সংস্কৃত ধাতুরূপ লভ্

সংস্কৃত ধাতুরূপ লভ্ বিষয়ক আলোচনা। এটি একটি ভ্বাদিগণীয় আত্মনেপদী ধাতু। আত্মনেপদীর রূপগুলি নির্ভুলভাবে লিখিত হল। সংস্কৃত ধাতুরূপ লভ্ বাংলা ও দেবনাগরী হরফে দেওয়া হয়েছে। লভ্ ধাতুর অনুরূপ বাংলা থেকে সংস্কৃতে অনুবাদ করা হয়েছে। এই ধাতুরূপ সম্পর্কে সম্যক ধারণা না থাকলে সংস্কৃতে অনুবাদ করা সম্ভব নয়। সংস্কৃত অনুবাদ শিক্ষার জন্য লভ্ ধাতুরূপ জানা আবশ্যক। সপ্তম, অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের এক অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। এছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর , WBSSC(SLST) পরীক্ষার্থীদের এই ধাতুরূপ কন্ঠস্থ করতে হবে।

ধাতুর সঙ্গে তিঙ্ বিভক্তি যোগ করে ক্রিয়াপদ গঠিত হয়। সংস্কৃত ভাষা অধ্যয়নের জন্য ধাতুরূপ জানা আবশ্যক। নানাপ্রকার কাল বোঝাবার জন্য ধাতুর উত্তর দশ প্রকার বিভক্তি যুক্ত হয়। এরা ধাতু বিভক্তি নামে পরিচি। সংস্কৃতে ধাতু বিভক্তির 180 টি রূপ আছে। সংস্কৃত ধাতুরূপ লভ্ বিষয়ে উপস্থাপন। সপ্তম ও অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীদের তথা সংস্কৃত ভাষা শিক্ষার্থীদের ধাতুরূপ জানতেই হবে।

ধাতুরূপ লভ্

সংস্কৃত ধাতুরূপ লভ্ এর কয়েকটি কথা।

ধাতুরূপলভ্
বিভক্তি বিভাগআত্মনেপদী
ধাতু বিভাগভ্বাদিগণীয়
অর্থলাভ করা, To get

ধাতুরূপ লভ্ (বাংলা হরফে)

লভ্ ধাতুর লট্, লোট্, লঙ্, বিধিলিঙ্, লৃট্ এবং লিট্ লকারের রূপ বাংলা হরফে নিম্নে দেওয়া হল।

লট্ লকার

লভ্ ধাতুর লট্, লোট্, লঙ্ এবং বিধিলিঙ্ লকারের রূপ হয় লভ। বাংলা হরফে লভ্ ধাতুরূপ লট্ আত্মনেপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। বর্তমান কালের ক্রিয়াপদ গঠনে লট্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনলভতেলভসেলভে
দ্বিবচনলভেতেলভেথেলভাবহে
বহুবচনলভন্তেলভধ্বেলভামহে

লোট্ লকার

বাংলা হরফে লভ্ ধাতুরূপ লোট্ আত্মনেপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। আদেশ, উপদেশ বা অনুজ্ঞা অর্থে লোট্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনলভতাম্লভস্বলভৈ
দ্বিবচনলভেতাম্লভেথাম্লভাবহৈ
বহুবচনলভন্তাম্লভধ্বম্লভামহৈ

লঙ্ লকার

বাংলা হরফে লভ্ ধাতুরূপ লঙ্ আত্মনেপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। অতীতকালের ক্রিয়াপদ গঠনের জন্য লঙ্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনঅলভতঅলভথাঃঅলভে
দ্বিবচনঅলভেতাম্অলভেথাম্অলভাবহি
বহুবচনঅলভন্তঅলভধ্বম্অলভামহি

বিধিলিঙ্ লকার

বাংলা হরফে লভ্ ধাতুরূপ বিধিলিঙ্ আত্মনেপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। উচিত অর্থে ও সম্ভবনা অর্থে বিধিলিঙ্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনলভেতলভেথাঃলভেয়
দ্বিবচনলভেয়াতাম্লভেয়াথাম্লভেবহি
বহুবচনলভেরন্লভেধ্বম্লভেমহি

লৃট্ লকার

বাংলা হরফে লভ্ ধাতুরূপ লৃট্ আত্মনেপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। ভবিষ্যত্ কালের ক্রিয়পদ গঠনের জন্য লৃট্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনসপ্স্যতেসপ্স্যসেসপ্স্যে
দ্বিবচনসপ্স্যেতেসপ্স্যেথেসপ্স্যাবহে
বহুবচনসপ্স্যন্তেসপ্স্যধ্বেসপ্স্যামহে

লিট্ লকার

বাংলা হরফে লভ্ ধাতুরূপ লিট্ আত্মনেপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। পরোক্ষে বা সুদূর অতীত বোঝাতে লিট্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনলেভেলভিষেলেভে
দ্বিবচনলেভাতেলেভাথেলেভিবহে
বহুবচনলভিরেলেভিধ্বেলেভিমহে

धातुरूप वद् (देवनागरी हरफ)

संस्कृत धातुरूप लभ्

लट् (Present Tense)

संस्कृत धातुरूप लभ्

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनलभतेलभसेलभे
वहुवचनलभेतेलभेथेलभावहे
द्विवचनलभन्तेलभध्वेलभामहे

लोट् (Imperative Mood)

संस्कृत धातुरूप लभ्

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनलभताम्लभस्वलभै
वहुवचनलभेताम्लभेथाम्लभावहै
द्विवचनलभन्ताम्लभध्वम्लभामहै

लङ् (Imperfect Tense)

संस्कृत धातुरूप लभ्

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनअलभतअलभथाःअलभे
वहुवचनअलभेताम्अलभेथाम्अलभावहि
द्विवचनअलभन्तअलभध्वम्अलभामहि

विधिलिङ् (Potential Mood)

संस्कृत धातुरूप लभ्

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनलभेतलभेथाःलभेय
वहुवचनलभेयाताम्लभेयाथाम्लभेवहि
द्विवचनलभेरन्लभेध्वम्लभेमहि

लृट् (Future Tense)

संस्कृत धातुरूप लभ्

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनलप्स्यतेलप्स्यसेलप्स्ये
वहुवचनलप्स्येतेलप्स्येथेलप्स्यावहे
द्विवचनलप्स्यन्तेलप्स्यध्वेलप्स्यामहे

लिट् (Perfect)

संस्कृत धातुरूप लभ्

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनलेभेलेभिषेलेभे
वहुवचनलेभातेलेभाथेलेभिवहे
द्विवचनलेभिरेलेभिध्वेलेभिमहे
লভ্ ধাতুরূপের অনুরূপ অনুবাদের আদর্শ

1)সে পেয়েছ।

উত্তর- সঃ লভতে।

2) তোমরা পেয়েছিলে।

উত্তর- যূয়ং অলভধ্বম্।

3) রাম তাঁর রাজ্য পেয়েছিলেন।

উত্তর- রামঃ তস্য রাজ্যং অলভত।

লভ্ ধাতু থেকে জিজ্ঞাস্য
1)লভ্ ধাতুর লোট্ লকার মধ্যম পুরুষ একবচনের রূপ।

উত্তর- লভস্ব।

2) লভ্ ধাতুর লৃট্ লকার উত্তম পুরুষ বহুবচনের রূপ।

উত্তর- লপ্স্যামহে।

3) সংস্কৃতে অনুবাদ করো – আমরা সকলে বিদ্যা লাভ করতে চাই।

উত্তর- বয়ং সর্বে বিদ্যাং লব্ধুম্ ইচ্ছামি।

ধন্যবাদ

আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈

Leave a Comment