এই অধ্যায়ের আলোচ্য বিষয় বনগতাগুহা MCQ প্রশ্নোত্তর । উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের MCQ এবং SAQ প্রশ্নের উত্তর করতে হয়। আমরা এখানে শুধুমাত্র SAQ প্রশ্নোত্তর আলোচনা করব। SAQ গুলো ঠিকঠাক করলেই MCQ র উত্তর করতে পারবে। বনগতাগুহা SAQ নিম্নে দেওয়া হল। উচ্চমাধ্যমিক 2025 পরীক্ষার্থীদের Suggestive প্রশ্নগুলির মধ্যে এগুলি অতীব গুরুত্বপূর্ণ।
‘বনগতা গুহা’ নামে পাঠ্যাংশটি গোবিন্দকৃষ্ণ মোদক রচিত ‘চোরচত্বারিংশী কথা’ নামক গল্প থেকে নেওয়া হয়েছে। বইটি ‘Alibaba and The Forty Thieves’ বইয়ের সংস্কৃত অনুবাদ। অনুবাদটিতে বারোটি ভাগ আছে। এক-একটি ভাগের নামও আছে। বনগতা গুহা, স্বর্ণপরিমাণম্, ভ্রাতৃদ্বয়ম্ ইত্যাদি। প্রথম ভাগের নাম ‘বনগতা গুহা’। পাঠ্যাংশটি প্রথম ভাগের অবিকল রূপ নয়। মাঝের অনেক শ্লোক, কয়েকটি বাক্য এবং অনেক পদ পরিবর্তন করে সম্পাদনার মাধ্যমে পাঠ্যাংশটি তৈরি করা হয়েছে।
পাঠ্যাংশের নাম | বনগতাগুহা |
রচনা | গোবিন্দকৃষ্ণ মোদক |
উৎস গ্রন্থ | চোরচত্বারিংশী কথা |
মূল গ্রন্থ | Alibaba and The Forty Thieves |
SAQ প্রশ্নোত্তর
প্রশ্নপত্রে যেহেতু সংস্কৃত ভাষার বাক্য বা শব্দগুলো দেবনাগরী হরফে থাকে, তাই সেগুলো দেবনাগরী হরফেই দেওয়া হয়েছে। বনগতাগুহা SAQ নিম্নে দেওয়া হল।
1)”वनगतागुहा” পাঠ্যাংশটি কার লেখা?
উত্তর– “वनगतागुहा” পাঠ্যাংশটি গোবিন্দকৃষ্ণ মোদক লেখা।
2) “वनगतागुहा” পাঠ্যাংশটির উৎস কী?
উত্তর– “वनगतागुहा” পাঠ্যাংশটির উৎস গ্রন্থ হল “চোরচত্বারিংশী কথা”।
3) “चोरचत्वारिंशी कथा” গ্রন্থটি কার লেখা?
উত্তর– “चोरचत्वारिंशी कथा” গ্রন্থটি গোবিন্দকৃষ্ণ মোদকের লেখা।
4) “वनगतागुहा” পাঠ্যাংশটির মূল উৎস কী?
উত্তর– “वनगतागुहा” পাঠ্যাংশটির মূল উৎস “আলিবাবা ও চল্লিশ চোর”।
5) “আলিবাবা ও চল্লিশ চোর” গল্পটি কে সংস্কৃতে অনুবাদ করেন?
উত্তর– “আলিবাবা ও চল্লিশ চোর” গল্পটি সংস্কৃতে অনুবাদ করেন গোবিন্দকৃষ্ণ মোদক।
6) অলিপর্বা কোন্ দেশের লোক?
উত্তর– অলিপর্বা পারস্য দেশের লোক।
7) অলিপর্বা কোন্ নগরে বাস করত?
উত্তর– অলিপর্বা পারস্য দেশের কোনো এক নগরে বাস করত।
8) অলিপর্বার ভ্রাতার নাম কী?
উত্তর– অলিপর্বার ভ্রাতার নাম কশ্যপ।
9) “सहोदरौ” বলতে কাদের কথা বলা হয়েছে?
উত্তর– কশ্যপ ও অলিপর্বার কথা বলা হয়েছে।
10) অলিপর্বা ও কশ্যপের পিতার স্বভাব কেমন ছিল?
উত্তর– পক্ষপাতহীন অর্থাৎ সমদৃষ্টিসম্পন্ন।
11) অলিপর্বা ও কশ্যপের পিতার আর্থিক অবস্থা কেমন ছিল?
উত্তর– অলিপর্বা ও কশ্যপের পিতা খুব বেশি সম্পত্তির মালিক ছিল না।
12) অলিপর্বার পিতা কখন তার সম্পত্তি সন্তানদের মধ্যে ভাগ করেন?
উত্তর– অলিপর্বার পিতা মৃত্যু নিকটে এলে তার সম্পত্তি সন্তানদের মধ্যে ভাগ করেন।
13) “तयोः समं व्यभजत्” – কে কি সমান ভাগে ভাগ করেছিলেন?
উত্তর– কশ্যপ ও অলিপর্বার পিতা তার নিজ ধন-সম্পত্তি দুই পুত্রের মধ্যে সমানভাগে ভাগ করেছিলেন।
14) কশ্যপ কোন্ বাড়ির মেয়েকে বিবাহ করেছিল?
উত্তর– নগরের ধনী বণিকের মেয়েকে বিবাহ করেছিল।
15) “विविधैश्च विलासः कालं नयतः” – কার কথা বলা হয়েছে?
উত্তর– অলিপর্বার কথা বলা হয়েছে।
16) কশ্যপ যা চাইত তাই পেত কেন?
উত্তর– কশ্যপ প্রভূত অর্থের জন্য যা চাইত তাই পেত।
17) “अल्पमेव वित्तमासीत्” – বলতে কার কথা বলা হয়েছে?
উত্তর– অলিপর্বার শ্বশুরের।
18) অলিপর্বা কেমন গৃহে বাস করত?
উত্তর– অলিপর্বা শ্রীহীন কুটিরে বাস করত।
19) “महता कष्टेन पुपोष” – কে কাদের মহাকষ্টে পালন করত?
উত্তর– অলিপর্বা স্ত্রী-সন্তানদের অতিকষ্টে পালন করত।
20) অলিপর্বার কটি গাধা ছিল? অথবা অলিপর্বা কটি গাধার পিঠে কাঠ চাপিয়ে নিয়ে আসত?
উত্তর– অলিপর্বার তিনটি গাধা ছিল।
21) অলিপর্বা বনে যেত কেন?
উত্তর– অলিপর্বা বনে যেত কাঠ কাটতে।
22) অলিপর্বা বন থেকে আনা কাঠ কি করত?
উত্তর– অলিপর্বা বন থেকে আনা কাঠ নগরে বিক্রি করত।
23) অলিপর্বা কখন বনে যেত?
উত্তর– অলিপর্বা প্রতিদিন ভোরে বনে যেত।
24) “विपिनं व्रजति” – ‘বিপিন’ শব্দের অর্থ কী?
উত্তর– বন।
25) ধুলিপটল অলিপর্বা কোথায় দেখেছিল?
উত্তর– আকাশে।
26) অলিপর্বা বনে হঠাৎ কি দেখেছিল?
উত্তর– আকাশে উত্থিত ধূলিরাশি।
27) পাঠ্যাংশ থেকে অশ্বের দুটি সংস্কৃত প্রতিশব্দ লাখ।
উত্তর– তুরঙ্গ ও হয়।
28) কারা বনে যাতায়াত করে না?
উত্তর– রাজকর্মচারীরা।
29) ‘राजपुरुषाः’ পদে কোনো সমাস হয়েছে?
উত্তর– ষষ্ঠী তৎপুরুষ।
30) অলিপর্বার গণনা অনুসারে কতজন চোর ছিল?
উত্তর– চল্লিশ জন।
31) অলিপর্বা চোরদের সর্দারকে কি দেখে চিনল?
উত্তর– বিশিষ্ট আকার দেখে।
32) চোরেরা তাদের ঘোড়াগুলি কোথায় বেঁধেছিল?
উত্তর– দৃঢ় গুল্ম শাখায়।
33) গুহার দ্বার খোলার মন্ত্রটি কি ছিল?
উত্তর–
স্কন্দরাজ নমস্তেহস্তু চৌর্যপাটবদেশিক।
দস্যুদেব দ্বারমিদং বিবৃতং কৃপয়া কুরু।।
34) গুহার দরজা খোলার মন্ত্রটি কে পাঠ করেছিল?
উত্তর– দস্যুসর্দার।
35) স্কন্দরাজ কে?
উত্তর– চৌর্যশাস্ত্রের রচয়িতা, চৌর্যবিদ্যার গুরু ও চোরদের দেবতা।
36) চোরেরা গুহায় কতক্ষণ ছিল?
উত্তর– কিছুক্ষণ।
37) সবার শেষে গুহায় কে প্রবেশ করেছিল?
উত্তর– দস্যুসর্দার।
38) গুহার মধ্য থেকে প্রথম কে বেরিয়ে এসেছিল?
উত্তর– দস্যুসর্দার।
39) ”किं मया प्रोक्तेन पूर्वपद्येन द्वारमिदं विघटेत्” – কে বলেছেন?
উত্তর– অলিপর্বা।
40) গুহার মধ্যে প্রবেশ করে অলিপর্বা কি দেখেছিল?
উত্তর– গুহার ভিতরে অলিপর্বা চারিদিকে রাশি রাশি খাবার, দামি চীনা রেশমের কাপড়ের থান, সোনা আর রুপোর মোটা মোটা বাট দেখতে পেল।
41. নিম্নলিখিত শব্দগুলির অর্থ লিখ–
শব্দ | অর্থ |
তুষ্ণীম্ | নীরবে / মনে মনে |
বিংশতিদ্বয়ম্ | চল্লিশ |
নিশ্রীকঃ | হতশ্রী |
উটজে | কুটিরে |
চীনাংশুক | চীন দেশের বস্ত্র |
স্বস্বশ্বানারুহ্য | নিজ নিজ অশ্বে আরোহণ করে |
কনক | সোনা |
সপ্তি | ঘোড়া |
হয় | ঘোড়া |
উদবহত্ | বিবাহ করেছিল |
কলত্র | ভার্যা |
ইন্ধন | জ্বালানি কাঠ |
সপদি | তাড়তাড়ি |
পুপোষ | পালন করত |
দূরাসদম্ | দুর্লভ |
ধান্যস্যুতা | ধান ভরতি থলে |
রজস্তোমঃ | ধুলোরাশি |
চিচ্ছেদ | কাটল |
SAQ প্রশ্নোত্তর থেকে অনুরূপ পাঠ
বনগতাগুহা SAQ ছাড়াও নিম্নলিখিত পাঠ্যাংশগুলির SAQগুলি জানতে link এ click করুন
বনগতাগুহা SAQ থেকে জিজ্ঞাস্য (FAQ)
বনগতাগুহা SAQ, বনগতাগুহা SAQ, বনগতাগুহা SAQ, বনগতাগুহা SAQ।
1) কশ্যপের ভাইয়ের নাম কী?
2) অলিপর্বা গুহা থেকে কী এনেছিল?
3) চোরদের আসতে দেখে অলিপর্বা কী করেছিল?
ধন্যবাদ
বনগতাগুহা MCQ প্রশ্নোত্তর তথা আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈
আমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে CLICK HERE👈