সংস্কৃত গল্পসাহিত্যের MCQ প্রশ্নোত্তর একাদশ শ্রেণীর SEMESTER – 1 পাঠ্য হিসেবে নির্দিষ্ট। বিশেষতঃ পঞ্চতন্ত্র, হিতোপদেশ এবং কথাসরিৎসাগর নামক গল্পগ্রন্থের রচয়িতা ও বিষয়বস্তুর সংক্ষিপ্ত পরিচয় পাঠ্যে অন্তর্ভুক্ত। গল্পসাহিত্যের প্রতিটি MCQ প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হল। প্রশ্নের উত্তরগুলি সরাসরি না দিয়ে শিক্ষার্থীদের সুবিধার্থে উত্তরটি লুক্কায়িত আছে। পরীক্ষার্থীদের চেষ্টা করার সুযোগ আছে। উত্তরে Click করলেই উত্তরটি দেখা যাবে। গল্পসাহিত্য থেকে তিনটি MCQ (1 X 3 = 3) করতে হবে।
গল্প শোনার আকর্ষণ মানুষের চিরন্তন। গল্প বলার ভঙ্গী সে আকর্ষণকে আরও বাড়িয়ে তোলে। একই কাহিনী নানা যুগে নানা ভাবে বলা হয়েছে, তবুও মানুষের কাছে তা পুরানো হয়নি। উর্বশী-পরূরবার কাহিনী ঋগ্বেদে শুনেছি, পুরাণে শুনেছি, মহাভারতে শুনেছি, কালিদাসের নাটকেও শুনেছি। কাহিনী এক হলেও বর্ণনার নব নব ভঙ্গীর জন্য তা নিত্য নতুন ও উiপাদেয় লেগেছে। মানুষের এই সহজাত প্রবৃত্তি হতে গল্প-সাহিত্যের সৃষ্টি হয়েছে। অবসর যাপন , নিছক চিত্ত বিনোদন ও রাজকুমারদের শিক্ষাদান — এই তিনটিই গল্পসাহিত্য সৃষ্টির মূল কারণ।
গ্রন্থ | গ্রন্থকার |
পঞ্চতন্ত্র | বিষ্ণুশর্মা |
হিতোপদেশ | নারায়ণ শৰ্মা |
কথাসরিৎসাগর | সোমদেব |
MCQ প্রশ্নোত্তর
সংস্কৃত গল্পসাহিত্যের MCQ প্রশ্নোত্তর গুলি নিম্নে দেওয়া হল। প্রশ্নের উত্তরগুলি সরাসরি না দিয়ে শিক্ষার্থীদের সুবিধার্থে উত্তরটি লুক্কায়িত আছে। পরীক্ষার্থীদের চেষ্টা করার সুযোগ আছে। উত্তরে Click👈 করলেই উত্তরটি দেখা যাবে। চেষ্টা করার পর উত্তরটি সঠিক হলে শিক্ষার্থী অধিক উৎসাহিত হবে।
1. গল্প সাহিত্য সৃষ্টি হয়েছিল কেন—
(A) বালকদের গৃহ বন্দী করে রাখার জন্য
(B) বালকদের নীতি শিক্ষার জন্য
(C) বালকদের মোবাইল না দেখার জন্য
(D) বালকদের বিদ্যালয়মুখী করার জন্য
উত্তর👈
(B) বালকদের নীতি শিক্ষার জন্য
2. সংস্কৃত সাহিত্যে গল্প কী নামে পরিচিত—
(A) কাহিনী
(B) গাথা
(C) কথা
(D) রূপক
উত্তর👈
(C) কথা
3. সংস্কৃত গল্প সাহিত্যের সর্বাপেক্ষা প্রাচীন ও জনপ্রিয় গ্রন্থ কোনটি—
(A) পঞ্চতন্ত্র
(B) হিতোপদেশ
(C) কথাসরিৎসাগর
(D) বৃহৎকথামঞ্জরী
উত্তর👈
(A) পঞ্চতন্ত্র
4. পঞ্চতন্ত্রের রচয়িতা কে—
(A) নারায়ণ শর্মা
(B) বিষ্ণু শর্মা
(C) জিতেন শর্মা
(D) হিতেশ শর্মা
উত্তর👈
(B) বিষ্ণু শর্মা
5. বাইবেলের পর পৃথিবীতে বহুল প্রচারিত গ্রন্থের নাম কী—
(A) পঞ্চতন্ত্র
(B) হিতোপদেশ
(C) কথাসরিৎসাগর
(D) বৃহৎকথামঞ্জরী
উত্তর👈
(A) পঞ্চতন্ত্র
6. পঞ্চতন্ত্রের কতগুলি সংস্করণ প্রকাশিত হয়েছে—
(A) একশো পঞ্চাশেরও বেশি
(B) দুশো পঞ্চাশেরও বেশি
(C) তিনশো পঞ্চাশেরও বেশি
(D) চারশো পঞ্চাশেরও বেশি
উত্তর👈
(B) দুশো পঞ্চাশেরও বেশি
7. পঞ্চতন্ত্রের ‘তন্ত্র’ কথাটির অর্থ কী—
(A) সর্গ
(B) কান্ড
(C) ভাগ বা অধ্যায়
(D) পর্ব
উত্তর👈
(C) ভাগ বা অধ্যায়
8. পঞ্চতন্ত্রের তন্ত্রগুলির নাম হল—
(A) মিত্রভেদ, মিত্রপ্রাপ্তি, সুহৃদ্ভেদ, লব্ধপ্রণাশ ও অপরীক্ষিতকারক
(B) মিত্রভেদ, মিত্রপ্রাপ্তি, কাকোলুকীয়, বিগ্রহ ও অপরীক্ষিতকারক
(C) মিত্রভেদ, মিত্রপ্রাপ্তি, কাকোলুকীয়, লব্ধপ্রণাশ ও অপরীক্ষিতকারক
(D) মিত্রভেদ, মিত্রপ্রাপ্তি, কাকোলুকীয়, লব্ধপ্রণাশ ও সন্ধি
উত্তর👈
(C) মিত্রভেদ, মিত্রপ্রাপ্তি, কাকোলুকীয়, লক্ষপ্রণাশ ও অপরীক্ষিতকারক
9. সাম, দান, ভেদ, দণ্ড বিষয়ক গল্প পঞ্চতন্ত্রের কোন্ তন্ত্রে পাওয়া যায়—
(A) লব্ধপ্রণাশ
(B) কাকোলুকীয়
(C) মিত্রপ্রাপ্তি
(D) মিত্রভেদ
উত্তর👈
(D) মিত্রভেদ
10. পঞ্চতন্ত্রের প্রথম তন্ত্রের নাম লিখ—
(A) মিত্রভেদ
(B) মিত্রপ্রাপ্তি
(C) কাকোলুকীয়
(D) লব্ধপ্রণাশ
উত্তর👈
(A)মিত্রভেদ
11. পঞ্চতন্ত্রের দ্বিতীয় তন্ত্রের নাম লিখ—
(A) মিত্রভেদ
(B) মিত্রপ্রাপ্তি
(C) কাকোলুকীয়
(D) লব্ধপ্রণাশ
উত্তর👈
(B) মিত্রপ্রাপ্তি
12. পঞ্চতন্ত্রের তৃতীয় তন্ত্রের নাম লিখ—
(A) মিত্রভেদ
(B) মিত্রপ্রাপ্তি
(C) কাকোলুকীয়
(D) লব্ধপ্রণাশ
উত্তর👈
(C) কাকোলুকীয়
13. পঞ্চতন্ত্রের চতুর্থ তন্ত্রের নাম লিখ—
(A) মিত্রভেদ
(B) মিত্রপ্রাপ্তি
(C) কাকোলুকীয়
(D) লব্ধপ্রণাশ
উত্তর👈
(D) লব্ধপ্রণাশ
14. পঞ্চতন্ত্রের পঞ্চম তন্ত্রের নাম লিখ—
(A) অপরীক্ষিতকারক
(B) মিত্রপ্রাপ্তি
(C) কাকোলুকীয়
(D) লব্ধপ্রণাশ
উত্তর👈
(A) অপরীক্ষিতকারক
15. ‘ব্রাহ্মণ-নকুলকথা’ পঞ্চতন্ত্রের কোন্ তন্ত্রে আছে—
(A) অপরীক্ষিতকারক
(B) মিত্রপ্রাপ্তি
(C) কাকোলুকীয়
(D) লব্ধপ্রণাশ
উত্তর👈
(A) অপরীক্ষিতকারক
16. বানর ও কুমীরের গল্প পঞ্চতন্ত্রের কোন্ তন্ত্রে আছে—
(A) অপরীক্ষিতকারক
(B) মিত্রপ্রাপ্তি
(C) কাকোলুকীয়
(D) লব্ধপ্রণাশ
উত্তর👈
(D) লব্ধপ্রণাশ
17. পঞ্চতন্ত্রে মোট কতগুলি গল্প আছে—
(A) 53 টি
(B) 63 টি
(C) 73 টি
(D) 83 টি
উত্তর👈
(B) 63 টি
18. অমরশক্তি কোথাকার রাজা ছিলেন—
(A) দ্বারকা নগরীর
(B) হস্তিনাপুরের
(C) অযোধ্যার
(D) মহিলারোপ্যের
উত্তর👈
(D) মহিলারোপ্যের
19. ‘হিতোপদেশ’এর রচয়িতা কে—
(A) নারায়ণ শর্মা
(B) বিষ্ণু শর্মা
(C) জিতেন শর্মা
(D) হিতেশ শর্মা
উত্তর👈
(A) নারায়ণ শর্মা
20. ‘হিতোপদেশ’ শব্দের অর্থ কী—
(A) খারাপের জন্য উপদেশ
(B) ভালোর জন্য উপদেশ
(C) বড় হওয়ার জন্য উপদেশ
(D) অর্থ উপার্জনের জন্য উপদেশ
উত্তর👈
(B) ভালোর জন্য উপদেশ
21. হিতোপদেশের কতগুলি খন্ড আছে—
(A) 3 টি
(B) 4 টি
(C) 5 টি
(D) 6 টি
উত্তর👈
(B) 4 টি
22. হিতোপদেশের খন্ডগুলির নাম লিখ—
(A) মিত্রলাভ, সুহৃদ্ভেদ, বিগ্রহ ও লব্ধপ্রণাশ
(B) মিত্রভেদ, মিত্রপ্রাপ্তি, বিগ্রহ ও অপরীক্ষিতকারক
(C) মিত্রলাভ, সুহৃদ্ভেদ, বিগ্রহ ও সন্ধি
(D) মিত্রভেদ, সুহৃদ্ভেদ, লব্ধপ্রণাশ ও সন্ধি
উত্তর👈
(C) মিত্রলাভ, সুহৃদ্ভেদ, বিগ্রহ ও সন্ধি
23. হিতোপদেশের প্রথম খন্ডের নাম লিখ—
(A) মিত্রলাভ
(B) সুহৃদ্ভেদ
(C) বিগ্রহ
(D) সন্ধি
উত্তর👈
(A) মিত্রলাভ
24. হিতোপদেশের দ্বিতীয় খন্ডের নাম লিখ—
(A) মিত্রলাভ
(B) সুহৃদ্ভেদ
(C) বিগ্রহ
(D) সন্ধি
উত্তর👈
(B) সুহৃদ্ভেদ
25. হিতোপদেশের তৃতীয় খন্ডের নাম লিখ—
(A) মিত্রলাভ
(B) সুহৃদ্ভেদ
(C) বিগ্রহ
(D) সন্ধি
উত্তর👈
(C) বিগ্রহ
26. হিতোপদেশের চতুর্থ খন্ডের নাম লিখ—
(A) মিত্রলাভ
(B) সুহৃদ্ভেদ
(C) বিগ্রহ
(D) সন্ধি
উত্তর👈
(D) সন্ধি
27. ‘বীরবর কথা’ গল্পটি কোন্ গ্রন্থে পাওয়া যায়—
(A) পঞ্চতন্ত্র
(B) হিতোপদেশ
(C) কথাসরিৎসাগর
(D) বৃহৎকথামঞ্জরী
উত্তর👈
(B) হিতোপদেশ
28. হিতোপদেশে মোট কতগুলি গল্প আছে—
(A) 33 টি
(B) 43 টি
(C) 53 টি
(D) 63 টি
উত্তর👈
(B) 43 টি
29. হিতোপদেশের কয়টি কাহিনি পঞ্চতন্ত্র থেকে নেওয়া হয়েছে—
(A) 45 টি
(B) 15 টি
(C) 25 টি
(D) 35 টি
উত্তর👈
(C) 25 টি
30. হিতোপদেশের মৌলিক কাহিনি কয়টি—
(A) 18 টি
(B) 19 টি
(C) 20 টি
(D) 21 টি
উত্তর👈
(A) 18 টি
31. হিতোপদেশে রবিবারকে কি বলে উল্লেখ করা হয়েছে —
(A) পাজারতেসি
(B) কারশাম্বা
(C) ভট্টারকরার
(D) গুরুবার
উত্তর👈
(C) ভট্টারকরার
32. কথাসরিৎসাগর কার লেখা —
(A) নারায়ণ শর্মার
(B) বিষ্ণু শর্মার
(C) সোমদেবের
(D) হিতেশ শর্মার
উত্তর👈
(C) সোমদেবের
33. সোমদেব কার সভাকবি ছিলেন —
(A) কাশ্মীররাজ অনন্তের
(B) স্থানেশ্বররাজ হর্ষের
(C) কর্ণসুবর্ণরাজ শশাঙ্কের
(D) পাটলিপুত্ররাজ অশোকের
উত্তর👈
(A) কাশ্মীররাজ অনন্তের
34. সোমদেবের পিতার নাম —
(A) বাণভট্ট
(B) বামনভট্ট
(C) চিন্তামণি ভট্ট
(D) ভূষণ ভট্ট
উত্তর👈
(B) বামনভট্ট
35. ‘কথাসরিৎসাগর’ কোন্ ভাষায় রচিত —
(A) বাংলা ভাষায়
(B) হিন্দি ভাষায়
(C) সংস্কৃত ভাষায়
(D) প্রাকৃত ভাষায়
উত্তর👈
(C) সংস্কৃত ভাষায়
36. কথাসরিৎসাগরে কতগুলি লম্বক আছে—
(A) 15 টি
(B) 16 টি
(C) 17 টি
(D) 18 টি
উত্তর👈
(D) 18 টি
37. লম্বক বলতে কী বোঝায়—
(A) অধ্যায়
(B) পর্ব
(C) কান্ড
(D) তন্ত্র
উত্তর👈
(A) অধ্যায়
38. কথাসরিৎসাগরে কতগুলি তরঙ্গ আছে—
(A) 124 টি
(B) 224 টি
(C) 324 টি
(D) 424 টি
উত্তর👈
(A) 124 টি
39. কথাসরিৎসাগরে কতগুলি শ্লোক আছে—
(A) 22000 টি
(B) 23000 টি
(C) 24000 টি
(D) 25000 টি
উত্তর👈
(C) 24000 টি
40. কথাসরিৎসাগরের কাহিনীর উৎস হল—
(A) রামায়ণ
(B) মহাভারত
(C) বুদ্ধচরিত
(D) বৃহৎকথা
উত্তর👈
(D) বৃহৎকথা
41. বৃহৎকথা গল্পগ্রন্থটি কার লেখা—
(A) নারায়ণ শর্মার লেখা
(B) বিষ্ণু শর্মার লেখা
(C) গুণাঢ্যের লেখা
(D) হিতেশ শর্মার লেখা
উত্তর👈
(C) গুণাঢ্যের লেখা
ধন্যবাদ
সংস্কৃত গল্পসাহিত্যের MCQ প্রশ্নোত্তর তথা আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈
আমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে CLICK HERE👈