বেদের MCQ প্রশ্নোত্তর

বেদের MCQ প্রশ্নোত্তর একাদশ শ্রেণীর SEMESTER – 1 পাঠ্য হিসেবে নির্দিষ্ট। বেদের সংক্ষিপ্ত পরিচয়, ঋক্ বেদ এবং সমবেদ একাদশ শ্রেণীর SEMESTER – 1 পাঠ্য হিসেবে নির্দিষ্ট। বেদের প্রতিটি MCQ প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হল। প্রশ্নের উত্তরগুলি সরাসরি না দিয়ে শিক্ষার্থীদের সুবিধার্থে উত্তরটি লুক্কায়িত আছে। পরীক্ষার্থীদের চেষ্টা করার সুযোগ আছে। উত্তরে Click করলেই উত্তরটি দেখা যাবে। বেদ থেকে চারটি MCQ (1 X 4 = 4) করতে হবে।

বেদের MCQ প্রশ্নোত্তর জানার আগে জানতে হবে। বেদ ভারতীয় ঐতিহ্য তথা বিশ্বমানবের সংস্কৃতিধারার প্রাচীনতম জীবন্ত নিদর্শন। ভারতীয় সংস্কৃতির উৎস, বিশ্বমানবের চিরন্তন জ্ঞান ভান্ডার। বেদ বিশ্বের প্রাচীনতম গ্রন্থ। ‘বেদ’ শব্দটি বিদ্‌-ধাতু হতে নিষ্পন্ন। বিদ্ + অচ্ = বেদ। ‘বেদ’ মানে জ্ঞান, পরমজ্ঞান। প্রত্যক্ষ, অনুমান প্রভৃতি প্রমাণ দ্বারা আমাদের যে জ্ঞান জন্মে তা পার্থিব জ্ঞান চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক পাঁচটি জ্ঞানেন্দ্রিয় সাহায্যে যথাক্রমে রূপ, শব্দ, গন্ধ, রগ ও স্পর্শের যে জ্ঞান হয় তা ইন্দ্রিয় জ্ঞান। এই সকল প্রমাণ বা জ্ঞানেন্দ্রিয় আমাদের অভীপ্রিয় জ্ঞান দান করতে পারে না। নয়ন, শ্রবণ, প্রভৃতি ইন্দ্রিয় ও মানবের বাক্যমন যে রাজ্যে প্রবেশ করতে পারে না সেই অতীন্দ্রিয় পরমজ্ঞান আমরা ‘বেদ‘ হতে লাভ করতে পারি।

বেদ ব্রাহ্মণ আরণ্যকউপনিষদ
ঋক্ঐতরেয় , কৌষীতকি বা সাংখ্যায়নঐতরেয় , কৌষীতকি বা সাংখ্যায়নঐতরেয় , কৌষীতকি বা সাংখ্যায়ন
সামতাণ্ডা বা পঞ্চবিংশ, যড়বিংশ, ছান্দোগ্যছান্দোগ্যছান্দোগ্য, কেনোপনিষদ
যজুঃকৃষ্ণযজুর্বেদ
তৈত্তিরীয়
শুক্ল যজুর্বেদ
শতপথ
কৃষ্ণযজুর্বেদ
তৈত্তিরীয়
শুক্ল যজুর্বেদ
বৃহদারণ্যক
কৃষ্ণযজুর্বেদ
কঠ, তৈত্তিরীয়, শ্বেতাশ্বতর
শুক্ল যজুর্বেদ
বৃহদারণ্যক, ঈশোপনিষদ
অথর্বগোপথনেইপ্রশ্ন, মুন্ডক, মাণ্ডুক্য

MCQ প্রশ্নোত্তর

বেদের MCQ প্রশ্নোত্তর গুলি নিম্নে দেওয়া হল। প্রশ্নের উত্তরগুলি সরাসরি না দিয়ে শিক্ষার্থীদের সুবিধার্থে উত্তরটি লুক্কায়িত আছে। পরীক্ষার্থীদের চেষ্টা করার সুযোগ আছে। উত্তরে Click করলেই উত্তরটি দেখা যাবে। উত্তরটি সঠিক হলে, শিক্ষার্থী অধিক উৎসাহিত হবে।

1. বেদ শব্দের অর্থ —

(A) জ্ঞান

(B) বিজ্ঞান

(C) উপদেশ

(D) আদেশ

2. বেদের অপর নাম বা নামান্তর— 

(A) স্মৃতি

(B) শ্রুতি

(C) ধর্মশাস্ত্র

(D) স্মৃতিশাস্ত্র

3. বেদের অপর নাম ‘শ্রুতি’ কেন — 

(A) ধর্মগ্রন্থ বলে

(B) বেদ মন্ত্র শুনতে ভালো লাগে বলে

(C) বেদ মন্ত্র শুনে শুনে মনে রাখত বলে

(D) স্মৃতিশাস্ত্র বলে

4. বেদ কে বিভাজন করেছিলেন— 

(A) বাল্মীকি

(B) ব্যাসদেব

(C) কালিদাস

(D) ভাস

5. বেদ শব্দের ব্যুত্পত্তি নির্ণয় কর — 

(A) বিদ্ + শানচ্

(B) বিদ্ + ল্যপ্

(C) বিদ্ + ঘঞ্

(D) বিদ্ + তুমুন্

6. বেদ কয়টি — 

(A) 3 টি

(B) 4 টি

(C) 5 টি

(D) 6 টি

7. বেদগুলি হল— 

(A) ঋক্, সাম, যজুঃ এবং অথর্ব

(B) ঋক্, সাম, যজুঃ এবং সংহিতা

(C) ঋক্, সাম, যজুঃ এবং ব্রাহ্মণ

(D) ঋক্, সাম, যজুঃ এবং বেদাঙ্গ

8. বেদের কয়টি ভাগ— 

(A) 3 টি

(B) 4 টি

(C) 5 টি

(D) 6 টি

9. বেদের ভাগগুলি কী কী— 

(A) সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ

(B) সংহিতা, বেদাঙ্গ, আরণ্যক ও উপনিষদ

(C) সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক ও জ্যোতিষ

(D) সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক ও ব্যাকরণ

10. সংহিতা শব্দের অর্থ কী— 

(A) বিগ্রহ

(B) সংগ্রহ

(C) আগ্রহ

(D) আগম

11. সংহিতার অপর নাম কী— 

(A) উপনিষদ

(B) আরণ্যক

(C) ব্রাহ্মণ

(D) মন্ত্র

13. বেদাঙ্গ কয়টি— 

(A) 4 টি

(B) 5 টি

(C) 6 টি

(D) 7 টি

13. বেদাঙ্গগুলি হল— 

(A) শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, আরণ্যক এবং জ্যোতিষ

(B) শিক্ষা, কল্প, ব্যাকরণ, ব্রাহ্মণ, ছন্দ এবং জ্যোতিষ

(C) শিক্ষা, কল্প, উপনিষদ্, নিরুক্ত, ছন্দ এবং জ্যোতিষ

(D) শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ এবং জ্যোতিষ

14. বেদপুরুষের পা কাকে বলা হয়— 

(A) শিক্ষা

(B) কল্প

(C) ব্যাকরণ

(D)ছন্দ

15. বেদপুরুষের হাত কাকে বলা হয়— 

(A) শিক্ষা

(B) কল্প

(C) ব্যাকরণ

(D)ছন্দ

16. বেদপুরুষের চোখ কাকে বলা হয়— 

(A) শিক্ষা

(B) কল্প

(C) জ্যোতিষ

(D)ব্যাকরণ

17. বেদপুরুষের কান কাকে বলা হয়— 

(A) নিরুক্ত

(B) কল্প

(C) জ্যোতিষ

(D)ব্যাকরণ

18. বেদপুরুষের ঘ্রাণ কাকে বলা হয়— 

(A) শিক্ষা

(B) কল্প

(C) জ্যোতিষ

(D)ব্যাকরণ

19. বেদপুরুষের মুখ কাকে বলা হয়— 

(A) শিক্ষা

(B) কল্প

(C) জ্যোতিষ

(D)ব্যাকরণ

20. বেদের ছন্দ কয়টি— 

(A) 4 টি

(B) 5 টি

(C) 6 টি

(D) 7 টি

21. সবচেয়ে বেশী অক্ষরের বৈদিক ছন্দ কোনটি— 

(A) গায়ত্রী

(B) জগতী

(C) অনুষ্টুপ

(D) উষ্ণিক

22. সবচেয়ে কম অক্ষরের বৈদিক ছন্দ কোনটি— 

(A) গায়ত্রী

(B) জগতী

(C) অনুষ্টুপ

(D) উষ্ণিক

23. গীতায় ‘শ্রীকৃষ্ণ’ নিজেকে কোন্ ছন্দের সঙ্গে তুলনা করেছেন— 

(A) গায়ত্রী

(B) জগতী

(C) অনুষ্টুপ

(D) উষ্ণিক

24. বৈদিক স্বর কয়টি— 

(A) 3 টি

(B) 4 টি

(C) 5 টি

(D) 6 টি

25. বৈদিক স্বর তিনটির নাম কী কী— 

(A) উদাত্ত, অনুদাত্ত ও স্বরিত

(B) উদাত্ত, অনুদাত্ত ও হ্রস্বস্বর

(C) উদাত্ত, অনুদাত্ত ও দীর্ঘস্বর

(D) প্লুতস্বর, অনুদাত্ত ও স্বরিত

26. প্রাচীনতম বেদের নাম কী— 

(A) ঋগ্বেদ

(B) সামবেদ

(C) যজুর্বেদ

(D) অথর্ববেদ

27. অধুনপ্রাপ্ত ঋগ্বেদের শাখা কয়টি— 

(A) 5 টি

(B) 4 টি

(C) 3 টি

(D) 2 টি

28. অধুনপ্রাপ্ত ঋগ্বেদের শাখা দুটি কী কী— 

(A) শাকল ও বাস্কল

(B) শাকল ও পাস্কল

(C) শাকল ও দুস্কল

(D) শাকল ও মিস্কল

29. ঋগ্বেদের কয়টি মণ্ডল— 

(A) 8 টি

(B) 9 টি

(C) 10 টি

(D) 11 টি

30. কোন্ বেদকে দশতয়ী বলা হয়— 

(A) ঋগ্বেদ

(B) সামবেদ

(C) যজুর্বেদ

(D) অথর্ববেদ

31. প্রগাথ মন্ডল কোন মন্ডলকে বলা হয় — 

(A) সপ্তম মন্ডল

(B) অষ্টম মন্ডল

(C) নবম মন্ডল

(D) দশম মন্ডল

32. সোমমন্ডল কোন মন্ডলকে বলা হয় — 

(A) সপ্তম মন্ডল

(B) অষ্টম মন্ডল

(C) নবম মন্ডল

(D) দশম মন্ডল

33. ঋগ্বেদের শাকল শাখায় কতগুলি সূক্ত আছে— 

(A) 1015 টি

(B) 1017 টি

(C) 1027 টি

(D) 1028 টি

34. ঋগ্বেদের বাস্কল শাখায় কতগুলি সূক্ত আছে— 

(A) 1015 টি

(B) 1017 টি

(C) 1027 টি

(D) 1028 টি

35. ঋগ্বেদের পুরোহিতের নাম কী— 

(A) হোতা

(B) উদগাতা

(C) অধুর্যু

(D) ব্রহ্মা

36. সামদের পুরোহিতের নাম কী— 

(A) হোতা

(B) উদগাতা

(C) অধুর্যু

(D) ব্রহ্মা

37. যজুর্বেদের পুরোহিতের নাম কী— 

(A) হোতা

(B) উদগাতা

(C) অধুর্যু

(D) ব্রহ্মা

38. অথর্ববেদের পুরোহিতের নাম কী— 

(A) হোতা

(B) উদগাতা

(C) অধুর্যু

(D) ব্রহ্মা

39. ‘সাম’ শব্দের অর্থ কী— 

(A) বাজনা

(B) গান

(C) নাচ

(D) ভক্ষণ

40. সামবেদের মন্ত্রগুলি কোন্ ঋত্বিক গান করেন— 

(A) হোতা

(B) উদগাতা

(C) অধুর্যু

(D) ব্রহ্মা

41. সামগান কয় প্রকার— 

(A) তিন

(B) চার

(C) পাঁচ

(D) ছয়

42. কোন্ বেদকে সামের ‘যোনি’ বলা হয়— 

(A) ঋগ্বেদ

(B) সামবেদ

(C) যজুর্বেদ

(D) অথর্ববেদ

43. ‘গন্ধর্ববেদ’ কী — 

(A) ঋগ্বেদের একটি উপবেদ

(B) সামবেদের একটি উপবেদ

(C) যজুর্বেদের একটি উপবেদ

(D) অথর্ববেদের একটি উপবেদ

44. জ্যামিতি বিদ্যার প্রাচীনতম নিদর্শন কোথায় পাওয়া যায় — 

(A) শ্রৌতসূত্রে

(B) গৃহ্যসূত্রে

(C) ধর্মসূত্রে

(D) শুল্বসূত্রে

ধন্যবাদ

বেদের MCQ প্রশ্নোত্তর তথা আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরও অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈

আমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে CLICK HERE👈 

Leave a Comment