সংস্কৃত সমাস

এই অধ্যায়ের আলোচ্য বিষয় সংস্কৃত সমাস । এখানে কিছু সুনির্দিষ্ট সমাসবদ্ধ পদের ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করা হয়েছে । সংস্কৃত সমাস প্রকরণ সম্পর্কে সম্যক ধারণা না থাকলে সংস্কৃতে অনুবাদ করা সম্ভব নয়। সংস্কৃত অনুবাদ শিক্ষার জন্য সমাস প্রকরণ জানা আবশ্যক। সপ্তম, অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের এক অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। এছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর , WBSSC(SLST) পরীক্ষার্থীদের সমাস প্রকরণ কন্ঠস্থ করতে হবে। এই সমাস নির্ণয়গুলি উচ্চমাধ্যমিক 2025 এর জন্য Suggestive কিছু দেওয়া হয়েছে।

আমরা জানব সংস্কৃত ভাষায় সমাস কাকে বলে ও সমাস কতরকমের ও কী কী অর্থাৎ সমাসের শ্রেণীবিভাগ, সমাস নির্ণয়ের বিভিন্ন নিয়ম ও সূত্র। এখানে আপনাদের সাহায্যার্থে সমাসের পুরো বিষয়টিকে খুব সহজভাবে তুলে ধরতে চাইছি, যাতে খুব সহজে আপনাদের বোধগম্য হয়। সংস্কৃত সমাস প্রকরণ। সমাস শব্দের ব্যুত্পত্তিগত অর্থ সংক্ষেপ। সংস্কৃত ভাষায় সমাস এক অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। দ্বাদশ শ্রেণী ছাড়াও স্নাতক ও অনান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় সমাস সম্পর্কে সঠিক ধারণা না থাকলে শিক্ষার্থীদের খুব অসুবিধার সম্মুখীন হতে হয়।

সমাসবদ্ধ পদব্যাসবাক্যসমাসের নাম
দুর্ভিক্ষম্ভিক্ষায়াঃ অভাবঃঅব্যয়ীভাব সমাস
পীতাম্বরঃপীতম্ অম্বরং যস্য সঃবহুব্রীহী সমাস
পিতরৌমাতা চ পিতা চইতরেতর দ্বন্দ্ব সমাস
অহিনকুলম্অহয়শ্চ নকুলাশ্চসমাহার দ্বন্দ্ব সমাস
নীললোহিতঃনীলশ্চাসৌ লোহিতশ্চেতিকর্মধারয় সমাস

ব্যাসবাক্যসহ সমাস

উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ‘Suggestive’ সংস্কৃত ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় অত্যন্ত সুচারুভাবে লিখিত হল। পরবর্তী অন্য একটি অধ্যায়ে বিস্তারিতভাবে সমাসের শ্রণিবিভাগ নিয়ে আলোচনা করবো।

1)যথাশক্তি শক্তিমনতিক্রম্য অব্যয়ীভাব সমাস।

2) যথাবিধি বিধিমনতিক্রম্য অব্যয়ীভাব সমাস।

3) দুর্ভিক্ষম্ ভিক্ষায়াঃ অভাবঃ অব্যয়ীভাব সমাস।

4) প্রত্যহম্ অহনি অহনি অব্যয়ীভাব সমাস।

5) প্রতিদিনম্ দিনম্ দিনম্ অব্যয়ীভাব সমাস।

6) উপকৃষ্ণম্ কৃষ্ণস্য সমীপম্ অব্যয়ীভাব সমাস।

7) উপবনম্ বনস্য সমীপম্ অব্যয়ীভাব সমাস।

8) উপগঙ্গম্ গঙ্গায়াঃ সমীপম্ অব্যয়ীভাব সমাস।

9) অনুগঙ্গম্ গঙ্গায়াঃ অনু অব্যয়ীভাব সমাস।

10) পীতাম্বরঃ পীতম্ অম্বরং যস্য সঃ বহুব্রীহী সমাস।

11) চক্রপাণিঃ চক্রং পাণৌ যস্য সঃ বহুব্রীহী সমাস।

12) বীণাপাণিঃ বীণা পাণৌ যস্যাঃ সা বহুব্রীহী সমাস।

13) স্থিরবুদ্ধিঃ স্থিরা বুদ্ধিঃ যস্য সঃ বহুব্রীহী সমাস।

14) সীতাজানিঃ সীতা জায়া যস্য সঃ বহুব্রীহী সমাস।

15) যুবজানিঃ যুবতিঃ জায়া যস্য সঃ বহুব্রীহী সমাস।

16) নদীমাতৃকঃ নদী মাতা যস্য সঃ বহুব্রীহী সমাস।

17) কেশাকেশি কেশেষু কেশেষু গৃহীত্বা ইদং যুদ্ধং প্রবৃত্তম্ ব্যতিহার বহুব্রীহী সমাস।

18) সপুত্র পুত্রেণ সহ বর্তমানঃ বহুব্রীহী সমাস।

19) পিতরৌ মাতা চ পিতা চ ইতরেতর দ্বন্দ্ব সমাস।

20) দম্পতী জায়া চ পতিশ্চ ইতরেতর দ্বন্দ্ব সমাস।

21) হরিহরৌ হরিশ্চ হরশ্চ ইতরেতর দ্বন্দ্ব সমাস।

22) অগ্নীষমৌ অগ্নিশ্চ সোমশ্চ ইতরেতর দ্বন্দ্ব সমাস।

23) মিত্রাবরুণৌ মিত্রশ্চ বরুণশ্চ ইতরেতর দ্বন্দ্ব সমাস।

24) অহর্নিশম্ অহশ্চ নিশা চ সমাহার দ্বন্দ্ব সমাস।

25) অহিনকুলম্ অহয়শ্চ নকুলাশ্চ সমাহার দ্বন্দ্ব সমাস।

26) পাণিপাদম্ পাণী চ পাদৌ চ সমাহার দ্বন্দ্ব সমাস।

27) নক্তন্দিবম্ নক্তঞ্চ দিবা চ সমাহার দ্বন্দ্ব সমাস।

28) সুখমাপন্নঃ সুখম্ আপন্নঃ দ্বিতীয়া তৎপুরুষ সমাস।

29) শরণাগতঃ শরণম্ আগতঃ দ্বিতীয়া তৎপুরুষ সমাস।

30) শরণাপন্নঃ শরণম্ আপন্নঃ দ্বিতীয়া তৎপুরুষ সমাস।

31) অগ্নিদগ্ধঃ অগ্নিনা দগ্ধঃ তৃতীয়া তৎপুরুষ সমাস।

32) শরবিদ্ধঃ শরেণ বিদ্ধঃ তৃতীয়া তৎপুরুষ সমাস।

33) সিংহভয়ম্ সিংহাৎ ভয়ম্ পঞ্চমী তৎপুরুষ সমাস।

34) মেঘমুক্তঃ মেঘাৎ মুক্তঃ পঞ্চমী তৎপুরুষ সমাস।

35) রাজপুত্রঃ রাজ্ঞঃ পুত্রঃ ষষ্ঠী তৎপুরুষ সমাস।

36) রাজপুরুষঃ রাজ্ঞঃ পুরুষঃ ষষ্ঠী তৎপুরুষ সমাস।

37) রামানুজঃ রামস্য অনুজঃ ষষ্ঠী তৎপুরুষ সমাস।

38) ভীষ্মজননী ভীষ্মস্য জননী ষষ্ঠী তৎপুরুষ সমাস।

38) বৃক্ষচ্ছায়ম্ বৃক্ষাণাং ছায়া ষষ্ঠী তৎপুরুষ সমাস।

39) বৃক্ষচ্ছায়া বৃক্ষস্য ছায়া ষষ্ঠী তৎপুরুষ সমাস।

40) ইক্ষুচ্ছায়ম্ ইক্ষূণাং ছায়া ষষ্ঠী তৎপুরুষ সমাস।

41) দৈত্যারিঃ দৈতানাম্ অরিঃ ষষ্ঠী তৎপুরুষ সমাস।

42) কুম্ভকারঃ কুম্ভং করোতি যঃ সঃ উপপদ তৎপুরুষ সমাস।

43) পঙ্কজম্ পঙ্কে জায়তে যৎ তৎ উপপদ তৎপুরুষ সমাস।

44) অসুখম্ ন সুখম্ নঞ্ তৎপুরুষ সমাস।

45) নীলোৎপলম্ নীলম্ উৎপলম্ কর্মধারয় সমাস।

46) মহারাজঃ মহান্ রাজা কর্মধারয় সমাস।

47) রাজর্ষিঃ যঃ রাজা সঃ ঋষিঃ কর্মধারয় সমাস।

48) নীললোহিতঃ নীলশ্চাসৌ লোহিতশ্চেতি কর্মধারয় সমাস।

49) হৃষ্টপুষ্টঃ হৃষ্টশ্চাসৌ পুষ্টশ্চেতি কর্মধারয় সমাস।

50) স্নাতানুলিপ্তঃ পূর্বং স্নাতঃ পশ্চাৎ অনুলিপ্তঃ কর্মধারয় সমাস।

51) সুপ্তোত্থিতঃ পূর্বং সুপ্তঃ পশ্চাৎ উত্থিতঃ কর্মধারয় সমাস।

52) ঘনশ্যামঃ ঘন ইব শ্যামঃ উপমান কর্মধারয় সমাস।

53) তুষারধবলম্ তুষার ইব ধবলম্ উপমান কর্মধারয় সমাস।

54) পদকমলম্ পদং কমলম্ ইব উপমিত কর্মধারয় সমাস।

55) বিদ্যারত্নম্ বিদ্যা এব রত্নম্ রূপক কর্মধারয় সমাস।

56) ত্রিভুবনম্ ত্রয়ানাং ভুবনানাং সমাহারঃ দ্বিগু সমাস।

57) পঞ্চবটী পঞ্চানাং বটানাং সমাহারঃ দ্বিগু সমাস।

58) ত্রিপদী ত্রয়ানাং পদানাং সমাহারঃ দ্বিগু সমাস।

59) গ্রামান্তরম্ অন্যঃ গ্রামঃ নিত্য সমাস।

60) দেশান্তরম্ অন্যঃ দেশঃ নিত্য সমাস।

সমাসের বিশদ বিবরণ

নিম্নলিখিত সমাসগুলি সম্পর্কে জানতে Link এ click করুন।

সমাস সম্পর্কে জিজ্ঞাস্য

1) সমাস শব্দের অর্থ কী?

সংক্ষেপ।

2) সমাস শব্দের ব্যুৎপত্তি কী?

সম্ – অস্ (দিবাদি) + ঘঞ্।

3) বহুব্রীহি সমাসে কোন্ পদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয়?

অন্য পদের।

 

ধন্যবাদ

আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈

আমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে CLICK HERE👈 

Leave a Comment