সংস্কৃত কর্তৃকারক ও প্রথমা বিভক্তি

ছয়টি কারকের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কর্তৃকারক। সংস্কৃত কর্তৃকারক ও প্রথমা বিভক্তি বাংলা ভাষায় অতীব সহজ ভাবে বর্ণিত হয়েছে। সংস্কৃত অনুবাদ শিক্ষার জন্য কারক বিভক্তি জানা আবশ্যক। সপ্তম, অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের এক অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। এছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর , WBSSC(SLST) পরীক্ষার্থীদের এই সংস্কৃত কর্তৃকারক ও প্রথমা বিভক্তি কন্ঠস্থ করতে হবে।

কর্তৃকারক

স্বতন্ত্রঃ কর্তা :— যে স্বতন্ত্রভাবে নিজে অর্থাৎ অন্যের নিরপেক্ষ হয়ে ক্রিয়া সম্পাদন করে বলে ধরে নেওয়া হয়, তাকে কর্তৃ কারক বলে। যেমন—

  • বালিকা চন্দ্রং পশ্যতি।
  • ছাত্রঃ ক্রীড়তি।
  • রামঃ রাবনং হন্তি।
  • গৌ শব্দায়তে।
  • গোপঃ দুগ্ধং দোগ্ধ।

আবার, বিবক্ষাবশতঃ অর্থাৎ বক্তা যদি কাউকে কোনো ক্রিয়া সম্পাদনে স্বতন্ত্র বলে দেখাতে চান, তাহলেও সেখানে কর্তৃকারক হয়। যেমন—স্থালী পচতি। বলা উচিত ছিল, পাচকঃ স্থাল্যাম্ পচতি, মানে পাচক হাঁড়িতে রান্না করছে। কিন্তু বক্তা বলতে চান যে, হাঁড়ি নিজেই রান্না করছে, হাঁড়িই এখানে স্বতন্ত্র। তাই স্থালী কর্তৃ কারক।

তৎপ্রযোজকো হেতুশ্চ :— যে ব্যক্তি কর্তাকে কোনো কাজে প্রবর্তিত করে, তাকে হেতু কর্তা বা প্রযোজক কর্তা বলা হয়। সুতরাং এও কর্তৃকারক। যেমন—

  • শিক্ষকঃ ছাত্রং পাঠয়তি (পড়াচ্ছেন)।
  • মাতা পুত্রং চন্দ্রং দর্শয়তি (দেখাচ্ছেন)।
  • মাতা কন্যয়া কর্ম কারয়তি (করাচ্ছেন)।
  • প্রভুঃ ভৃত্যেন কার্যং কারয়তি (করাচ্ছেন)।

যেখানে প্রযোজক কর্তা আছে সেখানে ণিজন্ত ধাতুর প্রয়োগ হয়। আর, প্রযোজক কর্তা যাকে প্রবর্তিত করে সে প্রযোজ্য কর্তা হয়। প্রযোজ্য কর্তায় সাধারণত তৃতীয়া বিভক্তি হয়। বিশেষ ক্ষেত্রে কেবল দ্বিতীয়া বিভক্তি হয়, আবার বিশেষ ক্ষেত্রে দ্বিতীয়া বা তৃতীয়া — এর যে-কোনো একটি বিভক্তি হতে পারে।

প্রথমা বিভক্তি

প্রাতিপদিকার্থ-লিঙ্গ-পরিমাণ-বচনমারে প্রথমা :— যা ধাতুও নয়, অথচ যার অর্থ আছে, এমন শব্দকে প্রাতিপদিক বলে। ‘অর্থবদধাতুর প্রত্যয়ঃ প্রাতিপদিকম্। প্রাতিপদিকের অর্থকে প্রাতিপদিকার্থ বলে। শব্দ উচ্চারিত হলে উহা হতে নিয়ত যে অর্থের বোধ হয় তাকে প্রাতিপদিকার্থ বলে। প্রতি পদ হইতে অভিহিত সেই অর্থ বোঝাইতে প্রথমা বিভক্তি হয়। কোথাও কোথাও প্রাতিপদিকার্থ ছাড়াও লিঙ্গ, পরিমাণ বা সংখ্যামাত্র বৈশিষ্ট্য বোঝাতেও প্রথমা হয়। যেমন—

  • প্রাতিপদিকার্থে— কৃষ্ণঃ, শ্রীঃ, জ্ঞানম্।
  • লিঙ্গ বোঝাতে— তটঃ, তটী, তটম্।
  • পরিমাণ বোঝাতে— দ্রোণঃ ব্রীহি।
  • সংখ্যা বোঝাতে— একঃ, দ্বৌ, বহবঃ ইত্যাদি।

ক্বচিন্নিপাতেনাভিধানম্ :—ইতি প্রভৃতি কয়েকটি অব্যয় বা নিপাত যোগেও কখনও কখনও কর্তা অভিহিত হয়। তাই সেরূপ অব্যয়যোগে প্রথমা বিভক্তি হয়। যথা—

  • দশরথঃ ইতি রাজা আসীৎ।
  • পুরাবিদস্তাম্ অপর্ণেতি বালিকা।
  • কর্ণঃ দাতেতি বিশ্রুতঃ।

অভিহিত কর্মণি চ :— অভিহিত কর্মে অর্থাৎ কর্মবাচ্যে উক্তকর্মে প্রাতিপদিকার্থে প্রথমা হয়। যথা—

  • শিশুনা চন্দ্রঃ দৃশ্যতে।
  • রামেন রাবণো হতঃ।
  • বালিকয়া হরিণো দৃশ্যতে।

সম্বোধনে চ :—সম্বোধন বলতে কাহাকেও অভিমুখী করে জ্ঞাপন করা বোঝায়। সম্বোধনে প্রথমা বিভক্তি হয়। যথা—

  • হে ঈশঃ
  • হে পিতরৌ

YouTube এ দেখতে

অনুরূপ পাঠ

কারকগুলি সম্পর্কে জানতে Link এ Click করুন

কর্তৃকারক ও প্রথমা বিভক্তি থেকে জিজ্ঞাস্য

1) কর্তৃকারকে সাধারণতঃ কোন্ বিভক্তি হয়?

উত্তর- প্রথমা।

2) কর্তা কয়প্রকার?

উত্তর- দুই প্রকার।

3) সুভাষচন্দ্রঃ ইতি দেশপ্রেমিকঃ আসীত্ — কোন্ বিভক্তি?

উত্তর- ইতি অব্যয় যোগে প্রথমা।

4) কারক বিভক্তি নির্ণয় কর :- সুভাষচন্দ্রঃ ইতি দেশপ্রেমিকঃ আসীৎ।

উত্তর:- ইতি অব্যয়যোগে প্রথমা।

ধন্যবাদ

আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈

আমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে CLICK HERE👈 

ভাস সমস্যা কী? এর উত্তর জানতে Link এ click করুন।

Leave a Comment