সংস্কৃত ধাতুরূপ গম্

সংস্কৃত ধাতুরূপ গম্ বিষয়ক আলোচনা। এটি একটি ভ্বাদিগণীয় পরস্মৈপদী ধাতু। পরস্মৈপদীর রূপগুলি নির্ভুলভাবে লিখিত হল। সংস্কৃত ধাতুরূপ গম্ বাংলা ও দেবনাগরী হরফে দেওয়া হয়েছে। গম্ ধাতুর অনুরূপ বাংলা থেকে সংস্কৃতে অনুবাদ করা হয়েছে। এই ধাতুরূপ সম্পর্কে সম্যক ধারণা না থাকলে সংস্কৃতে অনুবাদ করা সম্ভব নয়। সংস্কৃত অনুবাদ শিক্ষার জন্য গম্ ধাতুরূপ জানা আবশ্যক। সপ্তম, অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের এক অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। এছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর , WBSSC(SLST) পরীক্ষার্থীদের এই ধাতুরূপ কন্ঠস্থ করতে হবে।

ধাতুর সঙ্গে তিঙ্ বিভক্তি যোগ করে ক্রিয়াপদ গঠিত হয়। সংস্কৃত ভাষা অধ্যয়নের জন্য ধাতুরূপ জানা আবশ্যক। নানাপ্রকার কাল বোঝাবার জন্য ধাতুর উত্তর দশ প্রকার বিভক্তি যুক্ত হয়। এরা ধাতু বিভক্তি নামে পরিচি। সংস্কৃতে ধাতু বিভক্তির 180 টি রূপ আছে। সংস্কৃত ধাতুরূপ গম্ বিষয়ে উপস্থাপন। সংস্কৃত ধাতুরূপ বদ্ বিষয়ে উপস্থাপন। সপ্তম ও অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীদের তথা সংস্কৃত ভাষা শিক্ষার্থীদের ধাতুরূপ জানতেই হবে। গম্ ধাতুরূপ একাদশ শ্রেণীর SEMESTER – 1 পাঠ্য হিসেবে নির্দিষ্ট।

ধাতুরূপ গম্

সংস্কৃত ধাতুরূপ গম্ এর কয়েকটি কথা।

ধাতুরূপগম্
বিভক্তি বিভাগপরস্মৈপদী
ধাতু বিভাগভ্বাদিগণীয়
অর্থযাওয়া, To go

ধাতুরূপ গম্ (বাংলা হরফে)

গম্ ধাতুর লট্, লোট্, লঙ্, বিধিলিঙ্, লৃট্ এবং লিট্ লকারের রূপ বাংলা হরফে নিম্নে দেওয়া হল।

লট্ লকার

গম্ ধাতুর লট্, লোট্, লঙ্ এবং বিধিলিঙ্ লকারের রূপ হয় গচ্ছ । বর্তমান কালের ক্রিয়াপদ গঠনে লট্ লকার হয়। বাংলা হরফে গম্ ধাতুরূপ লট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনগচ্ছতিগচ্ছসিগচ্ছামি
দ্বিবচনগচ্ছতঃগচ্ছথঃগচ্ছাবঃ
বহুবচনগচ্ছন্তিগচ্ছথগচ্ছামঃ

লোট্ লকার

বাংলা হরফে গম্ ধাতুরূপ লোট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। আদেশ, উপদেশ বা অনুজ্ঞা অর্থে লোট্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনগচ্ছতুগচ্ছগচ্ছানি
দ্বিবচনগচ্ছতাম্গচ্ছতম্গচ্ছাব
বহুবচনগচ্ছন্তুগচ্ছতগচ্ছাম

লঙ্ লকার

বাংলা হরফে গম্ ধাতুরূপ লঙ্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। অতীতকালের ক্রিয়াপদ গঠনের জন্য লঙ্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনঅগচ্ছৎঅগচ্ছঃঅগচ্ছম্
দ্বিবচনঅগচ্ছতাম্অগচ্ছতম্অগচ্ছাব
বহুবচনঅগচ্ছন্অগচ্ছতঅগচ্ছাম

বিধিলিঙ্ লকার

বাংলা হরফে গম্ ধাতুরূপ বিধিলিঙ্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। উচিত অর্থে ও সম্ভবনা অর্থে বিধিলিঙ্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনগচ্ছেৎগচ্ছেঃগচ্ছেয়ম্
দ্বিবচনগচ্ছেতাম্গচ্ছেতম্গচ্ছেব
বহুবচনগচ্ছেয়ুঃগচ্ছেতগচ্ছেম

লৃট্ লকার

বাংলা হরফে গম্ ধাতুরূপ লৃট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। ভবিষ্যত্ কালের ক্রিয়পদ গঠনের জন্য লৃট্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনগমিষ্যতিগমিষ্যসিগমিষ্যামি
দ্বিবচনগমিষ্যতঃগমিষ্যথঃগমিষ্যাবঃ
বহুবচনগমিষ্যন্তিগমিষ্যথগমিষ্যামঃ

লিট্ লকার

বাংলা হরফে গম্ ধাতুরূপ লিট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। পরোক্ষে বা সুদূর অতীত বোঝাতে লিট্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনজগামজগমিথ, জগন্থজগাম, জগম
দ্বিবচনজগ্মতুঃজগ্মথুঃজগ্মিব
বহুবচনজগ্মুঃজগ্মজগ্মিম

धातुरूप गम् (देवनागरी हरफ)

संस्कृत धातुरूप गम्

लट् (Present Tense)

संस्कृत धातुरूप गम्

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनगच्छतिगच्छसिगच्छामि
वहुवचनगच्छतःगच्छथःगच्छावः
द्विवचनगच्छन्तिगच्छथगच्छामः

लोट् (Imperative Mood)

संस्कृत धातुरूप गम्

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनगच्छतुगच्छगच्छानि
वहुवचनगच्छताम्गच्छतम्गच्छाव
द्विवचनगच्छन्तुगच्छतगच्छाम

लङ् (Imperfect Tense)

संस्कृत धातुरूप गम्

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनअगच्छत्अगच्छःअगच्छम्
वहुवचनअगच्छताम्अगच्छतम्अगच्छाव
द्विवचनअगच्छन्अगच्छतअगच्छाम्

विधिलिङ् (Potential Mood)

संस्कृत धातुरूप गम्

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनगच्छेत्गच्छेःगच्छेयम्
वहुवचनगच्छेताम्गच्छेतम्गच्छेव
द्विवचनगच्छेयुःगच्छेतगच्छेम

लृट् (Future Tense)

संस्कृत धातुरूप गम्

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनगमिष्यतिगमिष्यसिगमिष्यामि
वहुवचनगमिष्यतःगमिष्यथःगमिष्यावः
द्विवचनगमिष्यन्तिगमिष्यथगमिष्यामः

लिट् (Perfect)

संस्कृत धातुरूप गम्

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनजगामजगमिथ, जगन्थजगाम, जगम
वहुवचनजग्मतूःजग्मथुःजग्मिव
द्विवचनजग्मुःजग्मजग्मिम
গম্ ধাতুরূপের অনুরূপ অনুবাদের আদর্শ

1)রাম বনে গিয়েছিলেন

উত্তর- রামঃ বনম্ অগচছৎ।

2) আমি স্কুল যাই।

উত্তর- অহং বিদ্যালয়ং গচ্ছামি।

3) আগামী কাল আমি কলকাতা যাবে।

উত্তর- শ্বঃ অহং কলকাতাং গমিষ্যামি।

গম্ ধাতু থেকে জিজ্ঞাস্য
1)গম্ ধাতুর লোট্ লকার মধ্যম পুরুষ একবচনের রূপ।

গচ্ছ।

2) গম্ ধাতুর লৃট্ লকার উত্তম পুরুষ বহুবচনের রূপ।

গমিষ্যামঃ।

3) সংস্কৃতে অনুবাদ করো – মুনিরা স্নানের জন্য গঙ্গায় গিয়ছিলেন।

মুনয়ঃ স্নানায় গঙ্গাম্ অগচ্ছন্।

4) গম্ ধাতুর লঙ্ লকার মধ্যম পুরুষ একবচনের রূপ।

অগচ্ছঃ।

ধন্যবাদ

আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ🙏। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈

আমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে CLICK HERE 👈

Leave a Comment