সংস্কৃত শব্দরূপ থেকে MCQ প্রশ্নোত্তর একাদশ শ্রেণীর SEMESTER – 1 পাঠ্য হিসেবে নির্দিষ্ট। বিশেষতঃ অজন্ত শব্দ – বালক, লতা, ফল, কবি, মতি, বারি, নদী এবং এই শব্দগুলির সমতুল অন্যান্য শব্দ। সংখ্যাবাচক শব্দ – এক, দ্বি ( তিন লিঙ্গে)। সর্বনাম শব্দ – অস্মদ ও যুষ্মদ্ পাঠ্যে অন্তর্ভুক্ত। শব্দরূপের প্রতিটি MCQ প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হল। প্রশ্নের উত্তরগুলি সরাসরি না দিয়ে শিক্ষার্থীদের সুবিধার্থে উত্তরটি লুক্কায়িত আছে। পরীক্ষার্থীদের চেষ্টা করার সুযোগ আছে। উত্তরে Click করলেই উত্তরটি দেখা যাবে।
অর্থযুক্ত এক বা একাধিক বর্ণের সমষ্ঠিকে শব্দ বলে। সংস্কৃত ভাষা অধ্যয়নের জন্য শব্দরূপ জানা আবশ্যক। শব্দসমূহের সুপ্ বিভক্তি যুক্ত করে ভিন্ন ভিন্ন অর্থের প্রয়োজনে বিভক্তি, বচন ও লিঙ্গ ভেদে রূপের যে পরিবর্তন হয়, তাকে শব্দরূপ বলে। সংস্কৃত শব্দরূপ যথাযথ ধারণা না থাকলে, সংস্কৃত ভাষায় অনুবাদ করা সম্ভব নয়। শব্দের অপর নাম প্রাতিপদিক। যথা- নর, মুনি, নদী ইত্যাদি। বিশেষ্য, বিশেষণ ও সর্বনাম শব্দের উত্তর যে সকল বিভক্তি যুক্ত হয়ে বাক্যে ব্যবহৃত হয়, তাদের শব্দ বিভক্তি বা সুপ্ বিভক্তি বলে। প্রথমা থেকে সপ্তমী পর্যন্ত শব্দ বিভক্তি সাতটি। সুতরাং সুপ্ বিভক্তি বচন ভেদে সর্বসমেত একুশটি রূপ আছে। সংস্কৃত শব্দরূপ থেকে MCQ প্রশ্নোত্তর আলোচ্য বিষয়। শব্দরূপ থেকে তিনটি MCQ (1 X 3 = 3) করতে হবে।
MCQ প্রশ্নোত্তর
সংস্কৃত শব্দরূপ থেকে MCQ প্রশ্নোত্তর গুলি নিম্নে দেওয়া হল। প্রশ্নের উত্তরগুলি সরাসরি না দিয়ে শিক্ষার্থীদের সুবিধার্থে উত্তরটি লুক্কায়িত আছে। পরীক্ষার্থীদের চেষ্টা করার সুযোগ আছে। উত্তরে Click👈 করলেই উত্তরটি দেখা যাবে। চেষ্টা করার পর উত্তরটি সঠিক হলে শিক্ষার্থী অধিক উৎসাহিত হবে।
1. বিভক্তি কাকে বলে—
(A) যার দ্বারা প্রত্যয় ও সমাসের জ্ঞান জন্মে
(B) যার দ্বারা সংখ্যা ও সমাসের জ্ঞান জন্মে
(C) যার দ্বারা সংখ্যা ও কারকের জ্ঞান জন্মে
(D) যার দ্বারা অব্যয় ও ধাতুরূপের জ্ঞান জন্মে
উত্তর👈
(C) যার দ্বারা সংখ্যা ও কারকের জ্ঞান জন্মে
1. শব্দের উত্তর যে সকল বিভক্তি যুক্ত হয়, তাদের বলে—
(A) সুপ্
(B) তিঙ
(C) সুপ
(D) তিঙ্
উত্তর👈
(A) সুপ্
2. শব্দে কোন্ বিভক্তি যুক্ত হয়—
(A) সুপ্
(B) তিঙ
(C) সুপ
(D) তিঙ্
উত্তর👈
(A) সুপ্
3. সুপ্ বিভক্তি কয়টি—
(A) পাঁচটি
(B) ছয়টি
(C) সাতটি
(D) আটটি
উত্তর👈
(C) সাতটি
4. যা দ্বারা কোনো বিশেষ্য ও সর্বনাম পদের এক, দুই বা দুইয়ের বেশি সংখ্যা বোঝা যায়, তাকে বলে—
(A) প্রত্যয়
(B) কারক
(C) বিভক্তি
(D) বচন
উত্তর 👈
(D) বচন
5. বচন কয়টি—
(A) তিনটি
(B) ছয়টি
(C) সাতটি
(D) আটটি
উত্তর👈
(A) তিনটি
6. বালক শব্দের তৃতীয়ার একবচন—
(A) বালকঃ
(B) বালকেন
(C) বালকায়
(D) বালকাৎ
উত্তর👈
(B) বালকেন
7. বালক শব্দের দ্বিতীয়ার বহুবচন—
(A) বালকৈঃ
(B) বালকাঃ
(C) বালকান্
(D) বালকেভ্যঃ
উত্তর👈
(C) বালকান্
8. বালক শব্দের তৃতীয়ার বহুবচন—
(A) বালকৈঃ
(B) বালকাঃ
(C) বালকান্
(D) বালকেভ্যঃ
উত্তর👈
(A) বালকৈঃ
9. বালক শব্দের পঞ্চমীর একবচন—
(A) বালকঃ
(B) বালকেন
(C) বালকায়
(D) বালকাৎ
উত্তর👈
(D) বালকাৎ
10. বালক শব্দের সপ্তমীর বহুবচন—
(A) বালকৈঃ
(B) বালকাঃ
(C) বালকান্
(D) বালকেষু
উত্তর👈
(D) বালকেষু
11. বালক শব্দের ষষ্ঠীর বহুবচন—
(A) বালকৈঃ
(B) বালকাঃ
(C) বালকানাম্
(D) বালকেষু
উত্তর👈
(C) বালকানাম্
12. বালক শব্দের অনুরূপ শব্দের উদাহরণ হল—
(A) ফল
(B) নর
(C) লতা
(D) নদী
উত্তর👈
(B) নর
13. নর শব্দের সপ্তমীর একবচন—
(A) নরে
(B) নরাৎ
(C) নরায়
(D) নরেণ
উত্তর👈
(A) নরে
14. ‘বায়স’ শব্দটি—
(A) অ-কারান্ত
(B) আ-কারান্ত
(C) ই-কারান্ত
(D) ঈ-কারান্ত
উত্তর👈
(A) অ-কারান্ত
14. ‘লতা’ শব্দটি—
(A) অ-কারান্ত
(B) আ-কারান্ত
(C) ই-কারান্ত
(D) ঈ-কারান্ত
উত্তর👈
(B) আ-কারান্ত
15. লতা শব্দের তৃতীয়ার একবচন—
(A) লতা
(B) লতাম্
(C) লতয়া
(D) লতায়ৈ
উত্তর👈
(A) নরে
16. লতা শব্দের চতুর্থীর একবচন—
(A) লতা
(B) লতাম্
(C) লতয়া
(D) লতায়ৈ
উত্তর👈
(D) লতায়ৈ
17. লতা শব্দের সপ্তমীর বহুবচন—
(A) লতাভিঃ
(B) লতানাম্
(C) লতাভ্যঃ
(D) লতাসু
উত্তর👈
(D) লতাসু
18. লতা শব্দের ষষ্ঠীর বহুবচন—
(A) লতাভিঃ
(B) লতানাম্
(C) লতাভ্যঃ
(D) লতাসু
উত্তর👈
(B) লতানাম্
19. ‘কবি’ শব্দটি—
(A) অ-কারান্ত
(B) আ-কারান্ত
(C) ই-কারান্ত
(D) ঈ-কারান্ত
উত্তর👈
(C) ই-কারান্ত
20. কবি শব্দের ষষ্ঠীর বহুবচন—
(A) কবিভিঃ
(B) কবীনাম্
(C) লতাভ্যঃ
(D) কবিষু
উত্তর👈
(B) কবীনাম্
21. কবি শব্দের সপ্তমীর বহুবচন—
(A) কবিভিঃ
(B) কবীনাম্
(C) লতাভ্যঃ
(D) কবিষু
উত্তর👈
(D) কবিষু
22. কবি শব্দের দ্বিতীয়ার বহুবচন—
(A) কবিভিঃ
(B) কবীনাম্
(C) কবীন্
(D) কবিষু
উত্তর👈
(C) কবীন্
23. ‘নদী’ শব্দটি—
(A) অ-কারান্ত
(B) আ-কারান্ত
(C) ই-কারান্ত
(D) ঈ-কারান্ত
উত্তর👈
(D) ঈ-কারান্ত
24. ‘নদী’ শব্দের তৃতীয়ার একবচন—
(A) নদী
(B) নদীম্
(C) নদ্যা
(D) নদ্যৈ
উত্তর👈
(C) নদ্যা
25. ‘নদী’ শব্দের চতুর্থীর একবচন—
(A) নদী
(B) নদীম্
(C) নদ্যা
(D) নদ্যৈ
উত্তর👈
(D) নদ্যৈ
26. ‘নদী’ শব্দের সপ্তমীর একবচন—
(A) নদ্যাম্
(B) নদীম্
(C) নদ্যা
(D) নদ্যৈ
উত্তর👈
(A) নদ্যাম্
27. ‘নদী’ শব্দের সপ্তমীর দ্বিবচন—
(A) নদ্য
(B) নদীভ্যাম্
(C) নদ্যোঃ
(D) নদ্যৌ
উত্তর👈
(C) নদ্যোঃ
28. ‘নদী’ শব্দের সপ্তমীর বহুবচন—
(A) নদীভ্যঃ
(B) নদীষু
(C) নদীনাম্
(D) নদীঃ
উত্তর👈
(B) নদীষু
29. ‘বারি’ শব্দটি—
(A) অ-কারান্ত, ক্লীবলিঙ্গ
(B) আ-কারান্ত, ক্লীবলিঙ্গ
(C) ই-কারান্ত, ক্লীবলিঙ্গ
(D) ঈ-কারান্ত, ক্লীবলিঙ্গ
উত্তর👈
(C) ই-কারান্ত, ক্লীবলিঙ্গ
30. ‘বারি’ শব্দের দ্বিতীয়ার দ্বিবচন—
(A) বারিণী
(B) বারিভ্যাম্
(C) বারিণোঃ
(D) বারীণি
উত্তর👈
(A) বারিণী
31. ‘বারি’ শব্দের তৃতীয়ার একবচন—
(A) বারিণা
(B) বারিণে
(C) বারিণঃ
(D) বারিণি
উত্তর👈
(A) বারিণা
32. ‘বারি’ শব্দের চতুর্থীর একবচন—
(A) বারিণা
(B) বারিণে
(C) বারিণঃ
(D) বারিণি
উত্তর👈
(B) বারিণে
33. ‘বারি’ শব্দের সপ্তমীর একবচন—
(A) বারিণা
(B) বারিণে
(C) বারিণঃ
(D) বারিণি
উত্তর👈
(D) বারিণি
34. ‘বারি’ শব্দের সপ্তমীর দ্বিবচন—
(A) বারিণী
(B) বারিভ্যাম্
(C) বারিণোঃ
(D) বারীণি
উত্তর👈
(C) বারিণোঃ
35. ‘বারি’ শব্দের সপ্তমীর বহুবচন—
(A) বারীণি
(B) বারিভ্যঃ
(C) বারীণাম্
(D) বারিষু
উত্তর👈
(D) বারিষু
36. সর্বনাম শব্দের কোন্ রূপ নেই—
(A) সম্বোধনের
(B) সপ্তমীর
(C) ষষ্ঠীর
(D) পঞ্চমীর
উত্তর👈
(A) সম্বোধনের
37. সংস্কৃতে সর্বনাম শব্দ কয়টি—
(A) 33 টি
(B) 34 টি
(C) 35 টি
(D) 36 টি
উত্তর👈
(C) 35 টি
38. ‘অস্মদ্’ শব্দটি—
(A) বিশেষ্য শব্দ
(B) বিশেষণ শব্দ
(C) সাংখ্যবাচক শব্দ
(D) সর্বনাম শব্দ
উত্তর👈
(D) সর্বনাম শব্দ
39. ‘অস্মদ্’ শব্দের দ্বিতীয়ার দ্বিবচন—
(A) আবাম্, নৌ
(B) আবাভ্যাম্
(C) আবয়োঃ
(D) আবয়োঃ, নৌ
উত্তর👈
(A) আবাম্, নৌ
40. ‘অস্মদ্’ শব্দের তৃতীয়ার একবচন—
(A) ময়া
(B) মহ্যম্, মে
(C) মৎ
(D) ময়ি
উত্তর👈
(A) ময়া
41. ‘অস্মদ্’ শব্দের চতুর্থীর একবচন—
(A) ময়া
(B) মহ্যম্, মে
(C) মৎ
(D) ময়ি
উত্তর👈
(B) মহ্যম্, মে
42. ‘অস্মদ্’ শব্দের সপ্তমীর একবচন—
(A) ময়া
(B) মহ্যম্, মে
(C) মৎ
(D) ময়ি
উত্তর👈
(D) ময়ি
43. ‘অস্মদ্’ শব্দের সপ্তমীর দ্বিবচন—
(A) আবাম্
(B) আবাভ্যাম্
(C) আবয়োঃ
(D) আবয়োঃ, নৌ
উত্তর👈
(C) আবয়োঃ
44. ‘অস্মদ্’ শব্দের সপ্তমীর বহুবচন—
(A) অস্মাভিঃ
(B) অস্মৎ
(C) অস্মাকম্, নঃ
(D) অস্মাসু
উত্তর👈
(D) অস্মাসু
45. ‘অস্মদ্’ শব্দের সংক্ষিপ্ত রূপ কয়টি —
(A) 3 টি
(B) 4 টি
(C) 5 টি
(D) 6 টি
উত্তর👈
(B) 4 টি
46. ‘অস্মদ্’ শব্দের সংক্ষিপ্ত রূপগুলি হল —
(A) মা, মে, নৌ, নঃ
(B) ত্বা, তে, বাম, বঃ
(C) সা, তে, তাঃ , নঃ
(D) কোনটিই নয়
উত্তর👈
(A) মা, মে, নৌ, নঃ
47. ‘যুষ্মদ্’ শব্দটি—
(A) বিশেষ্য শব্দ
(B) বিশেষণ শব্দ
(C) সাংখ্যবাচক শব্দ
(D) সর্বনাম শব্দ
উত্তর👈
(D) সর্বনাম শব্দ
48. ‘যুষ্মদ্’ শব্দের দ্বিতীয়ার দ্বিবচন—
(A) যুবাম্, বাম্
(B) যুবাভ্যাম্
(C) যুবয়োঃ
(D) যুবয়োঃ, বাম্
উত্তর👈
(A) যুবাম্, বাম্
49. ‘যুষ্মদ্’ শব্দের তৃতীয়ার একবচন—
(A) ত্বয়া
(B) তুভ্যম্, তে
(C) ত্বৎ
(D) ত্বয়ি
উত্তর👈
(A) ত্বয়া
50. ‘যুষ্মদ্’ শব্দের চতুর্থীর একবচন—
(A) ত্বয়া
(B) তুভ্যম্, তে
(C) ত্বৎ
(D) ত্বয়ি
উত্তর👈
(B) তুভ্যম্, তে
51. ‘যুষ্মদ্’ শব্দের সপ্তমীর একবচন—
(A) ত্বয়া
(B) তুভ্যম্, তে
(C) ত্বৎ
(D) ত্বয়ি
উত্তর👈
(D) ত্বয়ি
52. ‘যুষ্মদ্’ শব্দের সপ্তমীর দ্বিবচন—
(A) যুবাম্
(B) যুবাভ্যাম্
(C) যুবয়োঃ
(D) যুবয়োঃ, বাম্
উত্তর👈
(C) যুবয়োঃ
53. ‘যুষ্মদ্’ শব্দের সপ্তমীর বহুবচন—
(A) যুষ্মাভিঃ
(B) যুষ্মৎ
(C) যুষ্মাকম্, বঃ
(D) যুষ্মাসু
উত্তর👈
(D) যুষ্মাসু
54. ‘যুষ্মদ্’ শব্দের সংক্ষিপ্ত রূপ কয়টি —
(A) 3 টি
(B) 4 টি
(C) 5 টি
(D) 6 টি
উত্তর👈
(B) 4 টি
55. ‘যুষ্মদ্’ শব্দের সংক্ষিপ্ত রূপগুলি হল —
(A) মা, মে, নৌ, নঃ
(B) ত্বা, তে, বাম, বঃ
(C) সা, তে, তাঃ , নঃ
(D) কোনটিই নয়
উত্তর👈
(B) ত্বা, তে, বাম, বঃ
56. ‘এক’ শব্দ কোন্ লিঙ্গে ব্যবহৃত হয়—
(A) পুংলিঙ্গে
(B) স্ত্রীলিঙ্গে
(C) ক্লীবলিঙ্গে
(D) তিন লিঙ্গে
উত্তর👈
(D) তিন লিঙ্গে
57. ‘একা’ রূপটি ‘এক’ শব্দের—
(A) পুংলিঙ্গের প্রথমার রূপ
(B) স্ত্রীলিঙ্গের প্রথমার রূপ
(C) ক্লীবলিঙ্গের প্রথমার রূপ
(D) কোনোটিই নয়
উত্তর👈
(B) স্ত্রীলিঙ্গের প্রথমার রূপ
ধন্যবাদ
সংস্কৃত শব্দরূপ থেকে MCQ প্রশ্নোত্তর তথা আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য অনেক ধন্যবাদ। পাঠ্যান্তর্ভুক্ত অজন্ত শব্দ – বালক, লতা, ফল, কবি, মতি, বারি, নদী এবং এই শব্দগুলির সমতুল অন্যান্য শব্দ। সংখ্যবাচক শব্দ – এক, দ্বি ( তিন লিঙ্গে)। সর্বনাম শব্দ – অস্মদ্ ও যুষ্মদ্ শব্দগুলির MCQ প্রশ্নোত্তর নির্ভুল করতে হলে, এই শব্দরূপগুলি কন্ঠস্থ করতে হবে। নিম্নের link এ click করলেই একাদশ শ্রেণির পাঠ্যান্তর্গত এই শব্দরূপগুলি জানা যাবে।