বর্ষাবর্ণনম্ MCQ প্রশ্নোত্তর একাদশ শ্রেণীর SEMESTER – 1 পাঠ্য হিসেবে নির্দিষ্ট। বর্ষাবর্ণনম্ প্রতিটি MCQ প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হল। প্রশ্নের উত্তরগুলি সরাসরি না দিয়ে শিক্ষার্থীদের সুবিধার্থে উত্তরটি লুক্কায়িত আছে। পরীক্ষার্থীদের চেষ্টা করার সুযোগ আছে। উত্তরে Click করলেই উত্তরটি দেখা যাবে। বর্ষাবর্ণনম্ থেকে পাঁচটি MCQ (1 X 5 = 5) করতে হবে।
বর্ষাবর্ণনম্ MCQ প্রশ্নোত্তর আলোচনা করতে হলে প্রথমেই রামায়ণ সম্পর্কে কিছু কথা জানতে হবে । ভারতের দুটি প্রধান মহাকাব্যের মধ্যে রামায়ণ অন্যতম। আদিকবি বাল্মীকির আদিকাব্য রামায়ণ মহাকাব্যটি ভারতবাসীর অতি আদরের সম্পদ এবং পরম শ্রদ্ধার বস্তু। বাল্মীকি আমাদের কবিগুরু, আর তাঁর রামায়ণ “কবিপ্রথমপদ্ধতিঃ” অর্থাৎ ‘আদিকাব্য’ বলে ঘোষিত। রামায়ণ একাধারে ধর্মশাস্ত্র এবং মহাকাব্য। বিষ্ণু পুরাণে বলা হয়েছে যে বাল্মীকি ভৃগুর বংশধর এবং বৈবস্বত মন্বন্তরে তিনিই চতুর্বিংশ ব্যাস। অধ্যাত্মরামায়ণে বাল্মীকি নিজের অতীত জীবনেতিহাস নিজেই বলেছেন। বাল্মীকির পিতার নাম ছিল মহর্ষি চ্যবন এবং মাতা ছিলেন সুকন্যা, তিনি ছিলেন শূদ্রাজতীয়া নারী। কথিত আছে, কবি প্রথম জীবনে দস্যুবৃত্তি করতেন। সে সময় তাঁর নাম ছিল রত্নাকর। পরে দস্যু জীবনের পরম সত্য উপলব্ধি করে ‘রাম নাম’ সাধনা করে ব্রহ্মার বরে কবিত্ব শক্তি লাভ করেন। সাধনার সময় তাঁর শরীর বল্মীকের স্তুপে ঢাকা পড়ে গিয়েছিল বলে তিনি বাল্মীকি নামে পরিচিত হন। তমসা নদীর তীরে এক ব্যাধের শরাঘাতে নিহত ক্রৌঞ্চের বিরহে ক্রৌঞ্চবধূর করুণ ক্রন্দন ঋষি বাল্মীকির হৃদয়কে বিদীর্ণ করে কন্ঠ থেকে বেরিয়ে এল তীব্র অভিশাপবাণী—
মা নিষাদ প্রতিষ্ঠাং ত্বমগমঃ শাশ্বতীঃ সমাঃ।
যৎ ক্রৌঞ্চমিথুনাদেকমবধীঃ কামমোহিতম্ ।।
ঋষি কবির গভীর শোক পরিণত হল শ্লোকে। “কিমিদং ব্যাহৃতং ময়া ?” নিজের উচ্চারণে নিজেই বিস্ময়ে অভিভূত হন। ঋষি বাল্মীকির এই ছন্দোবদ্ধ শ্লোক আকাশে বাতাসে ধ্বনিত হল। সেই ক্ষণে স্বর্গ থেকে নেমে এলেন ব্রহ্মা ও নারদ। ব্রহ্মার নির্দেশে ও নারদের উপদেশে অনুষ্টুপ ছন্দে রচিত হল “রামায়ণ” মহাকাব্য। ব্রহ্মা বাল্মীককে বলেছিলেন, ‘পৃথিবীতে যতদিন পর্যন্ত পর্বত ও নদী বর্তমান থাকবে; ততদিন রামায়ণ কথা জনগণের মধ্যে প্রচারিত থাকবে’—
“যাবৎ স্থাস্যন্তি গিরয়ঃ সরিতশ্চ মহীতলে।
তাবদ্ রামায়ণী কথা লোকেষু প্রচরিষ্যতি।।”
রামায়ণ সাতটি কাণ্ডে বিভক্ত। বালকাণ্ড বা আদিকাণ্ড, অযোধ্যাকাণ্ড, অরণ্যকাণ্ড, কিষ্কিন্ধ্যাকাণ্ড, সুন্দরকাণ্ড, যুদ্ধকাণ্ড ও উত্তরকাণ্ড। এই সাতকাণ্ডের মধ্যে কিষ্কিন্ধ্যাকাণ্ডের আঠাশতম সর্গে 66 শ্লোকে বর্ণিত আছে বর্ষা ঋতুর মনোমুগ্ধকর বর্ণনা। তার মধ্যে 10 টি শ্লোকচয়নে রূপায়িত হয়েছে ‘বর্ষাবর্ণনম্’ শীর্ষক এই সংকলনটি।
সীতার অন্বেষণে রাম ও লক্ষ্মণ ঋষ্যমূক পর্বতে সুগ্রীবের সঙ্গে মিত্রতাপাশে আবদ্ধ হন এবং মিত্র সুগ্রীবের অনুরোধে তার ভাই কিষ্কিন্ধ্যারাজ বালীকে হত্যা করেন। সুগ্রীবকে ঐ রাজ্যে প্রতিষ্ঠিত করেন। প্রতিদানে সুগ্রীব শ্রীরামচন্দ্রকে সীতা অন্বেষণে সাহায্য করেন। তারা সীতা অন্বেষণে মাল্যবান পর্বতে অবস্থান করেন। কিছুদিন অন্বেষণ করার পর প্রকৃতির বুকে বর্ষার আগমন হয়। বর্ষাকাল যুদ্ধযাত্রার অনুকূল নয়। তাই রামচন্দ্র মাল্যবান পর্বতে আশ্রয় নিলেন। এখানে অবস্থানকালে প্রত্যক্ষ করলেন বর্ষাকালে প্রকৃতির অপরূপ লাবণ্য। তা তিনি ভাই লক্ষ্মণকে প্রত্যক্ষ করতে বলেন। বর্ষার বারিধারা সঞ্জীবিত অনিন্দ্যসুন্দর বনাঞ্চল ও প্রাণীকুলের উৎফুল্লতা পরিদর্শন করে বিরহী রামচন্দ্র ভ্রাতা লক্ষ্মণকে বর্ষার প্রাকৃতিক সৌন্দর্য একের পর এক বর্ণনা করতে থাকেন। ভাই লক্ষ্মণের উদ্দেশ্যে রামচন্দ্রের বর্ষা ঋতুর যে মনোমুগ্ধকর বর্ণনা তাই ‘বর্ষাবর্ণনম্’ শীর্ষক এই পাঠ্যাংশ।রামায়ণের MCQ প্রশ্নোত্তর একাদশ শ্রেণীর SEMESTER – 1 পাঠ্য হিসেবে নির্দিষ্ট।
বর্ষাবর্ণনম্ প্রশ্নোত্তর
বর্ষাবর্ণনম্ পাঠ্যাংশটি বিষয়ে একনজরে কয়েকটি তথ্য।
পাঠ্যাংশের নাম | বর্ষাবর্ণনম্ |
রচনা | আদিকবি বাল্মীকি |
উৎস গ্রন্থ | রামায়ণ |
কাণ্ড | কিষ্কিন্ধ্যাকাণ্ড |
সর্গ | আঠাশতম |
ছন্দ | অনুষ্টুপ |
MCQ প্রশ্নোত্তর
বর্ষাবর্ণনম্ MCQ প্রশ্নোত্তরগুলি নিম্নে দেওয়া হল। প্রতিটি MCQ প্রশ্নের নিচে দেওয়া হল। প্রশ্নের উত্তরগুলি সরাসরি না দিয়ে শিক্ষার্থীদের সুবিধার্থে উত্তরটি লুক্কায়িত আছে। পরীক্ষার্থীদের চেষ্টা করার সুযোগ আছে। উত্তরে Click👈 করলেই উত্তরটি দেখা যাবে।
1. রামায়ণের রচয়িতা হলেন—
(A) বাল্মীকি
(B) ব্যাসদেব
(C) কালিদাস
(D) ভাস
উত্তর👈
(A) বাল্মীকি
2. আদিকবি নামে পরিচিত—
(A) বাল্মীকি
(B) ব্যাসদেব
(C) কালিদাস
(D) ভাস
উত্তর👈
(A) বাল্মীকি
3. বাল্মীকির পূর্ব নাম ছিল—
(A) মাহেশ্বরী
(B) ব্যাসদেব
(C) রত্নাকর
(D) স্কন্দরাজ
উত্তর👈
(C) রত্নাকর
4. আদিকাব্য বলা হয়—
(A) মহাভারত
(B) রামায়ণ
(C) বুদ্ধচরিত
(D) রঘুবংশ
উত্তর👈
(B) রামায়ণ
5. কার নির্দেশে বাল্মীকি রামায়ণ রচনা করেন—
(A) বাগদেবী
(B) নারায়ণ
(C) নারদ
(D) ব্রহ্মা
উত্তর👈
(C) নারদ
6. বাল্মীকির পিতার নাম কী ছিল—
(A) ঋষি মহাতপা
(B) ঋষি দুর্বাসা
(C) ঋষি পরাশর
(D) ঋষি চ্যবন
উত্তর👈
(D) ঋষি চ্যবন
7. বাল্মীকির মাতার নাম কী ছিল—
(A) সত্যবতী
(B) গান্ধারী
(C) সুকন্যা
(D) মন্থরা
উত্তর👈
(C) সুকন্যা
8. রামায়ণের কাণ্ড সংখ্যা—
(A) 6 টি
(B) 7 টি
(C) 8 টি
(D) 9 টি
উত্তর👈
(B) 7 টি
9. রামায়ণের শ্লোক সংখ্যা—
(A) 22000
(B) 23000
(C) 24000
(D) 25000
উত্তর👈
(C) 24000
10. অযোধ্যারাজ দশরথের পুত্র ছিল—
(A) 3 জন
(B) 4 জন
(C) 5 জন
(D) 6 জন
উত্তর👈
(B) 4 জন
11. “वर्षावर्णनम्” পদ্যটি রামায়ণের কোন্ কাণ্ড থেকে নেওয়া—
(A) কিষ্কিন্ধ্যাকাণ্ড
(B) সুন্দরকাণ্ড
(C) লঙ্কাকাণ্ড
(D) উত্তরকাণ্ড
উত্তর👈
(A) কিষ্কিন্ধ্যাকাণ্ড
12. কিষ্কিন্ধ্যাকাণ্ডে সর্গ আছে —
(A) 65 টি
(B) 66 টি
(C) 67 টি
(D) 70 টি
উত্তর👈
(C) 67 টি
13. কিষ্কিন্ধ্যাকাণ্ডের কোন সর্গে বর্ণিত আছে বর্ষা ঋতুর মনোমুগ্ধকর বর্ণনা —
(A) 26তম সর্গে
(B) 27তম সর্গে
(C) 28তম সর্গে
(D) 29তম সর্গে
উত্তর👈
(C) 28তম সর্গে
14. কিষ্কিন্ধ্যাকাণ্ডের কতগুলি শ্লোকে বর্ণিত আছে বর্ষা ঋতুর মনোমুগ্ধকর বর্ণনা —
(A) 65 টি
(B) 66 টি
(C) 67 টি
(D) 70 টি
উত্তর👈
(B) 66 টি
15. কে বর্ষা ঋতুর মনোমুগ্ধকর বর্ণনা করেছেন —
(A) রামচন্দ্র
(B) লক্ষ্মণ
(C) সীতা
(D) হনুমান
উত্তর👈
(A) রামচন্দ্র
16. রামচন্দ্র কার কাছে বর্ষা ঋতুর মনোমুগ্ধকর বর্ণনা করেছেন —
(A) ভরত
(B) লক্ষ্মণ
(C) সীতা
(D) হনুমান
উত্তর👈
(B) লক্ষ্মণ
17. “संपश्य त्वं नभः” এখানে ‘त्वम्’ বলতে বোঝানো হয়েছে—
(A) ভরতকে
(B) লক্ষ্মণকে
(C) সীতাকে
(D) হনুমানকে
উত্তর👈
(B) লক্ষ্মণকে
18. “अयं स कालः संप्राप्तः” এখানে ‘अयं स कालः’ বলতে বোঝানো হয়েছে—
(A) শীতকাল
(B) বসন্তকাল
(C) গ্রীষ্মকাল
(D) বর্ষাকাল
উত্তর👈
(D) বর্ষাকাল
19. বনভূমি অধিক শোভা পায়—
(A) সকালবেলায়
(B) দুপুরবেলায়
(C) বিকালবেলায়
(D) সন্ধ্যেবেলায়
উত্তর👈
(C) বিকালবেলায়
20. “नभः प्रकीर्णाम्बुधरं विभाति” এখানে ‘अम्बुधरम्’ পদের অর্থ কী —
(A) মেঘ
(B) নদী
(C) পর্বত
(D) আকাশ
উত্তর👈
(A) মেঘ
21. “शान्तमहार्णवस्य” এখানে ‘अर्णव’ পদের অর্থ কী —
(A) মেঘ
(B) নদী
(C) পর্বত
(D) সাগর
উত্তর👈
(D) সাগর
22. “प्लवङ्गाः समाश्वसन्ति” এখানে ‘प्लवङ्गाः’ পদের অর্থ কী —
(A) ময়ূরেরা
(B) বানরেরা
(C) ভেকেরা
(D) হাতিরা
উত্তর👈
(C) ভেকেরা
23. “सङ्गीतमिव प्रवृत्तम्” কোথায় সঙ্গীতের আসর বসেছে —
(A) মেঘে
(B) নদীতে
(C) পর্বতে
(D) বনে
উত্তর👈
(D) বনে
24. “संपश्य त्वम्” এখানে ‘पश्य’ পদের বক্তা কে—
(A) রামচন্দ্র
(B) লক্ষ্মণ
(C) সীতা
(D) হনুমান
উত্তর👈
(A) রামচন্দ্র
25. “संपश्य त्वम्” এখানে ‘त्वम्’ পদে কাকে বোঝানো হয়েছে—
(A) রামচন্দ্র
(B) লক্ষ্মণ
(C) সীতা
(D) হনুমান
উত্তর👈
(B) লক্ষ্মণ
26. “वारिधरा नदन्तः” এখানে ‘वारिधरा’ পদের অর্থ কী —
(A) ময়ূর
(B) বানর
(C) মেঘ
(D) নদী
উত্তর👈
(C) মেঘ
27. ‘वहन्ति’ পদের কর্তা কে —
(A) ময়ূর
(B) বানর
(C) মেঘ
(D) নদী
উত্তর👈
(D) নদী
28. বর্ষাকালে প্রিয়াবীরহিরা কী করে —
(A) কান্না করে
(B) চিন্তা করে
(C) গান করে
(D) নৃত্য করে
উত্তর👈
(D) নৃত্য করে
28. “क्वचित् क्वचित् __________संनिरुद्धं” শূন্যস্থানে কোন্ পদটি বসবে—
(A) शैलेन्द्र
(B) अर्णव
(C) गिरि
(D) पर्वत
উত্তর👈
(D) पर्वत
29. “समयोऽद्य __________।” শূন্যস্থানে কোন্ পদটি বসবে—
(A) जलागमः
(B) वर्षागमः
(C) सुखागमः
(D) पवनागमः
উত্তর👈
(A) जलागमः
30. “__________सङ्गीतमिव प्रवृत्तम्॥” শূন্যস্থানে কোন্ পদটি বসবে—
(A) पर्वतेषु
(B) र्वनेषु
(C) नदीषु
(D) मेघेषु
উত্তর👈
(B) र्वनेषु
31. সত্য-মিথ্যার সঠিক বিকল্পটি বেছে নাও
বর্ষাবর্ণনম্ পাঠ্যাংশটি—
(i) বাল্মীকি রচিত রামায়ণ মহাকাব্য থেকে নেওয়া।
(ii) কিষ্কিন্ধ্যাকান্ডের অংশ।
(iii) ব্যাসদেব রচিত মহাভারত মহাকাব্য থেকে নেওয়া।
(iv) বনপর্বের অংশ।
(A) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) সত্য
(B) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) মিথ্যা
(C) (i) মিথ্যা, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) সত্য
(D)(i) মিথ্যা, (ii) মিথ্যা, (iii) মিথ্যা, (iv) সত্য
উত্তর👈
(B) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) মিথ্যা
32. সত্য-মিথ্যার সঠিক বিকল্পটি বেছে নাও—
(i) বর্ষাবর্ণনম্ পাঠ্যাংশটিতে হাতির উল্লেখ আছে।
(ii) বর্ষাবর্ণনম্ পাঠ্যাংশটিতে কদম্ব পুষ্পের উল্লেখ আছে।
(iii) বর্ষাবর্ণনম্ পাঠ্যাংশটিতে কেতকী পুষ্পের উল্লেখ আছে।
(iv) বর্ষাবর্ণনম্ পাঠ্যাংশটিতে ময়ূরের উল্লেখ আছে।
(A) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) সত্য
(B) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) মিথ্যা
(C) (i) মিথ্যা, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) সত্য
(D)(i) মিথ্যা, (ii) মিথ্যা, (iii) মিথ্যা, (iv) সত্য
উত্তর👈
(A) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) সত্য
ধন্যবাদ
বর্ষাবর্ণনম্ MCQ প্রশ্নোত্তর তথা আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈
আমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে CLICK HERE👈