রামায়ণের MCQ প্রশ্নোত্তর একাদশ শ্রেণীর SEMESTER – 1 পাঠ্য হিসেবে নির্দিষ্ট। রামায়ণের প্রতিটি MCQ প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হল। প্রশ্নের উত্তরগুলি সরাসরি না দিয়ে শিক্ষার্থীদের সুবিধার্থে উত্তরটি লুক্কায়িত আছে। পরীক্ষার্থীদের চেষ্টা করার সুযোগ আছে। উত্তরে Click করলেই উত্তরটি দেখা যাবে। রামায়ণ থেকে তিনটি MCQ (1 X 3 = 3) করতে হবে।
রামায়ণের MCQ প্রশ্নোত্তর আলোচনা করতে হলে প্রথমেই রামায়ণ সম্পর্কে কিছু কথা সংক্ষেপে জানা দরকার। ভারতের দুটি প্রধান মহাকাব্যের মধ্যে রামায়ণ অন্যতম। আদিকবি বাল্মীকির আদিকাব্য রামায়ণ মহাকাব্যটি ভারতবাসীর অতি আদরের সম্পদ এবং পরম শ্রদ্ধার বস্তু। বাল্মীকি আমাদের কবিগুরু, আর তাঁর রামায়ণ “কবিপ্রথমপদ্ধতিঃ” অর্থাৎ ‘আদিকাব্য’ বলে ঘোষিত। রামায়ণ একাধারে ধর্মশাস্ত্র এবং মহাকাব্য। বিষ্ণু পুরাণে বলা হয়েছে যে বাল্মীকি ভৃগুর বংশধর এবং বৈবস্বত মন্বন্তরে তিনিই চতুর্বিংশ ব্যাস। অধ্যাত্মরামায়ণে বাল্মীকি নিজের অতীত জীবনেতিহাস নিজেই বলেছেন। বাল্মীকির পিতার নাম ছিল মহর্ষি চ্যবন এবং মাতা ছিলেন সুকন্যা, তিনি ছিলেন শূদ্রাজতীয়া নারী। কথিত আছে, কবি প্রথম জীবনে দস্যুবৃত্তি করতেন। সে সময় তাঁর নাম ছিল রত্নাকর। পরে দস্যু জীবনের পরম সত্য উপলব্ধি করে ‘রাম নাম’ সাধনা করে ব্রহ্মার বরে কবিত্ব শক্তি লাভ করেন। সাধনার সময় তাঁর শরীর বল্মীকের স্তুপে ঢাকা পড়ে গিয়েছিল বলে তিনি বাল্মীকি নামে পরিচিত হন। তমসা নদীর তীরে এক ব্যাধের শরাঘাতে নিহত ক্রৌঞ্চের বিরহে ক্রৌঞ্চবধূর করুণ ক্রন্দন ঋষি বাল্মীকির হৃদয়কে বিদীর্ণ করে কন্ঠ থেকে বেরিয়ে এল তীব্র অভিশাপবাণী—
মা নিষাদ প্রতিষ্ঠাং ত্বমগমঃ শাশ্বতীঃ সমাঃ।
যৎ ক্রৌঞ্চমিথুনাদেকমবধীঃ কামমোহিতম্ ।।
ঋষি কবির গভীর শোক পরিণত হল শ্লোকে। “কিমিদং ব্যাহৃতং ময়া ?” নিজের উচ্চারণে নিজেই বিস্ময়ে অভিভূত হন। ঋষি বাল্মীকির এই ছন্দোবদ্ধ শ্লোক আকাশে বাতাসে ধ্বনিত হল। সেই ক্ষণে স্বর্গ থেকে নেমে এলেন ব্রহ্মা ও নারদ। ব্রহ্মার নির্দেশে ও নারদের উপদেশে অনুষ্টুপ ছন্দে রচিত হল “রামায়ণ” মহাকাব্য। ব্রহ্মা বাল্মীককে বলেছিলেন, ‘পৃথিবীতে যতদিন পর্যন্ত পর্বত ও নদী বর্তমান থাকবে; ততদিন রামায়ণ কথা জনগণের মধ্যে প্রচারিত থাকবে’—
“যাবৎ স্থাস্যন্তি গিরয়ঃ সরিতশ্চ মহীতলে।
তাবদ্ রামায়ণী কথা লোকেষু প্রচরিষ্যতি।।”
রামায়ণ সাতটি কাণ্ডে বিভক্ত। বালকাণ্ড বা আদিকাণ্ড, অযোধ্যাকাণ্ড, অরণ্যকাণ্ড, কিষ্কিন্ধ্যাকাণ্ড, সুন্দরকাণ্ড, যুদ্ধকাণ্ড ও উত্তরকাণ্ড।
রামায়ণ | কিছু তথ্য |
রামায়ণের রচয়িতা | আদিকবি বাল্মীকি |
রামায়ণের অপর নাম | আদিকাব্য |
কান্ড সংখ্যা | 7 টি |
শ্লোক সংখ্যা | 24000 টি |
ছন্দ | অনুষ্টুপ |
MCQ প্রশ্নোত্তর
রামায়ণের MCQ প্রশ্নোত্তর গুলি নিম্নে দেওয়া হল। প্রশ্নের উত্তরগুলি সরাসরি না দিয়ে শিক্ষার্থীদের সুবিধার্থে উত্তরটি লুক্কায়িত আছে। পরীক্ষার্থীদের চেষ্টা করার সুযোগ আছে। উত্তরে Click👈 করলেই উত্তরটি দেখা যাবে। চেষ্টা করার পর উত্তরটি সঠিক হলে শিক্ষার্থী অধিক উৎসাহিত হবে।
1. রামায়ণের রচয়িতা হলেন—
(A) বাল্মীকি
(B) ব্যাসদেব
(C) কালিদাস
(D) ভাস
উত্তর👈
(A) বাল্মীকি
2. আদিকবি নামে পরিচিত—
(A) বাল্মীকি
(B) ব্যাসদেব
(C) কালিদাস
(D) ভাস
উত্তর👈
(A) বাল্মীকি
3. বাল্মীকির পূর্ব নাম ছিল—
(A) মাহেশ্বরী
(B) ব্যাসদেব
(C) রত্নাকর
(D) স্কন্দরাজ
উত্তর👈
(C) রত্নাকর
4. আদিকাব্য বলা হয়—
(A) মহাভারত
(B) রামায়ণ
(C) বুদ্ধচরিত
(D) রঘুবংশ
উত্তর👈
(B) রামায়ণ
5. কার নির্দেশে বাল্মীকি রামায়ণ রচনা করেন—
(A) বাগদেবী
(B) নারায়ণ
(C) নারদ
(D) ব্রহ্মা
উত্তর👈
(C) নারদ
6. বাল্মীকির পিতার নাম কী ছিল—
(A) ঋষি মহাতপা
(B) ঋষি দুর্বাসা
(C) ঋষি পরাশর
(D) ঋষি চ্যবন
উত্তর👈
(D) ঋষি চ্যবন
7. বাল্মীকির মাতার নাম কী ছিল—
(A) সত্যবতী
(B) গান্ধারী
(C) সুকন্যা
(D) মন্থরা
উত্তর👈
(C) সুকন্যা
8. রামায়ণের পরিচ্ছেদের নাম কী—
(A) কান্ড
(B) অধ্যায়
(C) সর্গ
(D) কোনোটিই নয়
উত্তর👈
(A) কান্ড
9. রামায়ণের কাণ্ড সংখ্যা—
(A) 6 টি
(B) 7 টি
(C) 8 টি
(D) 9 টি
উত্তর👈
(B) 7 টি
10. রামায়ণের শ্লোক সংখ্যা—
(A) 22000
(B) 23000
(C) 24000
(D) 25000
উত্তর👈
(C) 24000
11.রামায়ণকে ‘চতুর্বিংশতিসাহস্রী সংহিতা’ বলা হয়, কারণ—
(A) 24000 শ্লোক থাকার জন্য
(B) 14000 শ্লোক থাকার জন্য
(C) 40000 শ্লোক থাকার জন্য
(D) 25000 শ্লোক থাকার জন্য
উত্তর👈
(A) 24000 শ্লোক থাকার জন্য
12. রামায়ণের অধ্যায় সংখ্যা—
(A) 400
(B) 500
(C) 600
(D) 700
উত্তর👈
(B) 500
13. বাল্মীকি কোন্ নদীর তীরে সাধনামগ্ন হয়েছিলেন —
(A) গোদাবরী
(B) সরযূ
(C) গঙ্গা
(D) তমসা
উত্তর👈
(D) তমসা
14. রামায়ণ কোন্ ছন্দে রচিত —
(B) অনুষ্টুপ্ ছন্দে
(C) মালিনী ছন্দে
(D) স্রগ্ধরা ছন্দে
উত্তর👈
(B) অনুষ্টুপ্ ছন্দে
15. রামায়ণ কোন্ রীতিতে রচিত —
(A) বৈদভীরীতিতে
(B) গৌড়ীয়রীতিতে
(C) বঙ্গীয়রীতিতে
(D) অসমীয়রীতিতে
উত্তর👈
(A) বৈদভীরীতিতে
16. রামায়ণ কোন্ গুণ বিশিষ্ঠ —
(A) মাধুর্যগুণ
(B) প্রসাদগুণ
(C) ওজঃগুণ
(D) কোনোটিই নয়
উত্তর👈
(B) প্রসাদগুণ
17. রামায়ণের মুখ্য রস কী —
(A) শৃঙ্গার
(B) বীর
(C) করুণ
(D) কোনোটিই নয়
উত্তর👈
(C) করুণ
18. কোন্ কান্ডে প্রকৃতির কথা বেশি বর্ণিত হয়েছে—
(A) বালকান্ডে
(B) অযোধ্যাকান্ডে
(C) কিষ্কিন্ধ্যাকান্ডে
(D) কোনোটিই নয়
উত্তর👈
(C) কিষ্কিন্ধ্যাকান্ডে
19. রামচন্দ্রের হরধনু ভঙ্গের কাহিনি কোন্ কান্ডে আছে—
(A) বালকান্ডে
(B) অযোধ্যাকান্ডে
(C) কিষ্কিন্ধ্যাকান্ডে
(D) কোনোটিই নয়
উত্তর👈
(A) বালকান্ডে বা আদিকাণ্ড
20. রামচন্দ্রের বনবাসজীবন কোন্ কাণ্ডে বর্ণিত—
(A) বালকান্ডে
(B) অযোধ্যাকান্ডে
(C) অরণ্যকান্ডে
(D) কোনোটিই নয়
উত্তর👈
(C) অরণ্যকান্ডে
21. বৃহত্তম কান্ড কোনটি—
(A) যুদ্ধকান্ড
(B) অযোধ্যাকান্ড
(C) অরণ্যকান্ড
(D) কোনোটিই নয়
উত্তর👈
(A) যুদ্ধকান্ড
22. ক্ষুদ্রতম কান্ড কোনটি—
(A) কিষ্কিন্ধ্যাকান্ড
(B) অযোধ্যাকান্ড
(C) অরণ্যকান্ড
(D) কোনোটিই নয়
উত্তর👈
(A) কিষ্কিন্ধ্যাকান্ড
23. লক্ষ্মণকে শক্তিশেল কে নিক্ষেপ করেন—
(A) কুম্ভকর্ণ
(B) রাবণ
(C) ইন্দ্রজিৎ
(D) কোনোটিই নয়
উত্তর👈
(B) রাবণ
24. ‘সেতুবন্ধন’ কে করেছিলেন—
(A) নল
(B) নীল
(C) বালী
(D) কোনোটিই নয়
উত্তর👈
(A) নল
25. রাবণের পিতার নাম কি —
(A) দিলীপ
(B) সত্যবান
(C) বিশ্রবা
(D) কোনোটিই নয়
উত্তর👈
(C) বিশ্রবা
26. রাবণের মাতার নাম কি —
(A) কৈকসী
(B) মন্দোদরী
(C) চন্দ্রামতী
(D) কোনোটিই নয়
উত্তর👈
(A) কৈকসী
27. রামায়ণের নায়ক কে —
(A) রাবণ
(B) রামচন্দ্র
(C) বিভীষণ
(D) লক্ষ্মণ
উত্তর👈
(B) রামচন্দ্র
28. রামায়ণের নায়িকা কে —
(A) কৈকেয়ী
(B) মন্দোদরী
(C) সীতা
(D) মন্থরা
উত্তর👈
(C) সীতা
29. রামায়ণের প্রতিনায়ক কে —
(A) রামচন্দ্র
(B) লক্ষ্মণ
(C) বিভীষণ
(D) রাবণ
উত্তর👈
(D) রাবণ
30. ব্যাধের দ্বারা বাণ বিদ্ধ পাখিটির নাম কী —
(A) ক্রৌঞ্চ
(B) জটায়ু
(C) টিয়া
(D) গরুড়
উত্তর👈
(A) ক্রৌঞ্চ
31. রামলক্ষ্মণকে ‘নাগপাশে’ কে আবদ্ধ করেন—
(A) কুম্ভকর্ণ
(B) রাবণ
(C) ইন্দ্রজিৎ
(D) বালী
উত্তর👈
(C) ইন্দ্রজিৎ
32. রাবণ সীতাকে কোন্ বন থেকে অপহরণ করেন—
(A) পঞ্চবটী
(B) অশোককানন
(C) গৌতমারণ্য
(D) কোনোটিই নয়
উত্তর👈
(A) পঞ্চবটী
33. সীতাকে কোথায় বন্দী রাখা হয়েছিল—
(A) পঞ্চবটী বনে
(B) অশোককাননে
(C) গৌতমারণ্যে
(D) কোনোটিই নয়
উত্তর👈
(B) অশোককাননে
34. অশোককাননে সীতার রক্ষিণী কে ছিলেন—
(A) কৈকেয়ী
(B) মন্দোদরী
(C) ত্রিজটা
(D) মন্থরা
উত্তর👈
(C) ত্রিজটা
35. অজের পুত্রের নাম কি—
(A) দিলীপ
(B) দশরথ
(C) পরশুরাম
(D) রামচন্দ্র
উত্তর👈
(B) দশরথ
36. দশরথের কন্যার নাম কি—
(A) শান্তা
(B) মান্ডবী
(C) ঊর্মিলা
(D) শ্রুতকীর্তি
উত্তর👈
(A) শান্তা
37. দশরথের জামাতার নাম কি—
(A) বিভান্ডক
(B) গৌতম
(C) জয়দ্রথ
(D) ঋষ্যশৃঙ্গ
উত্তর👈
(D) ঋষ্যশৃঙ্গ
38. শবরী কোন মুনির সেবায় রত ছিলেন—
(A) বিভান্ডক
(B) গৌতম
(C) মতঙ্গমুনি
(D) ঋষ্যশৃঙ্গ
উত্তর👈
(C) মতঙ্গমুনি
39. ভরতের পত্নীর নাম কি—
(A) মান্ডবী
(B) ঊর্মিলা
(C) শ্রুতকীর্তি
(D) সীতা
উত্তর👈
(A) মান্ডবী
40. লক্ষ্মণের পত্নীর নাম কি—
(A) মান্ডবী
(B) ঊর্মিলা
(C) শ্রুতকীর্তি
(D) সীতা
উত্তর👈
(B) ঊর্মিলা
41. শত্রুঘ্নের পত্নীর নাম কি—
(A) মান্ডবী
(B) ঊর্মিলা
(C) শ্রুতকীর্তি
(D) সীতা
উত্তর👈
(C) শ্রুতকীর্তি
42. রাবণের মামার নাম কি—
(A) বিভান্ডক
(B) মতঙ্গমুনি
(C) কুম্ভকর্ণ
(D) কালনেমি
উত্তর👈
(D) কালনেমি
43. রামচন্দ্র কত বছরের জন্য বনবাসে গিয়েছিলেন—
(A) 12 বছর
(B) 13 বছর
(C) 14 বছর
(D) 15 বছর
উত্তর👈
(C) 14 বছর
44. অযোধ্যারাজ দশরথের পুত্র ছিল—
(A) 3 জন
(B) 4 জন
(C) 5 জন
(D) 6 জন
উত্তর👈
(B) 4 জন
45. রামচন্দ্রের মায়ের নাম—
(A) কৌশল্যা
(B) সুমিত্রা
(C) কৈকেয়ী
(D) কোনোটিই নয়
উত্তর👈
(A) কৌশল্যা
46. ভরতের মায়ের নাম—
(A) কৌশল্যা
(B) সুমিত্রা
(C) কৈকেয়ী
(D) কোনোটিই নয়
উত্তর👈
(C) কৈকেয়ী
47. লক্ষ্মণের মায়ের নাম—
(A) কৌশল্যা
(B) সুমিত্রা
(C) কৈকেয়ী
(D) কোনোটিই নয়
উত্তর👈
(B) সুমিত্রা
48. শত্রুঘ্নের মায়ের নাম—
(A) কৌশল্যা
(B) সুমিত্রা
(C) কৈকেয়ী
(D) কোনোটিই নয়
উত্তর👈
(B) সুমিত্রা
(অসম্পূর্ণ)
ধন্যবাদ
রামায়ণের MCQ প্রশ্নোত্তর তথা আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈
আমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে CLICK HERE👈