সংস্কৃত ধাতুরূপ ভুজ্

সংস্কৃত ধাতুরূপ ভুজ্ বিষয়ক আলোচনা। এটি একটি রুধাদিগণীয় পরস্মৈপদী ধাতু। পরস্মৈপদীর রূপগুলি নির্ভুলভাবে লিখিত হল। সংস্কৃত ধাতুরূপ ভুজ্ বাংলা ও দেবনাগরী হরফে দেওয়া হয়েছে। ভুজ্ ধাতুর অনুরূপ বাংলা থেকে সংস্কৃতে অনুবাদ করা হয়েছে। এই ধাতুরূপ সম্পর্কে সম্যক ধারণা না থাকলে সংস্কৃতে অনুবাদ করা সম্ভব নয়। সংস্কৃত অনুবাদ শিক্ষার জন্য ভুজ্ ধাতুরূপ জানা আবশ্যক। সপ্তম, অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের এক অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। এছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর , WBSSC(SLST) পরীক্ষার্থীদের এই ধাতুরূপ কন্ঠস্থ করতে হবে।

ধাতুর সঙ্গে তিঙ্ বিভক্তি যোগ করে ক্রিয়াপদ গঠিত হয়। সংস্কৃত ভাষা অধ্যয়নের জন্য ধাতুরূপ জানা আবশ্যক। নানাপ্রকার কাল বোঝাবার জন্য ধাতুর উত্তর দশ প্রকার বিভক্তি যুক্ত হয়। এরা ধাতু বিভক্তি নামে পরিচিত। সংস্কৃতে ধাতু বিভক্তির 180 টি রূপ আছে। সংস্কৃত ধাতুরূপ ভুজ্ বিষয়ে উপস্থাপন। ভুজ্ ধাতু সপ্তম ও অষ্টম শ্রেণীর জন্য এবং সংস্কৃত অনুবাদ শিক্ষার জন্য ভুজ্ ধাতু জানা আবশ্যক। এছাড়াও WBSSC এর SLST পরীক্ষায় MCQ তে জ্ঞা ধাতুরূপ অনুশীলন করতে হবে।

ভুজ্ ধাতু

ভুজোঽনবনে” সূত্রানুসারে পালন ভিন্ন অর্থে ভুজ্ ধাতুর উত্তর আত্মনেপদ হয়। যথা- বানরঃ ফলং ভুঙ্ক্তে, সাধুঃ সুখং ভুঙ্ক্তে। কিন্তু, পালনার্থে ভুজ্ ধাতুর উত্তর পরস্মৈপদী হয়। যথা- রাজা রাজ্যং ভুনক্তি।

ধাতুরূপভুজ্
বিভক্তি বিভাগপরস্মৈপদী
ধাতু বিভাগরুধাদিগণীয়
অর্থরক্ষা করা – To protect

ভুজ্ ধাতু (বাংলা হরফে)

ভুজ্ ধাতুর লট্, লোট্, লঙ্, বিধিলিঙ্, লৃট্ এবং লিট্ লকারের রূপ বাংলা হরফে নিম্নে দেওয়া হল।

লট্ (বর্তমান কাল)

বাংলা হরফে ভুজ্ ধাতুরূপ লট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। বর্তমান কালের ক্রিয়াপদ গঠনে লট্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনভুনক্তিভুনক্ষিভুনজ্মি
দ্বিবচনভুঙ্ক্তঃভুঙ্কথঃভুনজ্বঃ
বহুবচনভুঞ্জন্তিভুঙ্কথভুনজ্মঃ

লোট্ (আদেশ, উপদেশ বা অনুজ্ঞা অর্থে

বাংলা হরফে ভুজ্ ধাতুরূপ লোট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। আদেশ, উপদেশ বা অনুজ্ঞা অর্থে লোট্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনভুনক্তুভুঙ্গধিভুনজানি
দ্বিবচনভুঙ্ক্তাম্ভুঙ্ক্তম্ভুনজাব
বহুবচনভঞ্জন্তুভুঙ্ক্তভুনজাম

লঙ্ (অতীতকাল)

বাংলা হরফে ভুজ্ ধাতুরূপ লঙ্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। অতীতকালের ক্রিয়াপদ গঠনের জন্য লঙ্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনঅভুনক্অভুনক্অভুনজম্
দ্বিবচনঅভুঙ্ক্তাম্অভুঙ্ক্তম্অভুঞ্জ্ব
বহুবচনঅভুঞ্জন্অভুঙ্ক্তঅভুঞ্জ্ম

বিধিলিঙ্ (উচিত অর্থে)

বাংলা হরফে ভুজ্ ধাতুরূপ বিধিলিঙ্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। উচিত অর্থে ও সম্ভবনা অর্থে বিধিলিঙ্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনভুঞ্জ্যাৎভুঞ্জ্যাঃভুঞ্জ্যাম্
দ্বিবচনভুঞ্জ্যাতাম্ভুঞ্জ্যাতম্ভুঞ্জ্যাব
বহুবচনভুঞ্জ্যুঃভুঞ্জ্যাতভুঞ্জ্যাম

লৃট্ (ভবিষ্যত্ কাল)

বাংলা হরফে ভুজ্ ধাতুরূপ লৃট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। ভবিষ্যত্ কালের ক্রিয়াপদ গঠনের জন্য লৃট্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনভোক্ষ্যতিভোক্ষ্যসিভোক্ষ্যামি
দ্বিবচনভোক্ষ্যতঃভোক্ষ্যেথঃভোক্ষ্যাবঃ
বহুবচনভোক্ষ্যন্তিভোক্ষ্যথভোক্ষ্যামঃ

লিট্ (পরোক্ষে বা সুদূর অতীত)

বাংলা হরফে ভুজ্ ধাতুরূপ লিট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। পরোক্ষে বা সুদূর অতীত বোঝাতে লিট্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনবুভোজবুভোজিথবুভোজ
দ্বিবচনবুভুজতুঃবুভোজথুবুভুজিব
বহুবচনবুভুজুঃবুভুজবুভুজিম

धातुरूप शी (देवनागरी हरफ)

संस्कृत धातुरूप भुज्

लट् (Present Tense)

संस्कृत धातुरूप भुज्

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनभुनक्तिभुनक्षिभुनज्मि
वहुवचनभुङ्क्तःभुङ्कथःभुनज्वः
द्विवचनभुञ्जन्तिभुङ्कथभुनज्मः

लोट् (Imperative Mood)

संस्कृत धातुरूप भुज्

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनभुनक्तुभुङ्गधिभुनजानि
वहुवचनभङ्क्ताम्भुङ्क्तम्भुनजाव
द्विवचनभञ्जन्तुभुङ्क्तभुनजाम

लङ् (Imperfect Tense)

संस्कृत धातुरूप भुज्

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनअभुनक्अभुनक्अभुनजम्
वहुवचनअभुङ्क्ताम्अभुङ्क्तम्अभुञ्ज्व
द्विवचनअभुञ्जन्अभुङ्क्तअभुञ्ज्म

विधिलिङ् (Potential Mood)

संस्कृत धातुरूप भुज्

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनभुञ्ज्यात्भुञ्ज्याःभुञ्ज्याम्
वहुवचनभुञ्ज्याताम्भुञ्ज्यातम्भुञ्ज्याव
द्विवचनभुञ्ज्युःभुञ्ज्यातभुञ्ज्याम

लृट् (Future Tense)

संस्कृत धातुरूप भुज्

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनभोक्ष्यतिभोक्ष्यसिभोक्ष्यामि
वहुवचनभोक्ष्यतःभोक्ष्यथःभोक्ष्यावः
द्विवचनभोक्ष्यन्तिभोक्ष्यथभोक्ष्यामः

लिट् (Perfect)

संस्कृत धातुरूप भुज्

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनवुभोजवुभोजिथवुभोज
वहुवचनवुभुजतुःवुभुजथुःवुभुजिव
द्विवचनवुभुजुःवुभुजवुभुजिम
ভুজ্ ধাতু থেকে জিজ্ঞাস্য

1) ভুজ্ ধাতুর লোট্ লকার মধ্যম পুরুষ একবচনের রূপ।

উত্তর- ভুঙ্গধি।

2) ভুজ্ ধাতুর লৃট্ লকার উত্তম পুরুষ বহুবচনের রূপ।

উত্তর- ভক্ষ্যামঃ।

3) সংস্কৃতে অনুবাদ করো – রাজা রাজ্য রক্ষা করে।

উত্তর- রাজা রাজ্যং ভুনক্তি।।
ধন্যবাদ

আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈

আমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে CLICK HERE 👈

Leave a Comment