সংস্কৃত স্বরসন্ধির MCQ প্রশ্নোত্তর একাদশ শ্রেণীর SEMESTER – 1 পাঠ্য হিসেবে নির্দিষ্ট। বিশেষতঃ সবর্ণদীর্ঘ, গুণ ও বৃদ্ধি সূত্রের নিয়ম ও প্রয়োগ পাঠ্যে অন্তর্ভুক্ত। স্বরসন্ধির প্রতিটি MCQ প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হল। প্রশ্নের উত্তরগুলি সরাসরি না দিয়ে শিক্ষার্থীদের সুবিধার্থে উত্তরটি লুক্কায়িত আছে। পরীক্ষার্থীদের চেষ্টা করার সুযোগ আছে। উত্তরে Click করলেই উত্তরটি দেখা যাবে। স্বরসন্ধি থেকে তিনটি MCQ (1 X 3 = 3) করতে হবে। সংস্কৃত স্বরসন্ধির MCQ প্রশ্নোত্তর ।
স্বরসন্ধির MCQ প্রশ্নোত্তর আলোচনা করতে হলে প্রথমেই সন্ধি সম্পর্কে কিছু কথা সংক্ষেপে জানা দরকার। “পরঃ সন্নিকর্ষঃ সংহিতা” অর্থাৎ অতিশয় দ্রুত উচ্চারণজনিত দুটি বর্ণের পারস্পরিক ধ্বনিগত মিলনকে সন্ধি বলে। সন্ধির অপর নাম সংহিতা। ‘সন্ধি’ শব্দের অর্থ মিলন। দ্রুত উচ্চারণ, উচ্চারণের কর্কশতা নিবারণ এবং ভাষাকে শ্রুতিমধুর করার জন্য সন্ধির প্রয়োজন।যেমন – ‘বিদ্যা’ আর ‘আলয়’ দুটি শব্দ অতিশয় দ্রুত উচ্চারণ করলে হবে ‘বিদ্যালয়’। অর্থাৎ দুটি ‘আ’ মিলে একটি ‘আ’ তে পরিণত হল। এইভাবে ধ্বনির সন্নিকৃষ্ট হওয়াকেই সন্ধি বলে। সন্ধি তিন প্রকার। যথা—
স্বরসন্ধিঃ— স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনে যে সন্ধি হয়, তাকে স্বরসন্ধি বলে। যথা—
- হিম + অচলঃ = হিমাচলঃ
- বিদ্যা + আলয়ঃ = বিদ্যালয়ঃ
- রত্ন + আকরঃ = রত্নাকরঃ
- সু + আগতম্ = স্বাগতম্
- নৈ + অকঃ = নায়কঃ
ব্যঞ্জনসন্ধিঃ— ব্যঞ্জনবর্ণের সঙ্গে স্বরবর্ণের কিংবা ব্যঞ্জনবর্ণের সঙ্গে বাঞ্জনবর্ণের মিলনে যে সন্ধি হয়ে থাকে, তাকে ব্যঞ্জনসন্ধি বলে। যথা—
সন্ধি বিচ্ছেদ পদ | সন্ধিবদ্ধ পদ |
দিক্ + অন্তঃ | দিগন্তঃ |
মহৎ + চক্রম্ | মহচ্চক্রম্ |
রাজ্ + নী | রাজ্ঞী |
প্রাক্ + এব | প্রাগেব |
হসন্ + আগতঃ | হসন্নাগতঃ |
বিসর্গসন্ধিঃ— বিসর্গের সঙ্গে স্বরবর্ণের কিংবা বিসর্গের সঙ্গে ব্যঞ্জনবর্ণের মিলনে যে সন্ধি হয়, তাকে বিসর্গসন্ধি বলে। যথা—
- পুনঃ + অপি = পুনরপি
- বালকঃ + অয়ম্ = বালকোহয়ম্
- পুনঃ + চ = পুনশ্চ
MCQ প্রশ্নোত্তর
স্বরসন্ধির MCQ প্রশ্নোত্তর গুলি নিম্নে দেওয়া হল। প্রশ্নের উত্তরগুলি সরাসরি না দিয়ে শিক্ষার্থীদের সুবিধার্থে উত্তরটি লুক্কায়িত আছে। পরীক্ষার্থীদের চেষ্টা করার সুযোগ আছে। উত্তরে Click👈 করলেই উত্তরটি দেখা যাবে।
1. সন্ধি শব্দের অর্থ হল—
(A) সংযোগ বা মিলন
(B) সংহিতা
(C) সন্নিকর্ষ
(D) কোনোটিই নয়
উত্তর👈
(A) মিলন
2. সন্ধি শব্দের অপর নাম হল—
(A) সংযোগ বা মিলন
(B) সংহিতা
(C) সন্নিকর্ষ
(D) কোনোটিই নয়
উত্তর👈
(B) সংহিতা
3. অ বর্ণের সবর্ণ হল—
(A) আ
(B) ঈ
(C) ঊ
(D) কোনোটিই নয়
উত্তর👈
(A) আ
4. ই বর্ণের সবর্ণ হল—
(A) আ
(B) ঈ
(C) ঊ
(D) কোনোটিই নয়
উত্তর👈
(B) ঈ
5. উ বর্ণের সবর্ণ হল—
(A) আ
(B) ঈ
(C) ঊ
(D) কোনোটিই নয়
উত্তর👈
(C) ঊ
6. যথা + অর্থঃ , সন্ধি করলে হবে—
(A) যথর্থঃ
(B) যথার্থঃ
(C) যথার্থ
(D) কোনোটিই নয়
উত্তর👈
(B) যথার্থঃ
7. অদ্য + অবধিঃ , সন্ধি করলে হবে—
(A) অদ্যাবধিঃ
(B) অদ্যবধিঃ
(C) অদ্যাবধি
(D) কোনোটিই নয়
উত্তর👈
(A) অদ্যাবধিঃ
8. তত্র + আসীৎ , সন্ধি করলে হবে—
(A) তত্রসীৎ
(B) তত্রাসীত
(C) তত্রাসীৎ
(D) কোনোটিই নয়
উত্তর👈
(C) তত্রাসীৎ
9. তথা + অস্তু , সন্ধি করলে হবে—
(A) তথাস্তু
(B) তথস্তু
(C) তথাস্তুঃ
(D) কোনোটিই নয়
উত্তর👈
(A) তথাস্তু
10. অধি + ঈশ্বরঃ , সন্ধি করলে হবে—
(A) অধিশ্বরঃ
(B) অধীশ্বরঃ
(C) অধীশ্বর
(D) কোনোটিই নয়
উত্তর👈
(B) অধীশ্বরঃ
11. গিরি + ইন্দ্রঃ , সন্ধি করলে হবে—
(A) গিরীন্দ্রঃ
(B) গিরিন্দ্রঃ
(C) গিরীন্দ্র
(D) কোনোটিই নয়
উত্তর👈
(A) গিরীন্দ্রঃ
12. শচী + ইন্দ্রঃ , সন্ধি করলে হবে—
(A) শচীন্দ্র
(B) শচিন্দ্রঃ
(C) শচীন্দ্রঃ
(D) কোনোটিই নয়
উত্তর👈
(C) শচীন্দ্রঃ
13. বিধু + উদয়ঃ , সন্ধি করলে হবে—
(A) বিধূদয়ঃ
(B) বিধূদয়
(C) বিধুদয়ঃ
(D) কোনোটিই নয়
উত্তর👈
(A) বিধূদয়ঃ
13. লঘু + ঊর্মিঃ , সন্ধি করলে হবে—
(A) লঘূর্মি
(B) লঘুর্মিঃ
(C) লঘূর্মিঃ
(D) কোনোটিই নয়
উত্তর👈
(C) লঘূর্মিঃ
14. বধূ + উৎসবঃ , সন্ধি করলে হবে—
(A) বধূৎসবঃ
(B) বধুৎসবঃ
(C) বধূৎসব
(D) কোনোটিই নয়
উত্তর👈
(A) বধূৎসবঃ
15. বধূ + উৎসবঃ
(A) বধূৎসবঃ
(B) বধুৎসবঃ
(C) বধূৎসব
(D) কোনোটিই নয়
উত্তর👈
(A) বধূৎসবঃ
16. মহা + ইন্দ্রঃ , সন্ধি করলে হবে—
(A) মহেন্দ্র
(B) মহন্দ্রঃ
(C) মহেন্দ্রঃ
(D) কোনোটিই নয়
উত্তর👈
(C) মহেন্দ্রঃ
17. যথা + ইষ্টম্, সন্ধি করলে হবে—
(A) যথেষ্টম্
(B) যথষ্টম্
(C) যথেষ্টম
(D) কোনোটিই নয়
উত্তর👈
(A) যথেষ্টম্
17. নীল + উৎপলম্ , সন্ধি করলে হবে—
(A) নীলোৎপলম
(B) নীলৎপলম্
(C) নীলোৎপলম্
(D) কোনোটিই নয়
উত্তর👈
(C) নীলোৎপলম্
18. গঙ্গা + ঊর্মিঃ, সন্ধি করলে হবে—
(A) গঙ্গর্মিঃ
(B) গঙ্গোর্মিঃ
(C) গঙ্গোর্মি
(D) কোনোটিই নয়
উত্তর👈
(B) গঙ্গোর্মিঃ
19. নর + উত্তমঃ, সন্ধি করলে হবে—
(A) নরোত্তম
(B) নরোত্তমঃ
(C) নরত্তমঃ
(D) কোনোটিই নয়
উত্তর👈
(B) নরোত্তমঃ
20. মহা + উদয়ঃ, সন্ধি করলে হবে—
(A) মহোদয়ঃ
(B) মহদয়ঃ
(C) মহোদয়
(D) কোনোটিই নয়
উত্তর👈
(A) মহোদয়ঃ
21. যথোক্তম্, সন্ধি করলে হবে—
(A) যথ + উক্তম্
(B) যথা + উক্তম্
(C) যথা + ঊক্তম্
(D) কোনোটিই নয়
উত্তর👈
(B) যথা + উক্তম্
22. দেব + ঋষিঃ, সন্ধি করলে হবে—
(A) দেবের্ষিঃ
(B) দেবার্ষিঃ
(C) দেবর্ষিঃ
(D) কোনোটিই নয়
উত্তর👈
(C) দেবর্ষিঃ
23. রাজর্ষিঃ, সন্ধি করলে হবে—
(A) রাজা + ঋষিঃ
(B) রাজা + অর্ষিঃ
(C) রাজা + আর্ষিঃ
(D) কোনোটিই নয়
উত্তর👈
(A) রাজা + ঋষিঃ
24. মহা + ঋষিঃ, সন্ধি করলে হবে—
(A) মহের্ষিঃ
(B) মহার্ষিঃ
(C) মহর্ষিঃ
(D) কোনোটিই নয়
উত্তর👈
(C) মহর্ষিঃ
25. সপ্তর্ষিঃ, সন্ধি করলে হবে—
(A) সপ্ত + ঋষিঃ
(B) সপ্ত + অর্ষিঃ
(C) সপ্ত + আর্ষিঃ
(D) কোনোটিই নয়
উত্তর👈
(A) সপ্ত + ঋষিঃ
26. বর্ষা + ঋতুঃ, সন্ধি করলে হবে—
(A) বর্ষার্তুঃ
(B) বর্ষর্তুঃ
(C) বর্ষতুঃ
(D) কোনোটিই নয়
উত্তর👈
(B) বর্ষর্তুঃ
27. ভরতর্ষভঃ, সন্ধি করলে হবে—
(A) ভরত + ঋর্ষভঃ
(B) ভরত + অর্ষভঃ
(C) ভারত + আর্ষভঃ
(D) কোনোটিই নয়
উত্তর👈
(A) ভরত + ঋর্ষভঃ
28. দুঃখ + ঋতঃ, সন্ধি করলে হবে—
(A) দূঃখার্তঃ
(B) দুঃখর্তঃ
(C) দুঃখার্তঃ
(D) কোনোটিই নয়
উত্তর👈
(C) দুঃখার্তঃ
29. ঋণার্ণম্, সন্ধি করলে হবে—
(A) ঋণ + ঋণম
(B) ঋণ + ঋণম্
(C) ঋণ + ণম্
(D) কোনোটিই নয়
উত্তর👈
(B) ঋণ + ঋণম্
30. দশ + ঋণঃ , সন্ধি করলে হবে—
(A) দশার্ণঃ
(B) দশর্ণঃ
(C) দশার্ণ
(D) কোনোটিই নয়
উত্তর👈
(C) দুঃখার্তঃ
31. সদৈব পদটির সন্ধি বিচ্ছেদ করলে হবে—
(A) সদা + ঐব
(B) সদা + এব
(C) সদ + এব
(D) কোনোটিই নয়
উত্তর👈
(B) সদা + এব
32. অদ্য+ এব, পদটির সন্ধি বিচ্ছেদ করলে হবে—
(A) অদ্যেব
(B) অদৈব
(C) অদ্যৈব
(D) কোনোটিই নয়
উত্তর👈
(C) অদ্যৈব
33. মহৌষধম্ পদটির সন্ধি বিচ্ছেদ করলে হবে—
(A) মহা + ঔষধম্
(B) মহা + ওষধম্
(C) মহ + ঔষধম্
(D) কোনোটিই নয়
উত্তর👈
(A) মহা + ঔষধম্
34. বন + ওষধিঃ পদটির সন্ধি বিচ্ছেদ করলে হবে—
(A) বনৌষধি
(B) বনোষধিঃ
(C) বনৌষধিঃ
(D) কোনোটিই নয়
উত্তর👈
(C) বনৌষধিঃ
35. বন + ওষধিঃ পদটির সন্ধি বিচ্ছেদ করলে হবে—
(A) বনৌষধি
(B) বনোষধিঃ
(C) বনৌষধিঃ
(D) কোনোটিই নয়
উত্তর👈
(C) বনৌষধিঃ
36. ‘বৃদ্ধিরেচি’ কী বিধায়ক সুত্র—
(A) দীর্ঘাদেশ
(B) গুণবিধায়ক
(C) বৃদ্ধিবিধায়ক
(D) কোনোটিই নয়
উত্তর👈
(C) বৃদ্ধিবিধায়ক
37. ‘আদ্ গুণঃ’ কী বিধায়ক সুত্র—
(A) দীর্ঘাদেশ
(B) গুণবিধায়ক
(C) বৃদ্ধিবিধায়ক
(D) কোনোটিই নয়
উত্তর👈
(B) গুণবিধায়ক
38. ‘অকঃ সবর্ণে দীর্ঘঃ’ কী বিধায়ক সুত্র—
(A) দীর্ঘাদেশ
(B) গুণবিধায়ক
(C) বৃদ্ধিবিধায়ক
(D) কোনোটিই নয়
উত্তর👈
(A) দীর্ঘাদেশ
ধন্যবাদ
সংস্কৃত স্বরসন্ধির MCQ প্রশ্নোত্তর তথা আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈
আমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে CLICK HERE👈