সংস্কৃত ধাতুরূপ হন্

সংস্কৃত ধাতুরূপ হন্ বিষয়ক আলোচনা। এটি একটি অদাদিগণীয় পরস্মৈপদী ধাতু। পরস্মৈপদীর রূপগুলি নির্ভুলভাবে লিখিত হল। সংস্কৃত ধাতুরূপ হন্ বাংলা ও দেবনাগরী হরফে দেওয়া হয়েছে। হন্ ধাতুর অনুরূপ বাংলা থেকে সংস্কৃতে অনুবাদ করা হয়েছে। এই ধাতুরূপ সম্পর্কে সম্যক ধারণা না থাকলে সংস্কৃতে অনুবাদ করা সম্ভব নয়। সংস্কৃত অনুবাদ শিক্ষার জন্য হন্ ধাতুরূপ জানা আবশ্যক। সপ্তম, অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের এক অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। এছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর , WBSSC(SLST) পরীক্ষার্থীদের এই ধাতুরূপ কন্ঠস্থ করতে হবে।

ধাতুর সঙ্গে তিঙ্ বিভক্তি যোগ করে ক্রিয়াপদ গঠিত হয়। সংস্কৃত ভাষা অধ্যয়নের জন্য ধাতুরূপ জানা আবশ্যক। নানাপ্রকার কাল বোঝাবার জন্য ধাতুর উত্তর দশ প্রকার বিভক্তি যুক্ত হয়। এরা ধাতু বিভক্তি নামে পরিচি। সংস্কৃতে ধাতু বিভক্তির 180 টি রূপ আছে। সংস্কৃত ধাতুরূপ হন্ বিষয়ে উপস্থাপন

হন্ ধাতুরূপ

সংস্কৃত ধাতুরূপ হন্ এর কয়েকটি কথা।

ধাতুরূপহন্
বিভক্তি বিভাগপরস্মৈপদী
ধাতু বিভাগঅদাদিগণীয়
অর্থহত্যা করা, To kill

ধাতুরূপ হন্ (বাংলা হরফে)

হন্ ধাতুর লট্, লোট্, লঙ্, বিধিলিঙ্, লৃট্ এবং লিট্ লকারের রূপ বাংলা হরফে নিম্নে দেওয়া হল।

লট্ লকার

বাংলা হরফে হন্ ধাতুরূপ লট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। বর্তমান কালের ক্রিয়াপদ গঠনে লট্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনহন্তিহংসিহন্মি
দ্বিবচনহতঃহথঃহন্বঃ
বহুবচনঘ্নন্তিহথহন্মঃ

লোট্ লকার

বাংলা হরফে হন্ ধাতুরূপ লোট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। আদেশ, উপদেশ বা অনুজ্ঞা অর্থে লোট্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনহন্তুজহিহনানি
দ্বিবচনহতাম্হতম্হনাব
বহুবচনঘন্তুহতহনাম

লঙ্ লকার

বাংলা হরফে হন্ ধাতুরূপ লঙ্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। অতীতকালের ক্রিয়াপদ গঠনের জন্য লঙ্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনঅহন্অহন্অহনম্
দ্বিবচনঅহতাম্অহতম্অহন্ব
বহুবচনঅঘ্নন্অহতঅহন্ম

বিধিলিঙ্ লকার

বাংলা হরফে হন্ ধাতুরূপ বিধিলিঙ্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। উচিত অর্থে ও সম্ভবনা অর্থে বিধিলিঙ্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনহন্যাৎহন্যাঃহন্যাম্
দ্বিবচনহন্যাতাম্হন্যাতম্হন্যাব
বহুবচনহন্যুঃহন্যাতহন্যাম

লৃট্ লকার

বাংলা হরফে হন্ ধাতুরূপ লৃট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। ভবিষ্যত্ কালের ক্রিয়পদ গঠনের জন্য লৃট্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনহনিষ্যতিহনিষ্যসিহনিষ্যামি
দ্বিবচনহনিষ্যতঃহনিষ্যথঃহনিষ্যাবঃ
বহুবচনহনিষ্যন্তিহনিষ্যথহনিষ্যামঃ

লিট্ লকার

বাংলা হরফে হন্ ধাতুরূপ লিট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। পরোক্ষে বা সুদূর অতীত বোঝাতে লিট্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনজঘানজঘনিথজঘান
দ্বিবচনজঘ্নতুঃজঘ্নথুঃজঘ্নিব
বহুবচনজঘ্নুঃজঘ্নজঘ্নিম

धातुरूप हन् (देवनागरी हरफ)

संस्कृत धातुरूप हन्

लट् (Present Tense)

संस्कृत धातुरूप हन्

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनहन्तिहंसिहन्मि
वहुवचनहतःहथःहन्वः
द्विवचनघ्नन्तिहथहन्मः

लोट् (Imperative Mood)

संस्कृत धातुरूप हन्

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनहन्तुजहिहनानि
वहुवचनहताम्हतम्हनाव
द्विवचनघ्नन्तुहतहनाम

लङ् (Imperfect Tense)

संस्कृत धातुरूप हन्

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनअहन्अहन्अहनम्
वहुवचनअहताम्अहतम्अहन्व
द्विवचनअघ्नन्अहतअहन्म

विधिलिङ् (Potential Mood)

संस्कृत धातुरूप हन्

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनहन्यात्हन्याःहन्याम्
वहुवचनहन्याताम्हन्यातम्हन्याव
द्विवचनहन्युःहन्यातहन्याम

लृट् (Future Tense)

संस्कृत धातुरूप हन्

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनहनिष्यतिहनिष्यसिहनिष्यामि
वहुवचनहनिष्यतःहनिष्यथःहनिष्यावः
द्विवचनहनिष्यन्तिहनिष्यथहनिष्यामः

लिट् (Perfect)

संस्कृत धातुरूप हन्

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनजघानजघनिथजघान
वहुवचनजघ्नतुःजघ्नथुःजघ्निव
द्विवचनजघ्नुःजघ्नजघ्निम
হন্ ধাতু থেকে জিজ্ঞাস্য
1) হন্ ধাতুর লোট্ লকার মধ্যম পুরুষ একবচনের রূপ।

উত্তর- জহি।

2) হন্ ধাতুর লৃট্ লকার উত্তম পুরুষ বহুবচনের রূপ।

উত্তর- হনিষ্যামঃ।

3) সংস্কৃতে অনুবাদ করো – বাঘ হরিনকে হত্যা করে।

উত্তর- ব্যাঘ্রঃ মৃগং হন্তি।

ধন্যবাদ

আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈

আমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে CLICK HERE 👈

Leave a Comment