মেঘদূত

মহাকবি কালিদাস সংস্কৃত সাহিত্যের একজন বিখ্যাত গীতিকাব্যকার। এখানে সংস্কৃত গীতিকাব্যের নমুনারূপে মেঘদূতের মূল্য নিরূপণ কর, প্রশ্নটির আলোচনা করব। স্নাতক ও স্নাতকোত্তর , WBSSC(SLST) পরীক্ষার্থীদের মেঘদূত কন্ঠস্থ করতে হবে।

সংস্কৃত সাহিত্যের ইতিহাসে মহাকবি কালিদাসের মেঘদূত গীতিকাব্যের শ্রেষ্ঠ নিদর্শন। WBCHSE এর উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের এক গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্যও এই কাব্য সম্পর্কে নিখুতভাবে জানা দরকার। WBSSC এর SLST ক্ষেত্রে এই আলোচ্য বিষয় অতীব জরুরী।

মেঘদূতমহাকবি কালিদাসের লেখা
গ্রন্থ বিভাগপূর্বমেঘ ও উত্তরমেঘ
ছন্দ মন্দাক্রান্তা
শ্লোকসংখ্যা 117 টি

সংস্কৃত গীতিকাব্যরূপে মেঘদূত

সংস্কৃত কাব্য সাহিত্য দরবারে মহাকবি কালিদাস রাজপুত্র রূপে সম্মানের অধিকারী। যেরূপ ইংরেজি সাহিত্যের সঙ্গে শেক্সপিয়ারের নাম জড়িত, বাংলা সাহিত্যের সঙ্গে রবীন্দ্রনাথের নাম সম্পৃক্ত, সংস্কৃত সাহিত্যের সঙ্গে কালিদাসের নাম চিরগ্রথিত।

গীতিকাবের সৃষ্টি কবির নিজস্ব আন্তরিক অনুভূতি থেকে। যা একান্তভাবেই করির জীবনের সাথে জড়িত থাকে, যা হৃদয়কে স্পন্দিত করে অনুরনন ঘটায়, যাতে কবিচিও মায়াময় আবেশে ভরপুর থাকে, তাই গীতিকাব্য। বঙ্কিমচন্দ্র গীতিকাব্য প্রবন্ধে বলেছেন—“গীতের যে উদ্দেশ্য, যে কাব্যের সেই উদ্দেশ্য, তাই গীতিকাব্য“। সংস্কৃত গীতিকাব্যের ব্যাপকতা অনেক বেশি। সংস্কৃত সাহিত্যে বিশুদ্ধ গীতিকাবের প্রথম সন্ধান মেলে কালিদাসের অমর সৃষ্টি মেঘদূত গীতিকাব্যে।

সংস্কৃত কাব্য সাহিত্য দরবারে মহাকবি কালিদাস রাজপুএরূপে সম্মানের অধিকারি। নাটসাহিত্যে, মহাকাব্যে যেমন, তেমনি গীতিকাবের ক্ষেত্রেও তিনি উচ্চস্থান অলংকৃত করে আছেন। খ্রীষ্টিয় চতুর্থ শতকের শেষ অথবা খ্রীষ্টিয় পঞ্চম শতকের প্রথমভাগে তিনি বর্তমান ছিলেন।

মেঘদূত কালিদাসের তথা সংস্কৃত সাহিত্যের একখানি অভিনব কাব্য। কবির অনুভূতিতে যক্ষের বিরহ – বেদনা, মিলন – কামনার ভাবরূপটি মন্দাক্রান্তার ধীর ললিত ছন্দে আবেগ চঞ্চল হয়ে উঠেছে। কবির অন্তর্নিহিত বেদনার ব্যাপ্তিতে চেতন অচেতনের সীমারেখা কোথায় যেন মিশে গেছে। আপন কর্তব্যে অবহেলা প্রকাশ করা সদ্যবিবাহিত এক যক্ষ প্রভুর আদেশে রামগিরি পর্বতে নির্বাসিত। প্রিয়াবিরহের গুরুভারের বর্ণনায় কাব্যের শুরু –

“কশ্চিৎ কান্তাবিরহগুরুণা স্বাধিকারপ্রমত্তঃ।
শাপেনাস্তংগমিতমহিমা বর্ষভোগ্যেন ভর্তুঃ।।

আষাঢ়ের প্রথম দিনে আকাশে নব মেঘের সঞ্চার দেখে তার বিরহ বেদনা প্রবল হয়ে উঠেছে। তাই সেই মেঘকে আকুল আগ্রহে দূত হিসাবে তার সংবাদ অলকাপুরীতে বিরহীনি প্রিয়ার কাছে পৌঁছে দেওয়ার প্রার্থনা জানায়। কাব্যটি পূর্ব ও উত্তর মেঘ নামে দু ভাগে বিভক্ত পূর্ব মেঘে রামগিরি পর্বত থেকে অলকা পর্যন্ত সমগ্র ভু ভাগের বৈচিত্রপূর্ণ রসবর্ণনা রয়েছে। মেঘের এই যাত্রাপথের পরিচয়ে নদী, গিরি, নগরীর বাস্তব রঙের সাথে কবি তাঁর অন্তরের কামনার রঙ মিশিয়ে তাকে আরো সৌন্দর্য, মাধুর্য ও লীলা চঞ্চল করে তুলেছেন। রামগিরি পর্বত থেকে মেঘের যাত্রা শুরু। আম্রকূট পর্বতে খানিক বিশ্রাম করে উজ্জয়িনী কনকল হয়ে শেষ পর্যন্ত যক্ষের বাসভূমি অলকাপুরীতে পৌঁছেছে। এখানে পূর্বমেঘের পরিসমাপ্তি।

উত্তরমেঘে অলকার অকল্পনীয় সৌন্দর্য মাধুর্যের বর্ণনার সাথে মিশে রয়েছে যক্ষ প্রিয়ার অসামান্য রূপলাবণ্য এবং অসহ্য বিরহ ব্যাথার কাতরতা। ধনকুবেরের সেই দেশে আকাশচুম্বী অট্টালিকা, বিদ্যুৎবর্ণ ললিতাবনিতাগণের অপরূপ ফুলের সাজ, হাতে তাদের নীলকমল, অলকদামে কুসুম মালা আর কানে ছিল শিরীষ ফুলের ঝুমকো। নিত্য উৎসবের, নিত্যযৌবনের এবং নিত্যভোগের লীলাভূমি এই অলকাপুরী। এভাবে উত্তরমেঘে রয়েছে যক্ষপুরী অলকার বর্ণনার সাথে সাথে বিরহী যক্ষের সাথে তার প্রিয়ার বর্ণনা।

উপসংহার

কাব্যের রসবিচারের দিক থেকে মেঘদূত একাধারে গীতিকাব্য ও মহাকাব্য। বিরহের আগুনের স্পর্শে প্রেম হয় নিকশিত হেম। তাই প্রভু কুবেরের অভিশাপে যক্ষের প্রেম খন্ডিত হয়েছে। কিন্তু সেই অভিশপ্ত নায়কের বিরহ বেদনা যে কত তীব্র বিরহীনি প্রিয়ার ব্যথা যে কত গভীর মহাকবি কালিদাস তাঁর নিজের নিবিড় অনুভূতি দিয়ে আলোকোজ্জ্বল ভাবে তা প্রকাশ করেছেন। মেঘদূতের ভাষা মধুর ও সাবলীল। বিষয় বর্ণনার সঙ্গে মন্দাক্রান্তা ছন্দে ধীর মন্থর গতি ও সুন্দর ধ্বনি বৈচিত্র পাঠক সমাজকে মুগ্ধ করে। এত তত্ত্ব অথচ কাব্য সৌন্দর্য এত গভীর যে এক প্রাচীন সমালোচক বলেন –

“মাঘে মেঘে গতং বয়ঃ”

কালিদাস সম্ভবতঃ রামায়ণ থেকে সীতা বিরহ, রামচন্দ্রের ব্যথা বেদনাকে যক্ষের বিরহ বেদনায় পর্যবসিত করেছেন। বিচিত্র বাক্ ভঙ্গিমায় ও প্রগাঢ় ভাব ব্যঞ্জনায় মেঘদূত বিশ্ব সাহিত্যের ইতিহাসে অতুলনীয়। অত্যধিক জনপ্রিয়তার জন্য মেঘদূতের বহু টীকা রচিত হয়েছে। পরবর্তীকালের সাহিত্যে মেঘদূতের অনুকরণে বহু গীতিকাব্য রচিত হয়েছে।

অনুরূপ পাঠ

মেঘদূত এর মত একইধরণের বিষয় জানতে নিম্নের LINK এ CLICK করুন ।

মেঘদূত থেকে জিজ্ঞাস্য

1) মহাকবি কালিদাস কোন্ সময়ের কবি?

খ্রিস্টীয় চতুর্থ শতক থেকে খ্রিস্টীয় পঞ্চম শতকের।

2) মেঘদূত কাব্যটি কয়ভাগে বিভক্ত ও কী কী?

পূর্ব ও উত্তর মেঘ নামে দু ভাগে বিভক্ত।

3) মহাকবি কালিদাসের একটি বিখ্যাত গীতিকাব্যের নাম লিখ।

মেঘদূত।

ভাস সমস্যা কী? এর উত্তর জানতে Link এ click করুন।

নাট্যকার হিসাবে কালিদাসের স্থান নির্ণয় কর

Leave a Comment