সংস্কৃত শব্দরূপ অস্মদ্

এই অধ্যায়ের আলোচ্য বিষয় সংস্কৃত শব্দরূপ অস্মদ্ । অস্মদ্ শব্দ একটি সর্বনাম শব্দ। এই শব্দরূপ সম্পর্কে সম্যক ধারণা না থাকলে সংস্কৃতে অনুবাদ করা সম্ভব নয়। সপ্তম, অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের এক অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। এছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর , WBSSC(SLST) পরীক্ষার্থীদের এই শব্দরূপ কন্ঠস্থ করতে হবে। अस्मद् शव्दरूप। অস্মদ্ শব্দ একাদশ শ্রেণীর SEMESTER – 1 পাঠ্য হিসেবে নির্দিষ্ট।

অস্মদ্ শব্দ সর্বনাম শব্দ। যে সব শব্দ সকলপ্রকার বিশেষ্য পদের পরিবর্তে ব্যবহৃত হয়, তাদের সর্বনাম পদ বলে। সংস্কৃত ভাষা অধ্যয়নের জন্য সর্বনাম শব্দরূপ জানা আবশ্যক। শব্দসমূহের সুপ্ বিভক্তি যুক্ত করে ভিন্ন ভিন্ন অর্থের প্রয়োজনে বিভক্তি, বচন ও লিঙ্গ ভেদে রূপের যে পরিবর্তন হয়, তাকে শব্দরূপ বলে। শব্দের অপর নাম প্রাতিপদিক। যথা- নর, মুনি, নদী ইত্যাদি। বিশেষ্য, বিশেষণ ও সর্বনাম শব্দের উত্তর যে সকল বিভক্তি যুক্ত হয়ে বাক্যে ব্যবহৃত হয়, তাদের শব্দ বিভক্তি বা সুপ্ বিভক্তি বলে। প্রথমা থেকে সপ্তমী পর্যন্ত শব্দ বিভক্তি সাতটি। সুতরাং সুপ্ বিভক্তি বচন ভেদে সর্বসমেত একুশটি রূপ আছে।

সংস্কৃত শব্দরূপ অস্মদ্ বাংলা ও দেবনাগরী হরফে নিচে দেওয়া হল। অস্মদ্ শব্দের বিভক্তি ও বচন অনুসারে অর্থও দেওয়া হয়েছে।

শব্দরূপ অস্মদ্

সংস্কৃত শব্দরূপ অস্মদ্ শব্দ উত্তম পুরুষবোধক। অস্মদ্ শব্দের রূপ তিন লিঙ্গেই একই। এই শব্দের সম্বোধন পদ হয় না।

শব্দঅস্মদ্
শব্দ বিভাগসর্বনাম
লিঙ্গ বিভাগতিন লিঙ্গেই সমান
অর্থআমি

সংস্কৃত শব্দরূপ অস্মদ্ (বাংলা হরফে)

সংস্কৃত শব্দরূপ অস্মদ্ শব্দের দ্বিতীয়া, চতুর্থীষষ্ঠী বিভক্তির মা , মে, নৌ এবং নঃ — এই সংক্ষিপ্ত রূপগুলি বাক্যের প্রথমে এবং শ্লোকের চরণের প্রথমে কখনও ব্যবহৃত হবে না।

বিভক্তিএকবচনদ্বিবচনবহুবচন
প্রথমাঅহম্আবাম্বয়ম্
দ্বিতীয়ামাম্, মাআবাম্, নৌঅস্মান্, নঃ
তৃতীয়াময়াআবাভ্যাম্অস্মাভিঃ
চতুর্থীমহ্যম্, মেআবাভ্যাম্, নৌঅস্মভ্যম্, নঃ
পঞ্চমীমৎআবাভ্যাম্অস্মৎ
ষষ্ঠীমম, মেআবয়োঃ, নৌঅস্মাকম্, নঃ
সপ্তমীময়িআবয়োঃঅস্মাসু

अस्मद् शव्दरूप (देवनागरी हरफ)

अस्मद् शव्दरूप

विभक्तिएकवचनएकवचनवहुवचन
प्रथमाअहम्आवाम्वयम्
द्वतीयामाम्, माआवाम्, नौअस्मान्, नः
तृतीयामयाआवाभ्याम्अस्माभिः
चतुर्थीमह्यम्, मेआवाभ्याम् , नौअस्मभ्यम्, नः
पञचमीमत्आवाभ्याम्अस्मत्
षष्ठीमम, मेआवयोः, नौअस्माकम्, नः
सप्तमीमयिआवयोःअस्मासु

অদস্ শব্দের অনুরূপ অনুবাদের আদর্শ

1.আমি উত্তম নামে শিক্ষক।

উত্তর- অহম্ উত্তমঃ নাম শিক্ষকঃ।

2. আমরা বিদ্যালয়ের শিক্ষক।

উত্তর- বয়ং বিদ্যালয়স্য শিক্ষকঃ।

3. আমার বাস শহরে।

উত্তর- মম বাসঃ নগরে।

4) আমি ভাত খাই।

উত্তর- অহং অন্নং খাদামি।

5) আমাদের শক্ষক সুপণ্ডিত।

উত্তর- অস্মাকং শক্ষকঃ সুপণ্ডিতঃ।

6) আমাদের বাগানের সুন্দর বৃক্ষগুলি।

উত্তর- অস্মাকং উদ্যানস্য সুন্দরাঃ বৃক্ষাঃ।

অস্মদ্ শব্দ থেকে জিজ্ঞাস্য (FAQ)

1) অস্মদ্ শব্দের সপ্তমীর বহুবচন।

উত্তর- অস্মাসু।

2) অস্মদ্ শব্দের ষষ্ঠীর বহুবচন।

উত্তর- অস্মাকম্, নঃ।

3) অস্মদ্ শব্দের তৃতীয়ার একবচন।

উত্তর- ময়া।

4) সংস্কৃতে অনুবাদ করো – আমাদের অধ্যাপক সুপণ্ডিত।

উত্তর- অস্মাকম্ অধ্যাপকঃ সুপণ্ডিতঃ।

5) অস্মদ্ শব্দের চতুর্থীর একবচন।

উত্তর- মহ্যম্, মে
ধন্যবাদ

আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈

সংস্কৃত শব্দরূপের মূল Page এ যেতে CLICK HERE👈

Leave a Comment