সংস্কৃত ধাতুরূপ শী

সংস্কৃত ধাতুরূপ শী বিষয়ক আলোচনা। এটি একটি অদাদিগণীয় আত্মনেপদী ধাতু। আত্মনেপদীর রূপগুলি নির্ভুলভাবে লিখিত হল। সংস্কৃত ধাতুরূপ শী বাংলা ও দেবনাগরী হরফে দেওয়া হয়েছে। শী ধাতুর অনুরূপ বাংলা থেকে সংস্কৃতে অনুবাদ করা হয়েছে। এই ধাতুরূপ সম্পর্কে সম্যক ধারণা না থাকলে সংস্কৃতে অনুবাদ করা সম্ভব নয়। সংস্কৃত অনুবাদ শিক্ষার জন্য শী ধাতুরূপ জানা আবশ্যক। সপ্তম, অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের এক অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। এছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর , WBSSC(SLST) পরীক্ষার্থীদের এই ধাতুরূপ কন্ঠস্থ করতে হবে।

ধাতুর সঙ্গে তিঙ্ বিভক্তি যোগ করে ক্রিয়াপদ গঠিত হয়। সংস্কৃত ভাষা অধ্যয়নের জন্য ধাতুরূপ জানা আবশ্যক। নানাপ্রকার কাল বোঝাবার জন্য ধাতুর উত্তর দশ প্রকার বিভক্তি যুক্ত হয়। এরা ধাতু বিভক্তি নামে পরিচিত। সংস্কৃতে ধাতু বিভক্তির 180 টি রূপ আছে। সংস্কৃত ধাতুরূপ শী বিষয়ে উপস্থাপন।

শী ধাতুরূপ

সংস্কৃত ধাতুরূপ শী এর কয়েকটি কথা।

ধাতুরূপশী
বিভক্তি বিভাগআত্মনেপদী
ধাতু বিভাগঅদাদিগণীয়
অর্থঘুমানো – To sleep

সংস্কৃত ধাতুরূপ শী (বাংলা হরফে)

সংস্কৃত ধাতুরূপ শী ধাতুর লট্, লোট্, লঙ্, বিধিলিঙ্, লৃট্ এবং লিট্ লকারের রূপ বাংলা হরফে নিম্নে দেওয়া হল।

লট্ লকার

বাংলা হরফে সংস্কৃত ধাতুরূপ শী, লট্ আত্মনেপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। বর্তমান কালের ক্রিয়াপদ গঠনে লট্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনশেতেশেষেশয়ে
দ্বিবচনশয়াতেশয়াথেশেবহে
বহুবচনশেরতেশেধ্বেশেমহে

লোট্ লকার

বাংলা হরফে শী ধাতুরূপ লোট্ আত্মনেপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। আদেশ, উপদেশ বা অনুজ্ঞা অর্থে লোট্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনশেতাম্শেষ্বশয়ৈ
দ্বিবচনশয়াতাম্শয়াথাম্শয়াবহৈ
বহুবচনশেরতাম্শেধ্বম্শয়ামহৈ

লঙ্ লকার

বাংলা হরফে শী ধাতুরূপ লঙ্ আত্মনেপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। অতীতকালের ক্রিয়াপদ গঠনের জন্য লঙ্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনঅশেতঅশেথাঃঅশয়ি
দ্বিবচনঅশয়াতাম্অশয়াথাম্অশেবহি
বহুবচনঅশেরতঅশেধ্বম্অশেমহি

বিধিলিঙ্ লকার

বাংলা হরফে শী ধাতুরূপ বিধিলিঙ্ আত্মনেপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। উচিত অর্থে ও সম্ভবনা অর্থে বিধিলিঙ্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনশয়ীতশয়ীথাঃশয়ীয়
দ্বিবচনশয়ীয়াতাম্শয়ীয়াথাম্শয়ীবহি
বহুবচনশয়ীরন্শয়ীধ্বম্শয়ীমহি

লৃট্ লকার

বাংলা হরফে শী ধাতুরূপ লৃট্ আত্মনেপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। ভবিষ্যত্ কালের ক্রিয়পদ গঠনের জন্য লৃট্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনশয়িষ্যতেশয়িষ্যসেশয়িষ্যে
দ্বিবচনশয়িষ্যেতেশয়িষ্যেথেশয়িষ্যাবহে
বহুবচনশয়িষ্যন্তেশয়িষ্যধ্বেশয়িষ্যামহে

লিট্ লকার

বাংলা হরফে শী ধাতুরূপ লিট্ আত্মনেপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। পরোক্ষে বা সুদূর অতীত বোঝাতে লিট্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনশিষ্যেশিষ্যিষেশিষ্যে
দ্বিবচনশিষ্যাতেশিষ্যাথেশিষ্যিবহে
বহুবচনশিষ্যিরেশিষ্যিধ্বেশিষ্যিমহে

धातुरूप शी (देवनागरी हरफ)

संस्कृत धातुरूप शी

लट् (Present Tense)

संस्कृत धातुरूप शी

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनशेतेशेषेशये
वहुवचनशयातेशयाथेशेवहे
द्विवचनशेरतेशेध्वेशेमहे

लोट् (Imperative Mood)

संस्कृत धातुरूप शी

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनशेताम्शेष्वशयै
वहुवचनशयाताम्शयाथाम्शयावहै
द्विवचनशेरताम्शेध्वम्शयामहै

लङ् (Imperfect Tense)

संस्कृत धातुरूप शी

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनअशेतअशेथाःअशयि
वहुवचनअशयाताम्अशयाथाम्अशेवहि
द्विवचनअशेरतअशेध्वम्अशेमहि

विधिलिङ् (Potential Mood)

संस्कृत धातुरूप शी

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनशयीतशयीथाःशयीय
वहुवचनशयीयाताम्शयीयाथाम्शयीवहि
द्विवचनशयीरन्शयीध्वम्शयीमहि

लृट् (Future Tense)

संस्कृत धातुरूप शी

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनशयिष्यतेशयिष्यसेशयिष्ये
वहुवचनशयिष्येतेशयिष्येथेशयिष्यावहे
द्विवचनशयिष्यन्तेशयिष्यध्वेशयिष्यामहे

लिट् (Perfect)

संस्कृत धातुरूप शी

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनशिष्येशिष्यिषेशिष्ये
वहुवचनशिष्यातेशिष्याथेशिष्यिवहे
द्विवचनशिष्यिरेशिष्यिध्वेशिष्यिमहे
ধন্যবাদ

আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈

আমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে CLICK HERE 👈

Leave a Comment