সংস্কৃত কৃত্য প্রত্যয়

এখানে আমরা সংস্কৃত কৃত্য প্রত্যয় নিয়ে আলোচনা করবো। সংস্কৃত ভাষা অধ্যয়ন ও শিক্ষা তথা অনুবাদ শিক্ষার জন্য সংস্কৃত কৃত্য প্রত্যয়ের জ্ঞান থাকা বাঞ্ছনীয়। সংস্কৃত কৃত্য প্রত্যয়ের যথাযথ ধারণা না থাকলে, সংস্কৃত ভাষায় অনুবাদ করা সম্ভব নয়।

সংস্কৃত কৃত্য প্রত্যয়

সংস্কৃত কৃত্য প্রত্যয় ঔচিত্য, আদেশ, অনুজ্ঞা, যোগ্যতা ও ভবিষ্যৎ কাল বোঝালে কর্মবাচ্য ও ভাববাচ্যে ধাতুর উত্তর কৃত্য প্রত্যয় হয়।

কৃত্যাঃ – তব্য, অনীয়, ণ্যৎ, যৎ ও ক্যপ্ এই পাঁচটি প্রত্যয়কে কৃত্য প্রত্যয় বলে। ঔচিত্য, আদেশ, অনুজ্ঞা, যোগ্যতা ও ভবিষ্যৎ কাল বোঝালে কর্মবাচ্য ও ভাববাচ্যে ধাতুর উত্তর কৃত্য প্রত্যয় হয়।

তব্যানীয়ৌ ণ্যদ্ যৎ ক্যপ্ পঞ্চৈতে কৃত্যসংজ্ঞকাঃ।

ভাবে কর্মণি চেতৈ স্যুর্লক্ষ্যতেহন্যত্র কুত্রচিৎ।।

কর্মবাচ্যে ইহারা কর্মের বিশেষণ এবং ভাববাচ্যে ইহারা ক্লীবলিঙ্গ প্রথমার একবচনান্ত হয়। পুংলিঙ্গে নর, স্ত্রীলিঙ্গে লতা এবং ক্লীবলিঙ্গে ফল শব্দের মতো রূপ হয়। ইহারা সমাপিকা ক্রিয়ার কাজ করে। কৃত্য প্রত্যয়ের প্রয়োগে কর্তায় বিকল্পে তৃতীয়া বা ষষ্ঠী বিভক্তি হয়। ইহারা সাধারণতঃ কর্তৃবাচ্যে হয় না। যেমন–

  • মম ময়া বা বেদঃ পঠনীয়ঃ।
  • তব ত্বয়া বা না হসনীয়ম্।

তব্য ও অনীয় প্রত্যয়

তব্যত্তব্যানীয়রঃ :– কর্মবাচ্যে ও ভাববাচ্যে সমস্ত ধাতুর পরে ‘তব্য’ ও ‘অনীয়’ প্রত্যয় হয়।

  • কর্মবাচ্যে যেমন মম (বা ময়া) বেদঃ পঠনীয়ঃ—এই বাক্যে বেদের স্বরূপ হল কর্ম, সেটিই এখানে বাচ্য হয়েছে। নিয়মানুসারে কর্মবাচ্যে এবং পঠ-ধাতুতে অনীয় প্রত্যয় হয়েছে।
  • ভাববাচ্যে যেমন তেন গন্তব্যম্। এখানে, যাওয়া উচিত, এই অর্থে ভাব অর্থাৎ ক্রিয়াকেই বোঝানো হচ্ছে এবং গম্ ধাতুর পরে ‘তব্য’ প্রত্যয় হয়েছে।

তব্য ও অনীয় প্রত্যয়ান্ত কয়েকটি শব্দ

ধাতুধাতুর অর্থতব্য প্রত্যয়ান্ত শব্দঅনীয় প্রত্যয়ান্ত শব্দ
অদ্খাওয়াঅদ্ + তব্য = অত্তব্যঅদ্ + অনীয় = অদনীয়
অস্হওয়াঅস্ + তব্য = ভবিতব্যঅস্ + অনীয় = ভবনীয়
অশ্খাওয়াঅশ্ + তব্য = অশিতব্যঅশ্ + অনীয় = অশনীয়
যাওয়াই + তব্য = এতব্যই + অনীয় = অয়নীয়
অধি-ইপড়াঅধি-ই + তব্য = অধ্যেতব্যঅধি-ই + অনীয় = অধ্যয়নীয়
আপ্পাওয়াআপ্ + তব্য = আপ্তব্যআপ্ + অনীয় = আপনীয়
কৃকরাকৃ + তব্য = কর্তব্যকৃ + অনীয় = করণীয়
ক্রীক্রয় করাক্রী + তব্য = ক্রেতব্যক্রী + অনীয় = ক্রয়নীয়
খন্খনন করাখন্ + তব্য = খন্তব্যখন্ +অনীয় = খননীয়
গম্যাওয়াগম্ + তব্য = গন্তব্যগম্ + অনীয় = গমনীয়
গর্জ্গর্জন করাগর্জ্ + তব্য = গর্জিতব্যগর্জ্ + অনীয় = গর্জনীয়
গৈগাওয়াগৈ + তব্য = গীতব্যগৈ + অনীয় = গানীয়
ছিদ্ছেদন করাছিদ্ + তব্য = ছেত্তব্যছিদ্ + অনীয় = ছেদনীয়
জিজয় করাজি + তব্য = জেতব্যজি + অনীয় = জয়নীয়
দাদান করদা + তব্য = দাতব্যদা + অনীয় = দানীয়
দৃশ্দেখাদৃশ্ + তব্য = দ্রষ্টব্যদৃশ্ + অনীয় = দর্শনীয়
নীনিয়ে যাওয়ানী + তব্য = নেতব্যনী + অনীয় = নয়নীয়
নৃৎনাচানৃৎ + তব্য = নর্তিতব্যনৃৎ + অনীয় = নয়নীয়
বহ্বহন করাবহ্ + তব্য = বোঢ়ব্যবহ্ + অনীয় = বহনীয়
বিদ্জানাবিদ্ + তব্য = বেদিতব্যবিদ্ + অনীয় = বেদনীয়
ব্রূবলাব্রূ + তব্য = বক্তব্যব্রূ + অনীয় = বচনীয়
ভীভয় পাওয়াভী + তব্য = ভেতব্যভী + অনীয় = ভয়নীয়
ভুজ্রক্ষা করাভুজ্ + তব্য = ভোক্তব্যভুজ্ + অনীয় = ভোজনীয়
মৃমারা যাওয়ামৃ + তব্য = মর্তব্যমৃ + অনীয় = মরণীয়
শীঘুমানোশী + তব্য = শয়িতব্যশী + অনীয় = শয়নীয়
হ্বেডাকাহ্বে + তব্য = হোতব্যহ্বে + অনীয় = আহ্বনীয়
হন্হত্যা করাহন্ + তব্য = হন্তব্যহন্ + অনীয় = হননীয়
লভ্লাভ করালভ্ + তব্য = লব্ধব্যলভ্ + অনীয় = লভনীয়

কৃত্য প্রত্যয় থেকে জিজ্ঞাস্য

1) কৃত্য প্রত্যয় কয়টি ?

পাঁচটি

2) কৃত্য প্রত্যয়ের প্রয়োগে কোন্ বিভক্তি হয় ?

তৃতীয়া বা ষষ্ঠী বিভক্তি হয়।

3) কোন্ অর্থে কৃত্য প্রত্যয়ের প্রয়োগ হয় ?

উচিত বা যোগ্য অর্থে।
ধন্যবাদ

আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈

আমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে CLICK HERE 👈

1 thought on “সংস্কৃত কৃত্য প্রত্যয়”

Leave a Comment