর্থ হল— 

(A) সংযোগ বা মিলন

(B) সংহিতা

(C) সন্নিকর্ষ

(D) কোনোটিই নয়

2. সন্ধি শব্দের অপর নাম হল— 

(A) সংযোগ বা মিলন

(B) সংহিতা

(C) সন্নিকর্ষ

(D) কোনোটিই নয়

3. হল্ সন্ধি বলতে বোঝায়—

(A) স্বরসন্ধিগুলিকে

(B) ব্যঞ্জনসন্ধিগুলিকে

(C) বিসর্গসন্ধিগুলিকে

(D) নিপাতনসন্ধিগুলিকে

4. ব্যঞ্জনসন্ধি হল—

(A) ব্যঞ্জনবর্ণের সঙ্গে ব্যঞ্জনবর্ণের মিলন

(B) ব্যঞ্জনবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলন

(C) স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জনবর্ণের মিলন

(D) সাবগুলিই সঠিক

5. রাজ্ + নী সন্ধি করলে হবে—

(A) রাজ্নী

(B) রাজ্ঞি

(C) রাজ্ঞী

(D) কোনোটিই নয়

6. যজ্ঞঃ পদটির সন্ধি বিচ্ছেদ করলে হবে—

(A) যজ্ + ঞঃ

(B) যজ্ + নঃ

(C) যজ্ + ন

(D) কোনোটিই নয়

7. রাজ্ + নী, সন্ধি করলে হবে—

(A) রাজ্নী

(B) রাজ্ঞি

(C) রাজ্ঞী

(D) কোনোটিই নয়

8. চলচ্চিত্রম্ পদটির সন্ধি বিচ্ছেদ করলে হবে—

(A) চলচ্ + চিত্রম্

(B) চলত + চিত্রম্

(C) চলৎ + চিত্রম্

(D) কোনোটিই নয়

9. তদ্ + ছবিঃ, সন্ধি করলে হবে— 

(A) তদছবি

(B) তচ্ছবিঃ

(C) তচ্ছবি

(D) কোনোটিই নয়

10. চলচ্চিত্রম্ পদটির সন্ধি বিচ্ছেদ করলে হবে—

(A) উৎ + চ্চারণম্

(B) উৎ + চারণম্

(C) উত + চারণম্

(D) কোনোটিই নয়

11. শরৎ + চন্দ্রঃ, সন্ধি করলে হবে—

(A) শরচন্দ্রঃ

(B) শরচ্চন্দ্রঃ

(C) শরতচ্চন্দ্রঃ

(D) কোনোটিই নয়

12. মহচ্চরিত্রম্ পদটির সন্ধি বিচ্ছেদ করলে হবে—

(A) মহৎ + চরিত্রম্

(B) মহত + চরিত্রম্

(C) মহৎ + চ্চরিত্রম্

(D) কোনোটিই নয়

13. যাবৎ + জীবনম্, সন্ধি করলে হবে— 

(A) যাবজীবনম্

(B) যাবজ্জীবনম্

(C) যাবজ্জীবনম

(D) কোনোটিই নয়

14. চ্ -এর পর ন্ থাকলে ঐ ন্ স্থানে ঞ্ হয়, নিম্নের কোন্ সন্ধিবদ্ধ রূপটি হবে—

(A) যাচ্না

(B) যাচ্ঞা

(C) যাঞ্চা

(D) কোনোটিই নয়

15. বাক্‌+ঈশঃ, সন্ধি করলে হবে—

(A) বাগিশঃ

(B) বাকীশঃ

(C) বাগীশঃ

(D) কোনোটিই নয়

16. ল্ পরে থাকলে পূর্ববর্তী ত্, দ্ ও ন্ স্থানে কোন্ বর্ণ হয় 

(A) ব্

(B) ন্

(C) ল্

(D) কোনোটিই নয়

17. তদ্ + লীলা, সন্ধি করলে হবে—

(A) তদলীলা

(B) তল্লীলা

(C) তন্নীলা

(D) কোনোটিই নয়

18. বৃহল্ললাটম্ পদটির সন্ধি বিচ্ছেদ করলে হবে—

(A) বৃহত + ললাটম্

(B) বৃহৎ + ল্ললাটম্

(C) বৃহৎ + ললাটম্

(D) কোনোটিই নয়

19. ড্ কিংবা ঢ্ পরে থাকলে পূর্ববর্তী ত্ ও দ্ স্থানে হয়—

(A) ড্

(B) ঢ্

(C) ত্

(D) দ্

20. তড্ডমরুঃ পদটির সন্ধি বিচ্ছেদ করলে হবে—

(A) তদ + ডমরুঃ

(B) তদ্ + ডমরুঃ

(C) তত + ডমরুঃ

(D) ততঃ  + ডমরুঃ

21. উৎ + ডীনঃ, সন্ধি করলে হবে—

(A) উড্ডীন

(B) উদড্ডীনঃ

(C) উড্ডীনঃ

(D) কোনোটিই নয়

ধন্যবাদ

সংস্কৃত ব্যঞ্জনসন্ধির MCQ প্রশ্নোত্তর তথা আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈

আমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে CLICK HERE👈

Leave a Comment