স্রগ্ধরা ছন্দ

এই অধ্যায়ের আলোচ্য বিষয় স্রগ্ধরা ছন্দ । এখানে স্রগ্ধরা ছন্দের লক্ষণ ও উদাহরণ সহ বাংলা ও সংষ্কৃত ভাষায় আলোচনা করা হয়েছে। সংস্কৃত স্রগ্ধরা ছন্দ স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য এক গুরুত্বপূর্ণ অধ্যায়। स्रग्धरा छन्द। Bankura University এর Major Course এবং Minor Stream এর Syllabus অনুসারে বাংলা ভাষায় ও দেবনাগরী হরফে সংস্কৃত ভাষায় আলোচিত হয়েছে।

ছন্দ শব্দের অন্যতম অর্থ বেদ। লৌকিক ছন্দগুলির মূল বৈদিক ছন্দ। আচার্য গঙ্গাদাস প্রণীত “ছন্দোমঞ্জরী” গ্রন্থে প্রত্যেক ছন্দের লক্ষণই সেই বিশেষ ছন্দে রচিত। তাই ঐ লক্ষণকেই ছন্দের উদাহরণও ধরা হয়। নিচের টেবিলে স্রগ্ধরা ছন্দের কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হল।

ছন্দস্রগ্ধরা
বৃত্ত সমবৃত্ত ছন্দ
অক্ষর সংখ্যাএকুশটি
গণম, র, ভ, ন, য, য এবং য-গণ
গণের চিহ্ন– – – / – v – / – v v / v v v / v – – / v – – / v – –
ইন্দ্রবজ্রা ছন্দের লক্ষণম্রভৈর্যাণাং ত্রয়েণ ত্রিমুনিযতিযুতা স্রগ্ধরা কীর্তিতেয়ম্

স্রগ্ধরা ছন্দের লক্ষণ

স্রগ্ধরা একটি সমবৃত্ত ছন্দ। এই ছন্দে প্রতি চরণে একুশটি করে অক্ষর (স্বরবর্ণ) থাকে। এতে প্রথমে মুনি অর্থাৎ প্রত্যেক সাত সাত অক্ষরে অর্থাৎ প্রথমে সপ্তম, পরবর্তী চতুর্দশ এবং অন্তিম একবিংশ বর্ণের পর বা চরণের অন্তে যতি থাকে। স্রগ্ধরা ছন্দের লক্ষণ নির্দেশ প্রসঙ্গে আচার্য গঙ্গাদাস তাঁর ছন্দোমঞ্জরীতে বলেছেন—

“ম্রভৈর্যাণাং ত্রয়েণ ত্রিমুনিযতিযুতা স্রগ্ধরা কীর্তিতেয়ম্”

অর্থাৎ, যে ছন্দে রচিত পদ্যের প্রতি চরণের অক্ষরসজ্জা যথাক্রমে— ম-গণ, র-গণ, ভ-গণ, ন-গণ, য-গণ, য-গণ এবং য-গণ থাকে সেই ছন্দকে স্রগ্ধরা ছন্দ বলা হয়।

স্রগ্ধরা ছন্দের উদাহরণ

মহাকবি কালিদাসের “অভিজ্ঞানশকুন্তলম্” এর অনেক শ্লোক স্রগ্ধরা ছন্দে রচিত। তার মধ্যে একটি হল প্রথম অংকের প্রস্তাবনা অংশের নান্দী শ্লোক—

ম / র / ভ / ন / য / য / য

– – – / – v – / – v v / v v v / v – – / v – – / v – –

যা সৃষ্টিঃ/ স্রষ্টুরা/দ্যা, বহ/তি বিধি/হুতং যা/ হবির্যা/ চ হোত্রী,
যে দ্বে কালং বিধত্তঃ, শ্রুতিবিষয়গুণা যা স্থিতা ব্যাপ্য বিশ্বম্।
যামাহুঃ সর্ববীজপ্রকৃতিরিতি, যয়া প্রাণিনঃ প্রাণবন্তঃ,
প্রত্যক্ষাভিঃ প্রপন্নস্তনুভিরবতু বস্তাভিরষ্টাভিরীশঃ ॥

উল্লিখিত পদ্যের প্রত্যেকটি চরণে ম, র, ভ, ন, য, য, এবং য-গণে একুশটি অক্ষর আছে। তাই এটি একটি স্রগ্ধরা ছন্দে রচিত পদ্য। এখানে একটি চরণ ভেঙে দেখানো হয়েছে।

ব্যাখ্যা :— উল্লিখিত পদ্যের চরণগুলি বিশ্লেষণ করলে “মস্ত্রিগুরুঃ” নিয়মে ম-গণ, “রলমধ্যঃ” নিয়মে র-গণ, “ভাদিগুরুঃ” নিয়মে ভ-গণ, “ত্রিলঘুশ্চ নকারঃ” নিয়মে ন-গণ এবং “পুনরাদিলঘুর্যঃ” নিয়মে পর পর তিনটি য-গণ হয়েছে। তাই লক্ষণ অনুযায়ী এখানে স্রগ্ধরা ছন্দ হয়েছে।

स्रग्धरा छन्द

संस्कृत साहित्यजगति ‘स्रग्धरा’ छन्दसः प्रचुरं प्रयोगं दृश्यते। एवञ्च छन्दः अत्यन्तं लोकप्रसिद्ध विद्यते। कालिदासादयः ‘स्रग्धरा’ छन्दसा एव वहुनि पद्यानि रचितन्तः ।

लक्षणम् – आचार्येन गङ्गादासेन विरचितः ‘छन्दोमञ्जरी’ ग्रन्थे एकविंशत्यक्षरम् ‘स्रग्धरा’ नाम वृत्तम् अस्ति। अस्य छन्दसः लक्षणविषये आचार्य गङ्गादासेन उक्तम्-‘म्रभर्याणां त्रयेण त्रमुनियतियुता स्रग्धरा कीर्तितेयम्।’ अर्थात् यस्मिन् छन्दसि ‘म, र, भ, न, य, य, य’ गणाः विद्यन्ते । तत्र ‘स्रग्धरा’ नाम छन्दः भवतिः।

यति – अस्य छन्द‌सि सप्तम, चतुर्दश, एकविंशत्यक्षरे यति विद्यते ।

लघु-गुरु चिह्नम् – ‘v’ , ‘-‘

उदाहरणम्:-

म / र / भ / न / य / य / य

– – – / – v – / – v – / – v v / v v v / v – – / v – – / v – –
या सृष्टिः / स्रष्टुरा / द्या वह / ति विधि / हुतं या / हविर्या / त होत्री

व्याख्यानम् – उक्त चरणं विश्लेषणेन ‘मस्त्रिगुरुः’ अनेन नियमेन ‘म’ गणः, ‘रलमघ्यः’ अनेन नियमेन ‘र’ गणः ‘भादिगुरुः’ अनेन नियमेन ‘भ’ गणः, ततः ‘त्रिलघुश्च नकारः’ अनेन नियमेन ‘न’ गणः, ततः ‘पुनरादिलघुर्यः’ अनेन नियमेन त्रयः ‘य’ गणः प्राप्त्यते। अतएव अत्र ‘स्रग्धरा’ छन्दः इति विद्यते।

ধন্যবাদ

সংস্কৃত ছন্দ অধ্যয়ন করতে আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈

আমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে CLICK HERE👈

Leave a Comment