এই অধ্যায়ের আলোচ্য বিষয় আর্যাবর্তবর্ণনম্ MCQ প্রশ্নোত্তর । উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের MCQ এবং SAQ প্রশ্নের উত্তর করতে হয়। আমরা এখানে শুধুমাত্র SAQ প্রশ্নোত্তর আলোচনা করব। SAQ গুলো ঠিকঠাক করলেই MCQ র উত্তর করতে পারবে। আর্যাবর্তবর্ণনম্ SAQ নিম্নে দেওয়া হল। উচ্চমাধ্যমিক 2025 পরীক্ষার্থীদের Suggestive প্রশ্নগুলির মধ্যে এগুলি অতীব গুরুত্বপূর্ণ।
কবি ত্রিবিক্রমভট্টের নলচম্পূর প্রথম উচ্ছ্বাস থেকে ‘আর্যাবর্তবর্ণনম্’ পাঠ্যাংশটি নেওয়া হয়েছে। কবি নিজে এই নাম দেননি। মূল অংশ থেকে কিছু কিছু বাক্য ও শ্লোক বাদ দিয়ে পাঠ্যাংশটি একটি সম্পাদিত অংশ। আর্যাবর্তবর্ণনম্ নামটি ভাঙলে পাই আর্যাবর্তস্য বর্ণনম্ অর্থাৎ আর্যাবর্তের বর্ণনা। পাঠ্যাংশ অনুসরণ করে আমরা দেখতে পাই যে, কবি নিজেই বলেছেন “অস্তি…আর্যাবর্তো নাম দেশঃ” এবং ভঙ্গশ্লেষ অলংকার প্রয়োগ করে এই আর্যাবর্ত দেশের একটি সুন্দর সুললিত বর্ণনা দিয়েছেন। এই দেশ জল ও শস্যে মনোহর। এখানে গঙ্গা ও চন্দ্রভাগা নদী প্রবাহিত। এখানে অসুখ হয় না। এই দেশের গ্রামে গ্রামে চতুর গোয়ালাদের বাস। ঘরে ঘরে শুভ্রবর্ণা নারী, প্রভৃতি।
আর্যাবর্তবর্ণনম্’ নামক পাঠ্যাংশটি ত্রিবিক্রমভট্ট রচিত নলচম্পূর প্রথম উচ্ছ্বাস থেকে নেওয়া হয়েছে। মূল নলচম্পু গ্রন্থের প্রথম উচ্ছ্বাসের শুরুতে কিছু ভূমিকাত্মক শ্লোক আছে। তারপরেই শুরু হয়েছে আর্যাবর্তের বর্ণনা। এই বর্ণনার কিছু কিছু পদ, বাক্য ও শ্লোক বাদ দিয়ে নির্বাচিত পাঠ্যাংশটি প্রস্তুত করা হয়েছে। ভঙ্গশ্লেষ অলংকার প্রয়োগ করে এই আর্যাবর্ত দেশের একটি সুন্দর সুললিত বর্ণনা দিয়েছেন। এই দেশ জল ও শস্যে মনোহর। এখানে গঙ্গা ও চন্দ্রভাগা নদী প্রবাহিত। এখানে অসুখ হয় না। এই দেশের গ্রামে গ্রামে চতুর গোয়ালাদের বাস। ঘরে ঘরে শুভ্রবর্ণা নারী, প্রভৃতি। সুতরাং ‘আর্যাবর্তবর্ণনম্’ এই পাঠ্যাংশের বিষয়বস্তু অনুসারে নামকরণটি সম্পূর্ণভাবে সংগত ও সার্থক। আর্যাবর্তবর্ণনম্ MCQ প্রশ্নোত্তর সঠিকভাবে অনুশীলন করতে হবে।
পাঠ্যাংশের নাম | আর্যাবর্তবর্ণনম্ |
উৎস গ্রন্থ | নলচম্পূ |
রচনা | ত্রিবিক্রমভট্ট |
কোন অলঙ্কারে রচিত | ভঙ্গশ্লেষ |
SAQ প্রশ্নোত্তর
SAQ প্রশ্নোত্তরগুলো নিম্নে দেওয়া হল। আর্যাবর্তবর্ণনম্ SAQ নিম্নে দেওয়া হল।
(1) “আর্যাবর্তবর্ণনম্” -এর উৎস কী?
উত্তর– “আর্যাবর্তবর্ণনম্” -এর উৎস গ্রন্থ হল ”নলচম্পূ”।
2) “আর্যাবর্তবর্ণনম্” গদ্যাংশটি নলচম্পূর কোন্ উচ্ছ্বাসের অন্তর্গত?
উত্তর– “আর্যাবর্তবর্ণনম্” গদ্যাংশটি নলচম্পূর প্রথম উচ্ছ্বাসের অন্তর্গত।
3) “নলচম্পূ ” এর রচনাকার কে?
উত্তর– “নলচম্পূ ” এর রচনাকার হলেন ত্রিবিক্রমভট্ট।
4) ত্রিবিক্রমভট্টের দুটি বিখ্যাত কৃতির নাম লেখো।
উত্তর– “নলচম্পূ” ও “মদালসাচম্পূ”।
5) নলচম্পূ ছাড়া অন্য যে কোনো একটি চম্পূকাব্যের নাম লেখ।
উত্তর– নলচম্পূ ছাড়া অন্য একটি চম্পূকাব্যের নাম ভোজের রামায়ণচম্পূ।
6) চম্পূকাব্য বলতে কী বোঝায়?
উত্তর– গদ্যপদ্যময়ী ভাষাতে যে কাব্য রচিত হয়, তাকে চম্পূকাব্য বলে।
7) “আর্যাবর্তবর্ণনম্”- এর মূল গ্রন্থটি কি ধরনের কাব্য?
উত্তর– “আর্যাবর্তবর্ণনম্”- এর মূল গ্রন্থটি চম্পূকাব্য।
8) কোন্ অলংকারের সাহায্যে আর্যাবর্তের বর্ণনা করা হয়েছে?
উত্তর– ভগ্নশ্লেষ অলংকারের সাহায্যে আর্যাবর্তের বর্ণনা করা হয়েছে।
9) “আর্যাবর্তবর্ণনম্”- এ গঙ্গা ছাড়া কোন্ নদীর নাম পাওয়া যায়?
উত্তর– “আর্যাবর্তবর্ণনম্”- এ গঙ্গা ছাড়া চন্দ্রভাগা নদীর নাম পাওয়া যায়।
10) “গণ্ডকোত্থানং” কোথায় দেখা যায়?
উত্তর– “গণ্ডকোত্থানং” দেখা যায় পার্বত্য ও বনময় ভূমিতে।
11) স্ফোটপ্রবাদ কাদের মধ্যে চলে?
উত্তর– স্ফোটপ্রবাদ কাদের মধ্যে চলে বৈয়াকরণদের মধ্যে।
12) স্ফোট কারা স্বীকার করেন?
উত্তর– বৈয়াকরণগণ স্ফোট স্বীকার করেন।
13) ভূতবিকারবাদ কাদের?
উত্তর– সাংখ্যদর্শনের আলোচ্য বিষয় হলো ভূতবিকারবাদ।
14) কুলস্ত্রীদের সঙ্গে কার তুলনা করা হয়েছে?
উত্তর– কবি ত্রিবিক্রমভট্ট কুলস্ত্রীদের সঙ্গে সূর্যের দ্যুতির তুলনা করেছেন।
15) আর্যাবর্তের মানুষ কাকে উপহাস করে?
উত্তর– আর্যাবর্তের মানুষ স্বর্গবাসী দেবতাদের উপহাস করে।
16) “সমানঃ সেব্যতয়া নাকলোকস্য” – ‘নাকলোক’ শব্দের অর্থ কী?
উত্তর– ‘নাকলোক’ শব্দের অর্থ স্বর্গ।
17) আর্যবর্তের শিক্ষাব্যবস্থা কীরূপ ছিল?
উত্তর– আর্যাবর্তের শিক্ষাব্যবস্থা ছিল গুরুকুলকেন্দ্রিক এবং সেখানে আর্যমর্যাদা রক্ষার শিক্ষাদান করা হত।
18) “ভারতালঙ্কারঃ” – প্রাসঙ্গক অর্থ দুটি লেখো।
উত্তর– প্রাসঙ্গক অর্থ দুটি হল- ভীম মহাভারতের অলংকার এবং আর্যাবর্ত ভারতবর্ষের অলংকার।
19) “সতীব্রতাপদোষা” – শব্দটির দ্বারা কী বোঝানো হয়েছে?
উত্তর– সতীব্রত পালনের ফলে চরিত্রশুদ্ধি হয়েছে যে নারীদের সেই নারীরা।
20) “পদে পদে ধনদাঃ” – ‘ধনদাঃ’ শব্দের দ্বারা কাকে বোঝানো হয়েছে?
উত্তর– ‘ধনদাঃ’ শব্দের দ্বারা কুবেরকে বোঝানো হয়েছে।
21) “আশ্রয়ঃ শ্রেয়সাম্” কোন্ স্থান?
উত্তর– আর্যাবর্ত “আশ্রয়ঃ শ্রেয়সাম্” ।
22) “ধাম ধর্মস্য” কাকে বলা হয়েছে?
উত্তর– “ধাম ধর্মস্য” বলা হয়েছেআর্যাবর্তকে।
23) “বিনায়ক” বলতে কোন্ দেবতাকে বোঝায়?
উত্তর– “বিনায়ক” বলতে গণেশকে বোঝায়।
24) “সুরাধিপঃ” কাকে বলা হয়েছে?
উত্তর– “সুরাধিপঃ” ইন্দ্রকে বলা হয়েছে।
25) ভগীরথ কে?
উত্তর– চন্দ্রবংশীয় রাজা।
26) “ভূপালকীর্তিপতাকয়া” বলতে কোন্ রাজাকে বুঝিয়ছেন?
উত্তর– ভগীরথকে।
27) বসু কতজন?
উত্তর– বসু আটজন।
28) আর্যাবর্তের বনের কোন্ কোন্ গাছের উল্লেখ করা হয়েছে?
উত্তর– পিয়াল ও কাঁঠাল।
29) “নীরসস্য মনোহরঃ” এই কথাটি কার পক্ষে প্রযোজ্য?
উত্তর– এই কথাটি গ্রাম্য কবির পক্ষে প্রযোজ্য।
SAQ প্রশ্নোত্তরের অনুরূপ পাঠ
নিম্নলিখিত পাঠ্যাংশগুলির SAQগুলি জানতে link এ click করুন
SAQ প্রশ্নোত্তর থেকে জিজ্ঞাস্য (FAQ)
আর্যাবর্তবর্ণনম্ SAQ থেকে কয়েকটি গুরত্বপূর্ণ জিজ্ঞাস্য ও তার সমাধান।
1) গ্রাম্য কবির কথাকাব্য কার কাছে মনোহর হয়?
2) দশম শতাব্দীর ভারতে বিখ্যাত অঞ্চল কোনটি?
3) সাংখ্য কী?
ধন্যবাদ
আর্যাবর্তবর্ণনম্ MCQ প্রশ্নোত্তর তথা আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈
আমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে CLICK HERE 👈
আর্যাবর্তে বনের কোন কোন গাছের উল্লেখ করা হয়েছে
উত্তর পিয়ারা ও কাঁঠাল
পিয়ারা নয়, পিয়াল হবে।