সংস্কৃত ধাতুরূপ থেকে MCQ প্রশ্নোত্তর একাদশ শ্রেণীর SEMESTER – 1 পাঠ্য হিসেবে নির্দিষ্ট। বিশেষতঃ লট্, লঙ্ ও লৃট্ এই তিন লকারে পরস্মৈপদী – ভূ, গম্, কৃ, পূজ্ ধাতু পাঠ্যে অন্তর্ভুক্ত। ধাতুরূপের প্রতিটি MCQ প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হল। প্রশ্নের উত্তরগুলি সরাসরি না দিয়ে শিক্ষার্থীদের সুবিধার্থে উত্তরটি লুক্কায়িত আছে। পরীক্ষার্থীদের চেষ্টা করার সুযোগ আছে। উত্তরে Click করলেই উত্তরটি দেখা যাবে। ধাতুরূপ থেকে তিনটি MCQ (1 X 3 = 3) করতে হবে।
সংস্কৃত ধাতুরূপ থেকে MCQ প্রশ্নোত্তর, সংস্কৃত ভাষা অধ্যয়নের জন্য ধাতুরূপ জানা আবশ্যক। সংস্কৃত ধাতুরূপ না জানলে ক্রিয়পদের সঠিক প্রয়োগ সম্ভব নয়। ক্রিয়ার মূল বা প্রকৃতির নাম ধাতু–“ভূবাদয়ো ধাতবঃ”। ক্রিয়া বোঝাতে ধাতুর পর তি, তস্, অন্তি প্রভৃতি বিভক্তি বসে। ক্রিয়ার মূল বা প্রকৃতির নাম ধাতু–“ভূবাদয়ো ধাতবঃ”। সংস্কৃত ধাতুরূপ দশটি ল-কার বিভক্তি হয়। বিভক্তিগুলির যে দশ প্রকার শ্রেণীবিভাগ আছে, ওদের প্রত্যেকটির আদিতেই ল-কার আছে। তাই ওদেরকে দশ ল-কার বলে। এদের মধ্যে লট্, লোট্, লঙ্ ও বিধিলিঙ্ -কে ‘চতুর্লকার’ বলা হয়। সাধারণতঃ ধাতুরূপের লট্, লোট্, লঙ্, বিধিলিঙ্, লুট্ এবং আর কয়েকটি প্রয়োজনীয় স্থলে লিট্, লুঙ্-এর অল্প কিছু দৃষ্টান্ত জানলেই কাজ চলে যাবে।
MCQ প্রশ্নোত্তর
সংস্কৃত ধাতুরূপ থেকে MCQ প্রশ্নোত্তর গুলি নিম্নে দেওয়া হল। প্রশ্নের উত্তরগুলি সরাসরি না দিয়ে শিক্ষার্থীদের সুবিধার্থে উত্তরটি লুক্কায়িত আছে। পরীক্ষার্থীদের চেষ্টা করার সুযোগ থাকছে। উত্তরে Click👈 করলেই উত্তরটি দেখা যাবে। চেষ্টা করার পর উত্তরটি সঠিক হলে শিক্ষার্থী অধিক উৎসাহিত হবে।
1. ক্রিয়ার মূলকে বলে—
(A) ধাতু
(B) শব্দ
(C) বিভক্তি
(D) কারক
উত্তর👈
(A) ধাতু
2. ধাতুর পরে কোন্ বিভক্তি যুক্ত হয়—
(A) সুপ্
(B) তিঙ
(C) সুপ
(D) তিঙ্
উত্তর👈
(D) তিঙ্
3. ল-কার কয়টি—
(A) 8 টি
(B) 9 টি
(C) 10 টি
(D) 11 টি
উত্তর👈
(C) 10 টি
4. বর্তমান কাল বোঝাতে কোন্ ল-কার যুক্ত হয়—
(A) লট্ ল-কার
(B) লঙ্ ল-কার
(C) লৃট্ ল-কার
(D) কোনোটিই নয়
উত্তর👈
(D) লট্ ল-কার
5. অতীত কাল বোঝাতে কোন্ ল-কার যুক্ত হয়—
(A) লট্ ল-কার
(B) লঙ্ ল-কার
(C) লৃট্ ল-কার
(D) কোনোটিই নয়
উত্তর👈
(B) লঙ্ ল-কার
6. ভবিষ্যৎ কাল বোঝাতে কোন্ ল-কার যুক্ত হয়—
(A) লট্ ল-কার
(B) লঙ্ ল-কার
(C) লৃট্ ল-কার
(D) কোনোটিই নয়
উত্তর👈
(C) লৃট্ ল-কার
7. ‘ভূ’ ধাতু হল—
(A) ভ্বাদিগণীয়
(B) তুদাদিগণীয়
(C) দিবাদিগণীয়
(D) স্বাদিগণীয়
উত্তর👈
(A) ভ্বাদিগণীয়
8. ‘ভূ’ ধাতুর লট্ প্রথম পুরুষ একবচনের রূপটি হল—
(A) ভবতি
(B) ভবতঃ
(C) ভবন্তি
(D) কোনোটিই নয়
উত্তর👈
(A) ভবতি
9. ‘ভূ’ ধাতুর লট্ প্রথম পুরুষ দ্বিবচনের রূপটি হল—
(A) ভবতি
(B) ভবতঃ
(C) ভবন্তি
(D) কোনোটিই নয়
উত্তর👈
(B) ভবতঃ
10. ‘ভূ’ ধাতুর লট্ মধ্যম পুরুষ দ্বিবচনের রূপটি হল—
(A) ভবসি
(B) ভবথঃ
(C) ভবথ
(D) কোনোটিই নয়
উত্তর👈
(B) ভবথঃ
11. ‘ভূ’ ধাতুর লট্ উত্তম পুরুষ একবচনের রূপটি হল—
(A) ভবাবঃ
(B) ভবামি
(C) ভবামঃ
(D) কোনোটিই নয়
উত্তর👈
(B) ভবামি
12. ‘ভূ’ ধাতুর লঙ্ প্রথম পুরুষ একবচনের রূপটি হল —
(A) অভবৎ
(B) অভবতাম্
(C) অভবন্
(D) কোনোটিই নয়
উত্তর👈
(A) অভবৎ
13. ‘ভূ’ ধাতুর লঙ্ প্রথম পুরুষ বহুবচনের রূপটি হল—
(A) অভবৎ
(B) অভবতাম্
(C) অভবন্
(D) কোনোটিই নয়
উত্তর👈
(C) অভবন্
14. ‘ভূ’ ধাতুর লঙ্ মধ্যম পুরুষ দ্বিবচনের রূপটি হল—
(A) অভবঃ
(B) অভবতম্
(C) অভবত
(D) কোনোটিই নয়
উত্তর👈
(B) অভবতম্
15. ‘ভূ’ ধাতুর লঙ্ মধ্যম পুরুষ বহুবচনের রূপটি হল—
(A) অভবঃ
(B) অভবতম্
(C) অভবত
(D) কোনোটিই নয়
উত্তর👈
(C) অভবত
16. ‘ভূ’ ধাতুর লঙ্ উত্তম পুরুষ একবচনের রূপটি হল—
(A) অভবাম
(B) অভবাব
(C) অভবম্
(D) কোনোটিই নয়
উত্তর👈
(C) অভবম্
17. ‘ভূ’ ধাতুর লঙ্ উত্তম পুরুষ বহুবচনের রূপটি হল—
(A) অভবাম
(B) অভবাব
(C) অভবম্
(D) কোনোটিই নয়
উত্তর👈
(A) অভবাম
18. ‘ভূ’ ধাতুর লৃট্ উত্তম পুরুষ একবচনের রূপটি হল—
(A) ভবিষ্যামি
(B) ভবিষ্যাবঃ
(C) ভবিষ্যামঃ
(D) কোনোটিই নয়
উত্তর👈
(A) ভবিষ্যামি
19. ‘ভূ’ ধাতুর লৃট্ উত্তম পুরুষ বহুবচনের রূপটি হল—
(A) ভবিষ্যামি
(B) ভবিষ্যাবঃ
(C) ভবিষ্যামঃ
(D) কোনোটিই নয়
উত্তর👈
(C) ভবিষ্যামঃ
20. ‘গম্’ ধাতু হল—
(A) ভ্বাদিগণীয়
(B) তুদাদিগণীয়
(C) দিবাদিগণীয়
(D) স্বাদিগণীয়
উত্তর👈
(A) ভ্বাদিগণীয়
21. ‘গম্’ ধাতুর অর্থ হল—
(A) আসা
(B) যাওয়া
(C) খেলা করা
(D) খাওয়া
উত্তর👈
(B) যাওয়া
22. ‘গম্’ ধাতুর লট্ প্রথম পুরুষ একবচনের রূপটি হল—
(A) গচ্ছতি
(B) গচ্ছতঃ
(C) গচ্ছন্তি
(D) কোনোটিই নয়
উত্তর👈
(A) গচ্ছতি
23. ‘গম্’ ধাতুর লট্ প্রথম পুরুষ বহুবচনের রূপটি হল—
(A) গচ্ছতি
(B) গচ্ছতঃ
(C) গচ্ছন্তি
(D) কোনোটিই নয়
উত্তর👈
(C) গচ্ছন্তি
24. ‘গম্’ ধাতুর লট্ মধ্যম পুরুষ একবচনের রূপটি হল—
(A) গচ্ছসি
(B) গচ্ছথঃ
(C) গচ্ছথ
(D) কোনোটিই নয়
উত্তর👈
(A) গচ্ছসি
25. ‘গম্’ ধাতুর লট্ মধ্যম পুরুষ দ্বিবচনের রূপটি হল—
(A) গচ্ছসি
(B) গচ্ছথঃ
(C) গচ্ছথ
(D) কোনোটিই নয়
উত্তর👈
(B) গচ্ছথঃ
26. ‘গম্’ ধাতুর লট্ উত্তম পুরুষ বহুবচনের রূপটি হল—
(A) গচ্ছামি
(B) গচ্ছাবঃ
(C) গচ্ছামঃ
(D) কোনোটিই নয়
উত্তর👈
(C) গচ্ছামঃ
27. ‘গম্’ ধাতুর লট্ উত্তম পুরুষ দ্বিবচনের রূপটি হল—
(A) গচ্ছামি
(B) গচ্ছাবঃ
(C) গচ্ছামঃ
(D) কোনোটিই নয়
উত্তর👈
(B) গচ্ছাবঃ
28. ‘গম্’ ধাতুর লঙ্ প্রথম পুরুষ একবচনের রূপটি হল—
(A) অগচ্ছৎ
(B) অগচ্ছতাম্
(C) অগচ্ছন্
(D) কোনোটিই নয়
উত্তর👈
(A) অগচ্ছৎ
29. ‘গম্’ ধাতুর লঙ্ প্রথম পুরুষ বহুবচনের রূপটি হল—
(A) অগচ্ছৎ
(B) অগচ্ছতাম্
(C) অগচ্ছন্
(D) কোনোটিই নয়
উত্তর👈
(C) অগচ্ছন্
30. ‘গম্’ ধাতুর লঙ্ মধ্যম পুরুষ দ্বিবচনের রূপটি হল—
(A) অগচ্ছঃ
(B) অগচ্ছতম্
(C) অগচ্ছত
(D) কোনোটিই নয়
উত্তর👈
(B) অগচ্ছতম্
31. ‘গম্’ ধাতুর লঙ্ উত্তম পুরুষ বহুবচনের রূপটি হল—
(A) অগচ্ছম্
(B) অগচ্ছাব
(C) অগচ্ছাম
(D) কোনোটিই নয়
উত্তর👈
(B) অগচ্ছাম
32. ‘কৃ’ ধাতু হল—
(A) ভ্বাদিগণীয়
(B) তুদাদিগণীয়
(C) দিবাদিগণীয়
(D) তনাদিগণীয়
উত্তর👈
(D) তনাদিগণীয়
33. ‘কৃ’ ধাতু হল—
(A) পরস্মৈপদী
(B) আত্মনেপদী
(C) উভয়পদী
(D) কোনোটিই নয়
উত্তর👈
(C) উভয়পদী
34. ‘কৃ’ ধাতুর অর্থ হল—
(A) আসা
(B) যাওয়া
(C) করা
(D) খাওয়া
উত্তর👈
(C) করা
35. ‘কৃ’ ধাতুর পরস্মৈপদী লট্ প্রথম পুরুষ একবচনের রূপটি হল—
(A) করোতি
(B) কুরুতঃ
(C) কুর্বন্তি
(D) কোনোটিই নয়
উত্তর👈
(A) করোতি
36. ‘কৃ’ ধাতুর আত্মনেপদী লট্ প্রথম পুরুষ বহুবচনের রূপটি হল—
(A) কুরুতে
(B) কুর্বাতে
(C) কুর্বতে
(D) কোনোটিই নয়
উত্তর👈
(C) কুর্বতে
37. ‘কৃ’ ধাতুর পরস্মৈপদী লট্ মধ্যম পুরুষ একবচনের রূপটি হল—
(A) করোষি
(B) কুরুথঃ
(C) কুরুথ
(D) কোনোটিই নয়
উত্তর👈
(A) করোষি
38. ‘কৃ’ ধাতুর আত্মনেপদী লট্ মধ্যম পুরুষ দ্বিবচনের রূপটি হল—
(A) কুরুষে
(B) কুর্বাথে
(C) কুরুধ্বে
(D) কোনোটিই নয়
উত্তর👈
(B) কুর্বাথে
39. ‘কৃ’ ধাতুর পরস্মৈপদী লট্ উত্তম পুরুষ বহুবচনের রূপটি হল—
(A) করোমি
(B) কুর্বঃ
(C) কুর্মঃ
(D) কোনোটিই নয়
উত্তর👈
(C) কুর্মঃ
40. ‘কৃ’ ধাতুর আত্মনেপদী লট্ উত্তম পুরুষ দ্বিবচনের রূপটি হল—
(A) কুর্বে
(B) কুর্বহে
(C) কুর্মহে
(D) কোনোটিই নয়
উত্তর👈
(B) কুর্বহে
41. ‘কৃ’ ধাতুর পরস্মৈপদী লঙ্ প্রথম পুরুষ একবচনের রূপটি হল—
(A) অকরোৎ
(B) অকুরুতাম্
(C) অকুর্বন্
(D) কোনোটিই নয়
উত্তর👈
(A) অকরোৎ
42. ‘কৃ’ ধাতুর আত্মনেপদী লঙ্ প্রথম পুরুষ বহুবচনের রূপটি হল—
(A) অকুরুত
(B) অকুর্বাতাম্
(C) অকুর্বত
(D) কোনোটিই নয়
উত্তর👈
(C) অকুর্বত
43. ‘কৃ’ ধাতুর পরস্মৈপদী লঙ্ মধ্যম পুরুষ দ্বিবচনের রূপটি হল—
(A) অকরোঃ
(B) অকুরুতম্
(C) অকুরুত
(D) কোনোটিই নয়
উত্তর👈
(B) অকুরুতম্
44. ‘কৃ’ ধাতুর আত্মনেপদী লঙ্ উত্তম পুরুষ বহুবচনের রূপটি হল—
(A) অকুর্বি
(B) অকুর্বহি
(C) অকুর্মহি
(D) কোনোটিই নয়
উত্তর👈
(C) অকুর্মহি
45. ‘কৃ’ ধাতুর পরস্মৈপদী লৃট্ প্রথম পুরুষ দ্বিবচনের রূপটি হল—
(A) করিষ্যতি
(B) করিষ্যতঃ
(C) করিষ্যন্তি
(D) কোনোটিই নয়
উত্তর👈
(B) করিষ্যতঃ
46. ‘কৃ’ ধাতুর পরস্মৈপদী লৃট্ মধ্যম পুরুষ দ্বিবচনের রূপটি হল—
(A) করিষ্যসি
(B) করিষ্যথঃ
(C) করিষ্যথ
(D) কোনোটিই নয়
উত্তর👈
(B) করিষ্যথঃ
47. ‘কৃ’ ধাতুর আত্মনেপদী লৃট্ উত্তম পুরুষ বহুবচনের রূপটি হল—
(A) করিষ্যে
(B) করিষ্যাবহে
(C) করিষ্যামহে
(D) কোনোটিই নয়
উত্তর👈
(C) করিষ্যামহে
48. ‘পূজ্’ ধাতু হল—
(A) ভ্বাদিগণীয়
(B) তুদাদিগণীয়
(C) দিবাদিগণীয়
(D) চুরাদিগণীয়
উত্তর👈
(D) চুরাদিগণীয়
49. ‘পূজ্’ ধাতু হল—
(A) পরস্মৈপদী
(B) আত্মনেপদী
(C) উভয়পদী
(D) কোনোটিই নয়
উত্তর👈
(C) পরস্মৈপদী
50. ‘পূজ্’ ধাতুর অর্থ হল—
(A) আসা
(B) যাওয়া
(C) পূজা করা
(D) খাওয়া
উত্তর👈
(C) পূজা করা
51. ‘পূজ্’ ধাতুর লট্ প্রথম পুরুষ একবচনের রূপটি হল—
(A) পূজয়তি
(B) পূজয়তঃ
(C) পূজয়ন্তি
(D) কোনোটিই নয়
উত্তর👈
(A) পূজয়তি
52. ‘পূজ্’ ধাতুর লট্ প্রথম পুরুষ বহুবচনের রূপটি হল—
(A) পূজয়তি
(B) পূজয়তঃ
(C) পূজয়ন্তি
(D) কোনোটিই নয়
উত্তর👈
(C) পূজয়ন্তি
53. ‘পূজ্’ ধাতুর লট্ মধ্যম পুরুষ একবচনের রূপটি হল—
(A) পূজয়সি
(B) পূজয়থঃ
(C) পূজয়থ
(D) কোনোটিই নয়
উত্তর👈
(A) পূজয়সি
54. ‘পূজ্’ ধাতুর লট্ মধ্যম পুরুষ দ্বিবচনের রূপটি হল—
(A) পূজয়সি
(B) পূজয়থঃ
(C) পূজয়থ
(D) কোনোটিই নয়
উত্তর👈
(B) পূজয়থঃ
55. ‘পূজ্’ ধাতুর লট্ উত্তম পুরুষ বহুবচনের রূপটি হল—
(A) পূজয়ামি
(B) পূজয়াবঃ
(C) পূজয়ামঃ
(D) কোনোটিই নয়
উত্তর👈
(C) পূজয়ামঃ
56. ‘পূজ্’ ধাতুর লট্ উত্তম পুরুষ দ্বিবচনের রূপটি হল—
(A) পূজয়ামি
(B) পূজয়াবঃ
(C) পূজয়ামঃ
(D) কোনোটিই নয়
উত্তর👈
(B) পূজয়াবঃ
57. ‘পূজ্’ ধাতুর লঙ্ প্রথম পুরুষ একবচনের রূপটি হল—
(A) অপূজয়ৎ
(B) অপূজয়তাম্
(C) অপূজয়ন্
(D) কোনোটিই নয়
উত্তর👈
(A) অপূজয়ৎ
58. ‘পূজ্’ ধাতুর লঙ্ প্রথম পুরুষ বহুবচনের রূপটি হল—
(A) অপূজয়ৎ
(B) অপূজয়তাম্
(C) অপূজয়ন্
(D) কোনোটিই নয়
উত্তর👈
(C) অপূজয়ন্
59. ‘পূজ্’ ধাতুর লঙ্ মধ্যম পুরুষ দ্বিবচনের রূপটি হল—
(A) অপূজয়ঃ
(B) অপূজয়তম্
(C) অপূজয়ত
(D) কোনোটিই নয়
উত্তর👈
(B) অপূজয়তম্
60. ‘পূজ্’ ধাতুর লঙ্ উত্তম পুরুষ বহুবচনের রূপটি হল—
(A) অপূজয়ম্
(B) অপূজয়াব
(C) অপূজয়াম
(D) কোনোটিই নয়
উত্তর👈
(C) অপূজয়াম
61. ‘পূজ্’ ধাতুর লৃট্ প্রথম পুরুষ দ্বিবচনের রূপটি হল—
(A) পূজয়িষ্যতি
(B) পূজয়িষ্যতঃ
(C) পূজয়িষ্যন্তি
(D) কোনোটিই নয়
উত্তর👈
(B) পূজয়িষ্যতঃ
62. ‘পূজ্’ ধাতুর লৃট্ মধ্যম পুরুষ দ্বিবচনের রূপটি হল—
(A) পূজয়িষ্যসি
(B) পূজয়িষ্যথঃ
(C) পূজয়িষ্যথ
(D) কোনোটিই নয়
উত্তর👈
(B) পূজয়িষ্যথঃ
63. ‘পূজ্’ ধাতুর লৃট্ মধ্যম পুরুষ একচনের রূপটি হল—
(A) পূজয়িষ্যসি
(B) পূজয়িষ্যথঃ
(C) পূজয়িষ্যথ
(D) কোনোটিই নয়
উত্তর👈
(A) পূজয়িষ্যসি
64. ‘পূজ্’ ধাতুর লৃট্ উত্তম পুরুষ বহুবচনের রূপটি হল —
(A) পূজয়িষ্যামি
(B) পূজয়িষ্যাবঃ
(C) পূজয়িষ্যামঃ
(D) কোনোটিই নয়
উত্তর👈
(C) পূজয়িষ্যামঃ
65. ‘পূজ্’ ধাতুর লৃট্ উত্তম পুরুষ একবচনের রূপটি হল—
(A) পূজয়িষ্যামি
(B) পূজয়িষ্যাবঃ
(C) পূজয়িষ্যামঃ
(D) কোনোটিই নয়
উত্তর👈
(A) পূজয়িষ্যামি
ধন্যবাদ
সংস্কৃত ধাতুরূপ থেকে MCQ প্রশ্নোত্তর তথা আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য অনেক ধন্যবাদ। পাঠ্যান্তর্ভুক্ত ভূ, গম্, কৃ, পূজ্ ধাতুগুলির MCQ প্রশ্নোত্তর নির্ভুল করতে হলে, এই চারটি ধাতুরূপের লট্, লঙ্ ও লৃট্ এই তিন লকার কন্ঠস্থ করতে হবে। নিম্নের link এ click করলেই একাদশ শ্রেণির পাঠ্যান্তর্গত এই চারটি ধাতুরূপ জানা যাবে।