সংস্কৃত ধাতুরূপ মন্

সংস্কৃত ধাতুরূপ মন্ বিষয়ক আলোচনা। এটি একটি দিবাদিগণীয় আত্মনেপদী ধাতু। আত্মনেপদীর রূপগুলি নির্ভুলভাবে লিখিত হল। সংস্কৃত ধাতুরূপ মন্ বাংলা ও দেবনাগরী হরফে দেওয়া হয়েছে। মন্ ধাতুর অনুরূপ বাংলা থেকে সংস্কৃতে অনুবাদ করা হয়েছে। এই ধাতুরূপ সম্পর্কে সম্যক ধারণা না থাকলে সংস্কৃতে অনুবাদ করা সম্ভব নয়। সংস্কৃত অনুবাদ শিক্ষার জন্য মন্ ধাতুরূপ জানা আবশ্যক। সপ্তম, অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের এক অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। এছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর , WBSSC(SLST) পরীক্ষার্থীদের এই ধাতুরূপ কন্ঠস্থ করতে হবে।

ধাতুর সঙ্গে তিঙ্ বিভক্তি যোগ করে ক্রিয়াপদ গঠিত হয়। সংস্কৃত ভাষা অধ্যয়নের জন্য ধাতুরূপ জানা আবশ্যক। নানাপ্রকার কাল বোঝাবার জন্য ধাতুর উত্তর দশ প্রকার বিভক্তি যুক্ত হয়। এরা ধাতু বিভক্তি নামে পরিচি। সংস্কৃতে ধাতু বিভক্তির 180 টি রূপ আছে। সংস্কৃত ধাতুরূপ মন্ বিষয়ে উপস্থাপন

ধাতুরূপ মন্

সংস্কৃত ধাতুরূপ মন্ এর কয়েকটি কথা।

ধাতুরূপমন্
বিভক্তি বিভাগআত্মনেপদী
ধাতু বিভাগদিবাদিগণীয়
অর্থমনে করা, To think

মন্ ধাতু (বাংলা হরফে)

মন্ ধাতুর লট্, লোট্, লঙ্, বিধিলিঙ্, লৃট্ এবং লিট্ লকারের রূপ বাংলা হরফে নিম্নে দেওয়া হল।

লট্ (বর্তমান কাল)

মন্ ধাতুর লট্, লোট্, লঙ্ এবং বিধিলিঙ্ লকারের রূপ হয় মন্য। মন্ ধাতুরূপ বাংলা হরফে লট্ আত্মনেপদী রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।

বিভক্তিপ্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনমন্যতেমন্যসেমন্যে
দ্বিবচনমন্যেতেমন্যেথেমন্যাবহে
বহুবচনমন্যন্তেমন্যধ্বেমন্যামহে

লোট্ (আদেশ, উপদেশ বা অনুজ্ঞা অর্থে)

মন্ ধাতুরূপ বাংলা হরফে লোট্ আত্মনেপদী রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।

বিভক্তিপ্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনমন্যতাম্মন্যস্বমন্যৈ
দ্বিবচনমন্যেতাম্মন্যেথাম্মন্যাবহৈ
বহুবচনমন্যন্তাম্মন্যধ্বম্মন্যামহৈ

লঙ্ (অতীতকাল)

মন্ ধাতুরূপ বাংলা হরফে লঙ্ আত্মনেপদী রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।

বিভক্তিপ্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনঅমন্যতঅমন্যথাঃঅমন্যে
দ্বিবচনঅমন্যেতাম্অমন্যেথাম্অমন্যাবহি
বহুবচনঅমন্যন্তঅমন্যধ্বম্অমন্যামহি

বিধিলিঙ্ (উচিত অর্থে)

মন্ ধাতুরূপ বাংলা হরফে বিধিলিঙ্ আত্মনেপদী রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।

বিভক্তিপ্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনমন্যেতমন্যেথাঃমন্যেয়
দ্বিবচনমন্যেয়াতাম্মন্যেয়াথাম্মন্যেবহি
বহুবচনমন্যেরন্মন্যেধ্বম্মন্যেমহি

লৃট্ (ভবিষ্যত্ কাল)

মন্ ধাতুরূপ বাংলা হরফে লৃট্ আত্মনেপদী রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।

বিভক্তিপ্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনমংস্যতেমংস্যসেমংস্যে
দ্বিবচনমংস্যেতেমংস্যেথেমংস্যাবহে
বহুবচনমংস্যন্তেমংস্যধ্বেমংস্যামহে

লিট্ (পরোক্ষে বা সুদূর অতীত)

মন্ ধাতুরূপ বাংলা হরফে লিট্ আত্মনেপদী রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।

বিভক্তিপ্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনমেনেমেনিষেমেনে
দ্বিবচনমেনাতেমেনাথেমেনিবহে
বহুবচনমেনিরেমেনিধ্বেমেনিমহে

धातुरूप मन् (देवनागरी हरफ)

संस्कृत धातुरूप मन्

लट् (Present Tense)

संस्कृत धातुरूप मन्

विभक्तिप्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनमन्यतेमन्यसेमन्ये
वहुवचनमन्येतेमन्येथेमन्यावहे
द्विवचनमन्यन्तेमन्यध्वेमन्यामहे

लोट् (Imperative Mood)

संस्कृत धातुरूप मन्

विभक्तिप्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनमन्यताम्मन्यस्वमन्यै
वहुवचनमन्येताम्मन्येथाम्मन्यावहै
द्विवचनमन्यन्ताम्मन्यध्वम्मन्यामहै

लङ् (Imperfect Tense)

संस्कृत धातुरूप मन्

विभक्तिप्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनअमन्यतअमन्यथाःअमन्ये
वहुवचनअमन्येताम्अमन्येथाम्अमन्यावहि
द्विवचनअमन्यन्तअमन्यध्वम्अमन्यामहि

विधिलिङ् (Potential Mood)

संस्कृत धातुरूप मन्

विभक्तिप्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनमन्येतमन्येथाःमन्येय
वहुवचनमन्येयाताम्मन्येथाम्मन्येवहि
द्विवचनमन्येरन्मन्येध्वम्मन्येमहि

लृट् (Future Tense)

संस्कृत धातुरूप मन्

विभक्तिप्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनमंस्यतेमंस्यसेमंस्ये
वहुवचनमंस्येतेमंस्येथेमंस्यावहे
द्विवचनमंस्यन्तेमंस्यध्वेमंस्यमहे

लिट् (Perfect)

संस्कृत धातुरूप मन्

विभक्तिप्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनमेनेमेनिषेमेने
वहुवचनमेनातेमेनाथेमेनिवहे
द्विवचनमेनिरेमेनिध्वेमेनिमहे
মন্ ধাতুরূপের অনুরূপ অনুবাদের আদর্শ

1)আপনি যদি অন্যভাবে মনে না করেন।

উত্তর- যদি চিত্তে নান্যথা মন্যসে।

2) ধনীরা গরীবকে উপেক্ষা করে।

উত্তর- ধনিনঃ নির্ধনান্ অবমন্যন্তে।

3) পিতা মাতাকে উপেক্ষা করো না।

উত্তর- পিতরৌ ন অবমন্যস্ব।

মন্ ধাতু থেকে জিজ্ঞাস্য
1) মন্ ধাতুর লোট্ লকার মধ্যম পুরুষ একবচনের রূপ।

উত্তর- মন্যস্ব।

2) মন্ ধাতুর লৃট্ লকার উত্তম পুরুষ বহুবচনের রূপ।

উত্তর- মংস্যামহে।

3) সংস্কৃতে অনুবাদ করো – আমাকে বাড়ি যাওয়ার অনুমতি দিন ।

উত্তর- অনুমন্যস্ব মাম্ গৃহগমনায়।

ধন্যবাদ

আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈

আমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে CLICK HERE 👈

Leave a Comment