সংস্কৃত শব্দরূপ শিশু

এই অধ্যায়ের আলোচ্য বিষয় সংস্কৃত শব্দরূপ শিশু । শিশু শব্দ একটি উ-কারান্ত পুংলিঙ্গ শব্দ। সংস্কৃত শব্দরূপ সাধু বাংলা ও দেবনাগরী হরফে নিচে দেওয়া হল। শিশু শব্দের বিভক্তি ও বচন অনুসারে অর্থও দেওয়া হয়েছে। এই শব্দরূপ সম্পর্কে সম্যক ধারণা না থাকলে সংস্কৃতে অনুবাদ করা সম্ভব নয়। সংস্কৃত অনুবাদ শিক্ষার জন্য শিশু শব্দ জানা আবশ্যক। সপ্তম, অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের এক অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। শব্দরূপটি একাদশ শ্রেণীর SEMESTER – 1 পাঠ্য হিসেবে নির্দিষ্ট। এছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর , WBSSC(SLST) পরীক্ষার্থীদের এই শব্দরূপ কন্ঠস্থ করতে হবে।

অর্থযুক্ত এক বা একাধিক বর্ণের সমষ্ঠিকে শব্দ বলে। সংস্কৃত ভাষা অধ্যয়নের জন্য শব্দরূপ জানা আবশ্যক। শব্দসমূহের সুপ্ বিভক্তি যুক্ত করে ভিন্ন ভিন্ন অর্থের প্রয়োজনে বিভক্তি, বচন ও লিঙ্গ ভেদে রূপের যে পরিবর্তন হয়, তাকে শব্দরূপ বলে। শব্দসমূহের সুপ্ বিভক্তি যুক্ত করে ভিন্ন ভিন্ন অর্থের প্রয়োজনে বিভক্তি, বচন ও লিঙ্গ ভেদে রূপের যে পরিবর্তন হয়, তাকে শব্দরূপ বলে। শব্দের অপর নাম প্রাতিপদিক। যথা- নর, মুনি, নদী ইত্যাদি। বিশেষ্য, বিশেষণ ও সর্বনাম শব্দের উত্তর যে সকল বিভক্তি যুক্ত হয়ে বাক্যে ব্যবহৃত হয়, তাদের শব্দ বিভক্তি বা সুপ্ বিভক্তি বলে। প্রথমা থেকে সপ্তমী পর্যন্ত শব্দ বিভক্তি সাতটি। সুতরাং সুপ্ বিভক্তি বচন ভেদে সর্বসমেত একুশটি রূপ আছে।

সংস্কৃত শব্দরূপ শিশু

সংস্কৃত শব্দরূপ শিশু বিভিন্ন সহায়ক তথ্য একটি টবিলের দ্বারা দেখানো হল।

শব্দরূপশিশু
শব্দভেদউ -কারান্ত
লিঙ্গভেদপুংলিঙ্গ
অর্থশিশু

শিশু শব্দরূপ (বাংলা হরফে)

সংস্কৃত শব্দরূপ শিশু এর রূপ বাংলা লিপিতে।

বিভক্তিএকবচনদ্বিবচনবহুবচন
প্রথমাশিশুঃশিশূশিশবঃ
দ্বিতীয়াশিশুম্শিশূশিশূন্
তৃতীয়াশিশুনাশিশুভ্যাম্শিশুভিঃ
চতুর্থীশিশবেশিশুভ্যাম্শিশুভ্যঃ
পঞ্চমীশিশোঃশিশুভ্যাম্শিশুভ্যঃ
ষষ্ঠীশিশোঃশিশ্বোঃশিশূনাম্
সপ্তমীশিশৌশিশ্বোঃশিশুষু
সম্বোধনশিশোশিশূশিশবঃ

শিশু শব্দরূপ (দেবনাগরী হরফে)

সংস্কৃত শব্দরূপ শিশু রূপ দেবনাগরী লিপিতে।

विभक्तिएकवचनएकवचनवहुवचन
प्रथमाशिशुःशिशूशिशवः
द्वतीयाशिशुम्शिशूशिशून्
तृतीयाशिशुनाशिशुभ्याम्शिशुभिः
चतुर्थीशिशवेशिशुभ्याम्शिशुभ्यः
पञचमीशिशोःशिशुभ्याम्शिशुभ्यः
षष्ठीशिशोःशिश्वोःशिशूनाम्
सप्तमीशिशौशिश्वोःशिशुषु
सम्वोधनशिशोशिशूशिशवः

অন্যান্য শব্দরূপ গুলি দেখতে এখানে Click করুন 👈

শিশু শব্দরূপের বাংলায় অর্থ

সংস্কৃত শব্দরূপ শিশু শব্দের বিভক্তি ও বচন অনুসারে রূপ ।

বিভক্তিএকবচনদ্বিবচনবহুবচন
প্রথমাশিশুঃ
একজন শিশু
শিশূ
দুইজন শিশু
শিশবঃ
শিশুগণ
দ্বিতীয়াশিশুম্
একজন শিশুকে
শিশূ
দুইজন শিশুকে
শিশূন্
শিশুগণকে
তৃতীয়াশিশুনা
একজন শিশু দ্বারা
শিশুভ্যাম্
দুইজন শিশু দ্বারা
শিশুভিঃ
শিশুগণের দ্বারা
চতুর্থীশিশবে
একজন শিশুর জন্য
শিশুভ্যাম্
দুইজন শিশুর জন্য
শিশুভ্যঃ
শিশুগণের জন্য
পঞ্চমীশিশোঃ
একজন শিশু হতে
শিশুভ্যাম্
দুইজন শিশু হতে
শিশুভ্যঃ
শিশুগণ হতে
ষষ্ঠীশিশোঃ
একজন শিশুর
শিশ্বোঃ
দুইজন শিশুর
শিশূনাম্
শিশুগণের
সপ্তমীশিশৌ
একজন শিশুতে
শিশ্বোঃ
দুইজন শিশুতে
শিশুষু
শিশুগণে
সম্বোধনশিশো
হে শিশু
শিশু
হে শিশু দুইজন
শিশবঃ
হে শিশুগণ

শিশু শব্দরূপের অনুরূপ শব্দ বাংলায় অর্থ সহ

শব্দঅর্থ
সাধুসজ্জন, ভদ্র লোক
অংশুকিরণ
ইন্দুচাঁদ
ঋতুঋতু
কুরুকুরু
গুরুগুরু
বেণুবাঁশি
রিপুশত্রু
পাংশুধূলি
পরশুকুঠার
পশুপশু
ভানুসূর্য
বিভুঈস্বর
শিশুশিশু
তরুগাছ

শিশু শব্দের অনুরূপ অনুবাদের আদর্শ

1)অর্জুনের প্রবল শত্রুগণ।

উত্তর- অর্জনুস্য প্রবলাঃ শত্রবঃ।

2) সিংহ বহু পশুকে হত্যা করে।

উত্তর- সিংহঃ বহূন্ পশূন্ হন্তি।

3) সিংহ পশুদের রাজা।

উত্তর- সিংহঃ পশূনাং রাজা।

4) শেয়াল পশুদের মধ্যে ধূর্ত।

উত্তর- শৃগালঃ পশুষু ধূর্তঃ।

5) সাধু বারাণসীতে বাস করেন।

উত্তর- সাধুঃ বারাণস্যাং বসতি।

শিশু শব্দ থেকে জিজ্ঞাস্য

1) শিশু শব্দের অনুরূপ শব্দের উদাহরণ দাও।

উত্তর- তরু

2) শিশু শব্দের সপ্তমীর বহুবচন।

উত্তর- শিশুষু

3) সংস্কৃতে অনুবাদ করো – ঋতুর মধ্যে বসন্ত প্রধান।

উত্তর- ঋতূনাং মধ্যে বসন্তঃ প্রধানঃ।
ধন্যবাদ

আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈

সংস্কৃত শব্দরূপের মূল Page এ যেতে CLICK HERE👈

Leave a Comment