সংস্কৃত ধাতুরূপ দৃশ্

সংস্কৃত ধাতুরূপ দৃশ্ বিষয়ক আলোচনা। এটি একটি ভ্বাদিগণীয় পরস্মৈপদী ধাতু। পরস্মৈপদীর রূপগুলি নির্ভুলভাবে লিখিত হল। সংস্কৃত ধাতুরূপ দৃশ্ বাংলা ও দেবনাগরী হরফে দেওয়া হয়েছে। দৃশ্ ধাতুর অনুরূপ বাংলা থেকে সংস্কৃতে অনুবাদ করা হয়েছে। এই ধাতুরূপ সম্পর্কে সম্যক ধারণা না থাকলে সংস্কৃতে অনুবাদ করা সম্ভব নয়। সংস্কৃত অনুবাদ শিক্ষার জন্য দৃশ্ ধাতুরূপ জানা আবশ্যক। সপ্তম, অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের এক অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। এছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর , WBSSC(SLST) পরীক্ষার্থীদের এই ধাতুরূপ কন্ঠস্থ করতে হবে।

ধাতুর সঙ্গে তিঙ্ বিভক্তি যোগ করে ক্রিয়াপদ গঠিত হয়। সংস্কৃত ভাষা অধ্যয়নের জন্য ধাতুরূপ জানা আবশ্যক। নানাপ্রকার কাল বোঝাবার জন্য ধাতুর উত্তর দশ প্রকার বিভক্তি যুক্ত হয়। এরা ধাতু বিভক্তি নামে পরিচি। সংস্কৃতে ধাতু বিভক্তির 180 টি রূপ আছে। সংস্কৃত ধাতুরূপ দৃশ্ বিষয়ে উপস্থাপন। Drish dhatu in sanskrit । সপ্তম ও অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীদের তথা সংস্কৃত ভাষা শিক্ষার্থীদের ধাতুরূপ জানতেই হবে।

ধাতুরূপদৃশ্
বিভক্তি বিভাগপরস্মৈপদী
ধাতু বিভাগভ্বাদিগণীয়
অর্থদেখা, To see

ধাতুরূপ দৃশ্

ভ্বাদিগণীয় পরস্মৈপদী ধাতু দৃশ্ । যার অর্থ দেখা।

ধাতুরূপ দৃশ্ (বাংলা হরফে)

দৃশ্ ধাতুর লট্, লোট্, লঙ্, বিধিলিঙ্, লৃট্ এবং লিট্ লকারের রূপ বাংলা হরফে নিম্নে দেওয়া হল।

লট্ লকার

দৃশ্ ধাতুর লট্, লোট্, লঙ্ এবং বিধিলিঙ্ লকারের রূপ হয় পশ্য। বর্তমান কালের ক্রিয়াপদ গঠনে লট্ লকার হয়। বাংলা হরফে দৃশ্ ধাতুরূপ লট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।

বিভক্তিপ্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনপশ্যতিপশ্যসিপশ্যামি
দ্বিবচনপশ্যতঃপশ্যথঃপশ্যাবঃ
বহুবচনপশ্যন্তিপশ্যথপশ্যামঃ

লোট্ লকার

বাংলা হরফে দৃশ্ ধাতুরূপ লোট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। আদেশ, উপদেশ বা অনুজ্ঞা অর্থে লোট্ লকার হয়।

বিভক্তিপ্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনপশ্যতুপশ্যপশ্যানি
দ্বিবচনপশ্যতাম্পশ্যতম্পশ্যাব
বহুবচনপশ্যন্তুপশ্যতপশ্যাম

লঙ্ লকার

বাংলা হরফে দৃশ্ ধাতুরূপ লঙ্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। অতীতকালের ক্রিয়াপদ গঠনের জন্য লঙ্ লকার হয়।

বিভক্তিপ্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনঅপশ্যৎঅপশ্যঃঅপশ্যম্
দ্বিবচনঅপশ্যতাম্অপশ্যতম্অপশ্যাব
বহুবচনঅপশ্যন্অপশ্যতঅপশ্যাম

বিধিলিঙ্ লকার

সংস্কৃত ধাতুরূপ দৃশ্। বাংলা হরফে দৃশ্ ধাতুরূপ বিধিলিঙ্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। উচিত অর্থে ও সম্ভবনা অর্থে বিধিলিঙ্ লকার হয়।

বিভক্তিপ্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনপশ্যেৎপশ্যেঃপশ্যেয়ম্
দ্বিবচনপশ্যেতাম্পশ্যেতম্পশ্যেব
বহুবচনপশ্যেয়ুঃপশ্যেতপশ্যেম

লৃট্ লকার

বাংলা হরফে দৃশ্ ধাতুরূপ লৃট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। ভবিষ্যত্ কালের ক্রিয়পদ গঠনের জন্য লৃট্ লকার হয়।

বিভক্তিপ্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনদ্রক্ষ্যতিদ্রক্ষ্যসিদ্রক্ষ্যামি
দ্বিবচনদ্রক্ষ্যতঃদ্রক্ষ্যথঃদ্রক্ষ্যাবঃ
বহুবচনদ্রক্ষ্যন্তিদ্রক্ষ্যথদ্রক্ষ্যামঃ

লিট্ লকার

সংস্কৃত ধাতুরূপ দৃশ্ । বাংলা হরফে দৃশ্ ধাতুরূপ লিট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। পরোক্ষে বা সুদূর অতীত বোঝাতে লিট্ লকার হয়।

বিভক্তিপ্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনদদর্শদদৃর্শিথ, দদ্রষ্ঠদদর্শ
দ্বিবচনদদৃশতুঃদদৃশথুঃদদৃশিব
বহুবচনদদৃশুঃদদৃশঃদদৃশিম

धातुरूप दृश् (देवनागरी हरफ)

संस्कृत धातुरूप दृश्

लट् (Present Tense)

संस्कृत धातुरूप दृश्

विभक्तिप्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनपश्यतिपश्यसिपश्यामि
वहुवचनपश्यतःपश्यथःपश्यावः
द्विवचनपश्यन्तिपश्यथपश्यामः

लोट् (Imperative Mood)

संस्कृत धातुरूप दृश्

विभक्तिप्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनपश्यतुपश्यपश्यानि
वहुवचनपश्यताम्पश्यतम्पश्याव
द्विवचनपश्यन्तुपश्यतपश्याम

लङ् (Imperfect Tense)

संस्कृत धातुरूप दृश्

विभक्तिप्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनअपश्यत्अपश्यःअपश्यम्
वहुवचनअपश्यताम्अपश्यतम्अपश्याव
द्विवचनअपश्यन्अपश्यतअपश्याम

विधिलिङ् (Potential Mood)

संस्कृत धातुरूप दृश्

विभक्तिप्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनपश्येत्पश्येःपश्येयम्
वहुवचनपश्येताम्पश्येतम्पश्येव
द्विवचनपश्येयुःपश्येतपश्येम

लृट् (Future Tense)

संस्कृत धातुरूप दृश्

विभक्तिप्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनद्रक्ष्यतिद्रक्ष्यसिद्रक्ष्यामि
वहुवचनद्रक्ष्यतःद्रक्ष्यथःद्रक्ष्यावः
द्विवचनद्रक्ष्यन्तिद्रक्ष्यथद्रक्ष्यामः

लिट् (Perfect)

संस्कृत धातुरूप दृश्

विभक्तिप्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनददर्शददृर्शिथ, दद्रष्ठददर्श
वहुवचनददृशतुःददृशथुःददृशिव
द्विवचनददृशुःददृशःददृशिम
দৃশ্ ধাতুরূপের অনুরূপ অনুবাদের আদর্শ

1) শিশুটি চাঁদ দেখছে।

উত্তর- শিশুঃ চন্দ্রং পশ্যতি।

2) ছাত্রটি দেখবে।

উত্তর- ছাত্রঃ দ্রক্ষ্যতি।

3) তুমি দেখেছিলে।

উত্তর- ত্বং অপশ্যঃ।

দৃশ্ ধাতু থেকে জিজ্ঞাস্য
1) দৃশ্ ধাতুর লোট্ লকার মধ্যম পুরুষ একবচনের রূপ।

উত্তর- পশ্য।

2) দৃশ্ ধাতুর লৃট্ লকার উত্তম পুরুষ বহুবচনের রূপ।

উত্তর- দ্রক্ষ্যামঃ।

3) সংস্কৃতে অনুবাদ করো – বালিকাটি সিনেমা দেখছে।

উত্তর- বালিকা চলচ্চিত্রং পশ্যতি।

4) দৃশ্ ধাতুর লঙ্ লকার মধ্যম পুরুষ একবচনের রূপ।

উত্তর- অপশ্য।

ধন্যবাদ

আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈

আমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে CLICK HERE👈 

Leave a Comment