সংস্কৃত অধিকরণকারক ও সপ্তমী বিভক্তি

ছয়টি কারকের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ অধিকরণকারক। সংস্কৃত অধিকরণকারক ও সপ্তমী বিভক্তি বাংলা ভাষায় অতীব সহজ-সরল ভাবে বর্ণিত হয়েছে। সংস্কৃত অনুবাদ শিক্ষার জন্য কারক বিভক্তি জানা আবশ্যক। সপ্তম, অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের এক অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। এছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর , WBSSC(SLST) পরীক্ষার্থীদের এই সংস্কৃত অধিকরণকারক ও সপ্তমী বিভক্তি কন্ঠস্থ করতে হবে।

অধিকরণকারক

1)আধারোঽধিকরণম্ :— ক্রিয়ার আধার বা আশ্রয়কে অধিকরণ কারক বলে। আধার তিনরকম। যেমন— ঐকদেশিক, বৈষয়িক ও অভিব্যাপক। প্রত্যেক প্রকার আধারের উদাহরণ। যেমন—

  • ঐকদেশিক—মুনিঃ বনে বসতি (বনের এক অংশে)।
  • বৈষয়িক — বালকস্য সংস্কৃতে অনুরাগঃ অস্তি (সংস্কৃত বিষয়ে)।
  • অভিব্যাপক – তিলেষু তৈলম্ অস্তি (তিলের সব জায়গা জুড়ে)।

সপ্তমী বিভক্তি

1)সপ্তম্যধিকরণে চ :— এই সূত্র অনুযায়ী অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি হয়। যেমন—

  • ব্যাঘ্রঃ বনে তিষ্ঠতি।
  • নরাঃ গৃহে নিবসন্তি।
  • ছাত্রাঃ বিদ্যালয়ে পঠন্তি।
  • বর্ষাসু বৃষ্টির্ভবতি।

2) নিমিত্তাৎ কর্মযোগে :— কর্মের সঙ্গে নিমিত্তের যোগ থাকলে নিমিত্তবোধক শব্দে সপ্তমী বিভক্তি হয়। একে নিমিত্তার্থে সপ্তমী বিভক্তি বলে। যেমন—

  • কেশেষু চমরীং হন্তি।
  • চর্মণি দ্বীপিনং হন্তি।
  • দন্তয়োর্হন্তি কুঞ্জরম্।

3) যস্য চ ভাবেন ভাবলক্ষণম্ :— ‘ভাব’ শব্দের মানে ক্রিয়া । কোনো একটি ক্রিয়ার কাল দ্বারা যদি অন্য কর্তার ক্রিয়ার কাল নিরূপিত বা স্থির হয় তাহলে পূর্ব ক্রিয়ার কর্তাতে সপ্তমী বিভক্তি হয়। একে ভাবে সপ্তমী বলে। যেমন—

  • সূর্যে উদিতে পদ্মং প্রকাশতে।
  • আগতে বসন্তে কোকিলাঃ কূজন্তি।

4) যতশ্চ নির্ধরণম্ :— এক জাতীয় অনেক বস্তু বা ব্যক্তির মধ্য থেকে জাতি, গুণ, ক্রিয়া অথবা নামের দ্বারা একটিকে বেছে নেওয়া বা পৃথক করাকেই বলে নির্ধারণ। যা হতে নির্ধারণ করা হয় তার উত্তর ষষ্ঠী বা সপ্তমী বিভক্তি হয়। এখানে নির্ধারণে সপ্তমীর উদাহরণ গুলি দেওয়া হলো। যেমন—

  • কবিষু কালিদাসঃ শ্রেষ্ঠঃ।
  • বিহগেষু বায়সঃ ধূর্তঃ।
  • নরেষু ক্ষত্রিয়ঃ শূরতমঃ।র
  • গোষু কৃষ্ণা বহুক্ষীরা।
  • পর্বতেষু হিমালয়ঃ উচ্চতমঃ।

5) ষষ্ঠী চানাদরে :— ভাবে সপ্তমীর স্থলে আবার অনাদর বা অবজ্ঞা করা বোঝালে যাকে অনাদর বা অবজ্ঞা করা হয় তাতে ষষ্ঠী বা সপ্তমী বিভক্তি হয়। এখানে অনাদরে সপ্তমীর উদাহরণ গুলি দেওয়া হল। যেমন—

  • রুদতি পুত্রে মাতা জগাম।
  • রুদতি পিতরি পুত্রঃ প্রাব্রাজীৎ।

6) ক্তস্যেন্ বিষয়স্য কর্মণি (বা) :— ক্ত প্রত্যয়ান্ত শব্দের উত্তর ‘ইনি’ প্রত্যয় করলে, তা কর্মে সপ্তমী বিভক্তি হয়। যেমন—

  • অধীতী ব্যাকরণে।
  • নিরাকৃতী শত্রুকুলে।

7) সাধুনিপুনাভ্যামর্চায়াং সপ্তম্যপ্রতেঃ :— প্রশংসা করা বোঝালে ‘সাধু’ ও ‘নিপুন’ শব্দের যোগে সপ্তমী বিভক্তি হয়। যেমন—

  • অশোকঃ সংস্কৃতে নিপুনঃ।
  • ব্রাহ্মণঃ পূজায়াং সাধুঃ।

কিন্তু প্রতি, পরি, অনু শব্দের প্রয়োগ থাকলে সাধু ও নিপুন শব্দের উত্তর সপ্তমী বিভক্তি হয় না। দ্বিতীয়া বিভক্তি হয়। যেমন—

  • সৌরভঃ সংস্কৃতং প্রতি নিপুণঃ।
  • সৌমেনঃ অভিনয়ং প্রতি সাধুঃ।

8) স্বমীশ্বরাধিপতি-দায়াদ-সাক্ষি-প্রতিভূ-প্রসূতৈশ্চ :— স্বমইন্, ঈশ্বর, অধিপতি, দায়াদ (উত্তরাধিকারী), সাক্ষিন্, প্রতিভূ (জামিন), প্রসূত (জাত) — এই সাতটি শব্দের যোগে ষষ্ঠী ও সপ্তমী বিভক্তি হয়। এখানে সপ্তমী বিভক্তির উদাহরণ গুলি দেওয়া হলো। যেমন—

  • নরেষু স্বামী।
  • জগৎসু ঈশ্বরঃ।
  • প্রজাসু অধিপতি।
  • সিংহাসনে দায়াদ।
  • বিবাদে সাক্ষী।
  • ব্যবহারে প্রতিভূ।
  • গোষু প্রসূত।

অনুরূপ পাঠ

কারকগুলি সম্পর্কে জানতে Link এ Click করুন

অধিকরণকারক ও সপ্তমী বিভক্তি থেকে জিজ্ঞাস্য

1) নির্ধারণে কোন্ বিভক্তি হয়?

ষষ্ঠী ও সপ্তমী বিভক্তি হয়।

2) ‘ভাব’ শব্দের অর্থ কী?

‘ভাব’ শব্দের অর্থ ক্রিয়া ।

3) ভাবে কোন্ বিভক্তি হয়?

সপ্তমী বিভক্তি হয়।

ধন্যবাদ

আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈

আমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে CLICK HERE👈 

ভাস সমস্যা কী? এর উত্তর জানতে Link এ click করুন।

Leave a Comment