ছয়টি কারকের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সম্প্রদান কারক। সংস্কৃত সম্প্রদান কারক ও চতুর্থী বিভক্তি বাংলা ভাষায় অতীব সহজ-সরল ভাবে বর্ণিত হয়েছে। সংস্কৃত অনুবাদ শিক্ষার জন্য কারক বিভক্তি জানা আবশ্যক। সপ্তম, অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের এক অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। এছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর , WBSSC(SLST) পরীক্ষার্থীদের এই সংস্কৃত সম্প্রদান কারক ও চতুর্থী বিভক্তি কন্ঠস্থ করতে হবে।
সম্প্রদান কারক
1)কর্মণা যমভিপ্রৈতি স সম্প্রদানম্ :— কর্তা দানার্থক ধাতুর কর্ম দ্বারা যাকে সম্বন্ধ করতে ইচ্ছা করে, তাকে সম্প্রদান কারক বলে। সম্প্রদান বলতে বোঝায়, নিজ স্বত্ব বিনাশ করে পরস্বত্ব উৎপন্ন করা। যেমন—
- রাজা দরিদ্রায় বস্ত্রং যচ্ছতি।
- নৃপঃ বিপ্রায় গাং দদাতি।
- বালকঃ ভিক্ষুকায় অন্নং যচ্ছতি।
2) ক্রিয়য়া যমভিপ্রৈতি সোহপি সম্প্রদানম্ :— কর্তা ক্রিয়া দ্বারা যার প্রীতি বা সন্তুষ্টি বিধান করে অর্থাৎ কর্তা যার উদ্দেশ্য ক্রিয়া সম্পাদন করে, তাও সম্প্রদান কারক হয়। যেমন—
- মাতা পুত্রায় চন্দ্রং দর্শয়তি।
- মাতা কন্যায়ৈ চন্দ্রং দর্শয়তি।
3) রুচ্যর্থানাং প্রীয়মাণঃ:— রুচ্যর্থক ধাতুর প্রয়োগে প্রীয়মাণ অর্থাৎ যে প্রীতি অনুভব করে সে সম্প্রদান কারক হয়। যেমন—
- শিশবে রোচতে মোদকঃ।
- হরয়ে রোচতে ভক্তিঃ।
4) স্পৃহেরীপ্সিতঃ :— চুরাদি স্পৃহ্ ধাতুর প্রয়োগে কর্তার ঈপ্সিত বস্তু সম্প্রদান কারক হয়। যেমন—
- বালিকা পুষ্পেভ্যঃ স্পৃহয়তি।
- সর্বে ধনায় স্পৃহয়ন্তি।
ঈপ্সিতমাত্রেই এই নিয়ম। কিন্তু ঈপ্সিততম বোঝালে সম্প্রদান কারক হয় না, তখন কর্ম কারক হয়। যেমন—
- বালিকা পুষ্পানি স্পৃহয়তি।
5) ধারেরুত্তমর্ণঃ :— ধারি (ধার কর) ধাতুর প্রয়োগে উত্তমর্ণ অর্থাৎ ঋণদাতা সম্প্রদান কারক হয়। যেমন—
- স মহ্যং শতং ধারয়তি।
- অহং তুভ্যং শতং ধারয়ামি।
6) প্রত্যাঙ্ভ্যাং শ্রুবঃ পূর্বস্য কর্তা :— প্রতি ও আঙ্পূর্বক শ্রু ধাতুর প্রয়োগে প্রবর্তনারূপ পূর্ব ব্যাপারের যে কর্তা অর্থাৎ যে ব্যক্তি অপরকে প্রতিশ্রুতি দিতে প্রবৃত্ত করে সে সম্প্রদান কারক হয়। যেমন—
- রাজা দরিদ্রায় অর্থং প্রতিশৃণোতি আশৃণোতি।
7) পরিক্রয়ণে সম্প্রদানমন্যতরস্যাম্ :— নির্দিষ্টকালের জন্য বেতন প্রভৃতি দিয়া নিযুক্ত করা বা ভাড়া করা বোঝালে করণকারক বিকল্পে সম্প্রদানকারক হয়। যেমন—
- শতায় শতেন বা পরিক্রীতো ভৃত্যঃ।
- সহস্রায় সহস্রেণ বা পরিক্রীতং গৃহমিদম্।
8) রাধীক্ষোর্যস্য বিপ্রশ্নঃ :— রাধ্ ধাতু ও ঈক্ষ্ ধাতুর প্রয়োগে যার সম্বন্ধে বিবিধ প্রশ্ন অনুসারে শুভাশুভ পর্যালোচনা করা হয়, সে সম্প্রদান কারক হয়। যেমন—
- গর্গঃ কৃষ্ণায় রাধ্যতি ঈক্ষতে বা।
চতুর্থী বিভক্তি
1)চতুর্থী সম্প্রদানে :— পূর্বে উল্লিখিত সূত্র দ্বারা বিহিত সমস্ত সম্প্রদান কারকের ক্ষেত্রেই এই একটিমাত্র বিভক্তি বিধায়ক সূত্রেই সম্প্রদানে চতুর্থী বিভক্তি হয়। যেমন—
- রাজা দরিদ্রায় বস্ত্রং যচ্ছতি।
- মাতা পুত্রায় চন্দ্রং দর্শয়তি।
- শিশবে রোচতে মোদকঃ।
- বালিকা পুষ্পেভ্যঃ স্পৃহয়তি।
- অহং তুভ্যং শতং ধারয়ামি।
- রাজা দরিদ্রায় অর্থং প্রতিশৃণোতি।
- শতায় পরিক্রীতো ভৃত্যঃ।
- গর্গঃ কৃষ্ণায় রাধ্যতি।
2) তাদর্থ্যে চতুর্থী (বা) :— নিমিত্ত অর্থে চতুর্থী হয়।নিমিত্ত শব্দের অর্থ প্রয়োজন। নিমিত্ত বা প্রয়োজন দুই প্রকার—কোনটি পাওয়া প্রয়োজন এবং কোনটি নিবৃত্ত করা প্রয়োজন। এই দুই প্রকার প্রয়োজনেই চতুর্থী হয়। যেমন—
- যূপায় দারু।
- কুণ্ডলায় হিরণ্যম্।
- রন্ধনায় স্থালী।
- মশকায় ধূমঃ।
- আতপায় ছত্রম্।
3) ক্রিয়ার্থোপপদস্য চ কর্মণি স্থানিনঃ :— ‘ক্রিয়ার্থা ক্রিয়া’ মানে একটি ক্রিয়ার জন্য আর-একটি ক্রিয়া। তুমুন্ প্রত্যয়ান্ত ক্রিয়াপদ উহ্য থাকলে , তা কর্মে চতুর্থী বিভক্তি হয়। যেমন—
- সঃ ফলেভ্যঃ উদ্যানং যাতি।
4) তুমর্থাচ্চ ভাববচনাৎ :— যদি তুমুন্ প্রত্যয়ান্ত পদের পরিবর্তে ভাববাচ্যনিষ্পন্ন অর্থাৎ ভাববাচ্যে নিষ্পন্ন ঘঞ, অনট্ প্রভৃতি কৃদন্ত পদের প্রয়োগ হয়, তাহলে ভাববাচক অর্থাৎ ক্রিয়াবাচক বিশেষ্যপদে চতুর্থী বিভক্তি হয়। যেমন—
- ব্রাক্ষ্মণঃ যাগায় যাতি।
- মাতা পাকায় যাতি।
5) নমঃস্বস্তিস্বাহাস্বধালংবষড্ যোগাচ্চ :— নমস্, স্বস্তি, স্বাহা, স্বধা, অলম্ এবং বষট্ শব্দের যোগে চতুর্থী বিভক্তি হয়। যেমন—
- শিবায় নমঃ।
- গণেশায় নমঃ।
- অগ্নয়ে স্বাহা।
- পিতৃভ্যঃ স্বধা।
- ইন্দ্ৰায় বষট্।
- মল্লঃ মল্লায় অলম্।
অনুরূপ পাঠ
কারকগুলি সম্পর্কে জানতে Link এ Click করুন
- সংস্কৃত কারক-বিভক্তি👈
- সংস্কৃত কর্তৃকারক ও প্রথমা বিভক্তি👈
- সংস্কৃত কর্মকারক ও দ্বিতীয়া বিভক্তি👈
- সংস্কৃত করণকারক ও তৃতীয়া বিভক্তি👈
- সংস্কৃত সম্প্রদান কারক ও চতুর্থী বিভক্তি
- সংস্কৃত অপাদানকারক ও পঞ্চমী বিভক্তি👈
- সংস্কৃত ষষ্ঠী বিভক্তি👈
- সংস্কৃত অধিকরণকারক ও সপ্তমী বিভক্তি👈
- কারক-বিভক্তি নির্ণয় 👈
সম্প্রদান কারক ও চতুর্থী বিভক্তি থেকে জিজ্ঞাস্য
উত্তর- চতুর্থী।
উত্তর- তাদর্থ্যে চতুর্থী।
উত্তর- চতুর্থী।
ধন্যবাদ
আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈
আমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে CLICK HERE👈
ভাস সমস্যা কী? এর উত্তর জানতে Link এ click করুন।