সংস্কৃত ধাতুরূপ ছিদ্

সংস্কৃত ধাতুরূপ ছিদ্ বিষয়ক আলোচনা। এটি একটি রুধাদিগণীয় উভয়পদী ধাতু। পরস্মৈপদী ও আত্মনেপদীর রূপগুলি নির্ভুলভাবে লিখিত হল। সংস্কৃত ধাতুরূপ ছিদ্ বাংলা ও দেবনাগরী হরফে দেওয়া হয়েছে। ছিদ্ ধাতুর অনুরূপ বাংলা থেকে সংস্কৃতে অনুবাদ করা হয়েছে। এই ধাতুরূপ সম্পর্কে সম্যক ধারণা না থাকলে সংস্কৃতে অনুবাদ করা সম্ভব নয়। সংস্কৃত অনুবাদ শিক্ষার জন্য ছিদ্ ধাতুরূপ জানা আবশ্যক। সপ্তম, অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের এক অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। এছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর , WBSSC(SLST) পরীক্ষার্থীদের এই ধাতুরূপ কন্ঠস্থ করতে হবে।

ধাতুর সঙ্গে তিঙ্ বিভক্তি যোগ করে ক্রিয়াপদ গঠিত হয়। সংস্কৃত ভাষা অধ্যয়নের জন্য ধাতুরূপ জানা আবশ্যক। নানাপ্রকার কাল বোঝাবার জন্য ধাতুর উত্তর দশ প্রকার বিভক্তি যুক্ত হয়। এরা ধাতু বিভক্তি নামে পরিচিত। সংস্কৃতে ধাতু বিভক্তির 180 টি রূপ আছে। সংস্কৃত ধাতুরূপ ছিদ্ বিষয়ে উপস্থাপন।

ছিদ্ ধাতু

সংস্কৃত ধাতুরূপ ছিদ্ এর কয়েকটি কথা।

ধাতুরূপছিদ্
বিভক্তি বিভাগউভয়পদী
ধাতু বিভাগরুধাদিগণীয়
অর্থছেদন করা, To cut off

ধাতুরূপ ছিদ্ (বাংলা হরফে)

ছিদ্ ধাতুর লট্, লোট্, লঙ্, বিধিলিঙ্, লৃট্ এবং লিট্ লকারের রূপ বাংলা হরফে নিম্নে দেওয়া হল।

লট্ (বর্তমান কাল)

বাংলা হরফে ছিদ্ ধাতুরূপ লট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনছিনত্তিছিনৎসিছিনদ্মি
দ্বিবচনছিন্তঃছিন্থঃছিন্দ্বঃ
বহুবচনছিন্দন্তিছিন্থছিন্দ্মঃ

বাংলা হরফে ছিদ্ ধাতুরূপ লট্ আত্মনেপদী রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনছিন্তেছিন্ত্সেছিন্ধে
দ্বিবচনছিন্দাতেছিন্দাথেছিন্দ্বহে
বহুবচনছিন্দতেছিন্দধ্বেছিন্দ্মহে

লোট্ (আদেশ, উপদেশ বা অনুজ্ঞা অর্থে)

বাংলা হরফে ছিদ্ ধাতুরূপ লোট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনছিনত্তুছিন্ধিছিনদানি
দ্বিবচনছিন্তাম্ছিন্তম্ছিনদাব
বহুবচনছিন্দন্তুছিন্তছিনদাম

বাংলা হরফে ছিদ্ ধাতুরূপ লোট্ আত্মনেপদী রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনছিন্তাম্ছিন্ত্স্বছিন্দৈ
দ্বিবচনছিন্দাতাম্ছিন্দ্থাম্ছিন্দাবহৈ
বহুবচনছিন্দতাম্ছিন্ধম্ছিন্দামহৈ

লঙ্ (অতীতকাল)

বাংলা হরফে ছিদ্ ধাতুরূপ লঙ্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনঅচ্ছিনৎঅচ্ছিনৎ,
অচ্ছিনঃ
অচ্ছিন্দম্
দ্বিবচনঅচ্ছিন্তাম্অচ্ছিন্তম্অচ্ছিন্দ্ব
বহুবচনঅচ্ছিন্দন্অচ্ছিন্তঅচ্ছিন্দ্ম

বাংলা হরফে ছিদ্ ধাতুরূপ লঙ্ আত্মনেপদী রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনঅচ্ছিন্তঅচ্ছিন্থাঃঅচ্ছিন্দি
দ্বিবচনঅচ্ছিন্দতাম্অচ্ছিন্দাথাম্অচ্ছিন্দ্বহি
বহুবচনঅচ্ছিন্দতঅচ্ছিন্ধম্অচ্ছিন্দ্মহি

বিধিলিঙ্ (উচিত অর্থে)

বাংলা হরফে ছিদ্ ধাতুরূপ বিধিলিঙ্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনছিন্দ্যাৎছিন্দ্যাঃছিন্দ্যাম্
দ্বিবচনছিন্দ্যাতাম্ছিন্দ্যাতম্ছিন্দ্যাব
বহুবচনছিন্দ্যুঃছিন্দ্যাতছিন্দ্যাম

বাংলা হরফে ছিদ্ ধাতুরূপ বিধিলিঙ্ আত্মনেপদী রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনছিন্দীতছিন্দীথাঃছিন্দীয়
দ্বিবচনছিন্দীয়াতাম্ছিন্দীয়াথাম্ছিন্দীবহি
বহুবচনছিন্দীরন্ছিন্দীধ্বম্ছিন্দীমহি

লৃট্ (ভবিষ্যৎ কাল)

বাংলা হরফে ছিদ্ ধাতুরূপ লৃট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনছেৎস্যতিছেৎস্যসিছেৎস্যামি
দ্বিবচনছেৎস্যতঃছেৎস্যথঃছেৎস্যাবঃ
বহুবচনছেৎস্যন্তিছেৎস্যথছেৎস্যামঃ

বাংলা হরফে ছিদ্ ধাতুরূপ লৃট্ আত্মনেপদী রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনছেৎস্যতেছেৎস্যসেছেৎস্যে
দ্বিবচনছেৎস্যেতেছেৎস্যেথেছেৎস্যাবহে
বহুবচনছেৎস্যন্তেছেৎস্যধ্বেছেৎস্যামহে

ছিদ্ ধাতু থেকে জিজ্ঞাস্য

1) ছিদ্ ধাতুর লোট্ লকার মধ্যম পুরুষ একবচনের রূপ।

উত্তর- ছিন্ধ, ছিন্ত্স্ব।

2) ছিদ্ ধাতুর লৃট্ লকার উত্তম পুরুষ বহুবচনের রূপ।

উত্তর- ছেৎস্যামঃ, ছেৎস্যামহে।

3) সংস্কৃতে অনুবাদ করো – আগুন সবকিছু পুড়িয়ে দেয়।

উত্তর- বহ্নিঃ সর্বং ভস্মসাৎ করোতি।

ধন্যবাদ

আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈

আমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে CLICK HERE 👈

Leave a Comment