সংস্কৃতে দ্বাদশ শ্রেণীর পাঠ্যসূচি হিসাবে সাহিত্য, ব্যাকরণ ও প্রকল্প স্থান পেয়েছে। এখানে প্রতি ক্ষেত্রে পুঙ্খানুপুঙ্খ আলোচনা ও প্রশ্নোত্তর আছে।
উচ্চমাধ্যমিক সংস্কৃত পাঠ্যসূচি
উচ্চমাধ্যমিক সংস্কৃত পাঠ্যসূচীতে যেমন প্রাচীনকালের সংস্কৃত ভাষায় রচিত সাহিত্য আছে, তেমনি বর্তমান সময়ের লেখাও স্থান পেয়েছে। সংস্কৃত বিষয়টি সপ্তম ও অষ্টম শ্রেণীতে সামান্য পরিচয়ের পর উচ্চমাধ্যমিকে এসে অনেক ছাত্র-ছাত্রীর সংস্কৃত বিষয়ে অমূলক ভীতি তৈরি হয়। একজন সহৃদয় শিক্ষকের মতোই ভীতি কাটিয়ে সংস্কৃত বিষয়টিকে ভালোবাসতে শেখাবে www.sanskritruprekha.com
প্রশ্নের ধরণ | প্রশ্নের মান |
MCQ | 1 X 15 = 15 |
SAQ | 1 X 11 = 11 |
Long | 5 x 5 = 25 |
ভাবসম্প্রসারণ | 4 x 1 = 4 |
বাংলা থেকে সংস্কৃতে অনুবাদ | 5 x 1 = 5 |
অনুচ্ছেদ রচনা | 5 x 1 = 5 |
কারক-বিভক্তি | 1 x 3 = 3 |
ব্যাসবাক্যাসহ সমাস নির্ণয় | 2 x 2 = 4 |
শব্দযুগলের অর্থপার্থক্য | 1 x 2 = 2 |
এক কথায় প্রকাশ | 1 x 3 = 3 |
পরিনিষ্ঠিত রূপ | 1 x 3 = 3 |
দ্বাদশ শ্রেণীর পাঠ্যসূচি- NEW SYLLABUS
LITERATURE
নিচের বিষয়গুলি সম্প্রকে বিস্তরিত জানতে Link এ click করুন।
গদ্য (Prose)
(i) আর্যাবর্তবর্ণনম্ – ত্রিবিক্রম ভট্ট আর্যাবর্তবর্ণনম্ SAQ👈
(ii) বনগতা গুহা – গোবিন্দকৃয় মোদক বনগতাগুহা SAQ👈
পদ্য (Verse)
(i) গঙ্গাস্তোত্রম্ (শ্লোক ১-১০) – শঙ্করাচার্য
(ii) শ্রীমদ্ভগবদ্গীতা – কর্মযোগঃ (তৃতীয় অধ্যায়)
নাটক (Drama)
(i) বাসন্তিকস্বপ্নম্ ( প্রথমঃ অঙ্কঃ) – কৃয়মাচার্য
সংস্কৃত সাহিত্যের ইতিহাস (History of Sanskrit Literature)
► ধ্রুপদী সাহিত্য (Classical Literature)
(i) ভাস (স্বপ্নবাসবদত্তম্)👈
(ii) শূদ্রক (মৃচ্ছকটিকম্)👈
(iii) বিশাখদত্ত (মুদ্রারাক্ষসম্)👈
(iv) কালিদাস (অভিজ্ঞানশকুন্তলম্, মেঘদূতম্)👈
(v) জয়দেব (গীতগোবিন্দম্ )👈
► বৈজ্ঞানিক সাহিত্য (Scientific Literature)
দ্বাদশ শ্রেণীর পাঠ্যসূচি তে বৈজ্ঞানিক সাহিত্যে যে বিষয়গুলি অন্তর্ভুক্ত হয়ছে, সেগুলি নিম্নলিখিত।
সংস্কৃত ব্যাকরণ (Sanskrit Grammar)
দ্বাদশ শ্রেণীর পাঠ্যসূচি তে ব্যাকরণে যে বিষয়গুলি অন্তর্ভুক্ত হয়ছে, সেগুলি নিম্নলিখিত।
- (i) কারক-বিভক্তি 👈
- (ii) সমাস প্রকরণ (অব্যয়ীভাব, তৎপুরুষ, বহুব্রীহি, দ্বন্দ্ব) ( ব্যাসবাক্যাসহ সমাস নির্ণয় )👈
- (iii) তদ্ধিত প্রত্যয়
- (iv) ণিজন্ত সনন্ত-যঙন্ত-নাম ধাতু
- (v) স্ত্রী-প্রত্যয় প্রকরণ
- (vi) পরস্মৈপদ ও আত্মনেপদ বিধান
- (vii) শব্দযুগলের অর্থপার্থক্য 👈
- (viii) এককথায় প্রকাশ 👈
- (ix) পরিনিষ্ঠিত রূপ 👈
সংস্কৃত ভাষাতত্ত (Sanskrit Linguistics)
- (i) ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠীর সংক্ষিপ্ত পরিচয় ও প্রধান শ্রেণিবিভাগ ২টি ও তার উপশ্রেণি ১০টির নাম
- (ii) ভারতীয় আর্যভাষার স্তরবিন্যাস সম্পর্কিত ধারণা
ইংরেজী, হিন্দি অথবা বাংলা থেকে সংস্কৃতে অনুবাদ 👈(Translation from Bengali or English or Hindi into Sanskrit)
Strictly from পঞ্চতন্ত্র ও হিতোপদেশ excluding the selected pieces (তিনটি অনধিক বাক্যে) পাঠ্যবহির্ভূত যে-কোনো বিষয়ের ৪/৫টি বাক্যে
প্রবন্ধ রচনা / অনুচ্ছেদ রচনা 👈