সংস্কৃত ধাতুরূপ অদ্

সংস্কৃত ধাতুরূপ অদ্ বিষয়ক আলোচনা। এটি একটি অদাদিগণীয় পরস্মৈপদী ধাতু। পরস্মৈপদীর রূপগুলি নির্ভুলভাবে লিখিত হল। সংস্কৃত ধাতুরূপ অদ্ বাংলা ও দেবনাগরী হরফে দেওয়া হয়েছে। অদ্ ধাতুর অনুরূপ বাংলা থেকে সংস্কৃতে অনুবাদ করা হয়েছে। এই ধাতুরূপ সম্পর্কে সম্যক ধারণা না থাকলে সংস্কৃতে অনুবাদ করা সম্ভব নয়। সংস্কৃত অনুবাদ শিক্ষার জন্য অদ্ ধাতুরূপ জানা আবশ্যক। সপ্তম, অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের এক অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। এছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর , WBSSC(SLST) পরীক্ষার্থীদের এই ধাতুরূপ কন্ঠস্থ করতে হবে।

ধাতুর সঙ্গে তিঙ্ বিভক্তি যোগ করে ক্রিয়াপদ গঠিত হয়। সংস্কৃত ভাষা অধ্যয়নের জন্য ধাতুরূপ জানা আবশ্যক। নানাপ্রকার কাল বোঝাবার জন্য ধাতুর উত্তর দশ প্রকার বিভক্তি যুক্ত হয়। এরা ধাতু বিভক্তি নামে পরিচিত। সংস্কৃতে ধাতু বিভক্তির 180 টি রূপ আছে। সংস্কৃত ধাতুরূপ অদ্ বিষয়ে উপস্থাপন। অদ্ ধাতু সপ্তম ও অষ্টম শ্রেণীর জন্য এবং সংস্কৃত অনুবাদ শিক্ষার জন্য অদ্ ধাতু জানা আবশ্যক। এছাড়াও WBSSC এর SLST পরীক্ষায় MCQ তে জ্ঞা ধাতুরূপ অনুশীলন করতে হবে।

অদ্ ধাতু

ধাতুরূপঅদ্
বিভক্তি বিভাগপরস্মৈপদী
ধাতু বিভাগঅদাদিগণীয়
অর্থখাওয়া – To eat

ধাতুরূপ অদ্ (বাংলা হরফে)

অদ্ ধাতুর লট্, লোট্, লঙ্, বিধিলিঙ্, লৃট্ এবং লিট্ লকারের রূপ বাংলা হরফে নিম্নে দেওয়া হল।

লট্ (বর্তমান কাল)

বাংলা হরফে অদ্ ধাতুরূপ লট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। বর্তমান কালের ক্রিয়াপদ গঠনে লট্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনঅত্তিঅৎসিঅদ্মি
দ্বিবচনঅত্তঃঅত্থঃঅদ্বঃ
বহুবচনঅদন্তিঅত্থঅদ্মঃ

লোট্ (আদেশ, উপদেশ বা অনুজ্ঞা অর্থে

বাংলা হরফে অদ্ ধাতুরূপ লোট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। আদেশ, উপদেশ বা অনুজ্ঞা অর্থে লোট্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনঅত্তুঅদ্ধিঅদানি
দ্বিবচনঅত্তাম্অত্তম্অদাব
বহুবচনঅদন্তুঅত্তঅদাম

লঙ্ (অতীতকাল)

বাংলা হরফে অদ্ ধাতুরূপ লঙ্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। অতীতকালের ক্রিয়াপদ গঠনের জন্য লঙ্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনআদৎআদঃআদম্
দ্বিবচনআত্তাম্আত্তম্আদ্ব
বহুবচনআদন্আত্তআদ্ম

বিধিলিঙ্ (উচিত অর্থে)

বাংলা হরফে অদ্ ধাতুরূপ বিধিলিঙ্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। উচিত অর্থে ও সম্ভবনা অর্থে বিধিলিঙ্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনঅদ্যাৎঅদ্যাঃঅদ্যাম্
দ্বিবচনঅদ্যাতাম্অদ্যাতম্অদ্যাব
বহুবচনঅদ্যুঃঅদ্যাতঅদ্যাম

লৃট্ (ভবিষ্যত্ কাল)

বাংলা হরফে অদ্ ধাতুরূপ লৃট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। ভবিষ্যত্ কালের ক্রিয়াপদ গঠনের জন্য লৃট্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনঅৎস্যতিঅৎস্যসিঅৎস্যামি
দ্বিবচনঅৎস্যতঃঅৎস্যথঃঅৎস্যাবঃ
বহুবচনঅৎস্যন্তিঅৎস্যথঅৎস্যামঃ

লিট্ (পরোক্ষে বা সুদূর অতীত)

বাংলা হরফে অদ্ ধাতুরূপ লিট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। পরোক্ষে বা সুদূর অতীত বোঝাতে লিট্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনজঘাস
আদ
জঘসিথ
আদিথ
জক্ষাস
আদ
দ্বিবচনজক্ষতু
আদতুঃ
জক্ষথুঃ
আদথুঃ
জক্ষিব
আদিব
বহুবচনজক্ষুঃ
আদুঃ
জক্ষ
আদ
জক্ষিম
আদিম

धातुरूप अद् (देवनागरी हरफ)

संस्कृत धातुरूप अद्

लट् (Present Tense)

संस्कृत धातुरूप अद्

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनअत्तिअत्सिअद्मि
वहुवचनअत्तःअत्थःअद्वः
द्विवचनअदन्तिअत्थअद्मः

लोट् (Imperative Mood)

संस्कृत धातुरूप अद्

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनअत्तुअद्धिअदानि
वहुवचनअत्ताम्अत्तम्अदाव
द्विवचनअदन्तुअत्तअदाम

लङ् (Imperfect Tense)

संस्कृत धातुरूप अद्

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनआदत्आदःआदम्
वहुवचनआत्ताम्आत्तम्आद्व
द्विवचनआदन्आत्तआद्म

विधिलिङ् (Potential Mood)

संस्कृत धातुरूप अद्

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनअद्यात्अद्याःअद्याम्
वहुवचनअद्यातम्अद्यतम्अद्याव
द्विवचनअद्युःअद्यातअद्याम

लृट् (Future Tense)

संस्कृत धातुरूप अद्

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनअत्स्यतिअत्स्यसिअत्स्यामि
वहुवचनअत्स्यतःअत्स्यथःअत्स्यावः
द्विवचनअत्स्यन्तिअत्स्यथअत्स्यामः

लिट् (Perfect)

संस्कृत धातुरूप अद्

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनजघास
आद
जघसिथ
आदिथ
जक्षास
आद
वहुवचनजक्षतुः
आदतुः
जक्षथुः
आदथुः
जक्षिव
आदिव
द्विवचनजक्षुः
आदुः
जक्ष
आद
जक्षिम
आदिम
অশ্ ধাতু থেকে জিজ্ঞাস্য

1) অশ্ ধাতুর লোট্ লকার মধ্যম পুরুষ একবচনের রূপ।

উত্তর- অদ্ধি।

2) অশ্ ধাতুর লৃট্ লকার উত্তম পুরুষ বহুবচনের রূপ।

উত্তর- অৎস্যামঃ।

3) সংস্কৃতে অনুবাদ করো – এই চোর তোমার গোরু দুটোকে চুরি করতে চায়।

উত্তর- অয়ং চৌরঃ তে গোযুগম্ অপহর্তুম্ ইচ্ছতি।
ধন্যবাদ

আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈

আমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে CLICK HERE 👈

Leave a Comment