এই অধ্যায়ে আমরা শিখব সংস্কৃত ব্যাকরণের এক অতীব গুরুত্বপূর্ণ বিষয় সংস্কৃত অব্যয়ীভাব সমাস । সংস্কৃত অব্যয়ীভাব সমাস সম্পর্কে সম্যক ধারণা না থাকলে সংস্কৃতে অনুবাদ করা সম্ভব নয়। সংস্কৃত অনুবাদ শিক্ষার জন্য অব্যয়ীভাব সমাস জানা আবশ্যক। সপ্তম, অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের এক অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। এছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর , WBSSC(SLST) পরীক্ষার্থীদের সমাস প্রকরণ কন্ঠস্থ করতে হবে।
আমরা জানব সংস্কৃত ভাষায় অব্যয়ীভাব সমাস কাকে বলে ও অব্যয়ীভাব সমাস নির্ণয়ের বিভিন্ন নিয়ম ও সূত্র। এখানে আপনাদের সাহায্যার্থে অব্যয়ীভাব সমাসের পুরো বিষয়টিকে খুব সহজভাবে তুলে ধরতে চাইছি, যাতে খুব সহজে আপনাদের বোধগম্য হয়।
অব্যয়ীভাব সমাস কাকে বলে
পূর্বপদার্থপ্রধানোহব্যয়ীভাবঃ
অর্থাৎ যে সমাসে পূর্ব পদে থাকা অব্যয়ের অর্থই প্রাধান্য লাভ করে, তাকে অব্যয়ীভাব সমাস বলে। যেমন –
ভিক্ষায়াঃ অভাবঃ। এখানে দুটি পদ ভিক্ষার অভাব সূচিত করা অর্থে দুর্ভিক্ষা পদ গঠিত হয়েছে। দুঃ শব্দটি অভাব দ্যোতনা করেছে এবং অব্যয়ীভাব সমাস যেহেতু ক্লীবলিঙ্গ হয় তাই দুর্ভিক্ষা স্থানে দুর্ভিক্ষম্ পদটি সিদ্ধ হয়েছে।
অব্যয়ীভাব সমাসের বিবিধ সূত্র সহ নিয়ম
অব্যয়ীভাব সমাসের নিয়মগুলি সূত্র সহ আলোচনা করব। কিন্ত অল্পবয়সী শিক্ষার্থীদের শুধুমাত্র সূত্রে বুঝতে অসুবিধা হবে। তাই সূত্রের অর্থকে ভেঙে ভেঙে আলোচনা করা হলো।
অব্যয়ীভাবশ্চ
অব্যয়ীভাব সমাসে সমাসবদ্ধ পদটি ক্লীবলিঙ্গ হয়।
হ্রস্বো নপুংসকে প্রাতিপদিকস্য
অব্যয়ীভাব সমাসে সমাসবদ্ধ পদান্তের দীরঘস্বরটি হ্রস্বস্বর হয়ে যায়। অর্থাৎ আ>অ, ঈ>ই, ঊ>উ হয়। গঙ্গায়াঃ সমীপম্ = উপগঙ্গম্। উপগঙ্গা পদের অন্তস্থিত ‘আ’ স্থানে ‘অ’ হয়ে ‘উপগঙ্গম্’ এবং ক্লীবলিঙ্গ হওয়ায় ‘উপগঙ্গম্’ পদ হয়েছে।
নদ্যাঃ সমীপম্ = উপনদি, এখানে দীর্ঘ ঈ-কার হ্রস্ব ই-কার হয়েছে। আবার বিকল্পে ঈ-কার স্থানে অ-কার হয়। যেমন- উপনদম্।
অবায়ং বিভক্তি-সমীপ-সমৃদ্ধি- বৃদ্ধ্যর্থাভাবাত্যয়াসম্প্রতি-শব্দ-প্রাদুর্ভাব- পশ্চাদ্- যথানুপূর্ব্য-যৌগপদ্য- সাদৃশ্য-সম্পত্তি সাকল্যান্ত-বচনেষু
বিভক্তি, সমীপ, সমৃদ্ধি, বান্ধি, অভাব, অত্যয়, অসম্প্রতি, শব্দপ্রাদুর্ভাব, পশ্চাৎ, যোগ্যতা, বীপ্সা, অনতিক্রম, সাদৃশ্য, আনুপূর্ব্য, যৌগপদা, সম্পত্তি, সাবলা , পর্যন্ত প্রভৃতি অর্থে পূর্ববর্তী অব্যয় পদের সঙ্গ পরবর্তী শব্দের অব্যয়ীভাব সমাস হয়।
সামীপ্য বা কাছে থাকা অর্থে
- কণ্ঠস্য সমীপম্ = উপকণ্ঠম্
- গঙ্গায়াঃ সমীপম্ = উপগঙ্গম্
- কুলস্য সমীপম্ = উপকূলম্
- নদ্যাঃ সমীপম্ = উপনদি/উপনদম্
- গিরেঃ সমীপম্ = উপগিরি/উপগিরম্
- গ্রামস্য সমীপম্ = উপগ্রামম্
- বনস্য সমীপম্ = উপবনম্
- গৃহস্য সমীপম্ = উপগৃহম্
- কৃষ্ণস্য সমীপম্ = উপকৃয়ম্
সমৃদ্ধি বা অতিরিক্ত ধনসম্পদ অর্থে
- মদ্রাণাং সমৃদ্ধিঃ = সমুদ্রম্
- বঙ্গানাং সমৃদ্ধিঃ = সুবঙ্গম্
- ভারতস্য সমৃদ্ধিঃ = সুভারতম্
ব্যৃদ্ধি বা নাশ, ধ্বংস অর্থে
- যবনানাম্ ব্যৃদ্ধিঃ = দুর্যবনম্
অভাব বা শূন্যতা অর্থে
- মক্ষিকাণাম্ অভাবঃ = নির্মক্ষিকম্
- জনানাম্ অভাবঃ = নির্জনম্
- বিঘ্নস্য অভাবঃ = নির্বিঘ্নম্
- ভিক্ষায়াঃ অভাবঃ = দুর্ভিক্ষম্
- পাপস্য অভাবঃ = অপাপম্
অত্যয় বা নাশ অর্থে
- হিমস্য অত্যয়ঃ = অতিহিমম্
- কষ্টস্য অত্যয়ঃ = অতিকষ্টম্
- পীড়ায়াঃ অত্যয়ঃ = অতিপীড়ম্
- বাধায়াঃ অত্যয়ঃ = অতিবাধম্
অসম্প্ৰতি বা এখন উচিত নয় অর্থে
- নিদ্রা সম্প্রতি ন যুজ্যতে = অতিনিদ্রম্
- শোকঃ সম্প্রতি ন যুজ্যতে = অতিশোকম্
পশ্চাৎ বা পিছনে অর্থে
- বিষ্ণোঃ পশ্চাৎ = অনুবিষ্ণু
- গৃহস্য পশ্চাৎ = অনুগৃহম্
- রথস্য পশ্চাৎ = অনুরথম্
- শিবস্য পশ্চাৎ = অনুশিবম্
- গোঃ পশ্চাৎ = অনুগবম্
- অক্ষোঃ পশ্চাৎ = অন্বক্ষম্
যোগ্যতা বা উপযুক্ত হওয়া অর্থে
- রূপস্য যোগ্যম্ = অনুরূপম্
- দানস্য যোগ্যম্ = অনুদানম্
- কূলস্য যোগ্যম্ = অনুকূলম্
বীপ্সা বা দুবার বলা অর্থে
- দিনং দিনম্ = প্রতিদিনম্
- অহনি অহনি = প্রত্যহম্
- গৃহং গৃহম্ = প্রতিগৃহম্
- নগরং নগরম্ = প্রতিনগরম্
- বনং বনম্ = প্রতিবনম্
- ক্ষণে ক্ষণে = প্রতিক্ষণম্
অনতিবৃত্তি বা সীমার ভিতর থাকা অর্থে
- শক্তিম্ অনতিক্রম্য = যথাশক্তি
- যোগ্যম্ অনতিক্রম্য = যথাযোগ্যম
- বিধিম্ অনতিক্রম্য = যথাবিধি
- ইচ্ছাম্ অনতিক্রম্য = যথেচ্ছম্
- কালম্ অনতিক্রম্য = যথাকালম্
- সুখম্ অনতিক্রম্য = যথাসুখম্
- জ্ঞানম্ অনতিক্রম্য = যথাজ্ঞানম্
- সাধ্যম্ অনতিক্রম্য = যথাসাধ্যম্
সাদৃশ্য বা সমানতা অর্থে
- হরেঃ সাদৃশ্যম্ = সহরি
- পদ্মস্য সাদৃশ্যম্ = সপদ্মম্
- শিবস্য সাদৃশ্যম্ = সশিবম্
যথাহসাদৃশ্যে
সাদৃশ্য না বোঝালে যথা শব্দের সঙ্গে অব্যয়ীভাব সমাস হয়। যেমন-
- বিধিম্ অনতিক্রম্য = যথাবিধি
- বৃদ্ধম্ অনতিক্রম্য = যথাবৃদ্ধম্
- শক্তিম্ অনতিক্রম্য = যথাশক্তি
কিন্তু সাদৃশ্য অর্থে অব্যয়ীভাব সমাস হয়। যেমন-
যথা হরিঃ তথা হরঃ
সংখ্যা বংশেন
সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিদ্যা বা জন্মের দ্বারা একবংশীয় শব্দের সমাহার বোঝালে অব্যয়ীভাব সমাস হয়। যেমন-
- দ্বৌ মুনী বংশ্যৌ = দ্বিমুনি
- ত্রয়ঃ মুনয়ঃ বংশ্যাঃ = ত্রিমুনি
নদীভ্যশ্চ
সংখ্যাবাচক শব্দের সঙ্গে নদীবাচক শব্দের সমাহার বোঝালে অব্যয়ীভাব সমাস হয়। যেমন –
সপ্তানাং গঙ্গানাং সমাহারঃ = সপ্তগঙ্গম্
এই সমাসবদ্ধ পদটি সমাহার দ্বিগু হওয়া উচিত। কিন্তু সংখ্যাবাচক ‘সপ্ত’ শব্দের সঙ্গে নদীবাচক ‘গঙ্গা’ শব্দের সমাহার হওয়ায় সমাসবদ্ধ পদটি অব্যয়ীভাব সমাস হয়েছে।
অনুরূপ আলোচনা
সমাসগুলি সম্পর্কে জানতে Link এ Click করুন
- সংস্কৃত সমাস প্রকরণ👈
- সংস্কৃত অব্যয়ীভাব সমাস
- সংস্কৃত বহুব্রীহি সমাস👈
- সংস্কৃত দ্বন্দ্ব সমাস👈
- সংস্কৃত তৎপুরুষ সমাস👈
- সংস্কৃত কর্মধারয় সমাস👈
- সংস্কৃত দ্বিগু সমাস👈
- ব্যাসবাক্য সহ সমাস নির্ণয়👈
অব্যয়ীভাব সমাস থেকে জিজ্ঞাস্য
ক্লীবলিঙ্গ।
অব্যয়পদ।
মক্ষিকাণাম্ অভাবঃ = নির্মক্ষিকম্, অব্যয়ীভাব সমাস।
ধন্যবাদ
আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈
আমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে CLICK HERE👈