সংস্কৃত ধাতুরূপ আপ্

সংস্কৃত ধাতুরূপ আপ্ বিষয়ক আলোচনা। এটি একটি স্বাদিগণীয় পরস্মৈপদী ধাতু। পরস্মৈপদীর রূপগুলি নির্ভুলভাবে লিখিত হল। সংস্কৃত ধাতুরূপ আপ্ বাংলা ও দেবনাগরী হরফে দেওয়া হয়েছে। আপ্ ধাতুর অনুরূপ বাংলা থেকে সংস্কৃতে অনুবাদ করা হয়েছে। এই ধাতুরূপ সম্পর্কে সম্যক ধারণা না থাকলে সংস্কৃতে অনুবাদ করা সম্ভব নয়। সংস্কৃত অনুবাদ শিক্ষার জন্য আপ্ ধাতুরূপ জানা আবশ্যক। সপ্তম, অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের এক অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। এছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর , WBSSC(SLST) পরীক্ষার্থীদের এই ধাতুরূপ কন্ঠস্থ করতে হবে।

ধাতুর সঙ্গে তিঙ্ বিভক্তি যোগ করে ক্রিয়াপদ গঠিত হয়। সংস্কৃত ভাষা অধ্যয়নের জন্য ধাতুরূপ জানা আবশ্যক। নানাপ্রকার কাল বোঝাবার জন্য ধাতুর উত্তর দশ প্রকার বিভক্তি যুক্ত হয়। এরা ধাতু বিভক্তি নামে পরিচি। সংস্কৃতে ধাতু বিভক্তির 180 টি রূপ আছে। সংস্কৃত ধাতুরূপ আপ্ বিষয়ে উপস্থাপন

ধাতুরূপ আপ্

সংস্কৃত ধাতুরূপ আপ্ এর কয়েকটি কথা।

ধাতুরূপআপ্
বিভক্তি বিভাগপরস্মৈপদী
ধাতু বিভাগস্বাদিগণীয়
অর্থপাওয়া, To get

আপ্ ধাতু (বাংলা হরফে)

আপ্ ধাতুর লট্, লোট্, লঙ্, বিধিলিঙ্, লৃট্ এবং লিট্ লকারের রূপ বাংলা হরফে নিম্নে দেওয়া হল।

লট্ (বর্তমান কাল)

বাংলা হরফে আপ্ ধাতুরূপ লট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনআপ্নোতিআপ্নোষিআপ্নোমি
দ্বিবচনআপ্নুতঃআপ্নুথঃআপ্নুবঃ
বহুবচনআপ্নুবন্তিআপ্নুথআপ্নুমঃ

লোট্ (আদেশ, উপদেশ বা অনুজ্ঞা অর্থে

বাংলা হরফে আপ্ ধাতুরূপ লোট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনআপ্নোতুআপ্নুহিআপ্নবানি
দ্বিবচনআপ্নুতাম্আপ্নুতম্আপ্নবাব
বহুবচনআপ্নুবন্তুআপ্নুতআপ্নবাম

লঙ্ (অতীতকাল)

বাংলা হরফে আপ্ ধাতুরূপ লঙ্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনআপ্নোত্আপ্নোঃআপ্নবম্
দ্বিবচনআপ্নুতাম্আপ্নুতম্আপ্নুব
বহুবচনআপ্নুবন্আপ্নুতআপ্নুম

বিধিলিঙ্ (উচিত অর্থে)

বাংলা হরফে আপ্ ধাতুরূপ বিধিলিঙ্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনআপ্নুয়াত্আপ্নুয়াঃআপ্নুয়াম্
দ্বিবচনআপ্নুয়াতাম্আপ্নুয়াতম্আপ্নুয়াব
বহুবচনআপ্নুয়ুঃআপ্নুয়াতআপ্নুয়াম

লৃট্ (ভবিষ্যত্ কাল)

বাংলা হরফে আপ্ ধাতুরূপ লৃট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনআপ্স্যতিআপ্স্যসিআপ্স্যামি
দ্বিবচনআপ্স্যতঃআপ্স্যথঃআপ্স্যাবঃ
বহুবচনআপ্স্যন্তিআপ্স্যথআপ্স্যামঃ

লিট্ (পরোক্ষে বা সুদূর অতীত)

বাংলা হরফে আপ্ ধাতুরূপ লিট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনআপআপিথআপ
দ্বিবচনআপতুঃআপথুঃআপিব
বহুবচনআপুঃআপআপিম

धातुरूप आप् (देवनागरी हरफ)

संस्कृत धातुरूप आप्

लट् (Present Tense)

संस्कृत धातुरूप आप्

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनआप्नोतिआप्नोषिआप्नोमि
वहुवचनआप्नुतःआप्नुथःआप्नुवः
द्विवचनआप्नुवन्तिआप्नुथआप्नुमः

लोट् (Imperative Mood)

संस्कृत धातुरूप आप्

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनआप्नोतुआप्नुहिआप्नवानि
वहुवचनआप्नुताम्आप्नुतम्आप्नावाव
द्विवचनआप्नुवन्तुआप्नुतआप्नवाम

लङ् (Imperfect Tense)

संस्कृत धातुरूप आप्

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनआप्नोत्आप्नोःआप्नवम्
वहुवचनआप्नुताम्आप्नुतम्आप्नुव
द्विवचनआप्नुवन्आप्नुतआप्नुम

विधिलिङ् (Potential Mood)

संस्कृत धातुरूप आप्

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनआप्नुयात्आप्नुयाःआप्नुयाम्
वहुवचनआप्नुयाताम्आप्नुयातम्आप्नुयाव
द्विवचनआप्नुयुःआप्नुयातआप्नुयाम

लृट् (Future Tense)

संस्कृत धातुरूप आप्

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनआप्स्यतिआप्स्यसिआप्स्यामि
वहुवचनआप्स्यतःआप्स्यथःआप्स्यावः
द्विवचनआप्स्यन्तिआप्स्यथआप्स्यामः

लिट् (Perfect)

संस्कृत धातुरूप आप्

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनआपआपिथआप
वहुवचनआपतुःआपथुःआपिव
द्विवचनआपुःआपआपिम
আপ্ ধাতুরূপের অনুরূপ অনুবাদের আদর্শ

1)একজন মানুষ অন্যের ভাল করার মাধ্যমে সাফল্য অর্জন করে

উত্তর- নরঃ পরোপকারেন সিদ্ধিম্ আপ্নোতি।

2) আমি অরণ্যে অনেক ফল পেয়েছি

উত্তর- অহম্ অরণ্যে বহুনি ফলানি আপ্নবম্।

3) পাপী মানুষ সবসময় দুঃখ পায়

উত্তর- পাপিনঃ সদা দুঃখানি আপ্নুবন্তি।

আপ্ ধাতু থেকে জিজ্ঞাস্য
1) আপ্ ধাতুর লোট্ লকার মধ্যম পুরুষ একবচনের রূপ।

উত্তর- আপ্নুহি।

2) আপ্ ধাতুর লৃট্ লকার উত্তম পুরুষ বহুবচনের রূপ।

উত্তর- আপ্স্যামঃ।

3) সংস্কৃতে অনুবাদ করো – আপনি আপনার যোগ্য একটি পুত্র পেতে পারেন।

উত্তর- আত্মনোঃঅনুরূপং পুত্রম্ আপ্নুহি।

ধন্যবাদ

আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈

আমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে CLICK HERE 👈

Leave a Comment