ছয়টি কারকের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ করণকারক। সংস্কৃত করণকারক ও তৃতীয়া বিভক্তি বাংলা ভাষায় অতীব সহজ ভাবে বর্ণিত হয়েছে। সংস্কৃত অনুবাদ শিক্ষার জন্য কারক বিভক্তি জানা আবশ্যক। সপ্তম, অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের এক অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। এছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর , WBSSC(SLST) পরীক্ষার্থীদের এই সংস্কৃত করণকারক ও তৃতীয়া বিভক্তি কন্ঠস্থ করতে হবে।
করণকারক
সংস্কৃত করণকারক ও তৃতীয়া বিভক্তি
সাধকতমং করণম্ :— ক্রিয়া সম্পাদনের বিষয়ে যা সর্বপ্রধান উপাকারক অর্থাৎ উপায় বা সাধন তাকে, করণকারক বলে। যেমন—
- কর্ণেন শৃণোতি নরঃ।
- ছাত্রঃ লেখন্যা লিখতি।
- চক্ষুষা পশ্যতি লোকঃ।
- বালিকা হস্তেন গৃহ্ণাতি।
তৃতীয়া বিভক্তি
1)কতৃকরণয়োস্তৃতীয়া :— অনুক্ত কর্তায় অর্থাৎ কর্মবাচ্য ও ভাববাচ্যের কর্তায় এবং করণকারকে তৃতীয়া বিভক্তি হয়। যেমন—
- রামেণ হতো বালী।
- বাণেন নিহতো মৃগঃ।
উল্লিখিত প্রথম বাক্যে রামেণ অর্থাৎ রাম কর্তৃক (কর্মবাচ্যের কর্তা) এবং দ্বিতীয় বাক্যে বাণেন অর্থাৎ বাণের দ্বারা (করণকারকে) পদ দুটিতে আলোচ্য সূত্রানুসারে তৃতীয়া বিভক্তি হয়েছে।
2) অপবর্গে তৃতীয়া :— ফলপ্রাপ্তির পর ক্রিয়া ত্যাগ বোঝালে কাল ও পথের পরিমাণবাচক শব্দের উত্তর ব্যাপ্তি অর্থে তৃতীয়া হয়। যেমন—
- ছাত্রঃ বর্ষেণ ব্যাকরণম্ অপঠৎ।
- ক্রোশেন পুস্তকম্ অপঠৎ।
কিন্তু কেবলমাত্র ব্যাপ্তি বোঝালে ব্যাপ্তি অর্থে দ্বিতীয়া হয়। আর ব্যাপ্তির সঙ্গে ফলপ্রাপ্তি ও ক্রিয়াসমাপ্তি বোঝালে অপবর্গে তৃতীয়া হবে।
3) সহযুক্তেহপ্রধানে :— সহযুক্তে অর্থাৎ সহ ও তার সমার্থক শব্দযোগে অপ্রধানে তৃতীয়া হয়। সহার্থ শব্দ বলতে সাকম্, সার্ধম্, সমম্ ইত্যাদি। অপ্রধান বলতে সম্মানের দিক হইতে ছোট—এমন কিছু বোঝাবে না। বাক্যের ক্রিয়ার সঙ্গে যার সম্বন্ধ মুখ্য ভাবে দেখানো হয় না, সেইই অপ্রধান। যেমন—
- আচার্যেণ সহ আগত ছাত্রঃ।
- পিতা পুত্রেন সহ গচ্ছতি।
- সীতা রামেণ সহ গচ্ছতি।
4) যেনাঙ্গবিকারঃ :— যে অঙ্গের বিকৃতিবশতঃ অঙ্গী অর্থাৎ দেহীর বিকার দেখা যায়, সেই বিকারযুক্ত অঙ্গে তৃতীয়া হয়। পৃষ্ঠেন কুজঃ। যেমন—
- বালকঃ পাদেন খঞ্জঃ।
- নরঃ চক্ষুষা কানঃ।
- বৃদ্ধঃ পৃষ্ঠেন কুব্জঃ।
- স কর্ণেন বধিরঃ।
হানিবৎ আধিক্যমপি অঙ্গানাং বিকারঃ (বামন) অর্থাৎ এখানে অঙ্গের আধিক্যও বিকার বলেয়া গণ্য হয়। যেমন—
- বপুষা চতুর্ভুজঃ নারায়ণঃ।
- মুখেন ত্রিলোচনঃ।
5) ইত্থম্ভূতলক্ষণে :— ইথম্ভূত বলতে কোন এক প্রকার বিশেষ অবস্থাপ্রাপ্ত দশা বোঝায়, এবং সেই অবস্থাপ্রাপ্ত ব্যক্তির বা বস্তুর যে লক্ষণ বা যে চিহ্নের দ্বারা তা বোঝা যায়, তাতে তৃতীয়া হয়। একে উপলক্ষণে তৃতীয়া বলে। যেমন—
- শিখয়া পরিব্রাজকঃ।
- জটাভিঃ তাপস অপশ্যম্।
6) প্রকৃত্যাদিভ্য উপসংখ্যানম্ (বা) :— ক্রিয়াবিশেষণের মতো ব্যবহৃত হলে প্রকৃতি প্রভৃতি শব্দের উত্তর তৃতীয়া বিভক্তি হয়। যেমন—
- প্রকৃত্যা চারুঃ।
- বেগেন ধাবতি অশ্বঃ।
- গোত্রণ কাশ্যপঃ।
- সুখেন যাতি।
- বিষমেণ এতি।
7) হেতৌ :— হেতু অর্থে হেতু বাচক শব্দের উত্তর তৃতীয়া বিভক্তি হয়। হেতু বলতে কারণ বোঝায়। যেমন—
- দুঃখেন রোদিতি নারী
- হর্ষেণ নৃত্যতি বালিকা
অনুরূপ পাঠ
কারকগুলি সম্পর্কে জানতে Link এ Click করুন
- সংস্কৃত কারক-বিভক্তি👈
- সংস্কৃত কর্তৃকারক ও প্রথমা বিভক্তি👈
- সংস্কৃত কর্মকারক ও দ্বিতীয়া বিভক্তি👈
- সংস্কৃত করণকারক ও তৃতীয়া বিভক্তি
- সংস্কৃত সম্প্রদান কারক ও চতুর্থী বিভক্তি👈
- সংস্কৃত অপাদানকারক ও পঞ্চমী বিভক্তি👈
- সংস্কৃত ষষ্ঠী বিভক্তি👈
- সংস্কৃত অধিকরণকারক ও সপ্তমী বিভক্তি👈
- কারক-বিভক্তি নির্ণয় 👈
করণকারক ও তৃতীয়া বিভক্তি থেকে জিজ্ঞাস্য
উত্তর- তৃতীয়া।
উত্তর- তৃতীয়া।
উত্তর- হেতু অর্থে তৃতীয়া।
ধন্যবাদ
আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈
আমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে CLICK HERE👈
ভাস সমস্যা কী? এর উত্তর জানতে Link এ click করুন।