কারক বিভক্তি নির্ণয়

এই অধ্যায়ের আলোচ্য বিষয় কারক বিভক্তি নির্ণয় । উচ্চ মাধ্যমিক ও অন্যান্য প্রতিযোগিতা মূলক পরীক্ষায় কারক – বিভক্তি নির্ণয়ের প্রশ্ন থাকে। কারক বিভক্তির সঠিক জ্ঞান থাকলেই কারক বিভক্তি নির্ণয় করা সম্ভব। সংস্কৃত অনুবাদ শিক্ষার জন্য কারক বিভক্তি নির্ণয় জানা আবশ্যক। সপ্তম, অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের এক অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। এছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর , WBSSC(SLST) পরীক্ষার্থীদের এই কারক বিভক্তি নির্ণয় কন্ঠস্থ করতে হবে। এই কারক বিভক্তি নির্ণয়গুলি উচ্চমাধ্যমিক 2025 এর জন্য Suggestive কিছু দেওয়া হয়েছে।

‘করোতি (ক্রিয়াং নির্বর্তয়তি) ইতি কারকম্ অর্থাৎ যে কার্য করে, সেই কারক, এরূপ ব্যুৎপত্তি করে কারক শব্দটি পাওয়া যায়। কিন্তু ব্যুৎপত্তিগত অর্থ ধরলে একমাত্র কর্তাই কারক হতে পারে, কেননা প্রকৃতপক্ষে কর্তাই কার্য সম্পাদন করে। তাই কারকের সংজ্ঞা দেওয়া হয়েছে— ক্রিয়ান্বয়ি কারকম্ অর্থাৎ কার্যসাধন ব্যাপারে ক্রিয়ার সঙ্গে যার মুখ্য বা গৌণ অন্বয় বা সম্বন্ধ আছে, তাকে কারক বলে।

বিশেষ বিশেষ বিভক্তির সাহায্যেই বিভিন্ন কারকের অর্থ প্রকাশিত হয়। যথা— নৃপঃ তীর্থক্ষেত্রে কোষাৎ স্বহস্তেন দরিদ্রায় ধনং দদাতি ।

কঃ দদাতি — নৃপঃ।কস্মৈ দদাতি — দরিদ্রায় ।
কিং দদাতি — ধনম্ ।কুতঃ দদাতি — কোষাৎ ।
কেন দদাতি — স্বহস্তেন।কুত্র দদাতি — তীর্থক্ষেত্রে।

এইরূপে ‘দদাতি’ এই ক্রিয়াপদের সঙ্গে বাক্যস্থিত অন্য ছয়টি পদের অন্বয় আছে ; সুতরাং এই ছয়টিই কারক।

ষট্ কারকাণি — কারক ছয়টি। যথা— কর্তা, কর্ম, করণ, সম্প্রদান, অপাদান ও অধিকরণ।

রাম! বারাণ্যাঃ দরিদ্রায় ধনং দদাতি —এই বাক্যে ‘রাম’ এই সম্বোধন পদের সঙ্গে এবং ‘বারাণ্যাঃ’ এই সম্বন্ধ পদের সঙ্গে ‘দদাতি’ এই ক্রিয়ার কোনরূপ মুখ্য বা গৌণ সম্বন্ধ নাই। এইজন্য সম্বোধন পদ এবং সম্বন্ধ পদ কারক নয় ।

অপাদান-সম্প্রদান-করণাধারকর্মণাম্।

কর্তুশ্চান্যোঽন্যসন্দেহে পরমেব প্রবর্ততে।।

একই প্রাতিপদিকে একাধিক কারকের সম্ভাবনা হলে অপাদান, সম্প্রদান, করণ, অধিকরণ, কর্ম, কর্তা এই ক্রমে যেটি পরে আছে, সেটিই হবে, পূর্বেরটি হবে না। যথা— গঙ্গাং গত্বা স্নাতি ( অধিকরণ ও কর্ম মধ্যে কর্ম) , বিপ্রান্ আহূয় যচ্ছতি (সম্প্রদান ও কর্মমধ্যে কর্ম ) ; গৃহং প্রবিশ্য নির্গচ্ছতি ( অপাদান ও কর্মমধ্যে কর্ম); বিপ্রায় দত্ত্বা গৃহ্নাতি ( অপাদান ও সম্প্রদান মধ্যে সম্প্রদান); অস্তি ঘটঃ পশু ( কর্ম ও কর্তার মধ্যে কর্তা )।

সকারণ কারক বিভক্তি নির্ণয়

নিম্ন স্থূলাক্ষর পদগুলোর কারক বিভক্তি নির্ণয় দেওয়া হল। স্নাতক বা স্নাতকোত্তর পরীক্ষার্থীদের ক্ষেত্রে সূত্রসহ কারক ও বিভক্তি করতে হবে। যেমন – বালকঃ চন্দ্রং পশ্যতি। এখানে চন্দ্রং পদে “কর্তুরীপ্সিততমম্ কর্ম” সূত্র অনুসারে কর্মকারক ও “কর্মণি দ্বিতীয়া” সূত্রানুসারে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের উপযুক্ত উত্তর করা হয়েছে।

উদাহরণ: কারক-বিভক্তি নির্ণয়

নিম্নে গুরুত্বপূর্ণ কয়েকটি কারক বিভক্তি নির্ণয়ের উদাহরণ দেওয়া হল-

(1) বালকঃ অঙ্গনে ক্রীড়তি।

উত্তর:- কর্তৃকারকে প্রথমা

2) দশরথঃ ইতি রাজা আসীৎ।

উত্তর:- ইতি অব্যয়যোগে প্রথমা।

3) কর্ণঃ দাতেতি বিশ্রুতঃ।

উত্তর:- ইতি অব্যয়যোগে প্রথমা।

4) অপর্ণেতি বালিকা আসীৎ।

উত্তর:- ইতি অব্যয়যোগে প্রথমা।

5) বালিকয়া পুষ্পং দৃশ্যতে।

উত্তর:- উক্ত কর্মে প্রথমা।

6) শিশুনা চন্দ্রঃ দৃশ্যতে।

উত্তর :- উক্ত কর্মে প্রথমা।

7) কাকেভ্যঃ মোদকং রক্ষ।

উত্তর:- ঈপ্সিততম অর্থে কর্মকারকে দ্বিতীয়া।

8) মুক্তয়ে হরিং ভজতি।

উত্তর:- কর্মকারকে দ্বিতীয়া।

9) মাসং পঠতি পুস্তকম্।

উত্তর :- ব্যাপ্তি অর্থে দ্বিতীয়া।

10) গ্রামং নিকষা নদী।

উত্তর:- নিকষা শব্দযোগে দ্বিতীয়া।

11) মৎস্য জলং বিনা ন জীবতি।

উত্তর:- বিনা শব্দযোগে দ্বিতীয়া।

12) দ্রুতং গচ্ছতি বালিকা।

উত্তর :- ক্রিয়াবিশেষণে দ্বিতীয়া।

13) অশ্বঃ দ্রতং ধাবতি ।

উত্তর :- ক্রিয়াবিশেষণে দ্বিতীয়া।

14) বিদ্যয়া বিনা জীবনং ব্যর্থম্।

উত্তর:- বিনা শব্দযোগে তৃতীয়া।

15) ভিক্ষুকঃ পাদেন খঞ্জঃ।

উত্তর:- অঙ্গবিকারে তৃতীয়া।

16) বৃদ্ধঃ পৃষ্ঠেন কুব্জঃ।

উত্তর:- অঙ্গবিকারে তৃতীয়া।

17) স কর্ণেন বধিরঃ।

উত্তর:- অঙ্গবিকারে তৃতীয়া।

18) মুখেন ত্রলোচনঃ।

উত্তর:- অঙ্গবিকারে তৃতীয়া।

19) বপুষা চতুর্ভুজঃ।

উত্তর:- অঙ্গবিকারে তৃতীয়া।

20) স মাসেন ব্যাকরণমপঠৎ।

উত্তর :- অপবর্গে তৃতীয়া।

21) দঃখেন রোদিতি নারী।

উত্তর :- হেতু অর্থে তৃতীয়া।

22) মহ্যং রসগোলকং রোচতে।

উত্তর:- রুচ্ ধাতুর যোগে সম্প্রদানে চতুর্থী।

23) গণেশায় মোদকঃ রোচতে।

উত্তর:- রুচ্ ধাতুর যোগে সম্প্রদানে চতুর্থী।

24) শিবায় নমঃ।

উত্তর:- নমস্ শব্দযোগে চতুর্থী।

25) কৃষ্ণায় স্বস্তি।

উত্তর:- স্বস্তি শব্দযোগে চতুর্থী।

26) মশকায় ধূমঃ।

উত্তর :- তাদর্থ্যে চতুর্থী।

27) কুন্ডলায় হিরণ্যম্।

উত্তর :- তাদর্থ্যে চতুর্থী।

28) পাকায় গচ্ছতি বধূঃ।

উত্তর :- তুমর্থে চতুর্থী।

29) যাগায় যাতি বিপ্রঃ।

উত্তর :- তুমর্থে চতুর্থী।

30) ফলেভ্যঃ উদ্যানং যাতি।

উত্তর :- তুমুন্ প্রত্যয়ান্ত ক্রিয়াপদ উহ্য থাকায় কর্মে চতুর্থী।

31) সর্পাৎ বিভেতি বালকঃ।

উত্তর:- ভী ধাতুর যোগে অপাদানে পঞ্চমী।

32) মূষিকঃ মার্জারাৎ বিভেতি।

উত্তর:- ভী ধাতুর যোগে অপাদানে পঞ্চমী।

33) বালকঃ জনকাৎ বিভেতি।

উত্তর:- ভী ধাতুর যোগে অপাদানে পঞ্চমী।

34) স প্রাসাদাৎ প্রক্ষতে।

উত্তর:- ল্যব্ লোপে কর্মে পঞ্চমী।

35) ধনাৎ বিদ্যা গরীয়সী।

উত্তর:- অপেক্ষার্থে পঞ্চমী।

36) রামঃ শ্যামাৎ উচ্চতরঃ।

উত্তর:- অপেক্ষার্থে পঞ্চমী।

37) ভয়াৎ কম্পতে বালিকা।

উত্তর :- হেতু অর্থে পঞ্চমী।

38) ইদং জগৎ কৃষ্ণস্য কৃতিঃ।

উত্তর:- কৃৎ প্রত্যয়ান্ত শব্দের যোগে কর্তায় ষষ্ঠী।

39) তস্য লেখনং সুন্দরম্ অস্তি।

উত্তর:- কর্তায় ষষ্ঠী।

40) বিদ্বান্ সর্বেষাং পূজিতঃ।

উত্তর:- বর্তমানকালে বিহিত ক্ত প্রত্যয়যোগে কর্তায় ষষ্ঠী।

41) ক্রন্দতঃ পুত্রস্য মাতা জগাম।

উত্তর :- অনাদরে ষষ্ঠী।

42) কবীনাং কালিদাসঃ শ্রেষ্ঠঃ।

উত্তর:- নির্ধারণে ষষ্ঠী।

43) বিহগাং বায়সঃ ধূর্তঃ।

উত্তর:- নির্ধারণে ষষ্ঠী।

44) কবিষু কালিদাসঃ শ্রেষ্ঠঃ।

উত্তর:- নির্ধারণে সপ্তমী।

45) পর্বতেষু হিমালয়ঃ শ্রেষ্ঠঃ।

উত্তর:- নির্ধারণে সপ্তমী।

46) কেশেষু চমরীং হন্তি।

উত্তর:- নিমিত্তাৎ কর্মে সপ্তমী।

47) চর্মণি দ্বিপীনং হন্তি ।

উত্তর :- নিমিত্তাৎ কর্মে সপ্তমী।

48) সূর্যে উদিতে পদ্মং প্রকাশতে।

উত্তর:- ভাবে সপ্তমী।

49) সমাগতে বসন্তে কোকিলাঃ কূজন্তি।

উত্তর :- ভাবে সপ্তমী।

50) কেশেষু গৃহীতা কৃষ্ণা।

উত্তর:- অবচ্ছেদে সপ্তমী।

51) করে ধৃত্বা স মাং প্রাহ।

উত্তর:- অবচ্ছেদে সপ্তমী।

কারক বিভক্তি হতে অনুরূপ পাঠ

কারকগুলি সম্পর্কে জানতে Link এ Click করুন

কারক বিভক্তি নির্ণয় থেকে জিজ্ঞাস্য(FAQ)
1) কর্তার ঈপ্সিততম বিষয়ে কোন্ কারক হয়?

কর্মকারক হয়।

2) নির্ধারণ বোঝালে কোন্ বিভক্তি হয়?

ষষ্ঠী ও সপ্তমী বিভক্তি হয়।

3) ভয়ের হেতু কোন্ কারক হয়?

অপাদানকারক।

ধন্যবাদ

আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈

আমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে CLICK HERE👈 

4 thoughts on “কারক বিভক্তি নির্ণয়”

  1. ধর্ম,সত্যন্,মোনৌ যোগেন,ধমতি, জু রূ,প্রস্মাকঃ
    এই পদগুলোর কারক ও বিভক্তি কী হবে?

    Reply
        • “ক্রুধদ্রুহের্ষ্যাসূয়ার্থানাং যং প্রতি কোপঃ” সূত্রানুসারে ‘যার প্রতি কোপ’ অর্থে ক্রোধাদি ধাতুর প্রয়োগে সম্প্রদান কারক হয়। কিন্তু ‘ভৃত্যম্ অভিক্রুধ্যতি’ বাক্যে ক্রুধ্ ধাতুর পূর্বে উপসর্গ যুক্ত আছে। তাই “ক্রুধদ্রুহোরুপসৃষ্ঠয়োঃ কর্ম” সূত্রানুসারে ভৃত্যম্ পদে কর্ম কারক হবে এবং “কর্মণি দ্বিতীয়া” সূত্রানুসারে দ্বিতীয়া বিভক্তি হবে।

          Reply

Leave a Comment