সংস্কৃত ধাতুরূপ বদ্

সংস্কৃত ধাতুরূপ বদ্ বিষয়ক আলোচনা। এটি একটি ভ্বাদিগণীয় পরস্মৈপদী ধাতু। পরস্মৈপদীর রূপগুলি নির্ভুলভাবে লিখিত হল। সংস্কৃত ধাতুরূপ বদ্ বাংলা ও দেবনাগরী হরফে দেওয়া হয়েছে। বদ্ ধাতুর অনুরূপ বাংলা থেকে সংস্কৃতে অনুবাদ করা হয়েছে। এই ধাতুরূপ সম্পর্কে সম্যক ধারণা না থাকলে সংস্কৃতে অনুবাদ করা সম্ভব নয়। সংস্কৃত অনুবাদ শিক্ষার জন্য বদ্ ধাতুরূপ জানা আবশ্যক। সপ্তম, অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের এক অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। এছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর , WBSSC(SLST) পরীক্ষার্থীদের এই ধাতুরূপ কন্ঠস্থ করতে হবে।

ধাতুর সঙ্গে তিঙ্ বিভক্তি যোগ করে ক্রিয়াপদ গঠিত হয়। সংস্কৃত ভাষা অধ্যয়নের জন্য ধাতুরূপ জানা আবশ্যক। নানাপ্রকার কাল বোঝাবার জন্য ধাতুর উত্তর দশ প্রকার বিভক্তি যুক্ত হয়। এরা ধাতু বিভক্তি নামে পরিচি। সংস্কৃতে ধাতু বিভক্তির 180 টি রূপ আছে। সংস্কৃত ধাতুরূপ বদ্ বিষয়ে উপস্থাপন। সপ্তম ও অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীদের তথা সংস্কৃত ভাষা শিক্ষার্থীদের ধাতুরূপ জানতেই হবে।

ধাতুরূপ বদ্

সংস্কৃত ধাতুরূপ বদ্ এর কয়েকটি কথা।

ধাতুরূপবদ্
বিভক্তি বিভাগপরস্মৈপদী
ধাতু বিভাগভ্বাদিগণীয়
অর্থবলা, To speak

ধাতুরূপ বদ্ (বাংলা হরফে)

বদ্ ধাতুর লট্, লোট্, লঙ্, বিধিলিঙ্, লৃট্ এবং লিট্ লকারের রূপ বাংলা হরফে নিম্নে দেওয়া হল।

লট্ লকার

বদ্ ধাতুর লট্, লোট্, লঙ্ এবং বিধিলিঙ্ লকারের রূপ হয় বদ। বর্তমান কালের ক্রিয়াপদ গঠনে লট্ লকার হয়। বাংলা হরফে বদ্ ধাতুরূপ লট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনবদতিবদসিবদামি
দ্বিবচনবদতঃবদথঃবদাবঃ
বহুবচনবদন্তিবদথবদামঃ

লোট্ লকার

আদেশ, উপদেশ বা অনুজ্ঞা অর্থে লোট্ লকার হয়। বাংলা হরফে বদ্ ধাতুরূপ লোট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনবদতুবদবদানি
দ্বিবচনবদতাম্বদতম্বদাব
বহুবচনবদন্তুবদতবদাম

লঙ্ লকার

অতীতকালের ক্রিয়াপদ গঠনের জন্য লঙ্ লকার হয়। বাংলা হরফে বদ্ ধাতুরূপ লঙ্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনঅবদৎঅবদঃঅবদম্
দ্বিবচনঅবদতাম্অবদতম্অবদাব
বহুবচনঅবদন্অবদতঅবদাম

বিধিলিঙ্ লকার

উচিত অর্থে ও সম্ভবনা অর্থে বিধিলিঙ্ লকার হয়। বাংলা হরফে বদ্ ধাতুরূপ বিধিলিঙ্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনবদেৎবদেঃবদেয়ম্
দ্বিবচনবদেতাম্বদেতম্বদেব
বহুবচনবদেয়ুঃবদেতবদেম

লৃট্ লকার

ভবিষ্যত্ কালের ক্রিয়পদ গঠনের জন্য লৃট্ লকার হয়। বাংলা হরফে বদ্ ধাতুরূপ লৃট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনবদিষ্যতিবদিষ্যসিবদিষ্যামি
দ্বিবচনবদিষ্যতঃবদিষ্যথঃবদিষ্যাবঃ
বহুবচনবদিষ্যন্তিবদিষ্যথবদিষ্যামঃ

লিট্ লকার

পরোক্ষে বা সুদূর অতীত বোঝাতে লিট্ লকার হয়। বাংলা হরফে বদ্ ধাতুরূপ লিট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনউবাদউবদিথউবাদ, উবদ
দ্বিবচনঊদতুঃঊদথুঃঊদিব
বহুবচনঊদুঃঊদঊদিম

धातुरूप वद् (देवनागरी हरफ)

संस्कृत धातुरूप वद्

लट् (Present Tense)

संस्कृत धातुरूप वद्

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनवदतिवदसिवदामि
वहुवचनवदतःवदथःवदावः
द्विवचनवदन्तिवदथवदामः

लोट् (Imperative Mood)

संस्कृत धातुरूप वद्

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनवदतुवदवदानि
वहुवचनवदताम्वदतम्वदाव
द्विवचनवदन्तुवदतवदाम

लङ् (Imperfect Tense)

संस्कृत धातुरूप वद्

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनअवदत्अवदःअवदम्
वहुवचनअवदताम्अवदतम्अवदाव
द्विवचनअवदन्अवदतअवदाम

विधिलिङ् (Potential Mood)

संस्कृत धातुरूप वद्

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनवदेत्वदेःवदेयम्
वहुवचनवदेताम्वदेतम्वदेव
द्विवचनवदेयुःवदेतवदेम

लृट् (Future Tense)

संस्कृत धातुरूप वद्

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनवदिष्यतिवदिष्यसिवदिष्यामि
वहुवचनवदिष्यतःवदिष्यथःवदिष्यावः
द्विवचनवदिष्यन्तिवदिष्यथवदिष्यामः

लिट् (Perfect)

धातुरूप वद्

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनउवादउवदिथउवाद, उवद
वहुवचनऊदतुःऊदथुःउदिव
द्विवचनऊदःऊदउदिम
বদ্ ধাতুরূপের অনুরূপ অনুবাদের আদর্শ

1)আমি বলছি।

উত্তর- অহং বদামি।

2) শিক্ষক ছাত্রদের বলছেন।

উত্তর- শিক্ষকঃ ছাত্রান্ বদতি।

3) আমি তোমাকে বলবো।

উত্তর- অহং ত্বাং বদিষ্যামি।

বদ্ ধাতু থেকে জিজ্ঞাস্য
1) বদ্ ধাতুর লোট্ লকার মধ্যম পুরুষ একবচনের রূপ।

উত্তর- বদ।

2) বদ্ ধাতুর লৃট্ লকার উত্তম পুরুষ বহুবচনের রূপ।

উত্তর- বদিষ্যামঃ।

3) সংস্কৃতে অনুবাদ করো – চোর কখনও সত্য কথা বলে না।

উত্তর- চৌরঃ কদাপি সত্যং ন বদতি।

ধন্যবাদ

আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ🙏। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈

আমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে CLICK HERE 👈

Leave a Comment