সংস্কৃত ধাতুরূপ শাস্

সংস্কৃত ধাতুরূপ শাস্ বিষয়ক আলোচনা। এটি একটি অদাদিগণীয় পরস্মৈপদী ধাতু। পরস্মৈপদীর রূপগুলি নির্ভুলভাবে লিখিত হল। সংস্কৃত ধাতুরূপ শাস্ বাংলা ও দেবনাগরী হরফে দেওয়া হয়েছে। শাস্ ধাতুর অনুরূপ বাংলা থেকে সংস্কৃতে অনুবাদ করা হয়েছে। এই ধাতুরূপ সম্পর্কে সম্যক ধারণা না থাকলে সংস্কৃতে অনুবাদ করা সম্ভব নয়। সংস্কৃত অনুবাদ শিক্ষার জন্য শাস্ ধাতুরূপ জানা আবশ্যক। সপ্তম, অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের এক অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। এছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর , WBSSC(SLST) পরীক্ষার্থীদের এই ধাতুরূপ কন্ঠস্থ করতে হবে।

ধাতুর সঙ্গে তিঙ্ বিভক্তি যোগ করে ক্রিয়াপদ গঠিত হয়। সংস্কৃত ভাষা অধ্যয়নের জন্য ধাতুরূপ জানা আবশ্যক। নানাপ্রকার কাল বোঝাবার জন্য ধাতুর উত্তর দশ প্রকার বিভক্তি যুক্ত হয়। এরা ধাতু বিভক্তি নামে পরিচিত। সংস্কৃতে ধাতু বিভক্তির 180 টি রূপ আছে। সংস্কৃত ধাতুরূপ শাস্ বিষয়ে উপস্থাপন। সংস্কৃত ধাতুরূপ শাস্ বিষয়ে উপস্থাপন। সপ্তম ও অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীদের তথা সংস্কৃত ভাষা শিক্ষার্থীদের ধাতুরূপ জানতেই হবে।

ধাতুরূপ শাস্

সংস্কৃত ধাতুরূপ শাস্ এর কয়েকটি কথা।

ধাতুরূপশাস্
বিভক্তি বিভাগপরস্মৈপদী
ধাতু বিভাগঅদাদিগণীয়
অর্থশাসন করা, To control

ধাতুরূপ শাস্ (বাংলা হরফে)

শাস্ ধাতুর লট্, লোট্, লঙ্, বিধিলিঙ্, লৃট্ এবং লিট্ লকারের রূপ বাংলা হরফে নিম্নে দেওয়া হল।

লট্ লকার

বাংলা হরফে শাস্ ধাতুরূপ লট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। বর্তমান কালের ক্রিয়াপদ গঠনে লট্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনশাস্তিশাস্সিশাস্মি
দ্বিবচনশিষ্টঃশিষ্ঠঃশিস্বঃ
বহুবচনশাসতিশিষ্ঠশিস্ম

লোট্ লকার

বাংলা হরফে শাস্ ধাতুরূপ লোট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। আদেশ, উপদেশ বা অনুজ্ঞা অর্থে লোট্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনশাস্তুশাধিশাসানি
দ্বিবচনশিষ্টাম্শিষ্টম্শাসাব
বহুবচনশাসতুশিষ্টশাসাম

লঙ্ লকার

বাংলা হরফে শাস্ ধাতুরূপ লঙ্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। অতীতকালের ক্রিয়াপদ গঠনের জন্য লঙ্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনঅশাত্অশাঃঅশাসম্
দ্বিবচনঅশিষ্টাম্অশিষ্টম্অশিস্ব
বহুবচনঅশাসুঃঅশিষ্টঅশিস্ম

বিধিলিঙ্ লকার

বাংলা হরফে শাস্ ধাতুরূপ বিধিলিঙ্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। উচিত অর্থে ও সম্ভবনা অর্থে বিধিলিঙ্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনশিষ্যাত্শিষ্যাঃশিষ্যাম্
দ্বিবচনশিষ্যাতাম্শিষ্যাতম্শিষ্যাব
বহুবচনশিষ্যুঃশিষ্যাতশিষ্যাম

লৃট্ লকার

বাংলা হরফে শাস্ ধাতুরূপ লৃট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। ভবিষ্যত্ কালের ক্রিয়পদ গঠনের জন্য লৃট্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনশাসিষ্যতিশাসিষ্যসিশাসিষ্যামি
দ্বিবচনশাসিষ্যতঃশাসিষ্যথঃশাসিষ্যাবঃ
বহুবচনশাসিষ্যন্তিশাসিষ্যথশাসিষ্যামঃ

লিট্ লকার

বাংলা হরফে শাস্ ধাতুরূপ লিট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। পরোক্ষে বা সুদূর অতীত বোঝাতে লিট্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনশশাসশশাসিথশশাস
দ্বিবচনশশাসতুঃশশাসথুঃশশাসিব
বহুবচনশশাসুঃশশাসশশাসিম

धातुरूप शास् (देवनागरी हरफ)

संस्कृत धातुरूप शास्

लट् (Present Tense)

संस्कृत धातुरूप शास्

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनशास्तिशास्सिशास्मि
वहुवचनशिष्टःशिष्ठःशिस्वः
द्विवचनशासतिशिष्ठशिस्मः

लोट् (Imperative Mood)

संस्कृत धातुरूप शास्

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनशस्तुशाधिशासानि
वहुवचनशिष्टाम्शिष्टम्शासाव
द्विवचनशासतुशिष्टशासाम

लङ् (Imperfect Tense)

संस्कृत धातुरूप शास्

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनअशात्अशाःअशासम्
वहुवचनअशिस्टाम्अशिष्टम्अशिस्व
द्विवचनअशासुःअशिष्टअशिस्म

विधिलिङ् (Potential Mood)

संस्कृत धातुरूप शास्

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनशिष्यात्शिष्याःशिष्याम्
वहुवचनशिष्याताम्शिष्यातम्शिष्याव
द्विवचनशिष्युःशिष्यातशिष्याम

लृट् (Future Tense)

संस्कृत धातुरूप शास्

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनशासिष्यतिशासिष्यसिशासिष्यामि
वहुवचनशासिष्यतःशासिष्यथःशासिष्यावः
द्विवचनशासिष्यन्तिशासिष्यथशासिष्यामः

लिट् (Perfect)

संस्कृत धातुरूप शास्

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनशशासशशासिथशशास
वहुवचनशशासतुःशशासथुःशशासिव
द्विवचनशशासुःशशासशशासिम
শাস্ ধাতু থেকে জিজ্ঞাস্য
1) শাস্ ধাতুর লোট্ লকার মধ্যম পুরুষ একবচনের রূপ।

উত্তর- শাধি।

2) শাস্ ধাতুর লৃট্ লকার উত্তম পুরুষ বহুবচনের রূপ।

উত্তর- শাসিষ্যামঃ।

3) সংস্কৃতে অনুবাদ করো – মা ছেলেকে নিয়ন্ত্রণ করে।

উত্তর- মাতা পুত্রং শাস্তি।

ধন্যবাদ

আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈

আমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে CLICK HERE 👈

Leave a Comment